18/09/2024
শেরপুর জেলায় সর্বোচ্চ মানের কম্পিউটারাইজড পদ্ধতিতে হোমিও চিকিৎসা
অসুস্থতা কর্মক্ষমতা হ্রাস করে। তাই রোগাক্রান্ত হলে দ্রুত চিকিৎসা নিতে হবে। শেরপুর জেলার সকলের উন্নত স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে-
শেরপুরে এই প্রথম- কম্পিউটারাইজড ডিজিটাল ডার্মাটোস্কোপ যন্ত্রের মাধ্যমে পরীক্ষা করে
* এলার্জি, সোরিয়াসিস, একজিমা, শ্বেতি (ধলা), ছুলি ( ছুলুম ), মুখের ব্রণ, মুখের দাগ, মেছতা, চুল পড়া, অকালে চুল পেকে যাওয়া, নখের রোগ --
**যৌন আকাংখা হ্রাস (সেক্স এর ইচ্ছা কম), লিঙ্গ যথেষ্ঠ শক্ত না হওয়া, দ্রুত বীর্যপাত, প্রস্রাবের পথ দিয়ে সাদা / পানির মত স্বচ্ছ / আঠালো পদার্থ বের হওয়া, অন্তকোষে ব্যথা, গুটি, ভেরিকোস, বীর্যে শুক্রানু কম থাকা / দুর্বল শুক্রানু / শুক্রানুর নড়াচড়া কম --
সহ সকল ধরণের চর্ম ও যৌন রোগের হোমিওপ্যাথি চিকিৎসা।
চিকিৎসা প্রদান করবেন
‘চর্ম ও যৌন রোগ’ বিষয়ক পুস্তক রচয়িতা
হোমিওপ্যাথি বিশেষজ্ঞ
(হোমিওপ্যাথিতে বাংলাদেশের সর্বোচ্চ ডিগ্রী প্রাপ্ত)
*** সহকারী অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল্লাহ আল কাইয়ুম ***
[ ব্যাচেলর অব হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারী (ঢা.বি); ]
সরকারী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, ঢাকা
এইচ.ই.সি ( হোমিওপ্যাথি, ভারত); সি.এম.ইউ (আল্ট্রাসনোগ্রাফি); সি.এম.ইউ ( বন্ধ্যাত্ব),
ডি.এম.এস; সি.ডি.টি.এম; সি.পিএইচ
সহকারী অধ্যাপক (প্রাক্তণ) : বাংলাদেশ মেডিকেল ইন্সটিটিউট, ঢাকা
জুনিয়র কনসালট্যান্ট ( প্রাক্তণ) : গণস্বাস্থ্য নগর হাসপাতাল, ঢাকা
প্রভাষক (প্রাক্তণ): ঢাকা মেডিকেল ইন্সটিটিউট, ঢাকা
এক্স-এইচ.পি : সরকারী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, ঢাকা
পরীক্ষক (প্রাক্তণ) : বাংলাদেশ রাস্ট্রীয় চিকিৎসা অনুষদ
পরীক্ষক ও নিরীক্ষক (প্রাক্তণ): চিকিৎসা প্রযুক্তি, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।
সহকারী অধ্যাপক ডাঃ আব্দুল্লাহ আল কাইয়ুম; একাধারে একজন হোমিওপ্যাথি বিশেষজ্ঞ চিকিৎসক, পুষ্টি পরামর্শক, স্বাস্থ্য প্রশিক্ষক, স্বাস্থ্য গবেষক এবং মেডিকেল পুস্তক রচয়িতা।
এ পর্যন্ত তিনি শতাধিক মেডিকেল পুস্তক ( ডাক্তারী বই ) রচনা করেছেন, এদের মধ্যে উল্লেখযোগ্য হলো- মেডিসিন, চর্ম-যৌন রোগ, নাক-কান-গলা রোগ, শিশু রোগ, স্ত্রী রোগ ও প্রসূতি বিদ্যা, প্যাথলজি, ফার্মাকোলজি, ক্লিনিক্যাল প্যাথলজি, প্রাথমিক চিকিৎসা, এনাটমি, ফিজিওলজি, মাইক্রোবায়োলজি, কমিউনিটি মেডিসিন, মেডিকেল ইথিকস, হিস্টোপ্যাথলজি-ব্লাড ব্যাংকিং, পল্লী চিকিৎসক প্রশিক্ষণ সহায়িকা, হসপিটাল ম্যানেজমেন্ট ইত্যাদি। উল্লেখ্য ডাঃ আব্দুল্লাহ আল কাইয়ুম রচিত কিছু পুস্তক ভারতেও পঠিত হয়।
ডাঃ আব্দুল্লাহ আল কাইয়ুম; শেরপুর জেলায় সর্বপ্রথম কম্পিউটার রেপার্টোরাইজেশন পদ্ধতিতে হোমিওপ্যাথি চিকিৎসা শুরু করেন। এছাড়াও তিনিই শেরপুরে প্রথম কম্পিউটারাইজড ডার্মাটোস্কোপ (চর্মরোগ পরীক্ষার যন্ত্র), অটোস্কোপ (কানের ভেতরে পরীক্ষা করার যন্ত্র), বায়োইলেক্ট্রিক এনালাইজার ( দেহের অভ্যন্তরস্থ ইলেক্ট্রন আদান প্রদানের মাধ্যমে দেহের বিভিন্ন অঙ্গের কার্যক্ষমতা নির্ণয় পদ্ধতি) ইত্যাদি যন্ত্র ব্যবহার করে সঠিক ভাবে বিভিন্ন রোগ নির্ণয় করে চিকিৎসা প্রদান করেন।
সহকারী অধ্যাপক ডা. আব্দুল্লাহ আল কাইয়ুম প্রদত্ত আধুনিক হোমিওপ্যাথি চিকিৎসা শিশু, পুরুষ, মহিলা, পানসেবী, ধুমপায়ী, অধুমপায়ী সকলের ক্ষেত্রে সমানভাবে কার্যকর ।
সহকারী অধ্যাপক ডা. আব্দুল্লাহ আল কাইয়ুম এর চিকিৎসা নিলে যে কোন এলোপ্যাথিক ঔষধ সেবন করা যায় ( অর্থাৎ এলোপ্যাথিক ঔষধ সেবনে নিষেধ নেই); এমনকি বেশিরভাগ ক্ষেত্রেই খাবার দাবারের নিষেধ নেই ( অর্থাৎ ক্ষেত্র বিশেষ ঔষধ সেবনকালীন সময় চিংড়ি, গরু, ইলিশ, শুটকি, পুটি মাছ,পুই শাক, বেগুন, হাসের মাংস ইত্যাদি খাওয়া যায়)।
হোমিওপ্যাথি একটি লক্ষণ ভিত্তিক চিকিৎসা তাই সহকারী অধ্যাপক ডাঃ আব্দুল্লাহ আল কাইয়ুম প্রদত্ত আধুনিক হোমিওপ্যাথি চিকিৎসা বেশিরভাগ রোগেই কার্যকর (আরোগ্য / উপশম); বিশেষত- টিউমার, পিত্ত ও কিডনী পাথর, পাইলস ও মলদ্বার রোগ, নাক-কান-গলা রোগ, এজমা /হাঁপানী, কিডনী ও মূত্র রোগ, জন্ডিস ও লিভার রোগ, গ্যাস্ট্রিক ও পেটের রোগ, মাথা ব্যথা, প্যারালাইসিস ওস্নায়ু রোগ (রগ শুকিয়ে যাওয়া), কোমড়-হাঁটু ও ঘাড় ব্যথা, যৌন রোগ ও পুরুষাঙ্গের সমস্যা, স্ত্রী রোগ ও বন্ধাত্ব, এলার্জি, সোরিয়াসিস, শ্বেতি, ব্রণ, চুল পড়া ও যাবতীয় চর্ম রোগ, প্রতিবন্ধিতা, থ্যালাসেমিয়া, ক্যান্সার ইত্যাদি পুরুষ-মহিলা-শিশুদের নতুন পুরাতন ও জটিল রোগে হোমিওপ্যাথি চিকিৎসা কার্যকর বলে প্রমানিত।
সহকারী অধ্যাপক ডা. আব্দুল্লাহ আল কাইয়ুম চিকিৎসার পাশাপাশি অনলাইন ও অফলাইনে বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করে থাকেন। উল্লেখযোগ্য হলো- পল্লী চিকিৎসক রিফ্রেশার ট্রেনিং, হোমিওপ্যাথি রিফ্রেসার ট্রেনিং, অ্যালোপ্যাথিক ঔষধ ব্যবসা পরিচালনা প্রশিক্ষণ ইত্যাদি।
@@@ চেম্বার @@@
# সুপার প্যাথলজিক্যাল ল্যাব: #
কলেজ মোড়, শেরপুর টাউন, শেরপুর।
@@ সাক্ষাতের সময়সূচি @@
শনিবার থেকে বুধবার : বিকাল ৪.০০ টা থেকে রাত ৮.০০ টা পর্যন্ত
বৃহস্পতিবার শুধু রিপোর্ট দেখার জন্য
শুক্রবার বন্ধ
সময়সূচি পরিবর্তীত হতে পারে তাই সাক্ষাতের পূর্বে অবশ্যই মোবাইলে যোগাযোগ করে আসবেন।
মোবাইল: 01955-400939
ফেসবুক: fb.com/dr.maaq
ওয়েব: drmaaqbd.blogspot.com
@@@ পরামর্শ ফি / ভিজিট @@@
নতুন রোগী : ৪০০ টাকা
পুরাতন রোগী: ১০০ টাকা
শেরপুর সদর উপজেলা ব্যতিত অন্যান্য উপজেলার রোগীদের জন্য ভিজিটে বিশেষ ছাড় রয়েছে।
( গরীব / দুস্থ্য রোগীর জন্য বিশেষ ছাড় )
শুধু পরামর্শ ( চিকিৎসা+পরিবার পরিকল্পনা + স্বাস্থ্য-পুষ্টি ) : ২০০ টাকা
@@ ঔষধ ব্যয় @@
রোগাবস্থা অনুসারে এক কোর্স ঔষধের মূল্য -
সর্বনিম্ন ৩০০ টাকা থেকে সর্বোচ্চ ১২০০ টাকা পর্যন্ত