28/10/2023
বর্তমান সময়ে কোমর ব্যথার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রধান কারণ হচ্ছে পিএল আইডি (PLID)।
পিএলআইডি (PLID) কী?
----------------------------------
পিএলআইডি মানে হলো (প্রলাপসড লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক)। এই রোগ হলে দুটি কশেরুকার মধ্যে থাকা কোমরের নরম অংশ (ডিস্ক) বের হয়ে বাইরের দিকে চলে আসে এবং সেই বের হওয়া অংশ নার্ভের রুটকে চাপ দেয়। ফলে কোমরে প্রচণ্ড ব্যথা হয় এবং সেই ব্যথা ক্রমশ পায়ের দিকে ছড়িয়ে পড়ে। সাধারণত বেশির ভাগ সময় লাম্বার (L4&L5) ৪ ও ৫ নম্বর কশেরুকায় এটি ঘটে থাকে।
কিভাবে বুঝবেন আপনার পিএলআইডি হয়েছে?
----------------------------------------------------------------
ব্যথা সাধারণত কোমর, ঊরু, কাফ মাসলের পেছন দিয়ে পায়ের গোড়ালি, বুড়ো আঙুল বা ছোট আঙুল পর্যন্ত চলে আসে। কাশি-হাঁচি দিলেই কোমরে প্রচন্ড ব্যথা হয় । সামনের দিকে ঝুঁকে নামাজ পড়লে বা কোনো জিনিস তুলতে গেলে ব্যথা বাড়ে।
পি এল আইডি (PLID) জনিত সমস্যায় ৯০% রোগী ওষুধ এবং ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে যায়।
বাকি ৫-১০% রোগীকে অপারেশন করতে হয়।
বর্তমান সময়ে দেখা যাচ্ছে অপারেশন করার পরও কিছু কিছু রোগীর ব্যথা ভাল হয় না কিংবা ব্যথা ভালো হলেও কিছুদিন পর আবার কোমর ব্যাথা শুরু হয়ে যায়। তাদের ক্ষেত্রে ফিজিওথেরাপি চিকিৎসা খুবই জরুরী। পি এল আইডি অপারেশন পরবর্তী কোমর ব্যথা হলে ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে ওই ব্যথা ভালো করা সম্ভব।
যারা কোমর ব্যথার জন্য অপারেশন করেছেন কিন্তু কোমর ব্যথা ভাল হয়নি তাদের জন্য ফিজিওথেরাপি চিকিৎসা অনেক গুরুত্বপূর্ণ।
ফিজিওথেরাপি চিকিৎসায় কোমর ব্যাথা ভালো হয়।
Astha Health Care - Savar
293/1 CRP রোড, সাভার, ঢাকা
যোগাযোগ : 01887213487, 01686872835