21/03/2023
JUST FOR TODAY : MARCH 22
শুধু আজকের জন্য। মার্চ ২২
THE PRINCIPLE OF SELF-SUPPORT
---------------------------------------
স্ব-নির্ভরতার নীতি
---------------------------------------
"আমাদের মাদকাসক্তিকালীন সময়ে, আমরা ব্যক্তি, স্থান এবং বস্তু সমূহের উপর নির্ভরশীল ছিলাম। আমরা নিজেদের মধ্যে যেইসব জিনিসের অভাব অনুভব করতাম, সেইগুলি আমাদেরকে প্রদান করার জন্য, এবং আমাদেরকে সাহায্য করার জন্য আমরা তাঁদের (অন্যদের ) উপর নির্ভর করে থাকতাম।" বেসিক টেক্সট, পৃষ্ঠা : ৭০-৭১
এক ধরণের জীব আছে, যা অন্যদের ওপর ভর করে সতেজ হয়ে উঠে। এটা জোঁক নামে পরিচিত। এটি মানুষের শরীরে গায়ে লেগে থাকে এবং তার যা প্রয়োজন তা শুষে নেয়। যখন একজন আক্রান্ত তাকে ঝেড়ে ফেলে দেয়, তখন সেটি খুব সহজেই পরবর্তী জনের ওপর ভর করে।
আমাদের সক্রিয় মাদকাসক্তকালীন সময়ে আমরাও জোঁকের মতোই আচরণ করতাম। আমরা আমাদের পরিবারকে, আমাদের বন্ধুবান্ধবদের এবং আমাদের সমাজকে শুষে ফেলেছিলাম। আমরা যাদের সাথেই পরিচিত হয়েছিলাম, সচেতন বা অবচেতনভাবে কোনো কারণ ছাড়াই আমরা তাঁদের প্রায় প্রত্যেকের কাছ থেকেই কিছু না কিছু আদায় করে নিতে চাইতাম।"
যখন আমরা আমাদের প্রথম মিটিং-এ গিয়ে কিটির বাক্সটা দেখি, তখন আমরা হয়তো এইরকমই ভেবেছি, "স্বাবলম্বী! এটা আবার কি ধরনের অদ্ভূত ব্যাপার?" এরপর যখন আমরা দেখলতে থাকলাম, তখন আমরা কয়েকটা ব্যাপার লক্ষ্য করলাম।এই স্বাবলম্বী এডিক্টরা স্বাধীন ও মুক্ত। নিজেদের পথ চলার মূল্য নিজেরা বহন করার মাধমে, তাঁরা নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নিতে পারার বিশেষ সুযোগ অর্জন করেছেন।
নিজেদের ব্যক্তিগত জীবনে স্বাবলম্বনের নীতি প্রয়োগ করার মাধ্যমে, আমরাও নিজেদের ব্যাক্তিগত জীবনে একইরকম মুক্তির স্বাদ অর্জন করতে পারি। এরপর আমাদের কোথায় থাকা উচিত সেই ব্যাপারে অন্য কারোরই আর কিছু বলার অধিকার নাই, কারণ আমাদের বাড়িভাড়াটা আমরা নিজেরাই দিই। আমরা যা ইচ্ছে খেতে পারি, যা খুশি পরতে পারি, বা যেখানে ইচ্ছে যেতে পারি, কারণ আমরা নিজেরাই নিজেদের জন্য এগুলি জোগাড় করে থাকি।
জোঁকের মতো টিকে থাকার জন্য আমাদের আর পরনির্ভরশীল হতে হয় না। আমরা এইভাবে স্বনির্ভরশীল হয়ে যত বেশী করে দায়িত্ব নিতে থাকবো, আমাদের জীবনে তত বেশী করে মুক্তি অর্জন করবো।
শুধু আজকের জন্য: আমি নিজে নিজেকে সহায়তা করার মাধ্যমে যে স্বাধীনতা অর্জন করতে পারি তার কোনো সীমা পরিসীমা নাই। আজকে আমি আমার ব্যক্তিগত দায়িত্বগুলিকে গ্রহণ করবো এবং আমার নিজের খরচ নিজেই বহন করবো।