01/10/2025
প্রতিবাদলিপি
জাপান বাংলাদেশ হেলথ হেলথকেয়ার কনফারেন্স-২০২৫ এ ফিজিওথেরাপি সংগঠনের উপস্থিতি সম্পর্কে বাংলাদেশ সোসাইটি অব ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন এর এক্সিকিঊতিভ প্রেসিডেন্ট অধ্যাপক ডা. মো. তসলিম উদ্দিন ভুল তথ্য পরিবেশনের প্রতিবাদ ।
বিপিএ অতি সম্প্রতি সোস্যাল মিডিয়া ওনার একটি পোস্ট দেখে অত্যন্ত ব্যথিত হয়েছে, পোস্ট টি আপনাদের জ্ঞাথার্থে তুলে ধরা হলো “আজ ঢাকায় অনুষ্ঠিত হলো Japan Bangladesh Rehabilitation conference 2025. Director General of Medical Education was the keynote speaker, Bangladesh Society of Physical Medicine and Rehabilitation, Occupational Therapy Society, Physical Therapy Society officials এই প্লাটফর্মে বক্তব্য রাখেন। Physiatrist, physiotherapist and Occupational therapists in Neurorehabilitation Session সুন্দর উপস্থাপনা করেন। বাংলাদেশে মেডিকেল রিহ্যাবিলিটেশন টিম কার্যক্রম (Multidisciplinary Rehabilitation Team) এগিয়ে নিতে এই কনফারেন্স একটি শক্তিশালী ভূমিকা রাখবে। ধন্যবাদ DGME, JICA, Generous & CRP, Physiatrists and Allied Health care professionals for excellent participation.”
এই পোস্টে উনি উল্লেখ করেছেন যে সেখানে ফিজিক্যাল থেরাপি সোসাইটি এর প্রতিনিধি উপস্থিত ছিলেন, ওনার জ্ঞাতার্থে জানানোর জন্য যে বাংলাদেশের ফিজিওথেরাপি চিকিৎসকদের জাতীয় সংগঠন, ওয়ার্ল্ড ফিজিওথেরাপি এবং বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল এর একমাত্র সদস্য সংগঠন বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন (বিপিএ) এর কোন প্রতিনিধি উক্ত সেমিনারে উপস্থিত ছিলেন না। এছাড়াও উনি পোস্টের শেষের অংশে এলাইড হেলথ কেয়ার প্রফেশনাল দের কে ধন্যবাদ জ্ঞাপন করেছেন, বাংলাদেশের আইন অনুযায়ী যার কোন অস্তিত্ব নেই। ব্যাক্তি ও প্রাতিষ্ঠানিক হিসেবেও যদি সেখানে কোন ফিজিওথেরাপি বা রিহ্যাবিলিটেশন প্রফেশনাল অংশ নিয়ে থাকে তাহলে তারা সবাই “স্বাস্থ্য পেশাজীবী” হিসেবেই অংশগ্রহন করেছেন।
বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন (বিপিএ), ওনার এই বক্তব্যের প্রতিবাদ জানায়, সেই সাথে ওনাকে এ বিষয়ে সতর্কতার সহিত বক্তব্য প্রদান ও সোশ্যাল মিডিয়ায় তথ্য প্রদানের জন্য আহবান জানানো যাচ্ছে। বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন (বিপিএ) ফিজিওথেরাপি চিকিৎসকদের সম্মান অক্ষুণ্ণ রাখতে বদ্ধপরিকর।
ডা. মো. শাহাদৎ হোসেন (পিটি)
সাধারণ সম্পাদক
বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন (বিপিএ)