Raiyan Homoeo Hall রাইয়ান হোমিও হল

Raiyan Homoeo Hall রাইয়ান হোমিও হল আসসালামু আলাইকুম।
রাইয়ান হােমিও হলে আপনাকে স্বাগতম ।

ধরুন, দুপুরে খাওয়া শেষে একটাই ডিম রয়ে গেছে। রাতে খাওয়ার সময় ডিমটা কাকে দেবেন? পরিবারে শুধু আপনারা দুজন আর ফুটফুটে এক সন্...
01/08/2025

ধরুন, দুপুরে খাওয়া শেষে একটাই ডিম রয়ে গেছে।

রাতে খাওয়ার সময় ডিমটা কাকে দেবেন? পরিবারে শুধু আপনারা দুজন আর ফুটফুটে এক সন্তান।

কমন যে চিত্রটি আমরা দেখতে পাই:

রাতে খাওয়ার সময় বাচ্চাকে পুরো ডিমটাই দিয়ে দেয়। আর বাবা মা দুজন ড্যাব ড্যাব চোখে শুধু তাকিয়ে থাকবে আর তার খাওয়া দেখে মনটা ভরে যাবে।

আহ কি শান্তি!

আসলে যা করা দরকার ছিলো:

রাতে ৩ জনই একসাথে খেতে বসব। তার সামনেই ডিমটা সমান ৩ ভাগে ভাগ করব। আর ৩ জনেই ৩ টুকরা খেয়ে নিব।

বিশ্বাস করুন, এই ক্ষেত্রে বাচ্চার আস্ত ডিমটা খাওয়ার কোনো ফায়দা নাই। বরং তার ব্রেইনে একটা ভুল মেসেজ আজীবনের জন্য সেট হয়ে যাবে।

অথচ, ৩ টুকরা ডিম তাকে শেখাবে কীভাবে অল্প জিনিসও সবার সাথে ভাগ করে খেতে হয়। তার অপজিটে থাকা মানুষগুলো খেয়েছে কিনা সেই ব্যপারে খেয়াল রাখার মানসিকতা জাগ্রত হয়। আর এই মেসেজটি আজীবন তার ব্রেইনে খোদাই থাকবে।

এটা একেবারে ছোট্টবেলা থেকেই করা উচিত। বাচ্চা তার বয়স অনুযায়ী যতটুকু বোঝার ঠিকই বুঝবে। বাচ্চারা তাদের মতো করে সবই বুঝে।

ট্রিক্সটা কাজে লাগালেই দেখবেন, তাকে কিছু খেতে দিলে আগে আপনার হাতে দেখবে তার আম্মুর ভাগটা আছে কিনা! আবার, বাবার ভাগটাও রেখে দিবে।

বর্তমান সময়ে অনেক বাচ্চাদের দেখা যায় সবকিছুই নিজের করে পেতে চায়, তার-ই ভাই বা বোন সে পেলো কিনা সেদিকে খেয়ালই রাখে না। দাদু, চাচা, বাবা, যে যা-ই আনুক না কেন, সবই তার চাই!

14/07/2025

মাংসে মাংস বৃদ্ধি, ঘি তে বৃদ্ধি বল।
দুধে বীর্য বৃদ্ধি, শাকে বৃদ্ধি মল।

অর্থ:
মাংস খেলে মাংস বাড়ে,
ঘি খেলে শরীরে বল আসে।
দুধ খেলে বীর্য বৃদ্ধি হয়,
আর শাক খেলে পেট পরিষ্কার থাকে।

আমাদের সমাজের চিত্র। সমাজের নোংরা মানুষগুলো, ভালোদের বিচার করে।
03/06/2025

আমাদের সমাজের চিত্র।
সমাজের নোংরা মানুষগুলো, ভালোদের বিচার করে।

আমরা এমন এক পৃথিবীতে বাস করি যেখানে সবচেয়ে নোংরা মানুষরাই পরিষ্কার মানুষকে বিচার করে "
01/06/2025

আমরা এমন এক পৃথিবীতে বাস করি যেখানে সবচেয়ে নোংরা মানুষরাই পরিষ্কার মানুষকে বিচার করে "

এটাই একমাত্র সবজি যেটা কিনা নেশার ক্ষতিকর টক্সিন, নিকোটিন, পরিস্কার করতে পারে। নামঃসোলা কচুরান্নার নিয়মঃএই কচু সবাই রান্...
31/05/2025

এটাই একমাত্র সবজি যেটা কিনা নেশার ক্ষতিকর টক্সিন, নিকোটিন, পরিস্কার করতে পারে।

নামঃ
সোলা কচু

রান্নার নিয়মঃ
এই কচু সবাই রান্না করেই খায়। তবে যারা বিভিন্ন নেশায় অভ্যস্ত তারা এই সবজি কাটার আগে এমন ভাবে ধুয়ে নিবেন যেন কুটার পর আর ধুতে না হয়। কারন ধুইলে গায়ের কষ বেড়িয়ে যাবে।

খাবার নিয়মঃ
সবচেয়ে কার্যকর হবে যদি রান্নার পর গরম গরম খেতে পারেন। সরাসরি খেলেই বেশি উপকার পাবেন। তবে ভাতের সঙ্গে খেতে পারেন। সামান্য লেবু চিপে নিবেন কারন হালকা গলা চুলকাতে পারে।

উপকারিতাঃ
👉 লিভার পরিস্কার করে।
👉 হার্ট অ্যাটাকের ঝুকি কমায়।
👉 ফুসফুসের ক্যান্সার থেকে রেহাই দেয়।
👉 বাত ব্যথার জন্য চমৎকার কাজ করে।
👉 ত্বকে ফোঁড়া হতে বাঁধা দেয়।
👉 শরীরের বিষাক্ত টক্সিন বের করে দেয়।

বিঃদ্রঃ বিড়ি সিগারেট গাঁজা খাওয়া সবই ইসলামের দৃষ্টিতে হারাম। মনে রাখবেন হারামে আরাম নেই। তাই এসকল নেশা পরিহার করুন।

পোষ্টটি জনসার্থে শেয়ার করুন। টাইমলাইনে রাখুন।

25/05/2025

টেস্টোস্টেরন পুরুষদের প্রধান যৌন হরমোন, যা পুরুষদের শারীরিক ও মানসিক বৈশিষ্ট্যের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

দাঁতের পোকা আসলে কী ?=================আমাদের দেশে দাঁতের ক্ষয় বা গর্ত হওয়াকে অনেকেই দাঁতের পোকা বলে। কিন্তু বিজ্ঞানীরা শ...
16/05/2025

দাঁতের পোকা আসলে কী ?
=================
আমাদের দেশে দাঁতের ক্ষয় বা গর্ত হওয়াকে অনেকেই দাঁতের পোকা বলে। কিন্তু বিজ্ঞানীরা শত চেষ্টায়ও দাঁতের পোকার অস্তিত্ব খুঁজে পাননি।
তাহলে দাঁতের এই পোকা আসলে কী? সাধারণত চিনি বা মিষ্টিজাতীয় খাদ্য আমাদের মুখের ভেতরে একধরনের জীবাণুর সঙ্গে মিশে অ্যাসিড তৈরি করে। এই অ্যাসিড দাঁতের ওপরের শক্ত আবরণ এনামেলকে ক্ষয় করে এবং পরে গর্তের সৃষ্টি করে। এ রোগের নাম ডেন্টাল ক্যারিজ।

চিনিমিশ্রিত দুধ বা অন্যান্য মিষ্টিজাতীয় খাদ্য গ্রহণের পর দাঁতের গায়ে এনামেলের ওপর যে আবরণ সৃষ্টি হয়, তার নাম পেলিক্যাল। এই পেলিক্যালকেই বলা হয় ডেন্টাল প্ল্যাক বা দন্তমল। লাখ লাখ জীবাণুযুক্ত দন্তমলই শিশুদের ডেন্টাল ক্যারিজ বা দাঁত ক্ষয় রোগের প্রধান কারণ।

শিশুদের দাঁত ওঠার পর যেকোনো সময় দাঁত ক্ষয় হতে পারে। এ থেকে ঘন ঘন জ্বর, দাঁতব্যথা, টনসিলের প্রদাহ ইত্যাদি হয়। দাঁতে পোকা হওয়া সত্যি শিশুদের জন্য বড় একটি সমস্যা।

রক্ষা পাওয়ার উপায়ঃ
দাঁত শক্ত ব্রাশ দিয়ে জোরে জোরে ঘষলেই দন্তমল পরিষ্কার হয় না। এর জন্য সঠিক পদ্ধতিতে দাঁত ও মাড়ি ব্রাশ করার নির্দিষ্ট নিয়ম রয়েছে। অর্থাৎ, দাঁত ও মাড়ির ওপর-নিচে ও চারপাশে সঠিক পদ্ধতিতে নিয়মিত দুবেলা পরিষ্কার করতে হবে যেন খাদ্যদ্রব্য এর গায়ে বা মাড়ির ফাঁকে লেগে না থাকে।

দাঁত ও মাড়ি পরিষ্কার না থাকলে বহুদিন জমে থাকা দন্তমল নরম মাড়িতে প্রদাহ সৃষ্টি করতে পারে এবং সামান্য আঘাতেই রক্ত বের হয়ে আসতে পারে। কোনো কিছু দেখা বা বোঝার আগেই এই প্রদাহ শুরু হয়ে যেতে পারে। তাই হঠাৎ একদিন সকালে দাঁত ব্রাশ করার সময় শিশু দাঁতব্যথায় কাঁদতে শুরু করলে অবাক হওয়ার কিছু নেই। যেসব শিশু ফিডার দিয়ে দুধ খায় বা ঘুমের মধ্যেও ফিডার মুখে দিয়ে রাখে, তাদের মধ্যে দাঁত ক্ষয় বেশি হয়।

শিশুদের চিনিজাতীয় বা মিষ্টি খাদ্য খাওয়ার পর কুলকুচা করা বা প্রয়োজনে দাঁত ব্রাশ করার অভ্যাস করান। সঠিক পদ্ধতিতে দাঁত ব্রাশ করতে শেখান। বেশির ভাগ ডেন্টাল ক্যারিজ খালি চোখে দেখা যায় না। ব্যথা শুরু হলেই চিকিৎসক দেখানো ছাড়া নিয়মিত মুখ ও দাঁত পরীক্ষা করানো উচিত; বছরে অন্তত দুবার।
দুধদাঁত পড়ে যাবে বলে অনেকের ধারণা, এর বেশি যত্ন নেওয়ার দরকার নেই। কিন্তু দুধদাঁত সুস্থভাবে না পড়লে স্থায়ী দাঁত সঠিক অবস্থানে আসে না।

পোস্টটি সম্পর্কে অপরকে জানাতে শেয়ার করুন।ধন্যবাদ।

ঈদ মোবারক চোখ জুড়ানোর মত দৃশ্য।
29/04/2025

ঈদ মোবারক
চোখ জুড়ানোর মত দৃশ্য।

বিজিবির পা ধরে ক্ষ'মা চাইছে বিএসএফ সদস্য! কিন্তু কেনো?আমাদের চ্যানেল পরিবারে জয়েন করতে করতে নিচের লিংকে ক্লিক করু....

🍁লক্ষণভিত্তিক কিছু  হোমিও ঔষুধের তালিকাঃ-১. অস্থিরতায় -- একোনাইট, আর্সেনিক, রাসটক্স। > জ্বালায় --- সালফার, ফসফরাস, আর্সে...
11/04/2025

🍁লক্ষণভিত্তিক কিছু হোমিও ঔষুধের তালিকাঃ-

১. অস্থিরতায় -- একোনাইট, আর্সেনিক, রাসটক্স।

> জ্বালায় --- সালফার, ফসফরাস, আর্সেনিক।

> পেটফাঁপায় -- চায়না, লাইকোপোডিয়াম, কার্বভেজ।

> ভয়ে -- একোনাইট, ওপিয়াম, আর্সেনিক।

>সোরায়- -সালফার, সোরিনাম, গ্রাফাইটিস।

৬. সিফিলিসে-- মার্কস মস্কেটা।

08/02/2025

কয়েকদিন যাবত ওয়ালে দেখতে পাচ্ছি ভারত মাতা নাকি বাংলাদেশকে জন্ম দিয়েছে।

আমার সরল মনের প্রশ্ন ভারত মাতা কে প্রেগনেট করেছিল কে?

১টি ম্যানি ব্যাগ পাওয়া গেছে । এই দুটি ছবি ভিতরে ছিলো, তাই অনুমতি ছারাই পোষ্ট করতে বাধ্য হলাম।উপযুক্ত প্রমান দিয়ে নিয়ে যা...
04/01/2025

১টি ম্যানি ব্যাগ পাওয়া গেছে ।
এই দুটি ছবি ভিতরে ছিলো, তাই অনুমতি ছারাই পোষ্ট করতে বাধ্য হলাম।
উপযুক্ত প্রমান দিয়ে নিয়ে যাবেন।
যোগাযোগ : রাইয়ান হোমিও হল সাভার 01644406306

Address

Savar

Alerts

Be the first to know and let us send you an email when Raiyan Homoeo Hall রাইয়ান হোমিও হল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Raiyan Homoeo Hall রাইয়ান হোমিও হল:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram