
28/04/2024
বিকেপিএ ফাউন্ডেশনের আপডেট-
আপনারা জেনে আনন্দিত হবেন যে, আজ অদ্য ২৮ এপ্রিল ২০২৪ তারিখে একটি অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বিকেপিএ ফাউন্ডেশন - (বাংলাদেশ কিডনি পেসেন্ট ফাউন্ডেশন ) এবং ধানমন্ডি জেনারেল ও কিডনি হাসপাতাল লিমিটেড এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ধানমন্ডি জেনারাল ও কিডনি হাসপাতাল লিমিটেড এর বোর্ড রুমে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের অত্যন্ত স্বনামধন্য নেফ্রলজিস্ট অ্যাসোসিয়েট প্রফেসর ডাঃ রেজওয়ানুর রহমান, এমবিবিএস, এমডি (হেড অফ নেফ্রলজি, বাংলাদেশ মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল)।
অদ্য অনুষ্ঠানে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন বিকেপিএ ফাউন্ডেশন এর পক্ষে বিকেপিএ ফাউন্ডেশন এর চেয়ারম্যান মোঃ আবুল বাসার সিদ্দিক, ভাইস চেয়ারম্যান মোঃ ইফতেখারুল আলম এবং অপরদিকে ধানমন্ডি জেনারাল ও কিডনি হাসপাতলের পক্ষে ইহার চেয়ারম্যান ডাঃ ইউসুফ হোসাইন নূর ও ম্যানেজিং ডাইরেক্ট (এক্টিং ) ডাঃ মোঃ আবু বক্কর সিদ্দিকী। অনলাইনে যুক্ত ছিলেন বিকেপিএ ফাউন্ডেশন এর সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম।
সেই সাথে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ভাসকুলার এক্সেস সার্জারি বিশেষজ্ঞ ডাঃ গোলজার হোসাইন, ডাঃ আহমেদ শরীফ সুমন, জেএমআই ডায়ালাইসিস ইউনিট এর ডাঃ জুবাইদা মেজবাহ, মাহবুবুল ইসলাম, পরিচালক (এডমিন) । আরো উপস্থিত ছিলেন বিকেপিএ ফাউন্ডেশন এর অ্যাডভাইসরি বডি মেম্বার ডাঃ সোহানি ফেরদৌসী ও ডাঃ মনোয়ারুল ইসলাম ও সদস্য নজরুল ইসলাম।
এই সমঝোতা স্মারক এর ফলে বিকেপিএ ফাউন্ডেশন এর সদস্য বৃন্দ ধানমন্ডি জেনারেল ও কিডনি হাসপাতাল লিমিটেড এ ইন পেসেন্ট (IPD)ও আউট পেসেন্ট (OPD) সার্ভিস এর বিভিন্ন সেবায় সর্বোচ্চ ৩৫% পর্যন্ত ডিসকাউন্ট পাবেন। এছাড়াও ডাঃ গোলজার ও ডাঃ সুমন এর পক্ষ থেকে এ ভি ফিস্টুলা করার সময় সর্বোচ্চ সেবা ও সহযোগিতা প্রদান করবেন বলে জানিয়েছেন।
উক্ত অনুষ্ঠানে ডক্টরবৃন্দকে বিকেপিএ ফাউন্ডেশন এর উদ্দেশ্য ও লক্ষ্য ও কিডনি রোগ এর ভয়াবহতা ও এই রোগে সম্পর্কে সচেতনতা সম্পকে পরিচালিত বিভিন্ন উদ্যোগ ও বিকেপিএ ফাউন্ডেশন এর ওয়েবসাইট www.bkpa.net সম্পর্কে অবহিত করা হয় এবং সকল ডক্টরবৃন্দ বিকেপিএ ফাউন্ডেশনের এই সকল উদ্যোগের প্রশংসা করেন এবং তাদের মূল্যবান পরামর্শ প্রদান করেন।
পরিশেষে বিকেপিএ ফাউন্ডেশন এর পাশে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই এবং আপনাদের সকলের দোয়া ও ভালোবাসা চাই যাতে আপনাদের সকলের এই বিকেপিএ ফাউন্ডেশন এর মাধ্যমে কিডনি রোগীদের কল্যাণে আরও নতুন নতুন উদ্যোগ গ্রহন করতে পারে এই বিকেপিএ ফাউন্ডেশন।