Dr.Md.Atiqur Rahman // ডা:মো:আতিকুর রহমান

  • Home
  • Bangladesh
  • Savar
  • Dr.Md.Atiqur Rahman // ডা:মো:আতিকুর রহমান

Dr.Md.Atiqur Rahman // ডা:মো:আতিকুর রহমান নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ
কনসালটেন্ট ( শিশু ) নবজাতক ও শিশুরোগ চিকিৎসক

আপনাদের সন্তানদের জন্য,"আজকের পত্রিকা" তেআমার একটি লেখা....♥-----------------------------------------ডা: মো: আতিকুর রহমা...
10/05/2025

আপনাদের সন্তানদের জন্য,
"আজকের পত্রিকা" তে
আমার একটি লেখা....♥
-----------------------------------------
ডা: মো: আতিকুর রহমান (শিশুরোগ বিশেষজ্ঞ)
★সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক (কেন্দ্রীয় কমিটি)
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল।
★ সহ-সভাপতি (প্রতিষ্ঠা কমিটি)
বেসরকারী মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদল।
★ সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক,
ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), ঢাকা জেলা।

"দৈনিক বাংলাদেশ প্রতিদিন" পত্রিকায় শিশুদের গ্রীষ্মকালীন রোগ নিয়ে আমার একটি লেখা-----------------------------------ডা: মো...
08/05/2025

"দৈনিক বাংলাদেশ প্রতিদিন" পত্রিকায় শিশুদের গ্রীষ্মকালীন রোগ নিয়ে আমার একটি লেখা
-----------------------------------
ডা: মো: আতিকুর রহমান
(শিশুরোগ বিশেষজ্ঞ)

শিশুদের গ্রীষ্মকালীন রোগ বালাই

গ্রীষ্মকালে শিশুদের রোগ ও প্রতিকার নিয়ে "দৈনিক আমাদের সময়" পত্রিকায় আমার একটি ছোট্ট আলোচনা ♥----------------------------...
07/05/2025

গ্রীষ্মকালে শিশুদের রোগ ও প্রতিকার নিয়ে
"দৈনিক আমাদের সময়" পত্রিকায়
আমার একটি ছোট্ট আলোচনা ♥
-----------------------------------------
ডা: মো: আতিকুর রহমান (শিশুরোগ বিশেষজ্ঞ)
★সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক (কেন্দ্রীয় কমিটি)
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল।
★ সহ-সভাপতি (প্রতিষ্ঠা কমিটি)
বেসরকারী মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদল।
★ সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক,
ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), ঢাকা জেলা।

06/05/2025

গণতন্ত্রের অবিসংবাদিত নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রিয় মাতৃভূমিতে ফেরার দিনে স্বাগতম জানাতে এয়ারপোর্ট থেকে গুলশান পর্যন্ত জনগনের অবস্থান। সংবাদমাধ্যমের কিছু প্রশ্নের উত্তর..

05/05/2025

আলহামদুলিল্লাহ,
ম্যাডাম আসবেন...

02/05/2025

সঠিক নেতৃত্বের প্রভাবে একটি পরিবার, প্রতিষ্ঠান,দল,দেশ,এমনকি বিশ্বও বদলে যেতে পারে।
নেতার উক্তি দুর্বলের বুকে সাহস যোগায়,অবিশ্বাসীর মনে বিশ্বাসের জন্ম দেয়।একজন মানুষের স্বপ্ন যত বড়, তার দলও তত বড় হতে হয়। একজন সত্যিকার নেতা তাঁর নিজের স্বপ্ন ছড়িয়ে দিতে পারেন বহু মানুষের মাঝে। নেতাকে অনুসরন করে তারা নিজের শ্রম, ঘাম – এমনকি রক্ত দিতেও দ্বিধা করে না।

পৃথিবীর ইতিহাস আসলে নেতৃত্বের ইতিহাস।একজন যোগ্য নেতা ও তাঁর নেতৃত্বের হাত ধরে একটি নতুন সভ্যতার জন্ম হতে পারে, শুরু হতে পারে নতুন যুগ।

একজন মানুষের সঠিক নেতৃত্বের গুণাবলী দিয়ে তিনি সবাইকে নিয়ে দলের অনেক বড় অর্জনের দিকে নিয়ে যেতে পারেন।
------------------------------------
ডা: মো: আতিকুর রহমান
(শিশুরোগ বিশেষজ্ঞ)
★সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক,
কৃষকদল কেন্দ্রীয় কমিটি।
★ সহ-সভাপতি (প্রতিষ্ঠা কমিটি)
বেসরকারী মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদল।
★ সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক,
ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), ঢাকা জেলা।

"মহান মে দিবস" উপলক্ষে আয়োজিত সমাবেশে,বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা: রফিকূল ইসলাম ভাইয়ের দিকনির্দেশনায় বিএনপি'র স্বাস্থ্য...
01/05/2025

"মহান মে দিবস" উপলক্ষে আয়োজিত সমাবেশে,
বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা: রফিকূল ইসলাম ভাইয়ের দিকনির্দেশনায় বিএনপি'র স্বাস্থ্যসেবা টিম বিভিন্ন পয়েন্টে কাজ করেছে।
-----------------------------------------
ডা: মো: আতিকুর রহমান (শিশুরোগ বিশেষজ্ঞ)
★সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক (কেন্দ্রীয় কমিটি)
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল।
★ সহ-সভাপতি (প্রতিষ্ঠা কমিটি)
বেসরকারী মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদল।
★ সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক,
ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), ঢাকা জেলা।

প্রতি শুক্রবার, রবিবার , মঙলবারবিকাল ৪--৬ টা
20/09/2024

প্রতি শুক্রবার, রবিবার , মঙলবার
বিকাল ৪--৬ টা

 #নবজাতকের_জন্ডিস  🔔🔔          শতকরা ৬০ থেকে ৮০ ভাগ নবজাতকেরই জন্মের পর পর জন্ডিস হতে পারে।তবে ৫০ শতাংশের বেলায় একে বলে...
02/07/2024

#নবজাতকের_জন্ডিস 🔔🔔
শতকরা ৬০ থেকে ৮০ ভাগ নবজাতকেরই জন্মের পর পর জন্ডিস হতে পারে।
তবে ৫০ শতাংশের বেলায় একে বলে স্বাভাবিক জন্ডিস (physiological Jaundice)।
শিশুর লিভার পুরোপুরি কর্মক্ষম হয়ে উঠতে একটু দেরি হলে রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে গিয়ে জন্ডিস হয়।

🔴নবজাতকের জন্ডিস কেন হয় ❓
কম ওজনে ভূমিষ্ঠ শিশু ( =Low birth weight) বা সময়ের আগে জন্ম নেওয়া( ) শিশুরা জন্ডিসে বেশি আক্রান্ত হয়।
এ ছাড়া জন্ডিসের কারণ হিসেবে যে বিষয়গুলো দায়ী হতে পারে, তা হলো-----
🚫মা ও শিশুর রক্তের গ্রুপজনিত জটিলতা।
🚫শিশু সঠিক সময়ে পর্যাপ্ত বুকের দুধ না পেলে, অনেক সময় একে ব্রেস্ট ফিডিং জন্ডিসও বলা হয়।
🚫গর্ভাবস্থায় মায়ের কোনো সংক্রমণের ইতিহাস।
🚫শিশু জন্মগত কোনো রোগে আক্রান্ত হলে।
🚫জন্মের পর শিশুর রক্তে সংক্রমণ বা সেপটিসেমিয়া।
🚫জন্মগতভাবে শিশুর লিভার কিংবা পিত্তথলিতে কোনো সমস্যা ইত্যাদি।

🔴কীভাবে বুঝবেন জন্ডিস ❓
শিশুর হাতের তালু হলুদ হয়ে গেছে কি না লক্ষ করুন। সাধারণত শিশুর মুখ, হাত ও বুক বা পেটের ওপর পর্যন্ত হলুদ হতে দেখা যায়।
মলের রং সবুজ হতে পারে। শিশুর গায়ের রং পরিবর্তিত হতে দেখলে রক্তে বিলিরুবিনের মাত্রা পরীক্ষা করা যায়। রঙের পরিবর্তন বাড়তে দেখলে এই বিলিরুবিন প্রয়োজনে বারবার পরীক্ষা করা যায়।
টেস্টটির নাম--

🔴জন্ডিস হলে কি বুকের দুধ খাওয়ানো যাবে ❓
✅অবশ্যই বুকের দুধ খাওয়াতে হবে।কোনো অবস্থায়ই নবজাতককে বুকের দুধ খাওয়ানো থেকে বিরত রাখা যাবে না। শিশুকে নিয়মিত দুই থেকে তিন ঘণ্টা পর পর বুকের দুধ খাওয়াতে হবে। বিশেষ করে ফিজিওলজিক্যাল বা স্বাভাবিক জন্ডিসের মূল চিকিৎসাই হচ্ছে শিশুকে ঠিকমতো বুকের দুধ খাওয়ানো।

🔴আলো চিকিৎসা ( #ফটোথেরাপি) কেনো❓
✅বিলিরুবিনের মাত্রা বেড়ে গেলে সাধারণত শিশুকে ফটোথেরাপি বা আলোক চিকিৎসা দেওয়া হয়। এর উপকারিতা ও কার্যকারিতা নিয়ে মতভেদ থাকলেও এখন পর্যন্ত এই পদ্ধতি ব্যবহার করা হচ্ছে।

🔴নবজাতককে রোদে রাখা কতটা গুরুত্বপূর্ণ❓
কতটুকু সময় রোদে রাখবে❓
✅রোদটা একটি শিশুর জন্য প্রচণ্ড রকমভাবে জরুরি। প্রথম কথা হলো জন্মের পর পরই তো শিশুর জন্ডিস হয়। এটা কিন্তু শতকরা ৬০-৮০জনের হতে পারে। এটি ক্ষতিকর কিছু নয়, যদি একটি সীমা অতিক্রম না করে। যখনই একটু জন্ডিস দেখবে, তখনই রোদে রাখতে হবে।মিষ্টি রোদটা খুব ভালো। আর কাঁচের ভেতর দিয়ে যে রোদ আসে, এটাও কিন্তু জন্ডিসটা কমায়। যত বেশি জন্ডিস, তত বেশি সময় ধরে সে রাখবে। এক ঘণ্টা /দুই ঘণ্টা খুব জরুরি। সকালের দিকে।তবে দুপুরের দিকের সূর্যের কড়া রোদ এবং অতিবেগুনী রশ্মি শিশুর জন্য ক্ষতিকর।

🔴কখন সতর্ক হবেন ❓
✅ সাধারনত স্বাভাবিক জন্ডিস সাত দিনের মধ্যেই সেরে ওঠার কথা। এর পরও কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা জরুরি।
তবে,
🚫জন্মের ২৪ ঘণ্টার মধ্যেই জন্ডিস দেখা দিলে,
🚫সাত বা দশ দিনের পরও না সারলে,
🚫শিশু খাওয়া বন্ধ করে দিলে বা কমিয়ে দিলে,
🚫জ্বর বা সংক্রমণের লক্ষণ থাকলে,
🚫বিলিরুবিনের মাত্রা দ্রুত বাড়তে থাকলে বা আগের শিশু জন্ডিসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে থাকলে অবশ্যই শিশুকে হাসপাতালে ভর্তি করুন।

নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ
ডা: মো: আতিকুর রহমান ( আতিক)
এম.বি.বি.এস( ঢাকা), সি.সি.ডি (বারডেম)
ডি.সি.এইচ ( শিশু)
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়
নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ
রেজিস্ট্রার, শিশুবিভাগ
ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল,
টঙ্গি,গাজীপুর।

02/07/2024

Address

Savar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Md.Atiqur Rahman // ডা:মো:আতিকুর রহমান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category