
19/09/2024
ব্যাক পেইন আপনার অস্বস্তির কারন হতে পারে, ব্যাক পেইনের বিরুদ্ধে অভিযোগ এখন অনেকের। দৈনন্দিন কাজে অস্বস্তি, মনে ভয়, ব্যাথা ইত্যাদি মাধ্যমে এটি আপনার মাথা ব্যাথার কারন হয়। অনেকের মেরুদণ্ডেও বিভিন্ন ব্যাথা অনুভব করে থাকেন। মেরুদণ্ডের ব্যাথা সংশোধনে ম্যাসাজের ভূমিকা অনেক। নিয়মিত ম্যাসাজ আপনাকে এই ধরনের ব্যাথা হতে মুক্তি দিতে সহায়তা করবে। বিশেষঙ্গগনও এই ব্যাপারে একমত পোষন করেছেন, তারা বলেন একটি সঠিক ম্যাসাজ আপনার দেহের জন্য একটি চিকিৎসা বা নিরাময় কেন্দ্রের ন্যায়।