শেরপুর জেলা রক্তদান ও সমাজকল্যাণ সংস্থা

  • Home
  • Bangladesh
  • Sherpur
  • শেরপুর জেলা রক্তদান ও সমাজকল্যাণ সংস্থা

শেরপুর জেলা রক্তদান ও সমাজকল্যাণ সংস্থা "রক্ত হলো স্রষ্টার দান,
স্বেচ্ছায় করবো রক্তদান" একটি স্বেচ্ছাসেবী সংস্থা

আলহামদুলিল্লাহ্‌ 🙂"রক্ত হলো স্রষ্টার দান , স্বেচ্ছায় করবো রক্তদান "সিজারিয়ান রোগীর জরুরী রক্তের প্রয়োজনে শেরপুর জেলা রক্...
25/10/2025

আলহামদুলিল্লাহ্‌ 🙂
"রক্ত হলো স্রষ্টার দান , স্বেচ্ছায় করবো রক্তদান "
সিজারিয়ান রোগীর জরুরী রক্তের প্রয়োজনে শেরপুর জেলা রক্তদান ও সমাজ কল্যাণ সংস্থা(S.R.S) এর সদস্য #শরিফুল ভাই এর ৬ষ্ঠ বারের মত B+ (পজিটিভ) রক্তদান❣️❣️

পবিত্র জুমআ'র দিনে আমল....
17/10/2025

পবিত্র জুমআ'র দিনে আমল....

❤️❤️❤️
14/10/2025

❤️❤️❤️

13/10/2025

 #কিডনি রোগের কারণঃঅনেক কারণে কিডনিতে রোগ হতে পারে। এর মধ্যে রয়েছে টাইপ-১ বা টাইপ-২ ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, পলিসিস্টিক...
13/10/2025

#কিডনি রোগের কারণঃ
অনেক কারণে কিডনিতে রোগ হতে পারে। এর মধ্যে রয়েছে টাইপ-১ বা টাইপ-২ ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, পলিসিস্টিক কিডনি রোগ, বংশগত কিডনি রোগ, বয়সজনিত কিডনির সমস্যা, প্রোস্টেট গ্রন্থি বড় হয়ে যাওয়া, কিডনিতে পাথর হওয়া, গ্লোমেরুলোনফ্রাইটিস, ইন্টারস্টিসিয়াল নেফ্রাইটিস, ক্যান্সার, মূত্রথলির প্রদাহ, পাইলোনেফ্রাইটিস, মূত্রথলিতে পাথর।
কয়েকটি ঘরোয়া পদ্ধতি মেনে চললে কিডনিকে ভালো রাখা সম্ভব। চলুন, একনজরে দেখে নেওয়া যাক সেসব পদ্ধতি—
#পর্যাপ্ত পানি পান করাঃ
কিডনি ভালো রাখার সহজ উপায় হলো প্রচুর পরিমাণে পানি পান করা। পানি খেলে অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায়। পানি আমাদের শরীর থেকে টক্সিন বের করে দেয়, যা কিডনির জন্য অনেক উপকারী।
#সোবহান স্বাস্থ্যকর খাবারঃ
অস্বাস্থ্যকর খাবার কিডনি নষ্ট হওয়ার অন্যতম কারণ। তাই কিডনিকে ভালো রাখতে স্বাস্থ্যকর খাবার খাওয়ার বিকল্প নেই। প্রতিদিন তেল, মসলাযুক্ত খাবার খাওয়া কিডনির জন্য ক্ষতিকর। অতিরিক্ত লবণ, চিনি, চর্বিযুক্ত খাবার কিডনি রোগের ঝুঁকি অনেকাংশে বাড়িয়ে দেয়। তাই পটাশিয়ামযুক্ত খাবার, যেমন : কলা, কমলালেবু, পালংশাক খেতে পারেন; যা কিডনিকে ভালো রাখতে সহায়তা করে।
#নিয়মিত শরীর চর্চাঃ
নিয়মিত শরীর চর্চা আমাদের স্বাস্থ্যের জন্য বেশ উপকার এবং কিডনি সুস্থ রাখতেও সহায়তা করে। একই সঙ্গে নিয়মিত শরীর চর্চা রক্তচাপ অনেকটা কমিয়ে দেয়। তাই চিকিৎসকরা প্রতিদিন ২০-৩০ মিনিট ব্যায়াম করার পরামর্শ দিয়ে থাকেন।
#ধূমপান ত্যাগ করাঃ
ধূমপান মৃত্যুর কারণ জানার পরও আমরা অনেকেই ধূমপান করি। অতিরিক্ত ধূমপান ফুসফুসের জন্য যেমন ক্ষতিকর, তেমনি আমাদের কিডনিকেও খারাপ করে দেয়। তাই আপনি যদি অতিরিক্ত ধূমপান করেন, তাহলে আজ থেকেই সেটি ত্যাগ করুন। তাহলে আপনার কিডনি সুস্থ থাকবে, সঙ্গে আপনিও।
#ব্যথানাশক ওষুধ কম খাওয়াঃ
ব্যথা কমানোর জন্য আমরা অনেকেই আইবুপ্রোফেন ও অ্যাসপিরিনের মতো ব্যথানাশক ওষুধ খেয়ে থাকি। এসব ওষুধ বেশি দিন খেলে আমাদের কিডনির ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। তাই এসব ওষুধ কম খাওয়ার চেষ্টা করতে হবে।
#রক্তে শর্করার মাত্রা কমানোঃ
কিডনির জন্য উচ্চ রক্তচাপ ও উচ্চ শর্করার পরিমাণ মারাত্মক ক্ষতিকর। এ জন্য নিয়মিত ডায়াবেটিস পরীক্ষা করান এবং রক্তে শর্করার মাত্রা ঠিক রাখতে চিকিৎসকের পরামর্শে ওষুধ খেতে পারেন।

“যে মানুষটা বলত  ‘একটা সিগারেট কিছু করে না’ আজ সে নিজেই বলছে, ‘ডাক্তার, এখন একটাও শ্বাস নিতে পারছি না।’”২০ বছরের পর থেকে...
12/10/2025

“যে মানুষটা বলত ‘একটা সিগারেট কিছু করে না’ আজ সে নিজেই বলছে, ‘ডাক্তার, এখন একটাও শ্বাস নিতে পারছি না।’”

২০ বছরের পর থেকে প্রতিদিন প্যাকের পর প্যাক সিগারেট,
শরীর খারাপ হলে বলত “স্মোকিং করলে কাশিটা বেড়ে যায়, একটু কমাবো।”
কিন্তু কখনো বন্ধ করেনি…
এখন তার বুকের ভেতর ভরে গেছে পানি
এক্স-রে তে দেখা গেলো Massive Pleural Effusion
Pleural fluid study, sputum for AFB, CT chest,FNAC করে ধরা পড়লো
Squamous Cell Carcinoma ফুসফুসের মারাত্মক ক্যান্সার।

যখন ধরা পড়ে, তখন দেরি হয়ে যায়

৭ দিন ধরে হাসপাতালে ভর্তি থাকা সেই মানুষটা বলল
“ডাক্তার, যদি ছয় মাস আগেই জানতাম, তাহলে হয়তো আজ আমার বাচ্চাটার মুখটা একটু বেশিদিন দেখতে পারতাম।”
কিন্তু এখন, চিকিৎসা চলছে প্যালিয়েটিভভাবে
অর্থাৎ বাঁচানো নয়, শুধু কষ্ট কমানো।

কেন হয় এমন?

দীর্ঘদিন ধূমপান (সর্বাধিক কারণ — ৮৫% ক্ষেত্রে)
ফুসফুসে ক্রনিক ইনফ্লামেশন বা টিবি ইতিহাস
কারখানার ধুলো, ধোঁয়া, রাসায়নিক পদার্থে কাজ করা
বংশগত বা পরিবেশগত ঝুঁকি

উপসর্গগুলো যেগুলো হালকা ভেবে ফেলেন না:

শুকনা কাশি ৩ সপ্তাহের বেশি

বুক ব্যথা, শ্বাস নিতে কষ্ট

খাওয়ার রুচি কমে যাওয়া, ওজন দ্রুত কমে যাওয়া

রক্ত উঠে আসা (হালকা হলেও)
এগুলো হলো TB বা Lung cancer এর প্রাথমিক সিগন্যাল

করণীয়:
1️ ২ সপ্তাহের বেশি কাশি বা শ্বাসকষ্ট থাকলে এক্স-রে করান
2️ধূমপান ছাড়ুন এখনই, একদম এখনই
3️ টিবি বা ক্রনিক ফুসফুসের রোগের নিয়মিত ফলোআপ করুন
4️ ধুলাবালি বা ধোঁয়ার কাজ করলে মাস্ক ব্যবহার করুন
5️ফুসফুস ক্যান্সারের হাইরিস্ক থাকলে Low-dose CT Scan করুন বছরে একবার

জানেন কি?

বাংলাদেশে প্রতি বছর ১৫,০০০ এর বেশি মানুষ ফুসফুস ক্যান্সারে মারা যায়,
এবং প্রায় ৯০% রোগী দেরিতে আসে
যখন অস্ত্রোপচার বা চিকিৎসা আর কার্যকর থাকে না।

মনে রাখবেন,
একটা সিগারেট হয়তো মুহূর্তের তৃপ্তি দেয়,
কিন্তু প্রতিটা টান আপনার ফুসফুসের ক্যান্সারের দিকে এক ধাপ এগিয়ে নেয়।

শ্বাস নিতে কষ্ট হলে বুঝে নিন
সময় ফুরিয়ে আসছে।
বাঁচার সুযোগ শুধু আগেভাগে পরীক্ষা করালে।

শেয়ার করুন
হয়তো আপনার এক শেয়ারেই
কারও বাবা, ভাই বা বন্ধু এখনই হাসপাতালে আসবে সময়মতো।

©️ Dr-Abdur Rahman

আলহামদুলিল্লাহ্‌ 🙂"রক্ত হলো স্রষ্টার দান , স্বেচ্ছায় করবো রক্তদান "প্রসূতি বোনের জরুরী রক্তের প্রয়োজনে শেরপুর জেলা রক্তদ...
11/10/2025

আলহামদুলিল্লাহ্‌ 🙂
"রক্ত হলো স্রষ্টার দান , স্বেচ্ছায় করবো রক্তদান "
প্রসূতি বোনের জরুরী রক্তের প্রয়োজনে শেরপুর জেলা রক্তদান ও সমাজ কল্যাণ সংস্থা(S.R.S) এর সদস্য #সোবহান ভাই এর ৪র্থ বারের মত AB- (নেগেটিভ) রক্তদান❣️❣️

10/10/2025

Ashes Senguptha

09/10/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

আলহামদুলিল্লাহ,হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ।
09/10/2025

আলহামদুলিল্লাহ,
হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ।

আলহামদুলিল্লাহ্‌ 🙂"রক্ত হলো স্রষ্টার দান , স্বেচ্ছায় করবো রক্তদান "মুমূর্ষু রোগীর জরুরী রক্তের প্রয়োজনে শেরপুর জেলা রক্ত...
09/10/2025

আলহামদুলিল্লাহ্‌ 🙂
"রক্ত হলো স্রষ্টার দান , স্বেচ্ছায় করবো রক্তদান "
মুমূর্ষু রোগীর জরুরী রক্তের প্রয়োজনে শেরপুর জেলা রক্তদান ও সমাজ কল্যাণ সংস্থা(S.R.S) এর সদস্য #সোবহান এর ১০ম তম বারের মত B+ (পজিটিভ) রক্তদান❣️❣️

আলহামদুলিল্লাহ্‌ 🙂"রক্ত হলো স্রষ্টার দান , স্বেচ্ছায় করবো রক্তদান "মুমূর্ষু রোগীর জরুরী রক্তের প্রয়োজনে শেরপুর জেলা রক্ত...
09/10/2025

আলহামদুলিল্লাহ্‌ 🙂
"রক্ত হলো স্রষ্টার দান , স্বেচ্ছায় করবো রক্তদান "
মুমূর্ষু রোগীর জরুরী রক্তের প্রয়োজনে শেরপুর জেলা রক্তদান ও সমাজকল্যাণ সংস্থা এর সদস্য #আশিকুর_রহমান_নাঈম এর ২২তম বারের মত A+ (পজিটিভ) রক্তদান❣️❣️

Address

Sherpur Jamalpur Highway Road, Sherpur Shahid Muktizuddha Smrity Stadium
Sherpur
2100

Alerts

Be the first to know and let us send you an email when শেরপুর জেলা রক্তদান ও সমাজকল্যাণ সংস্থা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to শেরপুর জেলা রক্তদান ও সমাজকল্যাণ সংস্থা:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram