03/11/2022
হঠাৎ করে দাঁতে ব্যথা, কী করবেন?
এমন সময দাঁতে ব্যথা, আপনি ডাক্তারের কাছে যেতে পারছেন না। বা রাতে ব্যথা শুরু হলে আমরা বিপদে পড়ে যায়। যাওয়ার কোন যায়গা নাই, ঔষধের দোকানও বন্ধ ।
।
এমন সময় আপনি নিজেই একটা ঘরোয়া চিকিৎসা নিয়ে রাতটা বা কিছু সময় পার করুন।
১। যদি একটি নির্দিষ্ট দাঁতে ব্যথা হয়, তবে দেখুন সে দাঁতে কোন ক্ষয় আছে কি-না। ক্ষয় অনেক সময় দেখা যায় না। যদি দেখতে পান তবে গর্ত থেকে জমা খাদ্যকনা পরিষ্কার করে বের করুন। প্রয়োজনে পেস্ট ছাড়া ব্রাশ দিয়ে গর্তটা পরিষ্কার করুন।
এরপর দাঁতে দুই মিনিট পেস্ট লাগিয়ে রাখুন। এরপর ব্রাশ করুন।
এরপর এক গ্লাস গরম পানিতে লবণ+লবঙ্গ বেটে মিশিয়ে সময় নিয়ে দাঁতের গোড়ায় ধরে রেখে কুলি করুন। সমভব হলে একটি পরিষ্কার তুলা দাঁতের গর্তে দিয়ে রাখুন।
২। সবগুলো দাঁত শিরশির বা কনকন করলে পেস্ট ২ মিনিট সবগুলো দাঁতে লাগিয়ে রাখার পর ব্রাশ করুন।
এরপরএক গ্লাস গরম পানিতে লবণ+লবঙ্গ বেটে সময় নিয়ে কুলি করুন।
।
যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের সাথে যোগাযোগ করুন।