Astha Health Care - Savar

Astha Health Care - Savar স্পেশালাইজড ফিজিওথেরাপি ও কৃত্রিম অঙ্গ সংযোজন কেন্দ্র।

ডেডিকেটেড স্ট্রোক এন্ড প্যারালাইসিস কেয়ার

স্ট্রোকের পর কার্যকরী চিকিৎসা হল ফিজিওথেরাপি কারণ স্ট্রোক পরবর্তী সময়ে একমাত্র ফিজিওথেরাপির মাধ্যমে স্থায়ীভাবে পঙ্গুত্ব ...
06/03/2024

স্ট্রোকের পর কার্যকরী চিকিৎসা হল ফিজিওথেরাপি কারণ স্ট্রোক পরবর্তী সময়ে একমাত্র ফিজিওথেরাপির মাধ্যমে স্থায়ীভাবে পঙ্গুত্ব থেকে রক্ষা পাওয়া যায়।

স্ট্রোক রোগীদের জন্য ডেডিকেটেড ইউনিট রয়েছে আস্থা হেলথ কেয়ারে।

যোগাযোগ : আস্থা হেলথ কেয়ার সার্কেল - ১
সি আর পি রোড, সাভার, ঢাকা - ১৩৪৩।
মোবাইল : 01686872835

05/03/2024

আমরা বিশ্বাস করি প্রতিটি শিশু মূল্যবান, সেরিব্রাল পালসি শিশুদের ফিজিওথেরাপি সেবায় আস্থা হেলথ কেয়ার।

সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা নিন, প্রতিবন্ধকতাকে জয় করুন।

যোগাযোগ : আস্থা হেলথ কেয়ার সার্কেল - ১
সি আর পি রোড, সাভার, ঢাকা -১৩৪৩।
মোবাইল : 01686872835

স্ট্রোক ও জিবিএস রোগের জন্য ফিজিওথেরাপি একটি সর্বোত্তম চিকিৎসা,  তাই স্ট্রোক ও জিবিএস এর চিকিৎসার জন্য যোগাযোগ করুন,  আস...
03/03/2024

স্ট্রোক ও জিবিএস রোগের জন্য ফিজিওথেরাপি একটি সর্বোত্তম চিকিৎসা, তাই স্ট্রোক ও জিবিএস এর চিকিৎসার জন্য যোগাযোগ করুন, আস্থা হেলথ কেয়ারে।

আস্থা হেলথ কেয়ার সার্কেল -১
সি আর পি, সাভার, ঢাকা।
মোবাইল - 01686872835

আস্থা হেলথ কেয়ার সার্কেল -২
চাপাইন, সাভার, ঢাকা।
মোবাইল - 01871-777781

03/03/2024

সিপি বাচ্চাদের ট্রিটমেন্টের সাথে তাদের মানুষিক বিকাশও জরুরি।

সেরিব্রাল পালসি বাচ্চাদের ট্রিটমেন্টের জন্য যোগাযোগ করুন।

আস্থা হেলথ সার্কেল -১
সি আর আর পি, সাভার, ঢাকা।
মোবাইল : 01686-872835

আস্থা হেলথ সার্কেল -২
চাপাইন, সাভার, ঢাকা
মোবাইল : 01871-777781

বর্তমান সময়ে কোমর ব্যথার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রধান কারণ হচ্ছে পিএল আইডি (PLID)। পিএলআইডি (PLID) কী?--------------...
28/10/2023

বর্তমান সময়ে কোমর ব্যথার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রধান কারণ হচ্ছে পিএল আইডি (PLID)।
পিএলআইডি (PLID) কী?
----------------------------------
পিএলআইডি মানে হলো (প্রলাপসড লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক)। এই রোগ হলে দুটি কশেরুকার মধ্যে থাকা কোমরের নরম অংশ (ডিস্ক) বের হয়ে বাইরের দিকে চলে আসে এবং সেই বের হওয়া অংশ নার্ভের রুটকে চাপ দেয়। ফলে কোমরে প্রচণ্ড ব্যথা হয় এবং সেই ব্যথা ক্রমশ পায়ের দিকে ছড়িয়ে পড়ে। সাধারণত বেশির ভাগ সময় লাম্বার (L4&L5) ৪ ও ৫ নম্বর কশেরুকায় এটি ঘটে থাকে।
কিভাবে বুঝবেন আপনার পিএলআইডি হয়েছে?
----------------------------------------------------------------
ব্যথা সাধারণত কোমর, ঊরু, কাফ মাসলের পেছন দিয়ে পায়ের গোড়ালি, বুড়ো আঙুল বা ছোট আঙুল পর্যন্ত চলে আসে। কাশি-হাঁচি দিলেই কোমরে প্রচন্ড ব্যথা হয় । সামনের দিকে ঝুঁকে নামাজ পড়লে বা কোনো জিনিস তুলতে গেলে ব্যথা বাড়ে।
পি এল আইডি (PLID) জনিত সমস্যায় ৯০% রোগী ওষুধ এবং ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে যায়।
বাকি ৫-১০% রোগীকে অপারেশন করতে হয়।
বর্তমান সময়ে দেখা যাচ্ছে অপারেশন করার পরও কিছু কিছু রোগীর ব্যথা ভাল হয় না কিংবা ব্যথা ভালো হলেও কিছুদিন পর আবার কোমর ব্যাথা শুরু হয়ে যায়। তাদের ক্ষেত্রে ফিজিওথেরাপি চিকিৎসা খুবই জরুরী। পি এল আইডি অপারেশন পরবর্তী কোমর ব্যথা হলে ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে ওই ব্যথা ভালো করা সম্ভব।
যারা কোমর ব্যথার জন্য অপারেশন করেছেন কিন্তু কোমর ব্যথা ভাল হয়নি তাদের জন্য ফিজিওথেরাপি চিকিৎসা অনেক গুরুত্বপূর্ণ।
ফিজিওথেরাপি চিকিৎসায় কোমর ব্যাথা ভালো হয়।

Astha Health Care - Savar

293/1 CRP রোড, সাভার, ঢাকা

যোগাযোগ : 01887213487, 01686872835

আস্থা হেলথ কেয়ার ও হেলদি লাইফ স্টাইলের মধ্যে বিশেষ মিটিংয়ের সময়,  বাম থেকে সাইমুম উমাম মার্কেটিং হেড হেলদি লাইফ স্টাইল ,...
28/10/2023

আস্থা হেলথ কেয়ার ও হেলদি লাইফ স্টাইলের মধ্যে বিশেষ মিটিংয়ের সময়, বাম থেকে সাইমুম উমাম মার্কেটিং হেড হেলদি লাইফ স্টাইল , মো: কাবিদুর রহমান (ধ্রুব) সিইও আস্থা হেলথ কেয়ার - সাভার, সোহানুর রহমান ক্রেডিট অফিসার সুচিন্তা ফাউন্ডেশন।

ল্যাবএইড হাসপাতাল সাভার ব্রাঞ্চের আমন্ত্রণে Astha Health Care - Savar  ব্রাঞ্চের ফিজিওথেরাপি টিম।
16/10/2023

ল্যাবএইড হাসপাতাল সাভার ব্রাঞ্চের আমন্ত্রণে Astha Health Care - Savar ব্রাঞ্চের ফিজিওথেরাপি টিম।

14/10/2023
ডা: সিরাজুল ইসলাম (৬৫) দীর্ঘ ৩ মাস ফিজিওথেরাপি নিয়ে স্ট্রোককে জয় করে চলে যাচ্ছে, আমরা তার বাকী জীবনের জন্য দোয়া করি।  আপ...
14/10/2023

ডা: সিরাজুল ইসলাম (৬৫) দীর্ঘ ৩ মাস ফিজিওথেরাপি নিয়ে স্ট্রোককে জয় করে চলে যাচ্ছে, আমরা তার বাকী জীবনের জন্য দোয়া করি।

আপনার প্রিয়জন কি স্ট্রোক করেছে?
কোথাও কোন সমাধান পাচ্ছেন না?

চলে আসুন, আস্থা হেলথ কেয়ার একটি অত্যাধুনিক স্ট্রোক এন্ড প্যারালাইসিস সেন্টার।

14/10/2023

ফেনী থেকে আসা নিজামুল হক (৪০) দীর্ঘ ২ মাস থেরাপি নিয়ে অনেকটা সুস্থ।

স্ট্রোক ও প্যারালাইসিস পরবর্তী সময়ে ফিজিওথেরাপি স্বাভাবিক জীবনে ফিরে আসতে সাহায্য করে।

আস্থা হেলথ - সাভার

মোবাইল - 01887213487

05/10/2023

সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ!🌸

Address

Savar

Telephone

+8801720354500

Website

Alerts

Be the first to know and let us send you an email when Astha Health Care - Savar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share