19/09/2023
--------------------------------------------------------------------------+
✅ চিকিৎসক, হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, মেডিক্যাল ভ্যালু ট্রাভেল কন্সাল্ট্যান্টসহ হেলথকেয়ার সেক্টরের সবার জন্যই এ এক অবারিত সুযোগ ❗
---------------------------------------------------------------------------
বাংলাদেশ ইন্টারন্যাশনাল হেলথকেয়ার এক্সপো '২০২৩ এ শুধুই এক গতানুগতিক হেলথ/মেডিক্যাল ফেয়ার নয় -- বরং হেলথ সেক্টরের সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত সবার জন্যই এ এক অপার সম্ভাবনা .... অগ্রগামী বিদেশী হেলথকেয়ার সেক্টরের সাথে এদেশের হেলথ কেয়ার সেক্টরের উম্মোচিত হবে পারষ্পরিক সহযোগীতা, সংযোগ ও বন্ধনের এক নতুন দিগন্ত।।
এক্সপোতে নেতৃস্থানীয় হাসপাতাল, ওয়েলনেস সেন্টার, স্বাস্থ্যসেবা প্রদানকারীরা প্রতিষ্ঠান, ফার্মাসিউটিক্যালস ও তাদের অত্যাধুনিক প্রযুক্তি, পণ্য একদিকে যেমন প্রদর্শিত হবে, ঠিক তেমনি মেডিক্যাল ইক্যুইপমেন্ট, ডিজিটাল স্বাস্থ্য সমাধান, টেলিমেডিসিন অগ্রগামী হেলথ সেক্টরের বৈপ্লবিক অগ্রগতিও অংশগ্রহণকারী ও ভিজিটররা প্রত্যক্ষ করতে পারবেন।
✔️৩ দিনের এই যুগান্তকরী এক্সপোতে অনুষ্ঠিত হবে অন্তত ১০ টি CME ও ইন্টারেক্টিভ ওয়ার্কশপ, প্যানেল ডিস্কাশন .... যাতে অংশগ্রহন করবেন বিভিন্ন স্পেশালিটির দেশী- বিদেশী বরেণ্য চিকিৎসক, চিকিৎসা বিজ্ঞানী, গবেষক, হাই অফিশিয়ালস অব হসপিটাল ম্যানেজমেন্ট।
✔️ সুযোগ থাকবে নিজেদের পেশাগত দক্ষতা তুলে ধরার একই সাথে নিজেদের অধিকতর সমৃদ্ধ করারও।সুযোগ করে দেবে, একে অন্যের সাথে অবারিত মত বিনিময়ের।
✔️সেই সাথে দারুণ সুযোগ থাকছে National Accreditation Board for Hospitals & Healthcare Providers ((NABH) Certificate Programme... এক্ষেত্রে চিকিৎসক, হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, মেডিক্যাল ভ্যালু ট্রাভেল কন্সাল্ট্যান্টসহ হেলথ সেক্টরের অন্তত ১০০ জনের জন্য সম্পূর্ণ বিনা মূল্যে NABH ট্রেনিং প্রোগ্রাম ও সার্তিফিকেশন।
✔️ সুযোগ থাকছে, নলেজ শেয়ারিং ও নলেজ এক্সচেঞ্জের, টেকনোলজি ট্রান্সফার এমনকি বেস্ট প্রাক্টিস এক্সচেঞ্জেরও। মোটকথা দেশের স্বাস্থ্য সেবা অবকাঠামো টেকসই ও আরো মজবুতের লক্ষ্যে স্বাস্থ্য সেবায় গ্লোবাল লেটেস্ট ইনোভেশনের সাথে আমাদের হেলথ সেক্টরের সম্মিলন ও উন্নয়নের মতো অতি উচ্চাকাঙ্খী পথে পা ফেলা।
✔️ পেশাদারদের নেটওয়ার্কিং সুবিধে থাকবে, যাতে করে সম্মানিত চিকিৎসকবৃন্দসহ, হাসপাতাল, ওয়েলনেস সেন্টার, মেডিক্যাল ভ্যালু ট্রাভেল কন্সালট্যান্টসহ হেলথ সেক্টরের সাথে সংশ্লিষ্ট সকলেরই একে অন্যের সাথে ঘটবে মূল্যবান সংযোগ এবং স্ব স্ব ক্ষেত্রে রচিত হবে সম্ভাব্য সহযোগিতা, পেশাগত তথা ব্যবসা স্থাপনের এক অভাবনীয় সুযোগ।
✔️ দেশের চিকিৎসা খাতে স্ব স্ব ক্ষেত্রে অবদানের জন্য উল্লেখযোগ্য সংখ্যক বরেণ্য চিকিৎসকবৃন্দকে দেয়া হবে সম্মাননা ও রিওয়ার্ড।
আর এই মহাযজ্ঞ বাস্তবায়নে আমাদের প্রধান উপদেষ্টা হিসেবে সাথে রয়েছেন, প্রাক্তন স্বাস্থ্য সেবা বিভাগের মহাপরিচালক অধ্যাপক ডাঃ শাহ মনির হোসেন স্যার। এছাড়াও. আমাদের উপদেষ্টা কমিটির সদস্য হিসেবে আমাদের সাথে রয়েছেন, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ নাজমুল হক স্যার এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাঃ মোঃ খলিলুর রহমান স্যার সহ আন্তর্জাতিক পরিমন্ডলে সুপরিচিত দেশী-বিদেশী প্রথিতযশা হেলথকেয়ার ব্যক্তিত্ব।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী মহোদয়, সংশ্লিষ্ট বিভাগের সচিব মহোদয়সহ উচ্চপদস্থ সরকারী কর্মকর্তা, নীতিনির্ধারকগণ আমাদের এই এক্সপো কে অলংকৃত করবেন তা বলার অপেক্ষা রাখেনা।
সুবিধা ইন্টারন্যাশনাল (বাংলাদেশ) এবং এমপ্যাথি সলিউশন (ইন্ডিয়া) এবং ফাউন্ডেশন অফ হেলথকেয়ার অ্যান্ড ওয়েলনেস প্রমোশন (FHDP) হেলথ ট্যুরিজম ডেভেলপমেন্ট সেন্টার অফ ইসলামিক কান্ট্রিজ (HTDC), ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (FICCI) এবং সার্ভিস এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল অব ইন্ডিয়ার (SEPC) সম্মিলিত সহায়তায়
এই আন্তর্জাতিক হেলথ এক্সপো আয়োজিত হচ্ছে।
আর তাইতো সম্মানিত চিকিৎসকবৃন্দ, মেডিক্যাল/হেলথ সেক্টরের সাথে সংশ্লিষ্ট আমার সকল বন্ধু, সহকর্মী, সহযোগী, শুভার্থী সব্বাইকে সবান্ধবে আমন্ত্রণ জানিয়ে দিলেম আগে ভাগেই।। চলে আসুন আগামী ২৮ থেকে ৩০ শে সেপ্টেম্বর এক্সপোর ইনাগুরেশন প্রোগামসহ সকল ইভেন্টেই।
সেই সাথে বন্ধু, সযোগীদের এও বলে রাখি, কার কোন কোন ক্ষেত্রে:
✔️দরকার সহযোগীতার?
✔️দরকার সংযোগ স্থাপনের?
✔️ট্রেনিং? নলেজ শেয়ারিং বা টেকনোলজি ট্রান্সফার কিংবা জয়েন্ট কোলাবোরেশান এন্ড সিনার্জী ও পার্টনারশীপ ডেভেলপমেন্টের
🎯এমনকি ব্যবসায়িক সম্পর্ক স্থাপনেরও...
আমার কানে কানে ( +8801684342449) নাহয় বলেই রাখুন 😀 আপনার সেই লক্ষ্য অর্জনে যে সর্বাত্মক প্রচেষ্টা থাকবে, তা কিন্ত বলার অপেক্ষা রাখেনা...
👣জাস্ট ঘুরে আসুন, সবার জন্যই খুলে যাবে সম্ভাবনার এক অপার দিগন্ত। https://www.facebook.com/bihexpo?mibextid=ZbWKwL
সবার জন্য শুভকামনা 🥀
Help People to reach the world standard treatment of Turkey