Doctors Physio-Spine Clinic & Consultations Center. Savar,CRP Road, Dhaka.

  • Home
  • Bangladesh
  • Savar
  • Doctors Physio-Spine Clinic & Consultations Center. Savar,CRP Road, Dhaka.

Doctors Physio-Spine Clinic & Consultations Center. Savar,CRP Road, Dhaka. Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Doctors Physio-Spine Clinic & Consultations Center. Savar,CRP Road, Dhaka., Medical and health, Savar.

আপনার কাঁদে বা ঘাড়ে ব্যথা হয় ,কাঁদ এক পাশে নেমে গেছে, এক পাশে বাঁকা হয়ে গেছেন, বা মেরুদন্ড বাঁকা হয়ে গেছে। সঠিক ফিজি...
21/06/2025

আপনার কাঁদে বা ঘাড়ে ব্যথা হয় ,
কাঁদ এক পাশে নেমে গেছে,
এক পাশে বাঁকা হয়ে গেছেন, বা মেরুদন্ড বাঁকা হয়ে গেছে।
সঠিক ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে আপনি পুরোপুরি সুস্থ হতে পারেন।
Doctors Physio-Spine Clinic & Consultations Center. Savar,CRP Road, Dhaka. 01831265251

আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ ❤...
06/06/2025

আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ ❤️
"তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম"
পবিত্র ঈদুল আযহা আমাদের শেখায় ত্যাগ,ঈমান ও আনুগত্যের প্রকৃত অর্থ।
আল্লাহ বলেন, “নিশ্চয়ই আমার নামাজ, কুরবানি, জীবন ও মরণ সবকিছু মহান আল্লাহর জন্য”
সূরা আন’আম: ১৬২।
রাসূল (সা.) বলেন, “আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় কাজ হলো কুরবানির পশু জবাই” (তিরমিযি)।

এই ঈদ হোক আত্মশুদ্ধি, ভালোবাসা ও তাকওয়ার বহি‌ঃপ্রকাশ।

সবাইকে ঈদের শুভেচ্ছা।
ঈদ মোবারক।।।

27/05/2025

আলহামদুলিল্লাহ কাসফিয়া দাঁড়াতে পারে।
Late video upload.

15/05/2025

আলহামদুলিল্লাহ রোগী যখন সুস্থ হয় তখন তার অফুরন্ত ভালোবাসা
Doctors Physio-Spine Clinic. Savar
01831265251

 #ফ্রোজেন সোল্ডার (Frozen Shoulder) নিয়ে কিছু কথা........... ফ্রোজেন সোল্ডার কী?ফ্রোজেন সোল্ডার বা এ্যাডহেসিভ ক্যাপসুলাই...
03/05/2025

#ফ্রোজেন সোল্ডার (Frozen Shoulder) নিয়ে কিছু কথা...........
ফ্রোজেন সোল্ডার কী?
ফ্রোজেন সোল্ডার বা এ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস হলো এমন একটি অবস্থা যেখানে কাঁধের জয়েন্টের চারপাশের টিস্যুগুলো (capsule) মোটা ও শক্ত হয়ে যায় এবং সেখানে একধরনের "আঠালো" স্কার টিস্যু তৈরি হয়। এতে করে জয়েন্টে, জায়গা সংকুচিত ও শক্ত হয়ে যায়। যার জন্য সোল্ডার জয়েন্ট তার স্বাভাবিকভাবে নড়াচড়া (Movement) করতে পারে না। ফলে ব্যথা এবং নড়াচড়ায় সীমাবদ্ধতা হয়।

♦️ ফ্রোজেন সোল্ডার সাধারণত ছেলেদের তুলনায় মেয়েদের বেশি হয়। ৪৫-৬০ বছর বয়সের ভিতরেই এটা দেখা যায়।
♦️ফ্রোজেন সোল্ডার সাধারণত সময়ের সাথে সাথে ভালো হয়, তবে এটি পুরোপুরি সেরে উঠতে ১-৩ বছর পর্যন্ত সময় লাগতে পারে।

💠 বুঝবেন কিভাবে যে আপনার ফ্রোজেন সোল্ডার হয়েছে......
লক্ষণঃ
🔹কাঁধ (Shoulder Joint) এর নড়াচড়ায় সীমাবদ্ধতা
🔹ব্যথা, বিশেষ করে রাতে
🔹ধীরে ধীরে ব্যথা ও জড়তা বাড়তে থাকা
🔹হাত উপরে তুলতে কষ্ট হওয়া
💠 কি কারনে হয়......

কারনঃ এটি কোনো নির্দিষ্ট কারণ ছাড়াই হতে পারে। তবে
🔸ডায়াবেটিস, থাইরয়েড সমস্যা, বা কোনো অপারেশনের পর দীর্ঘদিন কাঁধ কম নাড়াচাড়া করলেও হতে পারে।
🔸আঘাত বা ইনজুরির পরে কাঁধে জয়েন্টের ক্যাপসুল শক্ত হয়ে যায়।
🔸যেমন কাঁধে ফ্র্যাকচার, সার্জারি বা স্ট্রোকের পর দীর্ঘদিন কাঁধ না নড়ালে হয়।

💠 ফ্রোজেন সোল্ডার ৩টি ধাপ (স্টেজ) এ হয়ঃ
১. Freezing Stage (ব্যথার ধাপ): ৬ সপ্তাহ থেকে ৯ মাস পর্যন্ত থাকে।
লক্ষণ:
▫️ব্যথা শুরু হয়, ধীরে ধীরে কাঁধ(Joint) শক্ত হতে থাকে।
▫️নড়াচড়ায় কষ্ট হয় এবং ব্যথা রাতে বেড়ে যায়।
২. Frozen Stage (জমে যাওয়ার ধাপ): ৪ থেকে ১২ মাস পর্যন্ত থাকে।
লক্ষণ:
▫️ব্যথা কিছুটা কমে আসে, তবে কাঁধ একেবারে শক্ত হয়ে যায়।
▫️দৈনন্দিন কাজ যেমন জামা পরা, মাথায় চুল আঁচড়ানো খুব কঠিন হয়ে পড়ে।
৩. Thawing Stage (গলতে শুরু করার ধাপ): ৬ মাস থেকে ২ বছর
লক্ষণ:
▫️ধীরে ধীরে কাঁধের নড়াচড়া ও স্বাভাবিকতা ফিরে আসে।

💠 চিকিৎসা (Treatment): এধরনের সমস্যায় ফিজিওথেরাপি চিকিৎসা সবচাইতে উত্তম চিকিৎসা।
তাই এইধরনের সমস্যার সম্মুখীন হলে কাল বিলম্ব না করে দ্রুত ফিজিওথেরাপিষ্ট এর পরামর্শ নিন।
♦️ ফিজিওথেরাপি চিকিৎসাঃ
১। ইলেক্ট্রথেরাপি
২। থেরাপিউটিক এক্সারসাইজ
◾সোল্ডার মোবিলাইজিং এক্সারসাইজ-
▫️ Pendulum Exercise: সামান্য এগিয়ে দাঁড়িয়ে আক্রান্ত হাত ঝুলিয়ে ছোট ছোট বৃত্তে ঘোরানো।
▫️Towel Stretch: একটি তোয়ালে ধরে পেছন দিয়ে হাত ওঠানো ও নামানো।
▫️Finger Walk: দেয়ালে হাত দিয়ে আঙুল দিয়ে হেঁটে হাত উপরের দিকে তোলা।
▫️Cross-Body Reach: আক্রান্ত হাতটি অন্য হাতের সাহায্যে বিপরীত দিকের কাঁধের দিকে টানা।
◾রেঞ্জ অব মোশন এক্সারসাইজ(ROM)
◾হালকা স্ট্রেচিং ব্যায়াম
◾আইস প্যাক বা হট প্যাক প্রয়োগ

♦️♦️সতর্কতা (Precautions):
🔸ব্যথা সহ্য করার মতো মাত্রায় ব্যায়াম করা উচিত।
🔸হঠাৎ জোর করে নড়াচড়া বাড়ানোর চেষ্টা করলে ইনজুরি বাড়তে পারে।
🔸নিয়মিত ও ধৈর্য ধরে চিকিৎসা করা জরুরি, কারণ সুস্থ হতে সময় লাগে।

সেরিব্রাল পালসি (Cerebral Palsy) হলো একটি নিউরোলজিক্যাল ডিসঅর্ডার যা শিশুর মস্তিষ্কের বিকাশজনিত সমস্যার কারণে সঞ্চালন, ভ...
01/05/2025

সেরিব্রাল পালসি (Cerebral Palsy) হলো একটি নিউরোলজিক্যাল ডিসঅর্ডার যা শিশুর মস্তিষ্কের বিকাশজনিত সমস্যার কারণে সঞ্চালন, ভঙ্গিমা (posture), সমন্বয় এবং পেশি নিয়ন্ত্রণে প্রভাব ফেলে।

সেরিব্রাল পালসির প্রধান বৈশিষ্ট্য:

পেশির দুর্বলতা বা শক্ত হয়ে যাওয়া

অস্বাভাবিক ভঙ্গিমা ও চলাফেরা

ভারসাম্য রাখতে সমস্যা

কথাবার্তা, খাওয়া বা শ্বাসপ্রশ্বাসে অসুবিধা

মানসিক বিকাশে বিলম্ব (কিছু ক্ষেত্রে)

সেরিব্রাল পালসির কারণ:

গর্ভাবস্থায় মস্তিষ্কের ক্ষতি (যেমন—অক্সিজেনের ঘাটতি, সংক্রমণ)

জন্মের সময় জটিলতা (প্রিম্যাচিউর জন্ম, কম ওজন)

জন্মোত্তর মস্তিষ্কে আঘাত বা ইনফেকশন (যেমন—মেনিনজাইটিস, এনসেফালাইটিস)

ধরণ:

1. Spastic CP: পেশি শক্ত হয়ে যায়

2. Dyskinetic CP: অনিয়ন্ত্রিত চলাফেরা

3. Ataxic CP: ভারসাম্য ও সমন্বয়জনিত সমস্যা

4. Mixed CP: একাধিক ধরণের লক্ষণ একসাথে থাকে

চিকিৎসা:

সেরিব্রাল পালসির নিরাময় নেই, তবে চিকিৎসা ও থেরাপির মাধ্যমে লক্ষণ নিয়ন্ত্রণ এবং জীবনযাত্রার মান উন্নত করা সম্ভব:

ফিজিওথেরাপি

ওকুপেশনাল থেরাপি

স্পিচ থেরাপি

ঔষধ ও কখনো অস্ত্রোপচার

বিশেষ শিক্ষা ও সহায়ক প্রযুক্তি

আপনি কি সেরিব্রাল পালসি সম্পর্কে বিস্তারিত জানতে চান—যেমন লক্ষণ, চিকিৎসা পদ্ধতি, নাকি কোন নির্দিষ্ট রোগীর জন্য পরামর্শ খুঁজছেন?

Doctors Physio-Spine Clinic. Savar
01831265251

  and Fibular Head fracture.Post operative management Physiotherapy   #হাটু অপারেশনের পরবর্তী সময়ে ফিজিওথেরাপি চিকিৎসা ...
21/03/2025

and Fibular Head fracture.
Post operative management Physiotherapy
#হাটু অপারেশনের পরবর্তী সময়ে ফিজিওথেরাপি চিকিৎসা খুবই গুরুত্বপূর্ণ।
Doctors Physio-Spine Clinic & Consultations Center. Savar,CRP Road, Dhaka.

হাফেজ মুহাম্মদ শাইয়াত উল্লাহ তিনি এসেছেন রাজশাহী থেকে বেলস পালসি/মুখ বাকা সমস্যা নিয়ে আলহামদুলিল্লাহ ফিজিওথেরাপি চিকিৎ...
09/03/2025

হাফেজ মুহাম্মদ শাইয়াত উল্লাহ তিনি এসেছেন রাজশাহী থেকে
বেলস পালসি/মুখ বাকা সমস্যা নিয়ে
আলহামদুলিল্লাহ ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে এখন অনেকটা ভালো।
Doctors Physio-Spine Clinic & Consultations Center. Savar,CRP Road, Dhaka.
01831265251

ঘাড় ব্যথায় ফিজিওথেরাপি একটি কার্যকরী চিকিৎসা পদ্ধতি ।
25/02/2025

ঘাড় ব্যথায় ফিজিওথেরাপি একটি কার্যকরী চিকিৎসা পদ্ধতি ।

সেরিব্রাল পালসি আবু হুজাইফা এখন দাঁড়াতে পারে।আলহামদুলিল্লাহ।।।
18/11/2024

সেরিব্রাল পালসি আবু হুজাইফা এখন দাঁড়াতে পারে।
আলহামদুলিল্লাহ।।।

সেরিব্রাল পালসি রোগী সুস্থ হয়ে   যখন ডাক্তার সাজে আলহামদুলিল্লাহ।।।  #নাইম এসেছে রাজবাড়ী থেকে।।
16/11/2024

সেরিব্রাল পালসি রোগী সুস্থ হয়ে যখন ডাক্তার সাজে আলহামদুলিল্লাহ।।।
#নাইম এসেছে রাজবাড়ী থেকে।।

21/03/2024

Address

Savar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Doctors Physio-Spine Clinic & Consultations Center. Savar,CRP Road, Dhaka. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share