Medi Tour BD

Medi Tour BD ভারতে উন্নত চিকিৎসার জন্য যাওয়া রুগীদের অল্প খরচে সবচেয়ে ভালো মানের চিকিৎসার নির্ভরযোগ্য সহযোগী

ভারতে ২ টি অফিস ও বাংলাভাষী এটেনডেন্ট এবং বাংলাদেশে ৩০ টি শাখা অফিসের মাধ্যমে আমরা ভারতে উন্নত চিকিৎসার জন্য গমনেচ্ছু রুগীদের সেবা দিয়ে আসছি।

সবাই কে বিজয় দিবসের শুভেচ্ছা
16/12/2023

সবাই কে বিজয় দিবসের শুভেচ্ছা

Medi Tour Bd -এর লক্ষ্যই হলো ভারতে উন্নত চিকিৎসার জন্য যাওয়া রুগীদের অল্প খরচে সবচেয়ে ভালো মানের চিকিৎসার ব্যবস্থা করে দ...
03/10/2023

Medi Tour Bd -এর লক্ষ্যই হলো ভারতে উন্নত চিকিৎসার জন্য যাওয়া রুগীদের অল্প খরচে সবচেয়ে ভালো মানের চিকিৎসার ব্যবস্থা করে দেয়া । এর জন্য Medi Tour Bd -এর রয়েছে ভারতের চেন্নাইয়ে নিজেদের অফিস ও বাংলাভাষী অফিসিয়াল স্টাফ, যারা সর্বদাই বাংলাদেশী রুগীদের জন্য সবচেয়ে আন্তরিকতারভাবে সেবা দিয়ে আসছে। তাই ভারতে চিকিৎসা নিতে যাওয়ার পূর্বে সঠিক পরামর্শের জন্য অন্তত একবার হলেও Medi Tour Bd এর সাথে যোগাযোগ করুন। Medi Tour Bd এর দক্ষ ও আন্তরিক ম্যানেজমেন্ট আপনাকে সকল পরামর্শই দেবে
ফ্রি তে ।
-
ভারতে উন্নত চিকিৎসা নিতে চাইলে Medi Tour Bd আপনাকে ডাক্তার এপয়েন্টমেন্ট, মেডিকেল ভিসা, ট্রান্সপোর্ট, হোটেল, বাঙ্গালী খাবারসহ সকল ব্যবস্থা খুব সহজেই করে দিচ্ছে।
-
কারণ, ভারতে ২ টি অফিস ও বাংলাভাষী এটেনডেন্ট এবং বাংলাদেশে ৩০ টি শাখা অফিসের মাধ্যমে Medi Tour Bd ভারতে উন্নত চিকিৎসার জন্য গমনেচ্ছু রুগীদের সেবা দিয়ে আসছে। আমরা ভারতের ১০৫ টি হাসপাতালের বাংলাদেশী সার্ভিস সেন্টার হিসেবে কাজ করছি। যেখানে আমাদের রয়েছে ৩০০০ এর বেশি সিনিয়র বিশেষজ্ঞ ডাক্তার।
অথবা ভিজিট করুন আমাদের ফেইসবুক পেইজ-
https://www.facebook.com/meditourbd1
অথবা ফোন করুন-
01720-014353





See less

ডিম্বাশয়ে ক্যান্সারের কয়েকটি মারাত্মক লক্ষন যা বেশিরভাগ মেয়েরাই অবহেলা করেন-----মেয়েদের ডিম্বাশয়ে ক্যান্সার (cancer) হ...
17/01/2023

ডিম্বাশয়ে ক্যান্সারের কয়েকটি মারাত্মক লক্ষন যা বেশিরভাগ মেয়েরাই অবহেলা করেন-
----
মেয়েদের ডিম্বাশয়ে ক্যান্সার (cancer) হবার কয়েকটি মারাত্মক লক্ষন যা বেশিরভাগ মেয়েরাই অবহেলা করে থাকে!
মেয়েদের ডিম্বাশয়ে ক্যান্সার সব থেকে সাংঘাতিক রোগ গুলির মধ্যে একটি। এটা এমন এক কঠিন ব্যাধি যা ডিম্বাশয়ে শুরু হয় এবং আস্তে আস্তে শরীরের সমস্ত অঙ্গে ছড়িয়ে পড়ে। ক্যান্সার (cancer) কোষগুলি মেয়েদের শরীরের প্রতিরোধ ক্ষমতাকে আস্তে আস্তে ভেঙে দেয়। খিদে নষ্ঠ হয়ে যাওয়া থেকে কোমরে যন্ত্রণা এই সব কিছুই ডিম্বাশয়ে ক্যান্সারের (cancer) লক্ষণ হতে পারে।

বুকজ্বালা-

আপনি অ্যাসিডিটিতে ভুগলে বুকের পিছন দিকে জ্বালা করে। এর ফলে আপনার অনেক সময় বমি ভাবও আসে, এর সাথে ডিম্বাশয়ে ক্যান্সারের (cancer) সম্পর্ক খুবই বিরল, তবুও আপনি নিশ্চয়ই কোন সুযোগ নিতে চাইবেন না যদি এরকম বার বার ঘটতে থাকে।

শ্রোণী ব্যথা-

যৌনসংসর্গের সময় যন্ত্রণা হওয়া খুব সাধারণ ব্যাপার, এটা বিভিন্ন কারণে হতে পারে যৌনিতে নীরসতা, আঁটো ভাব, জ্বালা, স্বাস্থ্যবিধি না মানা ইত্যাদি। কিন্তু তলপেটে যন্ত্রণা হলে সেটা ডিম্বাশয়ে ক্যান্সারের (cancer) শেষ পর্যায় হতে পারে।

অস্বাভাবিক পেট ফোলা-

ডিম্বাশয়েতে ক্যান্সারের (cancer) ক্ষেত্রে এই লক্ষণটিকে নিঃশব্দ ঘাতক বলা যেতে পারে। আমরা যে উপসর্গটিকে খুব ছোট বলে এড়িয়ে যাই তা হল দেহের মধ্যভাগ ফোলা। এরকম হলে কখনও অবহেলা করবেন না (বিশেষ করে মধ্য বয়স্ক না হলে) এবং শীঘ্রই ডাক্তারের সাথে যোগাযোগ করুন।

ক্লান্তি-

ঠিকমত না খেলে মানুষ ক্লান্তিতে ভোগে আবার ডিম্বাশয়ে ক্যান্সারের ফলেও মানুষ ক্লান্তিতে ভোগে, তবে কারণ সম্পূর্ণ আলাদা। ক্লান্তিতে ভোগা মানেই ক্যান্সার হওয়া নয়। ক্যান্সারের (cancer) কোষগুলি বৃদ্ধি পেয়ে সচল হয়ে ওঠার ফলে ক্লান্তি দেখা যায়।
খিদে মরে যাওয়া।

ক্যান্সার (cancer) কোষগুলি দ্রুত বৃদ্ধি পেলে খুব অল্প খাবার পরই মনে হয় পেট খুব ভরে গেছে আর পেটে জায়গা নেই।

ওজন হ্রাস-

খিদে পাওয়ার পরও খেতে ইচ্ছা না করলে সেটা থেকে ওজন হ্রাস হতে পারে বা স্থূলতা আস্তে পারে। যখন আপনি জীবনে এরকম সব সমস্যার সম্মুখীন হন তখন বলা যেতে পারে ডিম্বাশয়ে ক্যান্সারের (cancer) সম্ভাবনা খুব বেশি থাকে।

অন্ত্রের সমস্যা-

এইসব কিছুর সাথে ক্যান্সার (cancer) যেটাকে আক্রমণ করে তা হল পাচনতন্ত্র। হ্যাঁ ঠিক এইভাবেই ডিম্বাশয়ে ক্যান্সার ছড়িয়ে পড়ে, শরীরের একটার পর একটা অংশ আস্তে আস্তে নষ্ঠ করতে করতে। তাই এইধরনের কোন লক্ষণ দেখা দিলে তা কখনই হালকাভাবে নেওয়া উচিত নয়।

এরপরে যে সমস্যাগুলি তৈরি হয় তা হল ডাইয়োরিয়া, কনস্টিপেশান, তলপেটে যন্ত্রণা, গ্যাস ইত্যাদি। আপনার প্রতিরোধ ক্ষমতা এইভাবে ব্যাহত হলে বলা যেতে পারে এটা ডিম্বাশয়ে ক্যান্সারের (cancer) লক্ষণ।

অনিয়মিত পিঠে ব্যাথা-

জিমে স্বাভাবিকের থেকে বেশি পরিশ্রম করে পিঠে ব্যাথা হওয়া এক জিনিস আর আচমকা অনিয়মিত পিঠে ব্যাথা হওয়া আর এক জিনিস। এইরকম লক্ষণ ডিম্বাশয়ে ক্যান্সার এর ২ বা ৩ নম্বর ধাপে দেখা যায়।

নিঃশ্বাস প্রশ্বাসের সমস্যা-

ডাক্তারদের মত অনুসারে ক্যান্সার (cancer) যখন শরীরের অন্যান্য অংশেও ছড়িয়ে পরে তার মানে সেটা ৪ নম্বর স্টেজ। খুব তাড়াতাড়ি হাঁপিয়ে ওঠা, শ্বাস কষ্ট হওয়া এর লক্ষণ।

অনিয়মিত পিরিয়ড (PERIOD)-

আপনি নিশ্চয়ই এর মধ্যে কিছু কিছু লক্ষণ জেনেছেন, কিন্তু মূল ব্যাপার হল এই লক্ষণগুলিকে ভাল করে পর্যবেক্ষণ করা। যেমন অন্যান্য সমস্যার সাথে অনিয়নিত পিরিয়ড (PERIOD) ক্যান্সারের একটা লক্ষণ হতে পারে।

মেনোপজের পরে রক্তপাত-

আপনি মেনোপজ পর্যায়ে আছেন এবং আপনার পিরিয়ড (PERIOD) বন্ধ হয়ে গেছে কিন্তু মাসখানেক বাদে আবার হঠাত করে পিরিয়ড (PERIOD) চালু হয়ে যাওয়া। এটা ডিম্বাশয়ের সামান্য কোন সমস্যা হতে পারে আবার ডিম্বাশয়ে ক্যান্সারও (cancer) হতে পারে। তাই যত তাড়াতাড়ি সম্ভব পরীক্ষা করিয়ে নিন।

ঘনঘন মূত্রের চেষ্টা-

ইদানীং আপনার বার বার প্রস্রাব হচ্ছে, এটা খুব ভাল লক্ষণ নয়, এটা ডিম্বাশয়ে ক্যান্সার এর ২ নম্বর ধাপ হতে পারে। পি.এম.এসঃ পি.এম.এস এর লক্ষণের সাথে ডিম্বাশয়ে ক্যান্সারের অনেক মিল আছে, কিন্তু যেহেতু আমাদের চিকিৎসাবিদ্যা এখনও ক্যান্সারের (cancer) কোষ সম্পর্কে খুব বেশি কিছু জানতে পারেনি, তাই এইধরনের ছোটখাটো ব্যাপারের ওপর ভাল করে নজর রাখা উচিত।

অনেক রকমের উপসর্গ-

শেষে বলা যেতে পারে এইধরনের উপসর্গগুলি যে কোন ক্যান্সার (cancer) রুগী রোজকার জীবনে তাদের অভিজ্ঞতা হতেও পারে নাও পারে। ডিম্বাশয়ে ক্যান্সার হোক বা না হোক আপনার শরীরে একটা তো কিছু সমস্যা হচ্ছে এবং তার সঠিক চিকিৎসা দরকার। এছাড়াও বয়স একটা ব্যাপার হতে পারে, যে কোন পঞ্চাশ উরধ মহিলা যার বংশে কারুর স্তন বা ডিম্বাশয়ে ক্যান্সার ছিল বা আছে সে এধরনের রোগের শিকার হতে পারে।

আপনার ডিম্বাশয়ে ক্যান্সার (cancer) নাও থাকতে পারে কিন্তু এই উপসর্গগুলি জেনে রাখা ভাল।

10/01/2023

ভারতে ক্যান্সারে চিকিৎসা করাতে চান ?
-ক্যান্সারের চিকিৎসার জন্য ভারতের সুনাম এখন সমগ্র বিশ্বব্যাপী। তাদের আধুনিক প্রযুক্তি, চিকিৎসার দক্ষতা এবং আন্তরিক সেবা রুগীদের মুগ্ধ করে রেখেছে। ভারতে ক্যান্সারের চিকিৎসার সকল তথ্য ও সহযোগিতা পেতে Medi Tour Bd আছে আপনার পাশেই।
-
এছাডা আপনার রিপোর্ট ভারতের শ্রেষ্ঠ ক্যান্সার বিশেষজ্ঞকে দেখিয়ে ক্যান্সারের বর্তমান অবস্থা, চিকিৎসা পদ্ধতি, খরচ এবং সময়কাল জানতে পারেন Medi Tour Bd এর মাধ্যমেই, আর এই সেবাটি আপনি পেতে পারেন সম্পূর্ণ ফ্রি তে। যা Medi Tour Bd আপনার সেবায় ব্যবস্থাপনা করে আসছে।
-
ভারতে উন্নত চিকিৎসা নিতে চাইলে Medi Tour Bd আপনাকে ডাক্তার এপয়েন্টমেন্ট, মেডিকেল ভিসা, ট্রান্সপোর্ট, হোটেল, বাঙ্গালী খাবারসহ সকল ব্যবস্থা খুব সহজেই করে দিচ্ছে।
-
কারণ, ভারতে ২ টি অফিস ও বাংলাভাষী এটেনডেন্ট এবং বাংলাদেশে ৩০ টি শাখা অফিসের মাধ্যমে Medi Tour Bd ভারতে উন্নত চিকিৎসার জন্য গমনেচ্ছু রুগীদের সেবা দিয়ে আসছে। আমরা ভারতের ১০৫ টি হাসপাতালের বাংলাদেশী সার্ভিস সেন্টার হিসেবে কাজ করছি। যেখানে আমাদের রয়েছে ৩০০০ এর বেশি সিনিয়র বিশেষজ্ঞ ডাক্তার।
অথবা ভিজিট করুন আমাদের ফেইসবুক পেইজ-
https://www.facebook.com/meditourbd1
অথবা ওয়েবসাইটে
www.meditourbd.com
-
যোগাযোগ করুন-
0 1876-521667









ভারতে উন্নত চিকিৎসার সকল পরামর্শ ফ্রি পেতে চান ?-Medi Tour Bd -এর লক্ষ্যই হলো ভারতে উন্নত চিকিৎসার জন্য যাওয়া রুগীদের অল...
15/12/2022

ভারতে উন্নত চিকিৎসার সকল পরামর্শ ফ্রি পেতে চান ?
-
Medi Tour Bd -এর লক্ষ্যই হলো ভারতে উন্নত চিকিৎসার জন্য যাওয়া রুগীদের অল্প খরচে সবচেয়ে ভালো মানের চিকিৎসার ব্যবস্থা করে দেয়া । এর জন্য Medi Tour Bd -এর রয়েছে ভারতের চেন্নাইয়ে নিজেদের অফিস ও বাংলাভাষী অফিসিয়াল স্টাফ, যারা সর্বদাই বাংলাদেশী রুগীদের জন্য সবচেয়ে আন্তরিকতারভাবে সেবা দিয়ে আসছে। তাই ভারতে চিকিৎসা নিতে যাওয়ার পূর্বে সঠিক পরামর্শের জন্য অন্তত একবার হলেও Medi Tour Bd এর সাথে যোগাযোগ করুন। Medi Tour Bd এর দক্ষ ও আন্তরিক ম্যানেজমেন্ট আপনাকে সকল পরামর্শই দেবে
ফ্রি তে ।
-
ভারতে উন্নত চিকিৎসা নিতে চাইলে Medi Tour Bd আপনাকে ডাক্তার এপয়েন্টমেন্ট, মেডিকেল ভিসা, ট্রান্সপোর্ট, হোটেল, বাঙ্গালী খাবারসহ সকল ব্যবস্থা খুব সহজেই করে দিচ্ছে।
-
কারণ, ভারতে ২ টি অফিস ও বাংলাভাষী এটেনডেন্ট এবং বাংলাদেশে ৩০ টি শাখা অফিসের মাধ্যমে Medi Tour Bd ভারতে উন্নত চিকিৎসার জন্য গমনেচ্ছু রুগীদের সেবা দিয়ে আসছে। আমরা ভারতের ১০৫ টি হাসপাতালের বাংলাদেশী সার্ভিস সেন্টার হিসেবে কাজ করছি। যেখানে আমাদের রয়েছে ৩০০০ এর বেশি সিনিয়র বিশেষজ্ঞ ডাক্তার।
অথবা ভিজিট করুন আমাদের ফেইসবুক পেইজ-
https://www.facebook.com/meditourbd1
-
যোগাযোগ করুন-
0 1876-521667

*মানবদেহের হরমোনের ভারসাম্য নিয়ন্ত্রণে করণীয়* -------------------------------------------- *ইস্ট্রোজেন হরমোন* পুরুষের তু...
09/12/2022

*মানবদেহের হরমোনের ভারসাম্য নিয়ন্ত্রণে করণীয়*
--------------------------------------------
*ইস্ট্রোজেন হরমোন*
পুরুষের তুলনায় মহিলাদের শরীরে ইস্ট্রোজেনের পরিমাণ বেশি থাকে। কিন্তু অনিয়ন্ত্রিত ভাবে এই হরমোনের পরিমাণ বাড়তে থাকলে শরীরে নানাবিধ সমস্যার সৃষ্টি হয়। পরীক্ষা বলছে, নিরামিষাশীদের তুলনায় আমিষাশীদের শরীরে ইস্ট্রোজেনের পরিমাণ অনেক বেশি। মাংসের কারণে ইস্ট্রোজেনের পরিমাণ বাড়ে। যদি এই হরমোনের ভারসাম্য ফিরিয়ে আনতে চান, তাহলে ২১ দিন আমিষ বন্ধ রাখুন, পারলে তার সঙ্গে মদ্যপান থেকেও দূরে থাকুন।
-
*ইনসুলিন হরমোন*
ইনসুলিন খাবার হজম করে তার থেকে শক্তি উৎপাদন করার জন্য এই হরমোনের প্রয়োজন। কিন্তু অতিরিক্ত পরিমাণে চিনি বা শর্করা জাতীয় খাবার শরীরে গেলে সারাক্ষণ ইনসুলিনের চাহিদা তৈরি হয় এবং শেষ পর্যন্ত শরীর ইসুলিন রেজিস্ট্যান্ট হয়ে পড়ে। তাতে রক্তে চিনির পরিমাণ বাড়তে থাকে। ডায়াবেটিস হওয়ার আশঙ্কা বাড়ে। ২১ দিন চিনি বা শর্করা জাতীয় খাবারের পরিমাণ কমিয়ে দিলে এই হরমোনের ভারসাম্য ফিরতে পারে।
-
*লেপটিন*
লেপটিন ফলের মধ্যে থাকে ফ্রুকটোজ। সেই ফ্রুকটোজ হজম করার জন্য লেপটিন হরমোনের দরকার। লেপটিনের পরিমাণ বাড়লে ইনসুলিনের ক্ষেত্রে যা যা সমস্যা হয়, এখানেও তাই তাই-ই হয়। অনেকে বলেন আগে মানুষ অনেক বেশি পরিমাণে ফল খেয়েই থাকতেন। কিন্তু সেক্ষেত্রে তো ডায়াবেটিস জাতীয় সমস্যা হত না। কিন্তু এটা মাথায় রাখতে হবে আগে একটা আপেলে যে পরিমাণ ফ্রুকটোজ থাকত, এখনকার হাইব্রিডের আপেলে তার ১০ থেকে ১২ গুণ বেশি ফ্রুকটোজ থাকে। তাই ২১দিনের জন্য ফল খাওয়া বন্ধ রাখলে লেপটিনের ভারসাম্য ফিরিয়ে আনা যায়।
-
*থাইরয়েড হরমোন*
থাইরয়েড হরমোন নিয়ে সমস্যাটা খুবই সাধারণ একটি ঘটনা। আজকাল বহু মানুষই এই সমস্যায় আক্রান্ত। বিশেষজ্ঞদের মধ্যে এর পিছনে রয়েছে গ্রেনের ভূমিকা। হোয়াইট রাইস, পাস্তা, আলু- এগুলোর মধ্যে থাকা উপাদান থাইরয়েডের ভারসাম্যকে নষ্ট করে দেয়। সেই কারণে টানা ২১ দিন এই জাতীয় জিনিস আপনার খাদ্যতালিকায় না থাকলে, থাইরয়েডের ভারসাম্য ফিরে আসার সম্ভাবনা রয়েছে।
-
*করটিসল হরমোন*
করটিসল বা স্ট্রেস হরমোন মানসিক চাপের পিছনে সবচেয়ে বড় কারণ হল কোরটিসোল হরমোনের উপস্থিতি। বিশেষজ্ঞদের মতে, যারা বেশি পরিমাণে কফি পান করেন, তাদের শরীরে করটিসলের পরিমাণ বেশি থাকে। কারণ কফিতে থাকা ক্যাফিন করটিসলের পরিমাণ বাড়িয়ে দেয়। তবে শুধুমাত্র কফির পরিমাণ কমিয়ে দিলেই এই হরমোনের ভারসাম্য ফিরে আসবে তেমন নয়। শরীরে লেড বা শিসার পরিমাণের ওপর এই হরমোনের বাড়া-কমা নির্ভর করে। পরীক্ষায় দেখা গিয়েছে, যারা লিপস্টিক ব্যবহার করেন, তাদের স্ট্রেস বেশি হতে পারে। কারণ লিপস্টিকের মধ্যে থাকে লেড বা শিসা। তাই লিপস্টিক কেনার সময় শিসা বিহীন কি না তা দেখে নেওয়া উচিত। এছাড়াও বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন মানসিক চাপ বা স্ট্রেস বেড়ে গেলে খুব ঘনিষ্ঠ বন্ধুকে ফোন করুন। তাতে করটিসলের কারণে তৈরি হওয়া অ্যাড্রিনালিনের পরিমাণ কমে অক্সিটোসিনের পরিমাণ বাড়তে থাকবে। তাতেও এই হরমোনের ভারসাম্য আসবে শরীরে।
-
*টেসটোস্টেরন হরমোন*
পুরুষের প্রধান যৌন হরমোন হল টেসটোস্টেরন হরমোন।
শরীরে টক্সিনের পরিমাণ বৃদ্ধিজনিত কারণে পুরুষের প্রধান যৌন হরমোন টেসটোস্টেরন হরমোনের ভারসাম্যহীন হয়ে পড়ে।যে সব খাবারে বেশী পরিমাণ টক্সিন আছে।এই সব উপাদানসমূহের মধ্যে রয়েছে ধুমপানসহ সমস্ত প্রকার মাদক দ্রব্য। এই সব উপাদানসমূহ সরাসরি টেস্টোস্টেরন হরমোনের উপর বেশী প্রভাব বিস্তার করে।সুতরাং এই সব উপাদানসমূহ এড়িয়ে চললে টেসোস্টেরনের ভারসাম্য ফিরে আসবে।
Collected-
-
ভারতে উন্নত চিকিৎসার সকল পরামর্শ ফ্রি পেতে চান ?
-
Medi Tour Bd -এর লক্ষ্যই হলো ভারতে উন্নত চিকিৎসার জন্য যাওয়া রুগীদের অল্প খরচে সবচেয়ে ভালো মানের চিকিৎসার ব্যবস্থা করে দেয়া । এর জন্য Medi Tour Bd -এর রয়েছে ভারতের চেন্নাইয়ে নিজেদের অফিস ও বাংলাভাষী অফিসিয়াল স্টাফ, যারা সর্বদাই বাংলাদেশী রুগীদের জন্য সবচেয়ে আন্তরিকতারভাবে সেবা দিয়ে আসছে। তাই ভারতে চিকিৎসা নিতে যাওয়ার পূর্বে সঠিক পরামর্শের জন্য অন্তত একবার হলেও Medi Tour Bd এর সাথে যোগাযোগ করুন। Medi Tour Bd এর দক্ষ ও আন্তরিক ম্যানেজমেন্ট আপনাকে সকল পরামর্শই দেবে
ফ্রি তে ।
-
ভারতে উন্নত চিকিৎসা নিতে চাইলে Medi Tour Bd আপনাকে ডাক্তার এপয়েন্টমেন্ট, মেডিকেল ভিসা, ট্রান্সপোর্ট, হোটেল, বাঙ্গালী খাবারসহ সকল ব্যবস্থা খুব সহজেই করে দিচ্ছে।
-
কারণ, ভারতে ২ টি অফিস ও বাংলাভাষী এটেনডেন্ট এবং বাংলাদেশে ৩০ টি শাখা অফিসের মাধ্যমে Medi Tour Bd ভারতে উন্নত চিকিৎসার জন্য গমনেচ্ছু রুগীদের সেবা দিয়ে আসছে। আমরা ভারতের ১০৫ টি হাসপাতালের বাংলাদেশী সার্ভিস সেন্টার হিসেবে কাজ করছি। যেখানে আমাদের রয়েছে ৩০০০ এর বেশি সিনিয়র বিশেষজ্ঞ ডাক্তার।
অথবা ভিজিট করুন আমাদের ফেইসবুক পেইজ-
https://www.facebook.com/meditourbd1
অথবা ফোন করুন-
01720-014353

ভারতের শ্রেষ্ঠ হাসপাতালে সার্জারি সহ চিকিৎসা সংক্রান্ত  যে কোন তথ্য দিয়ে আমরা সহায়তা প্রদান করে থাকি। ভারতে সুচিকিৎসা নে...
09/12/2022

ভারতের শ্রেষ্ঠ হাসপাতালে সার্জারি সহ চিকিৎসা সংক্রান্ত যে কোন তথ্য দিয়ে আমরা সহায়তা প্রদান করে থাকি। ভারতে সুচিকিৎসা নেয়ার ক্ষেত্রে উপযুক্ত দক্ষ সার্জন / ডাক্তার এবং সঠিক বাজেট নির্ধারণে যাওয়ার আগে সরাসরি ডাক্তার এর সাথে কথা বলা সহ সকল বিষয়ে আমরা সহায়তা করে থাকি।

আজই আপনার রিপোর্ট পাঠিয়ে জেনে নিন চিকিৎসার ব্যয় এবং অন্যান্য তথ্য।
যোগাযোগ করুন-
0 1876-521667


08/12/2022
ভারতে উন্নত চিকিৎসার সকল পরামর্শ ফ্রি পেতে চান ?-Medi Tour Bd -এর লক্ষ্যই হলো ভারতে উন্নত চিকিৎসার জন্য যাওয়া রুগীদের অল...
05/12/2022

ভারতে উন্নত চিকিৎসার সকল পরামর্শ ফ্রি পেতে চান ?
-
Medi Tour Bd -এর লক্ষ্যই হলো ভারতে উন্নত চিকিৎসার জন্য যাওয়া রুগীদের অল্প খরচে সবচেয়ে ভালো মানের চিকিৎসার ব্যবস্থা করে দেয়া । এর জন্য Medi Tour Bd -এর রয়েছে ভারতের চেন্নাইয়ে নিজেদের অফিস ও বাংলাভাষী অফিসিয়াল স্টাফ, যারা সর্বদাই বাংলাদেশী রুগীদের জন্য সবচেয়ে আন্তরিকতারভাবে সেবা দিয়ে আসছে। তাই ভারতে চিকিৎসা নিতে যাওয়ার পূর্বে সঠিক পরামর্শের জন্য অন্তত একবার হলেও Medi Tour Bd এর সাথে যোগাযোগ করুন। Medi Tour Bd এর দক্ষ ও আন্তরিক ম্যানেজমেন্ট আপনাকে সকল পরামর্শই দেবে
ফ্রি তে ।
-
ভারতে উন্নত চিকিৎসা নিতে চাইলে Medi Tour Bd আপনাকে ডাক্তার এপয়েন্টমেন্ট, মেডিকেল ভিসা, ট্রান্সপোর্ট, হোটেল, বাঙ্গালী খাবারসহ সকল ব্যবস্থা খুব সহজেই করে দিচ্ছে।
-
কারণ, ভারতে ২ টি অফিস ও বাংলাভাষী এটেনডেন্ট এবং বাংলাদেশে ৩০ টি শাখা অফিসের মাধ্যমে Medi Tour Bd ভারতে উন্নত চিকিৎসার জন্য গমনেচ্ছু রুগীদের সেবা দিয়ে আসছে। আমরা ভারতের ১০৫ টি হাসপাতালের বাংলাদেশী সার্ভিস সেন্টার হিসেবে কাজ করছি। যেখানে আমাদের রয়েছে ৩০০০ এর বেশি সিনিয়র বিশেষজ্ঞ ডাক্তার।
অথবা ভিজিট করুন আমাদের ফেইসবুক পেইজ-
https://www.facebook.com/meditourbd1
অথবা ফোন করুন-
01720-014353

Address

House/5, Road/2, Block/J, Baridhara , Dhaka
Shahzadpur
1212

Alerts

Be the first to know and let us send you an email when Medi Tour BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Medi Tour BD:

Share