Bangladesh Physiotherapy Association - BPA

Bangladesh Physiotherapy Association - BPA Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bangladesh Physiotherapy Association - BPA, Centre for the Rehabilitation of the Paralysed (CRP), Savar.

Official page of Bangladesh Physiotherapy Association (BPA), representing physiotherapists of Bangladesh at World Physiotherapy & Bangladesh Rehabilitation Council Ministry of Social Welfare, Bangladesh/ সমাজকল্যাণ মন্ত্রণালয়, বাংলাদেশ বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন (বিপিএ), ফিজিওথেরাপি পেশাজীবীগণের জাতীয় সংগঠন যা ২০০১ সনে প্রতিষ্ঠিত হয়ে ২০০৭ সাল থেকে বৈশ্বিক ফিজিওথেরাপি সংস্থা ‘ওয়ার্ল্ড ফিজিওথেরাপি’ তে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে এবং ফিজিওথেরাপি পেশাজীবী ও রিহ্যাবিলিটেশন স্বাস্থ্যসেবার নিয়ন্ত্রনে সংবিধিবদ্ধ সংস্থা বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিলে ফিজিওথেরাপি পেশাজীবীদের প্রতিনিধিত্ব করছে।

বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন (বিপিএ) এর  সদস্য ( সদস্য  নং- ১৩৭৬) ডা. সায়মা আক্তার ডেঙ্গু আক্রান্ত হয়ে আজ রাত ১টার দ...
29/10/2025

বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন (বিপিএ) এর সদস্য ( সদস্য নং- ১৩৭৬) ডা. সায়মা আক্তার ডেঙ্গু আক্রান্ত হয়ে আজ রাত ১টার দিকে এনাম মেডিকেল কলেজে চিকিৎসারত অবস্থায় মারা গিয়েছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি সাভার সিআরপি তে পেডিয়াট্রিক বিভাগে ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট হিসেবে কর্মরত ছিলেন।

বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন (বিপিএ) তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে।

28/10/2025

ডা. হাসান আহমেদ, নিটোর এর ৪র্থ ব্যাচের একজন মেধাবী ফিজিওথেরাপিস্ট, বাংলাদেশের স্পোর্টস ফিজিওথেরাপি এর একজন গুরুতপূর্ন সদস্য, গতকাল কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণ করেন।

ওনার এই মৃত্যুতে দেশের ফিজিওথেরাপি পেশায় এক অপূরনীয় ক্ষতি হয়েছে, আমরা ওনার মাগফেরাত কামনা করছি সেই সাথে ওনার শোকাহত পরিবার ও স্বজন দের প্রতি সহমর্মিতা জ্ঞ্যাপন করছি।

মহান আল্লাহ ওনার দুনিয়াবিভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে জান্নাতের উচু মাকাম দান করুন।

প্রতিবাদলিপি জাপান বাংলাদেশ হেলথ হেলথকেয়ার কনফারেন্স-২০২৫ এ ফিজিওথেরাপি সংগঠনের উপস্থিতি সম্পর্কে  বাংলাদেশ সোসাইটি অব ফ...
01/10/2025

প্রতিবাদলিপি
জাপান বাংলাদেশ হেলথ হেলথকেয়ার কনফারেন্স-২০২৫ এ ফিজিওথেরাপি সংগঠনের উপস্থিতি সম্পর্কে বাংলাদেশ সোসাইটি অব ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন এর এক্সিকিঊতিভ প্রেসিডেন্ট অধ্যাপক ডা. মো. তসলিম উদ্দিন ভুল তথ্য পরিবেশনের প্রতিবাদ ।

বিপিএ অতি সম্প্রতি সোস্যাল মিডিয়া ওনার একটি পোস্ট দেখে অত্যন্ত ব্যথিত হয়েছে, পোস্ট টি আপনাদের জ্ঞাথার্থে তুলে ধরা হলো “আজ ঢাকায় অনুষ্ঠিত হলো Japan Bangladesh Rehabilitation conference 2025. Director General of Medical Education was the keynote speaker, Bangladesh Society of Physical Medicine and Rehabilitation, Occupational Therapy Society, Physical Therapy Society officials এই প্লাটফর্মে বক্তব্য রাখেন। Physiatrist, physiotherapist and Occupational therapists in Neurorehabilitation Session সুন্দর উপস্থাপনা করেন। বাংলাদেশে মেডিকেল রিহ্যাবিলিটেশন টিম কার্যক্রম (Multidisciplinary Rehabilitation Team) এগিয়ে নিতে এই কনফারেন্স একটি শক্তিশালী ভূমিকা রাখবে। ধন্যবাদ DGME, JICA, Generous & CRP, Physiatrists and Allied Health care professionals for excellent participation.”

এই পোস্টে উনি উল্লেখ করেছেন যে সেখানে ফিজিক্যাল থেরাপি সোসাইটি এর প্রতিনিধি উপস্থিত ছিলেন, ওনার জ্ঞাতার্থে জানানোর জন্য যে বাংলাদেশের ফিজিওথেরাপি চিকিৎসকদের জাতীয় সংগঠন, ওয়ার্ল্ড ফিজিওথেরাপি এবং বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল এর একমাত্র সদস্য সংগঠন বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন (বিপিএ) এর কোন প্রতিনিধি উক্ত সেমিনারে উপস্থিত ছিলেন না। এছাড়াও উনি পোস্টের শেষের অংশে এলাইড হেলথ কেয়ার প্রফেশনাল দের কে ধন্যবাদ জ্ঞাপন করেছেন, বাংলাদেশের আইন অনুযায়ী যার কোন অস্তিত্ব নেই। ব্যাক্তি ও প্রাতিষ্ঠানিক হিসেবেও যদি সেখানে কোন ফিজিওথেরাপি বা রিহ্যাবিলিটেশন প্রফেশনাল অংশ নিয়ে থাকে তাহলে তারা সবাই “স্বাস্থ্য পেশাজীবী” হিসেবেই অংশগ্রহন করেছেন।

বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন (বিপিএ), ওনার এই বক্তব্যের প্রতিবাদ জানায়, সেই সাথে ওনাকে এ বিষয়ে সতর্কতার সহিত বক্তব্য প্রদান ও সোশ্যাল মিডিয়ায় তথ্য প্রদানের জন্য আহবান জানানো যাচ্ছে। বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন (বিপিএ) ফিজিওথেরাপি চিকিৎসকদের সম্মান অক্ষুণ্ণ রাখতে বদ্ধপরিকর।

ডা. মো. শাহাদৎ হোসেন (পিটি)
সাধারণ সম্পাদক
বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন (বিপিএ)

30/09/2025

০৮ সেপ্টেম্বর বিশ্ব ফিজিওথেরাপি দিবসের জাতীয় সম্মেলনে বক্তাদের কাউন্সিল সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রসংঙ্গে মাননীয় সচিব মহোদয়ের বক্তব্য " বিড়াল সাদা না কালো সেটা দেখার বিষয় নয়, বিড়াল ইঁদুর ধরতে পারে কি না সেটাই বড় বিষয়"

ধন্যবাদ জানাই মাননীয় সচিব ও সভাপতি বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল কে, আমাদের জাতীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এমন গুরুত্বপূর্ন বক্তব্য ও দিক নির্দেশনা দেওয়ার জন্য।

Physiotherapy Regain strength, mobility & independence through evidence-based treatment.Dear Physiotherapy Doctor, Greet...
19/09/2025

Physiotherapy Regain strength, mobility & independence through evidence-based treatment.

Dear Physiotherapy Doctor, Greetings!

CRP and ICRC are arranging a seminar on the importance of rehabilitation services and assistive technology. Dated October 14, 2025 (Tuesday) Time: 09.00am-5.00pm Venue: LGED Auditorium, LGED Bhaban, Agargaon, Sher-e-Bangla Nagar, Dhaka-1207

As a partner organization, the Bangladesh Physiotherapy Association (BPA) joins this program. As a member of the Bangladesh Physiotherapy Association (BPA), you can join this program with a minimum pre-registration fee. If you want to join this seminar, contact BPA or email your details to ascon2023@CRP-bangladesh.org or call 01947559304/01789982544. Confirm your registration before 24th September 2025.

For Registration

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdppFbrnjstxVbmloFprzSKWXbHtYynst-ovyZurcEPYGlyPA/viewform?usp=dialog

12/09/2025

বিশ্ব ফিজিওথেরাপি দিবসের ফিজিওথেরাপি জাতীয় সম্মেলনে বক্তব্য রাখছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং চেয়ারম্যান বাংলাদেশ মেডিকেল কলেজ অধ্যাপক ডা. কাজী মাজহারুল ইসলাম দোলন । একজন অর্থোপেডিকস সার্জন ও একজন রাজনীতিবিদ হিসেবে ফিজিওথেরাপি প্রফেশন ও চিকিৎসা সম্পর্কে ওনার মূল্যবান বক্তব্য তুলে ধরেন।

ধন্যবাদ আমাদের এই আয়োজনে উপস্থিত থেকে আমাদের আয়োজনকে সফল ও স্বার্থক করার জন্য ।

12/09/2025

বিশ্ব ফিজিওথেরাপি দিবসের জাতীয় সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামী এর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সেক্রেটারি, ঢাকা মহানগরী দক্ষিণ ড. মু শফিকুল ইসলাম মাসুদ এর ফিজিওথেরাপি প্রফেশন সম্পর্কে গুরুত্বপূর্ন বক্তব্য ।

গত ০৮ সেপ্টেম্বর বিশ্ব ফিজিওথেরাপি দিবসের ফিজিওথেরাপি জাতীয় সম্মেলনপ্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ আবু ইউছ...
12/09/2025

গত ০৮ সেপ্টেম্বর বিশ্ব ফিজিওথেরাপি দিবসের ফিজিওথেরাপি জাতীয় সম্মেলন
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ আবু ইউছুফ সচিব, সমাজকল্যাণ মন্ত্রণালয় সভাপতি, বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল

বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন

অধ্যাপক ডা. কাজী মাজহারুল ইসলাম দোলন
চেয়ারম্যান
বাংলাদেশ মেডিকেল কলেজ
সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)

ড. মু শফিকুল ইসলাম মাসুদ
কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সেক্রেটারি, ঢাকা মহানগরী দক্ষিণ
বাংলাদেশ জামায়াতে ইসলামী

ড. সৈয়দ আব্দুল হামিদ
অধ্যাপক, স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়
আহবায়ক, অ্যালায়েন্স ফর হেলথ রিফর্মস বাংলাদেশ (এএইচআরবি)
আহবায়ক, নেটওয়ার্ক ফর হেলথ কেয়ার এক্সেলেন্স (এনএইচই)

অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব হোসেন
নির্বাহী পরিচালক
পক্ষাঘাত গ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি)

জাতীয় সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন ডা. মো. শাহাদৎ হোসেন (পিটি) সাধারণ সম্পাদক, বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন (বিপিএ)

জাতীয় সম্মেলনের সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মুহাম্মদ আনোয়ার হোসেন (পিএইচডি) সভাপতি, বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন (বিপিএ)

10/09/2025
বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন (বিপিএ) এর খুলনা বিভাগীয় কমিটির উদ্দোগে খুলনার আদ্ দ্বীন আকিজ মেডিকেল কলেজে, বিশ্ব ফিজিওথ...
10/09/2025

বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন (বিপিএ) এর খুলনা বিভাগীয় কমিটির উদ্দোগে খুলনার আদ্ দ্বীন আকিজ মেডিকেল কলেজে, বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার সিভিল সার্জন মহোদয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতালের পরিচালক, ও মূল প্রবন্ধ উপস্থাপনা করেন খুলনা বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক।

Address

Centre For The Rehabilitation Of The Paralysed (CRP)
Savar
1343

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 13:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

8801735661492

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Physiotherapy Association - BPA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Bangladesh Physiotherapy Association - BPA:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram