02/03/2025
🎉 নারী উদ্যোগ কেন্দ্র চক্ষু হাসপাতাল, সাভারের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন! 🎉
২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ আমরা উদযাপন করেছি নারী উদ্যোগ কেন্দ্র চক্ষু হাসপাতাল (NUKEH)-এর ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী, যা আমাদের স্বল্পমূল্যে মানসম্পন্ন চক্ষু চিকিৎসা প্রদানের অঙ্গীকারে আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
আশুলিয়া, সাভার-এর ভাড়াইল বাজার এলাকায় অবস্থিত NUKEH এখন পর্যন্ত আশুলিয়া, সাভার উপজেলা এবং পার্শ্ববর্তী এলাকায় ২,০০,০০০-এর বেশি মানুষকে চক্ষু সেবা প্রদান করেছে। গার্মেন্টস কর্মী এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য ফ্রি চক্ষু পরীক্ষা, ছানি অপারেশন এবং স্কুলের শিশুদের জন্য চক্ষু সচেতনতা বৃদ্ধি আমাদের অন্যতম প্রধান উদ্যোগ।
এই বিশেষ দিনটি উদযাপন উপলক্ষে আমরা আয়োজন করেছি:
👁️ ফ্রি চক্ষু পরীক্ষা (সকাল ১০টা - বিকেল ৪টা) – ৮২ জন রোগী বিনামূল্যে সেবা গ্রহণ করেছেন। নারী: ২৯ জন, পুরুষ: ৩৮ জন, শিশু: ১৫ জন।
নারী শিশু ও বয়স্ক জনগোষ্ঠীর জন্য আমরা কাজ করে থাকি। হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের সেবায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
🕌 মিলাদ-মাহফিল – স্থানীয় একজন বিশিষ্ট ইমাম সাহেব পরিচালিত, যেখানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন এবং আমাদের চিকিৎসা সেবার প্রশংসা করেন ও ভবিষ্যতে আরও উন্নতি কামনা করেন।
আমাদের পাশে থাকার জন্য সমর্থক, অংশীদার এবং স্থানীয় জনগণকে আন্তরিক কৃতজ্ঞতা। দৃষ্টি সেবায় আমরা এগিয়ে চলছি—আপনাদের সহযোগিতায় আরও অনেক দূর! 🌟
🎉 Celebrating 4 Years of Vision & Care! 🎉
On February 26, 2025, we marked the 4th founding anniversary of Nari Uddug Kendra Eye Hospital (NUKEH), Savar – a milestone in our journey to provide affordable and quality eye care to underprivileged communities.
Established in February 2021 with the generous support of Andheri Hilfe, Germany, NUKEH has been a beacon of hope, delivering intensive eye care services to over 200,000 people in Ashulia, Savar Upazila, and neighboring areas. From free vision screenings for garment workers and school children to cataract surgeries, our mission is to prevent and eliminate avoidable blindness.
To celebrate this special day, we organized:
👁️ Free Eye Screening (10 AM - 4 PM) – Serving 82 patients at no cost. Women: 29, Men: 38, Children: 15.
We work for women, children, and the elderly. Special emphasis is given to serving the ultra-poor and low-income people.
🕌 Milad-Mahfil – Led by a renowned local Imam, joined by community leaders, who shared their appreciation for the care we provide and expressed hopes for our continued growth.
A heartfelt thank you to our supporters, partners, and the community for trusting us with your vision. Here’s to many more years of service and sight! 🌟
#৪বছরের_সেবা #চক্ষু_সেবা_সবার_জন্য