DoctorValy

DoctorValy Diseases, patients and doctors. Identify your diseases, find your doctor make schedule and confirm your doctor visit.

Stay tuned by liking the page to know all the information and updates.

08/05/2024

খুব প্রয়োজনীয় একটি পোস্ট।।

একটা অনুষ্ঠানে গিয়ে একজন ভদ্রমহিলা হঠাৎ হোঁচট খেয়ে পড়ে গেলেন। উঠে দাঁড়িয়ে তিনি বললেন, সবকিছু ঠিক আছে, মেঝের টাইলসে তার নতুন জুতোর হীল বেঁধে যাওয়ায় তিনি পড়ে গিয়েছিলেন। কেউ একজন অ্যাম্বুলেন্স ডাকার কথা বললেও তিনি তাতে রাজি হলেন না।
সবকিছু ঠিকঠাক করে, পরিস্কার করে তিনি নতুন করে প্লেটে খাবার নিলেন। যদিও মনে হচ্ছিলো যেন তিনি একটু কেঁপে কেঁপে উঠছেন। অনুষ্ঠানের সম্পূর্ণ সময় জুড়েই তিনি উপস্থিত থাকলেন। পরদিন দুপুরে ভদ্রমহিলার স্বামী ফোন করে জানালেন, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সন্ধ্যা ছয়টার সময় তিনি মারা গেলেন।

মূল যে ঘটনা ঘটেছিল, তা হলো- তার অনুষ্ঠান চলাকালীন সময় স্ট্রোক হয়েছিল। সেখানে যদি কেউ জানতেন, কিভাবে স্ট্রোক সনাক্ত করা সম্ভব, তাহলে হয়তো ভদ্রমহিলা আজও বেঁচে থাকতেন।
সবাই যে মৃত্যুবরণ করে, তা নয়।

অনেকের ঠাঁই হয় বিছানায়, সাহায্যহীন, ভারসাম্যহীন মূমুর্ষূ অবস্থায়। মাত্র তিনটে মিনিট সময় নিয়ে এটা পড়ে ফেলুন।
বিশেষজ্ঞরা বলেছেন, যদি একজন স্ট্রোকের শিকার রোগীকে স্ট্রোক হবার তিন ঘন্টার মধ্যে হাসপাতালে নেওয়া যায়, তবে তাকে সম্পূর্ণভাবে সুস্থ অবস্থায় ফেরত পাওয়া সম্ভব। শুধু আমাদের জানতে হবে কিভাবে স্ট্রোক চেনা যায়, এবং কিভাবে রোগীকে উল্লেখ্য সময়ের মধ্যে মেডিকেল কেয়ারে নেয়া যায়।
স্ট্রোককে চিনুন...

সহজ তিনটি ধাপঃ- S T ও R... পড়ুন এবং জানুন!
মাঝে মাঝে স্ট্রোকের উপসর্গ সনাক্ত করা অনেক কঠিন হয়ে পড়ে। আমাদের অজ্ঞতার কারণেই নেমে আসে যাবতীয় দুর্যোগ। স্ট্রোকের শিকার রোগীর যখন ভয়ানক রকম ক্ষতি হয়ে যাচ্ছে, পাশে দাঁড়ানো প্রিয়জনটিই হয়তো বুঝতে পারছে না, কি অপেক্ষা করছে তাদের কাছের মানুষের জীবনে।

সহজ উপায়ে স্ট্রোক সনাক্ত করার উপায়, সহজ তিনটি প্রশ্ন জিজ্ঞেস করুনঃ
S – Smile. রোগীকে হাসতে বলুন।
T – Talk. রোগীকে আপনার সাথে সাথে একটি বাক্য বলতে বলুন। উদাহরণঃ আজকের দিনটা অনেক সুন্দর।
R – Raise hands. রোগীকে একসাথে দুইহাত উপরে তুলতে বলুন।

এর কোনো একটিতে যদি রোগীর সমস্যা বা কষ্ট হয়, তৎক্ষণাৎ দেরি না করে তাকে হাসপাতালে নিয়ে যান। এবং চিকিৎসককে সমস্যাটি খুলে বলুন। (রোগী বলতে স্ট্রোকের শিকার সন্দেহ করা ব্যক্তি বোঝানো হয়েছে)
সনাক্তকরণের আরেকটি উপায় হচ্ছে, রোগীকে বলুন তার জিহবা বের করতে। যদি তা ভাঁজ হয়ে থাকে, বা অথবা যদি তা বেঁকে যেকোনো একদিকে চলে যায়, সেটাও স্ট্রোকের লক্ষণ। তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নিয়ে যান।

যদি আমরা সবাই-ই এই সহজ ব্যাপারগুলো জেনে রাখি, তবে আমরা একজনের হলেও জীবন বাঁচাতে পারবো। সুতরাং, আপনি শিখলেন- আপনার বন্ধু ও প্রিয়জনদেরও শেখান..!

Health Tips❤️ ( মনিকা আচার্য্যি)❤️

11/07/2023
27/06/2023
অত্যান্ত গুরুত্বপূর্ণ ও জনসচেতনতামূলক পোস্ট তাই যথাসম্ভব সেয়ার করার অনুরোধ রইলো। প্রত্যেক বাবা মা তার ছেলে সন্তান হওয়ার ...
23/10/2022

অত্যান্ত গুরুত্বপূর্ণ ও জনসচেতনতামূলক পোস্ট তাই যথাসম্ভব সেয়ার করার অনুরোধ রইলো।

প্রত্যেক বাবা মা তার ছেলে সন্তান হওয়ার পর অন্ডকোষ পরীক্ষা করে দেখবেন তার ২ টি অন্ডকোষ ই থলিতে রয়েছে কিনা। অন্ডকোষ পেটের ভিতরে তৈরি হয়ে অন্ডথলিতে আসে।কিন্তু কিছু বাচ্চার এটা থলিতে না এসে এর পথে অর্থাৎ পেটের মধ্যে আটকে যায়। এসব বাচ্চার অন্ডকোষ অপারেশন এর মাধ্যমে ১ বছর বয়সে থলিতে নিয়ে আসলে তার সম্পূর্ণ ফাংশন বহাল থাকে। এর পর থেকে যত দেরি হবে তার কার্যক্রম তত কমতে থাকে এবং ১৬ বছরের পর কোনো কার্যক্রম থাকে না
অর্থাৎ

বাচ্চা উৎপাদন সহ্মমতা কমতে থাকে

অন্ডকোষ তার জায়গায় না থাকলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা ৩০/৫০ গুণ বেড়ে যায়

এছাড়াও প্যাচ লাগা,আঘাত পাওয়া, হার্নিয়া সহ অন্যান্য জটিলতা হতে পারে

এই বাচ্চাটির ৮ বছর হওয়ার পর তার বাবা খেয়াল করলো তার অন্ডথলিতে একটিও অন্ডকোষ নাই। পরেরদিনই আমার সাথে যোগাযোগ করে এবং তারপরের দিন ল্যাপারোরস্কপির মাধ্যমে দেখতে পাই তার একটি অন্ডকোষ পেটের ভিতরে। অন্যটিও পথে আটকে যায়। অত্যান্ত সফলভাবে ২ টি অন্ডকোষই থলিতে নিয়ে আসি। ল্যাপারোস্কপির সুবিধা হলো এটি পেটের কোথায় রয়েছে তা দেখা যায় এবং একই সাথে নিচে নামিয়ে আনা যায়। এবং একটি অপারেশন করেই তা করা যায়। এই পোস্ট টি করবো এমন ভাবছি এমন সময় আজকেও একজন ভদ্রলোক আসলো তার বয়স ২৪ বছর যার একটি অন্ডকোষ নেই। ক্লাস সিক্সে পড়ার সময় সে খেয়াল করে কিন্তু কাউকে বলে নাই। ইদানীং সে নেটে দেখে এটাতে ক্যান্সার হতে পারে তাই আমার সাথে যোগাযোগ করে।

সু্প্রিয় ভাই ও বোনেরা আমার এই পোস্টের মাধ্যমে যদি একজন বাবা, মা ও সচেতন হয় এবং তাদের বাচ্চার অন্ডথলিতে অন্ডকোষ রয়েছে কিনা পরীক্ষা করে উপকৃত হয় সেটাই হবে এই পোস্টের সার্থকতা।

সকলের সুচিকিৎসা ও সর্বোচ্চ চিকিৎসা কামনায়

ডা. এম এ বি সিদ্দিক

কোলোরেক্টাল, ব্রেস্ট, এন্ডোল্যাপারোস্কপিক ও ক্যান্সার সার্জন
সহকারী অধ্যাপক সার্জারী
সকলের সুচিকিৎসা ও সর্বোচ্চ চিকিৎসা কামনায়

এমবিবিএস(এসএসএমসি)বিসিএস(স্বাস্থ্য)এফসিপিএস
(সার্জারী)এমএস(জেনারেল সার্জারী)
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

এসিসটেন্ট প্রফেসর(সার্জারী)
শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ।

03/10/2022

জন সচেতনতা মূলক পোস্ট..
#চোখ_উঠা_বা_ভাইরাল_কনজাংটিভাইটিস'।
এই রোগ হলে করণীয়ঃ.........
👁 আক্রান্ত ব্যক্তি সংস্পর্শ এড়িয়ে চলুন।
👁 চোখ লাল হয়ে গেলে জনসমাগম এড়িয়ে চলুন।
👁 চোখে হাত লাগাবেন না।
👁 চোখে পানি দিবেন না।
👁 উজ্জ্বল আলো কিংবা সূর্যালোকে কালো চশমা কিংবা সানগ্লাস ব্যবহার করুন।
👁 চোখের পাতা ফুলে গেলে শুকনো গরম সেঁক দিতে পারেন।
👁 ব্যবহার্য জিনিসপত্র যেমন কাপড়চোপড়, গ্লাস, প্লেট, গরম পানি দিয়ে ধৌত করুন এবং আলাদা রাখুন।
👁 কোনো অবস্থাতেই ফার্মেসী বা ঔষধের দোকান থেকে নিজে নিজে ঔষধ কিনে ব্যবহার শুরু করবেন না। চোখ অত্যন্ত সংবেদনশীল অঙ্গ। নিজে নিজে ডাক্তারির ফলে চোখের মারাত্মক ক্ষতি হতে পারে।
সাধারণত জটিল কোনো উপসর্গ না থাকলে ৭-১০দিনের মধ্যেই এটি সেরে যায়। কখন চিকিৎসকের শরণাপন্ন হবেন?
👁 চোখ থেকে অনবরত পানি ঝরতে থাকলে ,
👁 কেতুরের জন্য চোখ খুলতে অসুবিধা হলে,
👁 চোখে পুর্বের চাইতে ঝাপসা দেখলে,
👁 চোখে ব্যথা শুরু হলে।

30/09/2022
23/09/2022

হিন্দু বা বৌদ্ধরা না খেয়ে থাকলে তাকে বলা হয় "উপবাস"। খ্রিস্টানরা না খেয়ে থাকলে তাকে বলা হয় ‘’ফাস্টিং"। মুসলিমরা রোজা রাখলে তাকে বলা হয় "সিয়াম"। বিপ্লবীরা না খেয়ে থাকলে তাকে বলা হয় ‘’অনশন"। আর, মেডিক্যাল সাইন্সে উপবাস করলে, তাকে বলা হয় "অটোফেজি"।

২০১৬ সালে নোবেল কমিটি জাপানের ডাক্তার ‘ওশিনরি ওসুমি’-কে অটোফেজি আবিষ্কারের জন্যে পুরষ্কার দেন ।

যাই হোক, ‘Autophagy‘ কি ?

Autophagy শব্দটি একটি গ্রিক শব্দ ।
Auto অর্থ নিজে নিজে এবং Phagy অর্থ খাওয়া ।
সুতরাং, অটোফেজি মানে নিজে নিজেকে খাওয়া ।

মেডিক্যাল সাইন্স থেকে জানা যায়, শরীরের কোষগুলো বাইরে থেকে কোনো খাবার না পেয়ে, নিজেই যখন নিজের অসুস্থ কোষগুলো খেতে শুরু করে, তখন মেডিক্যাল সাইন্সের ভাষায় তাকেই অটোফেজি বলা হয়।

আরেকটু সহজভাবে বলি -

আমাদের ঘরে যেমন ডাস্টবিন থাকে, অথবা আমাদের কম্পিউটারে যেমন রিসাইকেল বিন থাকে, তেমনি আমাদের শরীরের প্রতিটি কোষের মাঝেও একটি করে ডাস্টবিন আছে ।

সারা বছর শরীরের কোষগুলো খুব ব্যস্ত থাকার কারণে, ডাস্টবিন পরিষ্কার করার সময় পায় না। ফলে, কোষগুলোতে অনেক আবর্জনা ও ময়লা জমে যায় ।

শরীরের কোষগুলো যদি নিয়মিত তাদের ডাস্টবিন পরিষ্কার করতে না পারে, তাহলে কোষগুলো একসময় নিষ্ক্রিয় হয়ে শরীরে বিভিন্ন প্রকারের রোগের উৎপন্ন করে। ক্যান্সার বা ডায়াবেটিসের মতো অনেক বড় বড় রোগের শুরু হয় এখান থেকেই। মানুষ যখন খালি পেটে থাকে, তখন শরীরের কোষগুলো অনেকটা বেকার হয়ে পড়ে। কিন্তু তারা তো আর অলস হয়ে বসে থাকে না, তাই প্রতিটি কোষ তার ভিতরের আবর্জনা ও ময়লাগুলো পরিষ্কার করতে শুরু করে দেয় ।

কোষগুলোর আমাদের মতো আবর্জনা ফেলার কোন জায়গা নেই বলে, তারা নিজের আবর্জনা নিজেই খেয়ে ফেলে। মেডিক্যাল সাইন্সে এই পদ্ধতিকে বলা হয় অটোফেজি।

শুধুমাত্র এই জিনিসটা আবিষ্কার করেই জাপানের, ওশিনরি ওসুমি ২০১৬ সালে নোবেল পুরস্কারটা পেয়ে গেলেন ।

তিনি আবিষ্কার করেন যে ১২-২৪ ঘন্টা উপবাস রাখলে মানুষের দেহে অটোফেজি চালু হয়।

তিনি প্রমান করেন যে, উপবাস থাকার মাধ্যমে মানুষের নিম্নলিখিত উপকার গুলো হয়-

১| দেহের সেল পরিস্কার হয়।
২| ক্যান্সার সেল ধ্বংস হয়।
৩| পাকস্থলীর প্রদাহ সেরে যায়।
৪| ব্রেইনের কার্যকরীতা বাড়ে।
৫| শরীর নিজে নিজেই সেরে যায়।
৬| ডায়াবেটিস ভালো হয়।
৭| বার্ধক্য রোধ করা যায়।
৮| স্থূলতা দূর হয়।
৯| দীর্ঘ জীবন লাভ করা যায়।

(এরকম বেশ কিছু অজানা অজানা জিনিস খুঁজে খুঁজে পড়াটা নেশা হয়ে গিয়েছে। অনেক জায়গা থেকে ডাটা কালেক্ট করেভেরিফাই করে মাঝে মাঝেই পোষ্ট করি.

❤️) সৌজন্য-শংকর চক্রবর্তী

21/09/2022

সারাদেশে ডেংগু ভয়াবহ রূপ নিচ্ছে সবাইকে সতর্ক থাকার জন্য আহবান করা হলো। নিজে সতর্ক থাকুন নিজের পরিবারকে সতর্ক করুন।

Address

Sherpur

Alerts

Be the first to know and let us send you an email when DoctorValy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to DoctorValy:

Share

Category