Dr. Fuad's Skin & Hair Laser Treatment Center , Sherpur

Dr. Fuad's Skin & Hair Laser Treatment Center , Sherpur চুল পড়ার এবং টাক মাথার সমাধান,
মেসতা,ব?

সবাই এসব ক্ষতিকর ত্বক ফর্সাকারী ক্রিম থেকে বিরত থাকুন।
10/06/2023

সবাই এসব ক্ষতিকর ত্বক ফর্সাকারী ক্রিম থেকে বিরত থাকুন।

 #মাংকিপক্সবিশ্বে নতুন আতংক!নতুন রোগ মাংকিপক্স, মারাত্মক সংক্রামক এই রোগ ছড়িয়েছে ১৪ টিরও বেশি দেশে। এখন পর্যন্ত সঠিক কোন...
23/05/2022

#মাংকিপক্স

বিশ্বে নতুন আতংক!

নতুন রোগ মাংকিপক্স, মারাত্মক সংক্রামক এই রোগ ছড়িয়েছে ১৪ টিরও বেশি দেশে। এখন পর্যন্ত সঠিক কোন টিকা বা চিকিৎসা নেই এর, যদিও বিশেষজ্ঞ দের ধারণা করোনার মত এত মারাত্মক আকার ধারন করবেনা এই রোগ।

বিভিন্ন প্রানী বিশেষত বন্যপ্রাণী থেকে বেশী ছড়ায় এই রোগ, মানুষ থেকে মানুষেও ছড়ায়। ১৯৫৮ সালে প্রথম আবিষ্কার হয় এই রোগ যা আফ্রিকার উষ্ণ আর্দ্র বনাঞ্চলে দেখা যেতো। এটি গুটিবসন্ত সমগোত্রীয় রোগ।

কিভাবে সংক্রমণ হয়?

সংক্রমিত প্রাণীর কামড় বা তার রক্ত, শরীরের তরল বা পশম স্পর্শের মাধ্যমে যে কেউ মাঙ্কিপক্সে আক্রান্ত হতে পারে। এছাড়া সংক্রমিত প্রাণীর মাংস সঠিকভাবে রান্না ছাড়া খাওয়া হলে, ফুসকুড়ি রয়েছে এমন কারো ব্যবহৃত পোশাক, বিছানা অথবা তোয়ালে স্পর্শ করলেও একজন ব্যক্তি এই রোগে আক্রান্ত হতে পারে।

মাঙ্কিপক্সের লক্ষণগুলি কী?

জ্বর, গায়ে ব্যথা, বড় আকারের বসন্ত মাঙ্কিপক্সের সাধারণ বৈশিষ্ট হলেও এ রোগের কারণে মুখ বা যৌনাঙ্গে ক্ষত সৃষ্টি হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে আফ্রিকায় এ রোগে আক্রান্ত প্রতি ১০ জনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে বলে দেখা গেছে। যেহেতু এরোগের কোন পরীক্ষিত চিকিৎসা নেই এখন পর্যন্ত তাই সতর্কতা এবং সাবধানতাই সবচেয়ে বড় উপায়। তবে গুটিবসন্তের টিকা এই রোগেরক্ষেত্রেও খানিকটা কার্যকরী বলে জানা যাচ্ছে।

এমন অবস্থায় আসুন সবাই সাবধান হই, নিরাপদে থাকি।

 #ঔষধের_পার্শ্বপ্রতিক্রিয়া এই রোগীটি গতকালকে আমার ব্যাক্তিগত চ্যাম্বারে আসে। রোগীর কমপ্লেইন হলো একটা ইনজেকশন নেওয়ার পর...
29/08/2021

#ঔষধের_পার্শ্বপ্রতিক্রিয়া

এই রোগীটি গতকালকে আমার ব্যাক্তিগত চ্যাম্বারে আসে। রোগীর কমপ্লেইন হলো একটা ইনজেকশন নেওয়ার পরে এমন হয়ে গেছে।

কারো কথায় ওষুধ ব্যবহারে বিরত থাকি। ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহন করি।

অনেক বেশি কষ্ট পাচ্ছিলেন এই সমস্যার জন্য।অনেক দিন ধরে এই রোগ নিয়ে ভোগছিলেন... এখন অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ
19/08/2021

অনেক বেশি কষ্ট পাচ্ছিলেন এই সমস্যার জন্য।অনেক দিন ধরে এই রোগ নিয়ে ভোগছিলেন...

এখন অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ

********চুল পড়া রোধ এবং চুল গজানোর           যুগান্তকারী চিকিৎসা********* PRP----পি আর পি--- (প্লাটিলেট রীচ প্লাজমা)রক্ত...
24/07/2021

********চুল পড়া রোধ এবং চুল গজানোর যুগান্তকারী চিকিৎসা*********

PRP----পি আর পি--- (প্লাটিলেট রীচ প্লাজমা)

রক্তেই আছে রোগের ঔষধ, । এ থেকেই আবিষ্কৃত চুল গজানোর যুগান্তকারী চিকিৎসা PRP রক্তের Platelet বা অণুচক্রিকায় আছে চুলের আছে বিভিন্ন ধরনের গ্রোথ ফ্যাক্টর, যা নতুন চুল গজায় ও চুল মোটা করে।

রক্তের উপাদান

রক্তকণিকা

১. লোহিত রক্তকণিকা
২. শ্বেত রক্তকণিকা
৩. অনুচক্রিকা

মেসিনের সাহায্যে রক্তের পি আর পি আলাদা করা হয় ও মাথার স্কিনে চিকন Insulin Syringe দিয়ে ইনজেকসন হিসাবে দেয়া হয়। ইনজেকসন দেয়ার আগে আক্রান্ত স্থান অবশ করা হয় ।

>>>পি আর পি চুল পড়া রোগীর নিজের রক্ত থেকে তৈরী করা হয় বলে এটি ১০০% নিরাপদ এবং কোন ধরনের সাইড এফেক্ট মুক্ত ।

মূলকথাঃ------ ( পৃথিবীর সব বড় বড় Skin Center এ এই চিকিৎসা পাওয়া যায় )

১. এটি ১০০% নিরাপদ এবং কোন ধরনের সাইড এফেক্ট মুক্ত ।
২. নতুন চুল গজাতে সাহায্য করে।
৩. চুলের বৃদ্ধিতে ও চুল মোটা হতে সাহায্য করে ।
৪. চুল পড়া বন্ধ করে ।

👉মারাত্মক ছোঁয়াচে রোগ  #স্ক্যাবিসহঠাৎ করেই বাসার সবার চুলকানি,সারা রাত চুল্কায়, অসম্ভব রকমের চুল্কানি, সারা গায়ে দানা ব...
13/07/2021

👉মারাত্মক ছোঁয়াচে রোগ #স্ক্যাবিস

হঠাৎ করেই বাসার সবার চুলকানি,সারা রাত চুল্কায়, অসম্ভব রকমের চুল্কানি, সারা গায়ে দানা বিচির মত উঠে ভরে গিয়েছে?
হ্যাঁ, আপনার খোসপাঁচড়া হয়েছে যেটাকে চিকিৎসা শাস্ত্রের ভাষায় স্কেবিস বলে। স্কেবিস ত্বকের একটি ছোঁয়াচে রোগ। যে কেউ যেকোনো সময় এ রোগে আক্রান্ত হতে পারে। তবে বর্ষাকালে এর প্রাদুর্ভাব বেশি দেখা যায়।

👉কীভাবে ছড়ায়?
★অপরিচ্ছন্ন জীবনযাপন-
★এই রোগে আক্রান্ত রোগীর সঙ্গে একসঙ্গে বিছানায় শুলে কিংবা ব্যবহারকৃত কাপড় অন্য কেউ ব্যবহার করলে খুব সহজেই এ রোগ ছড়াতে পারে। কারণ জীবাণুটি ব্যবহৃত কাপড়ের মধ্য দুই দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে।
★ শিশু-কিশোরেরাই এ রোগে বেশি আক্রান্ত হয়ে থাকে।

👉লক্ষণ:
★রাতের বেলা অস্বাভাবিক চুলকানিই স্ক্যাবিসের প্রধান লক্ষণ।রাতের বেলা চুলকানির তীব্রতা আরও বাড়ে। কারণ এ সময় বিছানার গরমের জন্য জীবাণুগুলো চামড়ার নিচে চলাচল করতে শুরু করে।
★শরীরে চুলকানি ও গুটি গুটি র‌্যাশ ওঠা।
★প্রথমবার সংক্রমণে একজন ব্যক্তির সাধারণত দুই থেকে ছয় সপ্তাহের মধ্যে উপসর্গ দেখা দেয়। দ্বিতীয় সংক্রমণের লক্ষণগুলো ২৪ ঘণ্টার মধ্যেই শুরু হতে পারে।
★এই উপসর্গগুলো শরীরের বেশির ভাগ অংশে, যেমন কবজি, আঙুলগুলোর ভেতর বা কোমরের আশপাশে উপস্থিত হতে পারে।
★চুলকানোর ফলে নখের আঁচড়ে চামড়া ওঠে যায়। এ জন্য শরীরে আঁচড়ের দাগও পাওয়া যায়।
★আক্রান্ত স্থানে ত্বকের ওপর কালো সুতার মতো ছোট ছোট রেখা দেখতে পাওয়া যায়, পানিযুক্ত ছোট দানা থাকে।
★নারীদের ক্ষেত্রে সাধারণত স্তন্যের বোঁটার চারপাশে ও পুরুষের ক্ষেত্রে অণ্ডকোষ এবং যৌনাঙ্গে চুলকানিযুক্ত ছোট দানা দেখা যায়। অনেক সময় স্ক্যাবিসে ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটে।

👉এই সময়ের সচেতনতাঃ
★এ সময় ভারী জামা-কাপড় না পরে হালকা রঙের সুতি পাতলা জামা পরুন। ঘামে ভিজে গেলে দ্রুত পাল্টে নিন।
★ প্রয়োজনে দিনে দুবার গোসল করুন। জীবাণুনাশক সাবান ব্যবহার করতে পারেন। ঘামে বা বৃষ্টিতে ভিজলে ত্বক ধুয়ে শুকিয়ে নিন।
★পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিয়মিত গোসল ইত্যাদি মেনে চললে এসব রোগ থেকে রেহাই পাওয়া যেতে পারে।
★ভেজা চুল ভালো করে শুকিয়ে নিয়ে তবে বাঁধবেন, নইলে মাথার ত্বকেও সমস্যা হতে পারে।
★ বাড়িতে কারও ছত্রাক সংক্রমণ হয়ে থাকলে শিশুদের তার কাছ থেকে দূরে রাখুন।

👉রোগটিতে পরিবারের বা হোস্টেলের সবারই একসাথে চিকিৎসার প্রয়োজন হয়। একা চিকিৎসা করলে ভাল ফল পাওয়া যায় না।

👉এমন কিছু লক্ষন দেখা দিলে দ্রুত স্কিন ডাঃ এর পরামর্শ নিয়ে চিকিৎসা শুরু করা উচিৎ।

Hair Transplant ———চুলের স্থায়ী সমাধান——Hair Transplantation ( হেয়ার ট্রান্সপ্লানটেসন) বা Hair Implant (হেয়ার ইমপ্লান্ট)...
12/07/2021

Hair Transplant ———চুলের স্থায়ী সমাধান——

Hair Transplantation ( হেয়ার ট্রান্সপ্লানটেসন) বা Hair Implant (হেয়ার ইমপ্লান্ট) ---

এই চুল স্বাভাবিক চুলের মত বড় হবে এবং কাটা যাবে । পূর্ণ রেজাল্ট পেতে ৬ থেকে ১৮ মাস সময় লাগে ।

FUE (Follicular Unit Extraction) পদ্ধতিতে মাথার পিছন ও সাইডপ্রতি ১০ টি চুল থেকে ১ টি করে চুল গোড়াসহ এনে (যাতে পিছনে ফাকা না হয় ) টাক জায়গায় স্কিন ফুটা করে ডুকিয়ে দিতে হয় ।এই চুল স্বাভাবিক চুলের মত বড় হবে এবং কাটা যাবে । পূর্ণ রেজাল্ট পেতে ৬ থেকে ১৮ মাস সময় লাগে

এই পদ্ধতি আজকাল অধিক জনপ্রিয় কারণ এতে সেলাই করতে হয় না,খুব অল্প ব্যথা ও কোন দাগ থাকে না ।

FUE (এফ ইউ ই)
————————————————————-
১)মাথার পিছন থেকে ০১ টি ০১ টি করে চুল তুলে আনা হয়
২)শুকাতে ০২ দিন লাগে
৩)মাথা সেভ (চুল কামাতে) হয়
৪) স্লো, ১০ ঘন্টায় ৩০০০ চুল লাগানো যায়
৫)০১ দিনে সর্বোচ্চ ৩০০০ চুল লাগানো সম্ভব
৬)ব্যয় বহুল
৭)সেলাই করতে হয় না,খুব অল্প ব্যথা ও কোন দাগ থাকে না ।
৮)ছোট এরিয়ায় ট্রান্সপ্লান্টের জন্য এই পদ্ধতি খুবই উপযোগী।

★ চুলপড়ার কিছু কারণ-- (১)ত্বকের কিছু রোগ, (২) রক্তস্বল্পতা, (৩) খুশকি, (৪)হরমোণাল - থাইরয়েড কমলে, এণ্ড্রোজেন, টেস্টোস্টে...
10/07/2021

★ চুলপড়ার কিছু কারণ--

(১)ত্বকের কিছু রোগ, (২) রক্তস্বল্পতা, (৩) খুশকি, (৪)হরমোণাল - থাইরয়েড কমলে, এণ্ড্রোজেন, টেস্টোস্টেরণ এসব বেশী হলে!
(৫) দূষিত পরিবেশের প্রভাব- অার্সেনিক, অায়রন, সীসাযুক্তে পানি থাকলে
(৬) কসমেটিক - হেয়ার জেল, হেয়ার ড্রাই/কালার ব্যবহারেও চুলপড়ার সমস্যা হয়।
(৭) উকুন থাকলে (৮) ভিটামিন এ বেশী হয়ে গেলে।

★ চুল গজানোর জন্য সহায়ক উপাদান -
প্রোটিনসমৃদ্ধ খাবার , কিছু ভিটামিন, মিনারেল।

★ নতুন চুল গজাতে এসব পুষ্টিসমৃদ্ধ খাবার নিয়মিতভাবে পর্যাপ্ত পরিমাণে গ্রহণ।

★দিনে কয়েকবার চুল অাচড়ানো- যাতে স্ক্যাল্পে রক্তসঞ্চালন বাড়ে- যা চুলের জন্য প্রয়োজন।

★ গোসলে দূষণমুক্ত (বিশেষভাবে অার্সেনিক, অায়রন, সীসামুক্ত) ভালো পানিতে মাথা ধোয়া। প্রয়োজনে গোসলে বাজার থেকে কেনা মিনারেল ওয়াটার ব্যবহার করা।

★ পর্যাপ্ত স্বাস্থ্যকর ঘুম (রাত ১০ টা থেকে ভোর ৫ টা!)
★ নিয়মিতভাবে কিছু এক্সারসাইজ করা,,
★ মাথা খুশকি, উকুন মুক্ত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা।
★ দুশ্চিন্তামুক্ত জীবনযাপন করা ,,
দুশ্চিন্তা, স্ট্রেসের কারণে সমস্যাটা বাড়ে।

:::::::::: চিকিৎসায় একজিমা ভাল হয় :::::::::::একজিমা:একজিমা সাধারণত একটি চর্মরোগ, যার ফলে ত্বক শুস্ক হয়, চুলকায়, আঁশটে ...
15/06/2021

:::::::::: চিকিৎসায় একজিমা ভাল হয় :::::::::::

একজিমা:
একজিমা সাধারণত একটি চর্মরোগ, যার ফলে ত্বক শুস্ক হয়, চুলকায়, আঁশটে এবং লালচে হয় | খোঁচানোর ফলে ত্বক পুরু হয় ও কখনো কখনো উঠে যায় | এর ফলে ত্বক জীবাণু দ্বারা আক্রান্ত হয়ে ত্বক থেকে চুয়ে চুয়ে পানি পড়ে।

18/03/2021
পুরুষের যৌন সমস্যার স্থায়ী সমাধান এনে দিতে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তির বিশ্বমানের চিকিৎসা P- Shot এবং Shockwave therapy ...
18/03/2021

পুরুষের যৌন সমস্যার স্থায়ী সমাধান এনে দিতে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তির বিশ্বমানের চিকিৎসা P- Shot এবং Shockwave therapy । যা ইউরোপিয়ান এসোসিয়েসন অফ ইউরোলজি কতৃক অনুমোদিত সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়াহীন ও সর্বোচ্চ কার্যকরী চিকিৎসা বাব্যস্থা।

সাক্ষাতে আছেন -
Dr. Fuad

বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন, ইনবক্স করুন আপনার নাম্বার আমরা আপনার সাথে যোগাযোগ করবো।

Address

একতা-বন্ধন(প্রাঃ) হাসপাতাল, জেলা হাসপাতাল রোড, শেরপুর টাউন, শেরপুর।
Sherpur

Telephone

+8801302509832

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Fuad's Skin & Hair Laser Treatment Center , Sherpur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category