Dr. Sultana Rajia Tani

Dr. Sultana Rajia Tani child specialist

01/07/2023

ঈদ মুবারক!! ঈদ কেমন কাটলো সবার? কে কোথায় ঈদ করলেন?? 🙂

21/02/2023

শিশু কে সময় মত টিকা দিন। ১.৫মাস বয়স থেকে সরকারি টিকা গুলো দেয়া হয়। অনেক গুলো রোগ প্রতিরোধ করা সম্ভব শুধুমাত্র টিকা দেয়ার মাধ্যমে।

10/01/2023

শীতে বাচ্চারা পানি কম খায় এবং প্রস্রাব ও অনেক লম্বা সময় ধরে রাখে,এটা ইউরিন ইনফেকশন এর একটা গুরুত্বপূর্ণ কারণ।

অল্প অল্প কুসুম গরম পানি খাওয়াতে হবে এবং প্রতি ২-৩ঘন্টা পর পর ইউরিন পাস করাতে হবে।

20/12/2022

📢📣ওরস্যালাইন আধা লিটার পানিতে পুরো প্যাকেট দিয়েই বানাতে হবে, একটু পানিতে একটু স্যালাইন দেয়া যাবে না ❌

⚱️কখন খাওয়াবেন?
প্রতিবার পাতলা পায়খানার পরে, পাতলা না হলে খাওয়াতে হবে না।

🩸কতটুকু খাওয়াবেন?
বয়স এবং ওজনের উপর নির্ভর করে। ১-২বছরের বাবুকে ১০-১২ চামচ করে।

প্রচুর ডায়রিয়া হচ্ছে এখন। বেশিরভাগ ভাইরাল। বাবুকে রোজ/১দিন পর পর কুসুম গরম পানি দিয়ে গোসল করাবেন।

ভালো থাকুন সবাই 🌸

24/11/2022

বাচ্চার জ্বর, সাথে চোখ উল্টে গেল, হাত পা শক্ত হয়ে গেল, কি করবেন? এটা খিচুনির লক্ষ্মণ। দ্রুত জ্বর কমানোর চেষ্টা করে নিকটস্থ হাস্পাতালে নিয়ে যান।

🔵🔵Wear mask....it will not only prevent viral infection like covid 19/ viral flue but also from dust Allergy and many ot...
22/11/2022

🔵🔵Wear mask....it will not only prevent viral infection like covid 19/ viral flue but also from dust Allergy and many other air borne diseases....take care of you and your child....fi amanillah....🔷🔷

18/11/2022
17/11/2022

নবজাতক কে মধু/ মিস্রির পানি, সরিষার তেল/ গ্লুকোজ খাওয়ানো নিষেধ। শুধুমাত্র বুকের দুধ খাবে ৬মাস পরযন্ত।

🍁আজকে বিশ্ব ডায়বেটিস দিবস। দিন দিন বাড়ছে elderly primi (1st pregnancy after 30year of age) এর সংখ্যা। সেই সাথে বেড়ে যাচ্...
14/11/2022

🍁আজকে বিশ্ব ডায়বেটিস দিবস। দিন দিন বাড়ছে elderly primi (1st pregnancy after 30year of age) এর সংখ্যা। সেই সাথে বেড়ে যাচ্ছে প্রেগন্যান্ট লেডির ডায়বেটিস হাইপারটেনশনের সম্ভাবনা। যেটা প্রেগন্যান্সির সময় নতুন ভাবে ধরা পরতে পারে/ আগে থেকেই মা ডায়বেটিসে ভুগছেন।

🍁কি কি সমস্যা হতে পারে?
মায়ের ইন্সুলিন নিতে হতে পারে, মায়ের রক্তে সুগারের মাত্রা বেশি কমে বা বেড়ে যেতে পারে। সিজারিয়ান সেকশান ডেলিভারির সম্ভাবনা বেড়ে যায়।পরবর্তীতে বাচ্চা হবার পর ও মায়ের ডায়বেটিস থেকে যেতে পারে এবং উচ্চ রক্তচাপ হতে পারে।

বাচ্চার ওজন স্বাভাবিকের চেয়ে বেশি, ফোলা হতে পারে, পেটে পানি( amniotic fluid) অনেক বেড়ে যেতে পারে। এছাড়া ও কিছু জন্মগত ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করতে পারে ( heart disease, neural tube defect etc)। বাচ্চা হবার সময় birth injury হতে পারে।

জন্মের পর ব্লাড সুগার কমে গিয়ে বাচ্চা দুর্বল হয়ে যেতে পারে, নড়াচড়া কমে যায়, খিচুনি হতে পারে।

🍁নিয়ম অনুযায়ী ৭২ ঘন্টা পরয্যন্ত ব্লাড সুগার মনিটর করতে হবে। বাচ্চা কে ঘন ঘন বুকের দুধ খাওয়াতে হবে।
এদের শ্বাসকষ্ট ও দ্রুত জন্ডিস ডেভেলপ করতে পারে। IV fluid, অক্সিজেন, ফটোথেরাপি ইত্যাদি চিকিৎসার প্রয়োজন হতে পারে। সেজন্য close monitoring এর কোন বিকল্প নাই।

🍁ভালো থাকুন সবাই 😍🌿

I've just reached 400 followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏...
13/11/2022

I've just reached 400 followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏🤗🎉

Every kid is special....Don't compare your child with another child....Developmental milestones are also different.... E...
02/11/2022

Every kid is special....Don't compare your child with another child....Developmental milestones are also different.... Everyone will not start walking at same age, every child Won't speak in same manner....try to understand them, nurture them.....💚

29/10/2022

❌Obesity নিয়ে আমরা সবাই কম বেশি চিন্তিত।
অথচ মোটাসোটা গলু টাইপ বাচ্চা পছন্দ করি।
অতিরিক্ত কম/বেশি ওজন কোনটাই কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো না। দুইটাই malnutrition এর লক্ষণ।

✅বাচ্চা কে জীবনের শুরু থেকেই (৬মাস বয়স হবার পর থেকেই) সবজি,ফল মূল খাওয়ানোর অভ্যাস করানো উচিত। এবং রোজ কিছু physical activities করানো উচিত। different type device এর কল্যাণে এখন তারা ঘরকুনো হয়ে গিয়েছে। সেটা যতটা সম্ভব restricted রাখার চেষ্টা করতে পারি আমরা। আর fast-food এর কথা বাদই দিলাম, আমরা নিজেরা খাওয়া কমাতে না পারলে তারাও খাবে, এটাই স্বাভাবিক।

💥ভালো ফুড হ্যাবিটস, ভালো এক্টিভিটি থাকার পর ও যদি excessive weight gain হয়, অবশ্যই একজন শিশু বিশেষজ্ঞ দেখিয়ে কিছু screening test করিয়ে নেয়া উচিত। কিছু হরমোন জনিত রোগ, metabolic, genetic disease কম বয়সে দেখা দিতে পারে।

🧡stay safe, stay healthy, take care 🧡

26/10/2022

✅কিভাবে বুঝবেন নবজাতক ঠিক মতো বুকের দুধ পাচ্ছে?
১.সে সারাদিন ২৪ঘন্টায় যদি ৬-৮বার প্রস্রাব করে।
২.তার নড়াচড়া, activities যদি স্বাভাবিক থাকে।

ফর্মুলা খাওয়ানোর কোন দরকার নেই। ❌

✅বাচ্চা কে ২ঘন্টা পর পর দুধ খাওয়াতে হবে। প্রতিবার খাবার পর ঢেকুর তোলাতে হবে। সাথে সাথে বিছানায় শোয়ানো যাবে না। বাচ্চা কান্না করলেই ১০/১৫মিনিট পর পর খাওয়ানো উচিত না।❌

✅একটা / দুইটা হাচি কাশির জন্য কোন চিকিৎসা লাগে না। শুধু নাক বন্ধ/ বুক থেকে আওয়াজ আসলে নরসল জাতীয় নাকের ড্রপ ব্যবহার করা যেতে পারে।

✅ঘন ঘন নিশ্বাস নিলে,বুকের দুধ টেনে খেতে না পারলে,বুকের খাচা অনেক ডেবে গেলে দ্রুত চিকিৎসক এর পরামর্শ নিতে হবে।

take care 💜🤱

বাচ্চা কিছু খাচ্ছে না?? মুখ থেকে লালা পরছে? নাকি এখন সে আধো আধো বোলে কথা বলার চেষ্টা করছে।  খেয়াল করুন তার জিহবায় সাদা স...
18/10/2022

বাচ্চা কিছু খাচ্ছে না?? মুখ থেকে লালা পরছে? নাকি এখন সে আধো আধো বোলে কথা বলার চেষ্টা করছে।

খেয়াল করুন তার জিহবায় সাদা সাদা ছোপ পরেছে কি না। সেটা পরিস্কার করা যাচ্ছে কিনা না। যদি পরিস্কার না করা যায়, It maybe due to oral thrush/ candidiasis....

আমরা এন্টিফাংগাল ওরাল ড্রপ / জেল ব্যবহার করতে পারি। ওরাল হাইজিন এর দিকে খেয়াল রাখতে হবে। মুখের ভিতরে পরিস্কার করে দিতে হবে। ৬মাসের উপরের বাবুকে দাঁত ব্রাশ করাতে হবে।

Take care 💚

13/10/2022

ছোট বাচ্চাদের বেশির ভাগ সময় ভাইরাল ডায়রিয়া হয়ে থাকে। রোটা, এডিনো এসব ভাইরাস দায়ী।

এগুলো সাধারণত বমি দিয়ে শুরু হয়, পরবর্তীতে পাতলা পায়খানা হয়। অনেক সময় পানির মতো পাতলা। সারাদিনে ৮-১০ বার/ বেশি ও হতে পারে।

এক্ষেত্রে মূল চিকিৎসা হল ওরস্যালাইন, বাচ্চার ওজন ও বয়স অনুযায়ী খাওয়াতে হবে প্রতিবার পাতলা পায়খানার পরে। যাতে তার পানিশূন্যতা হয়ে না যায়।

সারাদিনে প্রস্রাব ঠিকমত করছে কিনা খেয়াল রাখতে হবে।

৬ মাসের নিচের বাচ্চা শুধুমাত্র মায়ের বুকের দুধ খাবে। বড় বাচ্চাদের কাচা কলা, পোলাও চাল, মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করে খাওয়াতে পারেন। সাথে ডাবের পানি, সূপ দেয়া যেতে পারে। তবে সুজি,মিষ্টি ফল,গরুর দুধ এসব না খাওয়ানো উচিত।

ফ্লাজিল, অমিডন জাতীয় ঔষধ খাওয়ানো থেকে বিরত থাকুন। প্রয়োজন সাপেক্ষে চিকিৎসকের পরামর্শ নিন।

ভালো থাকুন সবাই 💚

Address

Shahzadpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Sultana Rajia Tani posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share