24/06/2025
Cervical incompetence বা জরায়ুর মুখ ঢিলা হয়ে যাওয়া:
এধরনের রোগীদের বারবার বাচ্চা নষ্ট হয়ে যায়। সঠিক ইতিহাস নিয়ে এই রোগ নির্ণয়ের পর গর্ভাবস্থায় জরায়ুর মুখ সেলাই করে দেয়া ই একমাত্র চিকিৎসা।
তাই গর্ভের ২য় তিন মাসের মধ্যে যাদের বাচ্চা নষ্ট হয়ে যায় তারা অভিজ্ঞ গাইনী বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।