21/01/2025
Biodata-52
পাত্রী চাই
● পাত্রের নাম-
পরে জানানো হবে।
* বয়স ?
» ২৪+
● ওজন ?
» ৫৪
● উচ্চতা ?
» ৫.৮
● গায়ের রং ?
» ফর্সা
● আপনার শারীরিক গঠন কেমন ?
» পাতলা
● আপনার দাড়ি রাখার ধরন কিরুপ ?
» রাসূল সাল্লাল্লাহু আলাই সালাম এর সুন্নত অনুযায়ী
● দাড়ি রাখা ওয়াজিব নাকি সুন্নাহ এ ব্যাপারে আপনার ধারনা কিরুপ ?
» ওয়াজিব
● আপনার পোষাক পরিধানের ধরন কিরুপ ?
» আলহামদুলিল্লাহ সব ধরনের পোশাক পরিধানে অভ্যস্ত
● টাখনুর উপরে কাপড় পরিধান করেন কিনা ?
» জি আলহামদুলিল্লাহ এটি একটা ফরজ ইবদত না করলে জান্নাতে যেতে পারবো না। آدَمُ حَدَّثَنَا شُعْبَةُ حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيُّ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ مَا أَسْفَلَ مِنْ الْكَعْبَيْنِ مِنْ الإِزَارِ فَفِي النَّارِ.
আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেনঃ নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ ইযারের বা পরিধেয় বস্ত্রের যে অংশ পায়ের গোড়ালির নীচে থাকবে, সে অংশ জাহান্নামে যাবে।(আধুনিক প্রকাশনী- ৫৩৬২, ইসলামিক ফাউন্ডেশন- ৫২৫৮)
● শিক্ষাগত যোগ্যতা ?
» ইন্টার সেকেন্ড ইয়ার পর্যন্ত পড়ছি । তারপর পারিবারিক সমস্যার কারণে হয়নি
● বৈবাহিক অবস্থা ?
» অবিবাহিত
● ৫ ওয়াক্ত সালাত আদায় করা হয় কিনা ?
» জি আলহামদুলিল্লাহ আওয়াল ওয়াক্ত পড়ার চেষ্টা করি ইনশাল্লাহ
● নন-মাহরাম মানার ধরন কি রকম ?
» অনলাইন অফলাইন দুই দিক দিয়ে সর্বোচ্চ চেষ্টা করি !
● আপনি অনলাইনে নন-মাহরাম কতটুকু মেইন্টেন করেন ?
» সর্বোচ্চ চেষ্টা করি
● আপনার সখ ?
» ইসলামী বই পড়া কথা কম বলা আরলি ঘুমানো আরলি উঠা সুন্দর প্রকৃতির মাঝে ঘুরতে যাওয়া পশুদেরকে ভালোবাসা ইত্যাদি ইত্যাদি । অনেক কিছু উল্লেখ করিনি!
● আপনার উল্লেখযোগ্য কোন বদ অভ্যাস বা দুর্বল দিক আছে কিনা ?
»জি না আল্লাহর রহমতে।
● আপনার পরবর্তী প্রজন্ম নিয়ে কি ধরনের চিন্তা ভাবনা রয়েছে?
» তাদেরকে যেন সঠিক দ্বীন বুঝার এবং মেনে চলার পরিবেশ দিতে পারি আল্লাহর কাছে সেই দু’আ করি। দ্বীনের দাঈ বানাবো إن شاء الله। সেজন্য একজন উত্তম জীবনসঙ্গী চাই । আমি নিজের দ্বীনি পরিবেশ পাইনি তবে ইনশাল্লাহ আমার থেকে দ্বীনি ভালো উত্তম দ্বীনি পরিবেশ তৈরি হবে ইনশাল্লাহ । আল্লাহ কবুল করুক আমিন
● স্থায়ী ঠিকানা ?
» ঈশ্বরদী পাবনা
● বর্তমান ঠিকানা ?
» ঈশ্বরদী ফকিরের বটতলা
● জন্মস্থান এবং আপনার বেড়ে ওঠার স্থান উল্লেখ করুন।
» ঈশ্বরদীতে
● আপনি কি শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত করতে পারেন? দৈনিক কত আয়াত তেলাওয়াত করা হয় ?
» জি না কোরআন তেলাওয়াত করতে পারিনা তবে অনলাইনে ক্লাস করছি শিখার আগ্রহ আছে চেষ্টা করছি ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক আমিন ।
● আপনি নফল ইবাদত কতটুকু পালন করে থাকেন ?
» এ বিষয়ে এখানে না বলি।
● আপনার দ্বীনি শিক্ষা অর্জন করার উৎস এবং পদ্ধতি কি রকম ?
» ২০২১ পুরাপুরি আহলে হাদিস গ্রহণ করি! তারপর থেকে মানুষের মতামত কে বাদ দিয়ে সকল বিষয়ে কুরআন এবং হাদিস মেনে চলি আলহামদুলিল্লাহ। তার পাশাপাশি বই পড়া বক্তব্য শোনা ইত্যাদি ইত্যাদি ।
● পড়া হয়েছে অথবা পড়তেছেন এমন কিছু ইসলামিক বইয়ের নাম লিখুন ?
» ১_[ইসলামে আকীদা ) ২_[ আদর্শ পুরুষ] ৩_[আদর্শ নারী ] ৪_[মরণ একদিন আসবে ] ৫_[রিজিক ] ৬_[স্বামী স্ত্রীর অধিকার ] ৭_[ আদর্শ পরিবার ] ৮ _[আহলুল সুন্নাত ওয়াল জামাতের আকিদা]৯ [প্রকৃতি সালাফী হন ]১০[রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর সালাত বনাম প্রচারিত সালাত ]
● আপনার প্রিয় শায়েখদের নাম লিখুন ?
» শায়খ (আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজুল্লাহ)
"ড.(আবু বকর মুহাম্মাদ যাকারিয়া হাফি:")
শায়খ :(মতিউর রহমান মাদানী) হাফিজুল্লাহ
শায়খ :( আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক) হাফিজুল্লাহ
শায়েখ :(মোহাম্মদ বিন কাসেম) হাফিজুল্লাহ
● বর্তমান শারীরিক/মানসিক অবস্থা ?
» আলহামদুলিল্লাহ ।
● স্ত্রীর সাথে কেমন আচরন করা উচিত বলে আপনি মনে করেন ?
» আদর্শ পুরুষ হিসাবে গণ্য হওয়ার জন্য মানুষের মধ্যে আল্লাহর ইবাদত-বন্দেগী ছাড়াও যেসব গুণাবলী থাকা অতীব যরূরী তন্মধ্যে অন্যতম হচ্ছে পিতামাতা, আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও স্ত্রীর সাথে সদাচরণ করা। কেননা স্ত্রী হচ্ছে জীবনের সার্বক্ষণিক সঙ্গী। তার সাথে সদ্ব্যবহার না করলে দাম্পত্য জীবনে নানা সমস্যা সৃষ্টি হয়। পরিবার পরিণত হয় অশান্তির আকরে। তাই তার সাথে উত্তম আচরণ করা আবশ্যক। আল্লাহ বলেন, -এ, অ, ৬, 'তোমরা তাদের (স্ত্রীদের) সাথে সৎভাবে জীবন যাপন করা (নিসা ১৯)। এ আয়াত দ্বারা প্রতীয়মান হয় যে, স্ত্রীদের সাথে ভাল ব্যবহার করতে হবে। স্ত্রী যাতে স্বামীর অবাধ্য না হয় সেজন্য বিবাহের সময় সতী-সাধবী, বংশীয়া ও ধার্মিক মেয়ে দেখে বিবাহ করা উচিত। কেননা রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, সমস্ত দুনিয়াই সম্পদ। আর দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে সতী-সাধবী নারী' (বুখারী, মুসলিম, মিশকাত হা/৩০৮৩)। অন্য হাদীছে রাসূলুল্লাহ (ছাঃ) বিবাহের ক্ষেত্রে নারীদের দ্বীনদারীকেই প্রাধান্য দিতে বলেছেন (বুলূগুল মারাম হা/৯৯৭)।
স্ত্রীদের সাথে ব্যবহার সম্পর্কে হাদীছে এসেছে,
عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلَا يُؤْذِي جَارَهُ وَاسْتَوْصُوا بِالنِّسَاءِ خَيْرًا فَإِنَّهُنَّ خُلِقْنَ مِنْ ضلع وَإِنْ أَعْوَجَ شَيْءٍ فِي الضَّلَعِ أَعْلَاهُ فَإِنْ ذَهَبْتَ تُقِيمُهُ كَسَرْتَهُ وَإِنْ تَرَكْتُهُ لَمْ يَزَلْ أَعْوَجَ فَاسْتَوْصُوا بِالنِّسَاءِ خَيْرًا- وفي رواية لمسلم فَإِنْ اسْتَمْتَعْتَ بِهَا اسْتَمْتَعْتَ بِهَا وَبِهَا عِوَجٌ وَإِنْ ذَهَبْتَ تُقِيْمُهَا كَسَرْتَهَا وَكَسْرُهَا طَلَاقُهَا -
আবু হুরায়রা (রাঃ) নবী করীম (ছাঃ) হতে বর্ণনা করেন, তিনি বলেন, ‘যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস করে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয় এবং স্ত্রীদের কল্যাণ সাধনের জন্য উপদেশ মান্য করে চলে। মহিলারা পাঁজরের বাঁকা হাড় হতে সৃষ্টি। পাঁজরের উপরের হাড় হয় সর্বাপেক্ষা বাঁকা। যদি তুমি সোজা করতে যাও, তবে তা ভেঙ্গে যাবে। আর যদি ঐভাবে রেখে দাও, তাহলে বাঁকাই থেকে যাবে। অতএব তোমরা নারীদের সাথে চলার জন্য সদ্ব্যবহারের উপদেশ গ্রহণ কর' (বুখারী, মুসলিম)। মুসলিমের অন্য এক বর্ণনায় আছে, যদি তাদের ছেড়ে দাও তাহলে তা বাঁকাই থাকবে। আর যদি সোজ করতে যাও, তবে তা ভেঙ্গে ফেলবে। ভেঙ্গে ফেলার অর্থ তালাক দেওয়া (বুলূগুল মারাম হা/১০৪৪)। জোর করে সংশোধনের চেষ্টা করা উচিত নয়। তার দুর্বল দিক দেখেও না দেখার মত ভাব দেখিয়ে উপদেশ দিতে হবে। গোনাহ না হলে তার চাহিদা মত চলার চেষ্টা করতে হবে। তার নম্র আচরণের মাধ্যমে তার মন জয় করার চেষ্টা করতে হবে। আর এভাবে তাকে সঠিক পথে চালানোর চেষ্টা অব্যাহত রাখতে হবে।
● পাত্রের ধর্মীয় ও অন্যান্য দিকগুলো লিখুন ?
» জি আলহামদুলিল্লাহ পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি কুরআনে এবং হাদিস মেনে চলি । তারপরও মানুষ মাত্রই ভুল যদি বুঝতে পারি নিজের ভুল হয়েছে সঙ্গে সঙ্গে সংশোধন করার চেষ্টা করি! কারণ ভুল সংশোধনে সফলতা আছে ! وَ مَا نُرۡسِلُ الۡمُرۡسَلِیۡنَ اِلَّا مُبَشِّرِیۡنَ وَ مُنۡذِرِیۡنَ ۚ فَمَنۡ اٰمَنَ وَ اَصۡلَحَ فَلَا خَوۡفٌ عَلَیۡهِمۡ وَ لَا هُمۡ یَحۡزَنُوۡنَ ﴿۴۸﴾
و ما نرسل المرسلین الا مبشرین و منذرین فمن امن و اصلح فلا خوف علیهم و لا هم یحزنون ﴿۴۸﴾
আর আমি রাসূলদেরকে কেবল সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে প্রেরণ করি। অতএব যারা ঈমান এনেছে ও শুধরে নিয়েছে, তাদের উপর কোন ভয় নেই এবং তারা চিন্তিত হবে না।
● আপনি দ্বীনি কোন মেহনতে যুক্ত আছেন কিনা ?
»
● আপনার বর্তমান পেশা, পদবি ও ঠিকানাসহ কর্মস্থল উল্লেখ করুন ?
» রুপপুর পারমানবিক বিদ্যুৎ
● আপনার মাসিক আয় উল্লেখ করুন ?
» আলহামদুলিল্লাহ চলার মত।
● বিয়ের পর স্ত্রীকে পরিপূর্ণ পর্দায় রাখার ব্যবস্থা আছে কিনা ?
» জি আলহামদুলিল্লাহ ।
● বিয়ের পর স্ত্রীকে চাকুরী করতে দিবেন কিনা ?
» না
⟨⟨ ⟨⟨ ⟨⟨ পারিবারিক তথ্য ⟩⟩ ⟩⟩ ⟩⟩
● আপনার পিতার পেশা ও বর্তমান অবস্থা ?
» চাকরিজীবী
● আপনার মাতার পেশা ও বর্তমান অবস্থা ?
» গৃহিণী
● আপনারা কয় ভাই-বোন ?
» ৩বোন ২ ভাই
● ভাইদের শিক্ষাগত যোগ্যতা ও পেশা-পদবি উল্লেখ করুন ?
» ও মাদ্রাসায় পড়াশোনা করত এখন অফ করে দিয়েছে কিছু সমস্যার কারণে।
● বোনদের শিক্ষাগত যোগ্যতা ও পেশা-পদবি উল্লেখ করুন ?
» দুই বোনের বিয়ে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর একটা বোন এবার ইন্টার ফার্স্ট Year এডমিশন হবে
● আপনার পরিবারের সদস্যগণ কিরূপ পর্দা করেন ?
» আম্মু এভাবে পর্দা করে না বাইরে গেলে বোরকা পরিধান করে আল্লাহর কাছে তার জন্য হেদায়েত কামনা করি! মেজ বোন আলহামদুলিল্লাহ পদ্মা করেন তবে একদম কঠোর ভাবে না।
● আপনার পরিবারের সদস্যগণ পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে কিনা ?
» জি চেষ্টা করে! আম্মু পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে আলহামদুলিল্লাহ
● আপনাদের পারিবারিক অবস্থা ?
» নিম্ন মধ্যবিত্ত
● আপনারা বর্তমানে যে বাড়িতে অবস্থান করেন সেটা কি নিজেদের নাকি ভাড়াবাড়ি ?
» জি নিজেদের কিন্তু রেল প্রতিপক্ষের
● সামাজিকভাবে আপনাদের অবস্থান ?
» জি আলহামদুলিল্লাহ নম্র ভদ্রভাবে চলার চেষ্টা করে।
● বায়োডাটা জমা দেওয়ার বিষয়ে আপনার অভিভাবক জানে কিনা ?
» তারা অনলাইনের বিষয়ে জানেনা তবে আমি যদি বলি তারা অবশ্য রাজি হবে। আম্মু জানে শুধু।
⟨⟨ ⟨⟨ ⟨⟨ আপনি ও আপনার পরিবার যেমন পাত্রী আশা করেন ⟩⟩ ⟩⟩ ⟩⟩
● পাত্রীর বয়স ?
» সর্বনিম্ন ১৬ থেকে সর্বোচ্চ ২৪
● পাত্রীর উচ্চতা ?
» সর্বনিম্ন ৪.১১ সর্বোচ্চ ৫.৮
● পাত্রীর ওজন ?
» সর্বনিম্ন ৩৮ সর্বোচ্চ ৫০
● পাত্রীর গায়ের রং ?
» আল্লাহ সুবহানা তায়ালা বলছে আমি মানুষকে সৃষ্টি করছি সুন্দরতম আকৃতিতে। তো আমি এখানে কোন গায়ের রং দেখব না ইনশাল্লাহ।
● পাত্রীর শারীরিক ও মানসিক অবস্থা ?
» সুস্থ
● পাত্রীর শিক্ষাগত যোগ্যতা ?
» শিক্ষাগত যোগ্যতার কোনও প্রয়োজন নাই আমি ডিগ্রি যায় না আমি চাই দ্বীনদার ভদ্রতা অবশ্যই আকিদা মানহাজর উপর কঠোর থাকতে হবে।
● পাত্রীর পর্দা কেমন আশা করছেন ?
» অবশ্যই একদম কঠোর কোন প্রয়োজন ছাড়া বাসা থেকে বাইর হওয়া যাবে না আমার অনুমতি ছাড়া অপ্রয়োজনও কারোর সঙ্গে কোনও কথা বলা যাবে না । এবং পর্দা করা নিজের আগ্রহ থাকতে হবে। আমি নিজের থেকে তো সবকিছু বলতে পারবো না । তারও আগ্রহ থাকতে হবে
● পাত্রীর আকীদা-মানহাজ/মাযহাব কেমন আশা করছেন ?
» সালাফি আহালুল হাদিস হানাফী হলেও হবে তবে অন্ধ অনুসরণ করা যাবে না ।
● পাত্রীর যেমন দ্বীনদারিত্ব আশা করছেন ?
» অবশ্যই আকিদা মানহাজের উপরে পুরাপুরি জ্ঞান থাকতে হবে পদ্মার ব্যাপারে কঠোর হতে হবে। স্বামীর সুখ দুঃখই সব সময় পাশে থাকতে হবে । অল্পতেই সন্তুষ্ট হতে হবে। তাকওয়াসীল হতে হবে সংসারিক হতে হবে। আমার হালাল অল্প ইনকামে তাকে সন্তুষ্ট থাকতে হবে । ইত্যাদি ইত্যাদি
● জেলা ?
» (রাজশাহী বিভাগের সকল জেলা) খুলনা যশোর দিনাজপুর টাঙ্গাইল রংপুর গাইবান্ধা সৈয়দপুর নীলফামারী
● পারিবারিক অবস্থা ?
» যেকোনো আলহামদুলিল্লাহ
● আপনি কি বিধবা/তালাকপ্রাপ্তা (ডিভোর্সী) পাত্রীকে বিয়ে করতে আগ্রহী আছেন ?
» এ ব্যাপারে এখনো চিন্তা ভাবনা করিনি
● বিয়ে করার কারন উল্লেখ করুন ?
» ___ফেতনার যুগে বিবাহ ছাড়া পাপ থেকে বেঁচে থাকার কোনো উপায় নেই৷
এই সমাজ তোমাকে ভালকিছু দিতে চায়না
বরং তোমাকে পাপের সাগরে ডুবাতে চায়
এইভাবে শেষ হয়ে যাচ্ছে আমাদের চরিত্র
পারছিনা যৌবন কে পবিত্র রাখতে।
কারণ হচ্ছে যৌবন এক ধরণের ক্ষুদা।
ক্ষুদা লাগলে যেমন খাবারের দরকার হয়
ঠিক তেমন যৌবনের ক্ষুদা লাগলে বউ দরকার হয়।
কিন্তু সমাজ বলছে আগে প্রতিষ্ঠিত হও।
তারপর বিয়ের পিড়িতে বসো।
অতচ এই আয়াতে আল্লাহ বলেন :
وَأَنكِحُوا الْأَيَامَى مِنكُمْ وَالصَّالِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَائِكُمْ إِن يَكُونُوا فُقَرَاء يُغْنِهِمُ اللَّهُ مِن فَضْلِهِ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ
বিয়ে করো,তোমায় প্রতিষ্ঠিত করার দায়িত্ব আমি
আল্লাহর......!!!!!!অভাবে আছো অভাব দূর করে দেব। আল্লাহ বলেন ধনী হতে চাও বিয়ে করো।
আবার রাসুল (সা.) বলেছেন, ثَلَاثَةٌ حَقٌّ عَلَى اللَّهِ عَوْنُهُمْ: المُجَاهِدُ فِي سَبِيلِ اللَّهِ، وَالمُكَاتَبُ الَّذِي يُرِيدُ الأَدَاءَ، وَالنَّاكِحُ الَّذِي يُرِيدُ العَفَافَ তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ তায়ালার জন্য কর্তব্য হয়ে যায়।
১। আল্লাহ তায়ালার রাস্তায় জিহাদকারী,
২। চুক্তিবদ্ধ গোলাম যে তার মনিবকে চুক্তি অনুযায়ী
সম্পদ আদায় করে মুক্ত হতে চায়
৩। ওই বিবাহিত ব্যক্তি যে (বিবাহ করার মাধ্যমে) পবিত্র থাকতে চায়।
(তিরমিজি-১৬৫৫, নাসায়ি-৩২১৮, ৩১২০, সহিহ ইবনে হিব্বান-৪০৩০, বায়হাকি, সুনানুল
● মোহর এর ব্যাপারে আপনি এবং আপনার অভিভাবকের মন্তব্য কি ?
» অবশ্যই অবশ্যই আমার সামর্থ্য অনুযায়ী দেন মোহর ধর্য করতে হবে। সামর্থের বাহিরে দেন মোহর চাপিয়া দেওয়া মানে জুলুম করা। আর অতিরিক্ত দেন মোহরের ফেতনা থেকে অবশ্যই বেেঁচে থাকতে চাই।
● "আল্লাহর শপথ" করে বলুন উপরের দেয়া সকল তথ্য সমূহ সঠিক ভাবে উল্লেখ করেছেন কিনা?”
»জি আলহামদুলিল্লা!
👍বায়োডাটা পছন্দ হলে আমাদের ইনবক্সে যোগাযোগ করুন।