M/S RR Enterprise Dhaka

M/S RR Enterprise Dhaka স্বাস্থ্য পণ্য সরবরাহ - কোভিড -১৯

24/01/2021

মিনিস্টার গ্রুপের প্রধান কার্যালয় গুলশানে স্বাস্থ্যবিধি মেনে মিনিস্টার হিউম্যান কেয়ার এর মাসিক মিটিং অনুষ্ঠিত হয়েছে।
মিটিংয়ে উপস্থিত ছিলেন মিনিস্টার গ্রুপের কর্ণধার এম এ রাজ্জাক খান রাজ, চিফ ফিনেন্সিয়াল অফিসার মোহাম্মদ ফখরুল ইসলাম এফসিএ, হিউম্যান কেয়ার ডিভিশন এর পরিচালক সৈয়দ আবুল কাশেম রানা, ডেপুটি ডিরেক্টর দেবাশীষ কর্মকারসহ অন্যান্য বিভাগের বিভাগীয় প্রধানগণ এবং সারাদেশের বিক্রয় প্রতিনিধিগণ। এসময় হিউম্যান কেয়ার ডিভিশন এর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ তাদের পলিসি, প্রোডাক্ট ব্রিফিং, বিক্রয় কৌশলসহ বিভিন্ন বিষয়ে বিশদভাবে আলোকপাত করেন।
এছাড়াও নতুন বিভাগ হিসেবে কিভাবে এটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, বিক্রয় পলিসি কি হবে, সেলস টার্গেট কেমন হবে, চ্যালেঞ্জগুলো কিভাবে মোকাবেলা করতে হবে তা নিয়ে বক্তারা দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
মিনিস্টার গ্রুপের কর্ণধার এম এ রাজ্জাক খান রাজ বলেন- ‘মূলত জনগণের স্বাস্থ্যবিধি এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য ‘মিনিস্টার হিউম্যান কেয়ার’ নিয়ে আসা। করোনাকালীন সময় থেকেই মিনিস্টার বিভিন্ন পণ্য সমন্বিত নতুন কিছু ব্র্যান্ড চালু করে। পণ্যগুলো হল - সেফটি প্লাস হ্যান্ড ওয়াশ, গ্লাস ক্লিনার, ফ্লোর ক্লিনার, ব্রাইট ওয়াশ ডিটারজেন্ট পাউডার, , চাঁদ ফ্যাব্রিক ব্রাইটনার (নীল), চাঁদ ডিশ ওয়াশ লিকুইড এবং টয়লেট ক্লিনার।
আমরা আশা করি, আমাদের তৈরি এসমস্ত পণ্য দেশের জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অবদান রাখতে সক্ষম হবে ।
"আমার পণ্য আমার দেশ, গড়ব বাংলাদেশ"- এই স্লোগানকে লালন করে দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে দেশের জনপ্রিয় ব্র্যান্ড মিনিস্টার গ্রুপ।

08/07/2020

আমাদের স্বাস্থ্য পন্য সমুহ নিয়ে আপনাদের কোন ধরনের পরামর্শ থাকলে আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন। ধন্যবাদ।
💜🇧🇩

১৫ টাকায় দেশী প্রযুক্তি প্রতিষ্ঠান মিনিস্টারের তিন লেয়ারের সার্জিক্যাল মাস্কআমরা যদি দেশী কোম্পানিকে উৎসাহ না দিয়ে নাক স...
03/07/2020

১৫ টাকায় দেশী প্রযুক্তি প্রতিষ্ঠান মিনিস্টারের তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক

আমরা যদি দেশী কোম্পানিকে উৎসাহ না দিয়ে নাক সিটকায় তবে এদেশে স্যামসাং, হোয়াওয়ে আশা করবেন না।

মিনিস্টার হাইটেক পার্কে গড়ে উঠা মিনিস্টার টিভি, ফ্রিজ এবং অন্যান্য প্রযুক্তি পণ্য আমরা অনেকেই চিনি। এই দেশীয় প্রতিষ্ঠান দেশে নতুন একটি পণ্য উৎপাদন শুরু করেছে। করোনা পরিস্থিতিতে সুরক্ষা সরঞ্জামের যখন তীব্র ঘাটতি তখন মিনিস্টার বাজারে এনেছে তিন স্তরের সার্জিক্যাল মাস্ক। দাম সাধ্যের ভেতরেই। এক বক্সের দাম রাখা হয়েছে ৫০০ টাকা এবং প্রতি পিসের দাম মাত্র ১০ টাকা।

হাই কোয়ালিটির মেল্ট ব্লন-সমৃদ্ধ এই ট্রিপল লেয়ার সার্জিক্যাল মাস্ক প্রায় ৯৯ শতাংশ ব্যাক্টেরিয়া প্রতিরোধক বলে দাবি করছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেডকে ‘সার্জিক্যাল মাস্ক’ উৎপাদন ও বাজারজাতের অনুমতিপত্র দেয়া হয়েছে। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

মিনিস্টার হাই টেক পার্ক এর অফিসিয়াল ফেসবুক পেজে বলা হয়েছে , "চলমান করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মাস্ক ব্যবহার করা খুবই জরুরী। ঘরের বাইরে যেতে হলে অবশ্যই মাস্ক ব্যবহার করে বের হতে হবে। বিশেষকরে সার্জিক্যাল মাস্ক ব্যবহার করাই ভালো। এই দুর্যোগ সময়ে মিনিস্টার নিয়ে এসেছে ঔষধ প্রশাসন অনুমোদিত নিজস্ব ফ্যাক্টটিতে তৈরি ৩ স্তর প্রটেক্টিভ লেয়ার এর সার্জিক্যাল মাস্ক। মিনিস্টার এর তৈরি সেফ লাইফ সার্জিক্যাল মাস্ক ৯৯% ব্যাকটেরিয়া রোধক ক্ষমতাসম্পন্ন যা আপনাকে নিশ্চিত করবে ভাইরাস থেকে সুরক্ষা। কোভিড- ১৯ সহ অন্যান্য জীবাণু থেকে নিরাপদ থাকতে ব্যবহার করুন মিনিস্টার সেফ লাইফ মাস্ক।"

কোম্পানির পক্ষ থেকে হোম ডেলিভারির সুবিধাও দেয়া হচ্ছে বলে জানানো হয়।

বাংলাদেশের কোম্পানিগুলি বিভিন্ন ভাবে নতুন পণ্যে নিজেদের পণ্য সারি বৃদ্ধি করছে। অনেক কোম্পানি নিজেরা উদ্যোগ নিয়ে গবেষণা করছে। দেশের এই প্রতিষ্ঠানগুলিকে যেমন সরকারের পক্ষ থেকে নীতিগত সমর্থন দেয়া জরুরি তেমনি সাধারন জনগণ হিসাবে আমাদের ও উচিত দেশীয় প্রতিষ্ঠানের প্রতি দৃষ্টিভঙ্গি বদলিয়ে আস্থা রাখা। এভাবেই এগিয়ে যাবে বাংলাদেশ।

কোভিড-১৯ এর প্রভাবে আজ গারমেন্টস, শপিংমল, অফিসে কাজের প্রয়োজনে  জনসমাগম এর মাধ্যমে করোনা সংক্রমণের ভয়াবহ রুপ ধারণ করছে। ...
02/07/2020

কোভিড-১৯ এর প্রভাবে আজ গারমেন্টস, শপিংমল, অফিসে কাজের প্রয়োজনে জনসমাগম এর মাধ্যমে করোনা সংক্রমণের ভয়াবহ রুপ ধারণ করছে।
এর থেকে পরিত্রাণের উপায় হিসেবে এখন ব্যাবহার করছে DISINFECTION TUNNEL বা জীবানু প্রতিরোধক বুথ।
এরই প্রেক্ষাপটে RR Enterprise নিয়ে সম্পুর্ণ দেশীয় প্রযুক্তিতে প্রস্তুতকৃত তিন ক্যাটাগরির DISINFECTION TUNNEL যেখানে স্প্রে হিসেবে ব্যাবহার করা হয় Singapore থে আমদানিকৃত WILSON Brand এর Nano Dispersing Technology যা WILSON -ATOMIZATION DISINFECTION নামে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হতে স্বীকৃত.
আরও বিস্তারিত জানতে এবং অর্ডার করতে যোগাযোগ করুন:
Mobile : 01763461080
Whats App / Viber: 01750267334
Email: rrenterbd@gmail.com
Fb: M/S RR Enterprise Dhaka

30/06/2020

Address

Hazi Khalilur Rahman Shopping Complex, Hemayetpur, Dhaka
Savar
1209

Website

Alerts

Be the first to know and let us send you an email when M/S RR Enterprise Dhaka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram