Health Bondhu

Health Bondhu Health Bondhu is a digital healthcare aggregator platform with one-stop health-related solutions.
(1)

Happy Doctors Day
30/03/2024

Happy Doctors Day

02/05/2023

হেলথ বন্ধু’র কনফারেন্সে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ইমেরিটাস অধ্যাপক ডাঃ এবিএম আব্দুল্লাহ স্যারের গুরুত্বপূর্ণ বক্তব্য।

30/04/2023


Eid Mubarak
21/04/2023

Eid Mubarak

23/03/2023

17/03/2023
অমর ২১শে ফেব্রুয়ারি
19/02/2023

অমর ২১শে ফেব্রুয়ারি

এমন অনেক মায়েরা আছেন যারা কর্মজীবী, তাদের বাচ্চার খেয়াল রাখার কেও নেই কিংবা অন্যান্য সমস্যার কারণে বাচ্চা নিয়ে কষ্ট পোহা...
14/11/2022

এমন অনেক মায়েরা আছেন যারা কর্মজীবী, তাদের বাচ্চার খেয়াল রাখার কেও নেই কিংবা অন্যান্য সমস্যার কারণে বাচ্চা নিয়ে কষ্ট পোহাতে হয়। এমন অবস্থায় বাচ্চাকে নিরাপদে রাখারও কেও নেই। তাদের জন্য বেবিসিটার সার্ভিস খুবই জরুরি।
একটি ফোন কলেই বেবিসিটার সার্ভিস পাবেন এখন হেলথ বন্ধু প্ল্যাটফর্মে।
সার্ভিস বুক করতে বা সার্ভিস সম্পর্কে জানতে কল করুক হেলথ বন্ধু হটলাইন নাম্বারে।
হটলাইন নাম্বার: ০১৯৬৯-৯০৪০৯০
অন্যান্য সার্ভিস সম্পর্কে জানতে ডাউনলোড করুন আমাদের মোবাইল অ্যাপ।
Google Play Store:
https://is.gd/healthbondhu
সার্ভিস পার্টনার : No Chinta

ডায়েট করার কথা ভাবছেন? কিংবা ডায়েট করছেন অথচ ওজন কমছে না বা চিন্তায় আছেন ঠিক ভাবে ডায়েট করছেন কিনা? সব চিন্তার অবসান ঘটা...
05/11/2022

ডায়েট করার কথা ভাবছেন? কিংবা ডায়েট করছেন অথচ ওজন কমছে না বা চিন্তায় আছেন ঠিক ভাবে ডায়েট করছেন কিনা? সব চিন্তার অবসান ঘটাতে ঘরে বসেই ডায়েটিশিয়ান হোম ভিজিট সার্ভিস নিতে পারেন হেলথ বন্ধু প্ল্যাটফর্ম থেকে। আপনার একটি ফোন কলেই ডায়েটিশিয়ান পাবেন আপনার বাসায়। স্বাস্থ্য বিবেচনা করেই ডায়েটিশিয়ান আপনাকে দিতে পারে সঠিক পরামর্শ। ডায়েটিশিয়ান এর পরামর্শ অনুযায়ী ডায়েট করা প্রতিটা মানুষের দরকার। না জেনে বা না বুঝে ডায়েট করলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর দিক ডেকে আনতে পারে।
সার্ভিস বুক করতে বা সার্ভিস সম্পর্কে জানতে কল করুক হেলথ বন্ধু হটলাইন নাম্বারে।
হটলাইন নাম্বার: ০১৯৬৯-৯০৪০৯০
অন্যান্য সার্ভিস সম্পর্কে জানতে ডাউনলোড করুন আমাদের মোবাইল অ্যাপ।
Google Play Store:
https://is.gd/healthbondhu
সার্ভিস পার্টনার : No Chinta

ভিটামিন-ই সাধারণ শরীরের সব ধরনের রোগ কাটিয়ে উঠতে সহায়তা করে। যেমন: ডায়াবেটিস, আলজাইমা, ডিমেনশিয়া, স্নায়ু জনিত সমস্যা সহ ...
03/11/2022

ভিটামিন-ই সাধারণ শরীরের সব ধরনের রোগ কাটিয়ে উঠতে সহায়তা করে। যেমন: ডায়াবেটিস, আলজাইমা, ডিমেনশিয়া, স্নায়ু জনিত সমস্যা সহ নানা রোগ উপশমে সাহায্য করে। এমনকি ভিটামিন-ই গর্ভবতী মহিলাদের জন্য অত্যন্ত জরুরি। এছাড়াও ত্বক ও চুলের যত্নে ভিটামিন-ই সবচেয়ে বেশি প্রয়োজন হয়।
ভিটামিন-ই দেহের জন্য যেসব কারণে প্রয়োজন :
• ত্বকের যত্নে প্রয়োজন ভিটামিন-ই
• দেহে কোলেস্টেরল ঠিক রাখে ভিটামিন-ই
• দৃষ্টি শক্তি ভালো রাখে ভিটামিন-ই
• চুল পড়া বন্ধ করে ভিটামিন-ই
• চুলকে স্বাস্থ্যজ্জ্বল রাখে ভিটামিন-ই
• হরমোন সমতা রক্ষা করে ভিটামিন-ই
• গর্ভে থাকা সন্তানের মস্তিষ্ক বিকাশে সহায়তা করে ভিটামিন-ই।
কিছু কিছু খাবারে ভিটামিন-ই পাওয়া যায়। যেমন:
ভাজা হ্যাজেলনাট, শুকনো বাদাম, আলমন্ড বাদাম, ভাজা সূর্যমুখী ফুলের বীজ, পালং শাক, ব্রকোলি, কিউই ফল, কাঁচা টমেটো, আম, অ্যাভোকাডো ফল ইত্যাদি।
শরীরে ভিটামিন-ই ঘাটতি দেখা দিলে অবশ্যই ভিটামিন-ই যুক্ত খাবার খেতে হবে।
আপনার সুস্থতাই হেলথ বন্ধুর কাম্য।

শিশুর সর্দি, কাশি ও জ্বর এই রোগ গুলো যেনো পিছুই ছাড়তে চায় না শীতকালে। এসময় প্রয়োজন হয় শিশুর বাড়তি যত্ন। তবে কিছু লক্ষণ আ...
31/10/2022

শিশুর সর্দি, কাশি ও জ্বর এই রোগ গুলো যেনো পিছুই ছাড়তে চায় না শীতকালে। এসময় প্রয়োজন হয় শিশুর বাড়তি যত্ন। তবে কিছু লক্ষণ আছে যেগুলো দেখা দিলে দেরি না করে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হতে হবে।
যেমন:
• কাশির সঙ্গে যদি জ্বর অথবা সর্দি থাকে।
• শ্বাস নেয়ার সময় যদি কোনো আওয়াজ হয়।
• বার বার কাশি ও শ্বাসকষ্ট হয়।
• অতিরিক্ত কাশি ও সর্দির কারণে যদি শিশুর ঘুমে ব্যাঘাত ঘটে।
• শিশুর ক্ষুধা কিংবা ওজন হ্রাস পেলে।
তবে শিশুর ঠান্ডাজনিত সমস্যা প্রতিরোধের কিছু উপায় আছে, যেগুলো মেনে চললে শিশুরা এসব রোগ থেকে পরিত্রাণ পেতে পারে।
যেমন:
• সংক্রমণের টিকা দেয়া।
• ঠান্ডা আবহাওয়া থেকে বাঁচাতে গরম কাপড় পরিধান করানো।
• সরিষা বা অলিভ ওয়েল হালকা গরম করে মালিশ করা।
• জুতা পরিধান করা, খালি পায়ে যেনো না হাঁটে সেদিকে বিশেষ লক্ষ রাখা।
• ঠান্ডায় অনেক সময় শিশুর হাঁপানী রোগ হতে পারে,সেজন্য ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ ঘরে রাখা।
• ঠান্ডা পানি দিয়ে গোসল না করানো।
শীতকালে সচেতন ও সতর্ক থাকা অত্যন্ত জরুরি শিশুদের ক্ষেত্রে।
সকল শিশুর সুস্থতাই হেলথ বন্ধুর কাম্য।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Health Bondhu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Health Bondhu:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram