রহমান ফার্মেসী - হোমিও

রহমান ফার্মেসী - হোমিও Homeopathic Pharmacy

আলহামদুলিল্লাহ 2014 থেকে Homeopathy  তে Officially আমার যাত্রা শুরু। তবে আমার জন্ম থেকেই- আমার অস্তিত্বের সাথে হোমিওপ্যা...
28/04/2025

আলহামদুলিল্লাহ 2014 থেকে Homeopathy তে Officially আমার যাত্রা শুরু।

তবে আমার জন্ম থেকেই- আমার অস্তিত্বের সাথে হোমিওপ্যাথি মিশে আছে , কারণ আব্বু ১৯৭২ থেকে হোমিওপ্যাথি Practice করে আসছে ( আল্লাহর রহমতে এখনো আব্বু সুস্থ আছে)।

২০১৬ থেকে Professor Dr. Helal Uddin Khan Sir এবং Dr Dhiman Roy Sir এর সান্নিধ্যে থেকে আমি সম্পূর্ণ Final Decision নিয়ে নেই Full Time Homeopathy তেই থাকা ।

২০১৬-২০১৯ ( স্যারের মৃত্যুর আগ পর্যন্ত)
হেলাল স্যারের কাছ থেকে শিখেছি সততা, মানুষের সেবা, মনোবল এবং প্রকৃত ধারার হোমিওপ্যাথি।

২০২০ থেকেই শ্যামনগর Chamber এই Practice করি , তবে আমার Husna🤍 ও তার মা এর মৃত্যুর পর থেকে বিরতি নেই। চেম্বার সংস্কার করে গত কয়েকদিন Practice করছি । তবে আজ থেকেই পুরোপুরি ভাবে মৃত্যুর আগ পর্যন্ত সম্পূর্ণ Homeopathy Practice করে যাবো ইনশাল্লাহ।

Dr Mahadi Hassan

28/04/2025
07/04/2024

২৬১. যারা নিজেদের ধনসম্পত্তি আল্লাহর পথে ব্যয় করে, তাদের এই সৎদান এমন একটি শস্যবীজ, যাতে উৎপন্ন হয় সাতটি শিষ আর প্রতিটি শিষে থাকে শত শস্যদানা। আল্লাহ যাকে ইচ্ছা বহুগুণ প্রবৃদ্ধি দান করেন। আল্লাহ অনন্ত প্রাচুর্যময়, সর্বজ্ঞ।
২৬২. দানের কথা প্রচার না করে যারা আল্লাহর পথে ধনসম্পত্তি ব্যয় করে এবং গ্রহীতাকে কোনো কষ্ট দেয় না, তাদের পুরস্কার প্রতিপালকের কাছে জমা থাকবে। তাদের কোনো ভয় থাকবে না। তারা দুঃখিতও হবে না। ২৬৩. দান করে খোঁটা দিয়ে কষ্ট দেয়ার চেয়ে শুধু মিষ্টি কথা বলা বা সমবেদনা প্রকাশ করা অনেক ভালো। নিশ্চয়ই আল্লাহ অভাবমুক্ত, পরমসহনশীল।
২৬৪. হে বিশ্বাসীগণ! দানের কথা প্রচার করে ও গ্রহীতাকে কষ্ট দিয়ে বা খোঁটা দিয়ে তোমাদের দানকে সেই ব্যক্তির ন্যায় নিষ্ফল কোরো না, যে আত্মপ্রচারের জন্যে দান করে এবং আল্লাহ ও আখেরাতে অবিশ্বাসী। এ দানের উপমা হচ্ছে : মাটির আস্তর জমা একটি মসৃণ পাথরের চাতাল। প্রবল বৃষ্টি হলো। চাতালের ওপর থেকে সব মাটি ধুয়ে চলে গেল। তাদের উপার্জন তাদের কোনো উপকারে এলো না। সত্য অস্বীকারকারীদের আল্লাহ সৎপথ দেখান না।
২৬৫. অপরদিকে যারা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যে আন্তরিকতার সাথে দান করে, তাদের উপমা হচ্ছে : উঁচু জায়গায় এমন একটি বাগান, যেখানে মুষলধারে বৃষ্টি হলে দ্বিগুণ ফল উৎপন্ন হয় আর হালকা ঝিরঝিরে বৃষ্টিও বাগানটিকে ফুলে-ফলে সুশোভিত রাখার জন্যে যথেষ্ট। তোমরা যা করো, আল্লাহ তার সম্যক-দ্রষ্টা।
২৬৬. তোমরা কেউ কি চাও তোমাদের এমন একটি বিশাল বাগান হবে, যা ঝর্না পরিবেষ্টিত সব ধরনের ফলমূলে সুশোভিত। তোমরা বুড়ো হবে, ছেলেমেয়েরাও হবে দুর্বল নাবালক। এমন সময় অগ্নিক্ষরা ঘূর্ণিঝড়ে বাগান পুড়ে খাক হয়ে যাক? এভাবে আল্লাহ তাঁর বিধান সুস্পষ্টভাবে বয়ান করেন, যেন তোমরা সহজেই তা অনুধাবন করতে পারো।

সূরা বাকারা ।

05/01/2024

Nikon D5300 with 18-55 lens 🙂🙂 2ta battery with charger.
**Video ও ছবি তোলা যাবে, নিয়মিত ব্যবহার করা লাগবে।
Camera টা বিনামূল্যে দিতে আগ্রহী।
৩টা ব্যাবহার এর উদ্দেশ্য জানালে💕( ইসলামের সাথে কোনো সমস্যা সৃষ্টি করেনা এমন) ।

09/11/2023

যখন কষ্ট পাও তখন ধৈর্য্য ধারণ
কর,
যদি তুমি জানতে আল্লাহ তোমার
জন্য
জান্নাতে কী নিয়ামত নির্ধারিত
রেখেছেন তোমার
জন্য তবে তুমি আনন্দেই
কেঁদে ফেলতে।
যখন তোমার জীবন থেকে কিছু
হারিয়ে যায়
যাকে তুমি মনে করতে সুখ ও
সৌভাগ্য। মনে রেখো,
আল্লাহ তা তোমার
থেকে সরিয়ে নিয়েছেন কেননা,
তাতে তোমার জন্য নিহিত ছিল
অমঙ্গল-অকল্যান।
আর হ্যা, জীবনে কষ্ট
না পেলে তুমি কখনোই কিছু
শিখতে পারবে না। আল্লাহ
যা করেছেন তোমার
মঙ্গলের জন্যই করেছেন।
সুতরাং বল,
আলহামদুলিল্লাহ, সকল
প্রশংসা আমার রব
আল্লাহর জন্য!

17/08/2023

আপনি অসুস্থ অথবা অনেকগুলো জটিলতার মধ্য দিয়ে জীবন অতিবাহিত করছেন, খুবই কষ্ট হয় আপনার, কেউ বুঝতে চায় না ।

সবই আল্লাহর পরীক্ষা, আল্লাহ রোগ, শোক, দুঃখ ইত্যাদি দিয়ে ধৈর্য্যের পরীক্ষা নেবে। এই সময় ধৈর্য ও আল্লাহর প্রার্থণায় নিজেকে জড়িয়ে রাখতে হবে।

আল্লাহ তার প্রিয় বান্দাদের কষ্টে নিপতিত করে - কারণ আল্লাহ চায় তার বান্দা তার সন্নিকটে অবস্থান করুক অর্থাৎ আল্লাহর একান্ত ইবাদতে নিজেকে মগ্ন রাখুক প্রতিটি ক্ষেত্রে।

আল্লাহ আমাদের সহায় হোন।

আপনার যেকোন সমস্যার জন্য বিস্তারিত লিখে পাঠাতে পারেন - আপনার সমস্যা গুলো ইনশাআল্লাহ কিছুটা কমাতে সাহায্যের জন্য চেষ্টা করবো খুবই আন্তরিক ভাবে।

Address

Shyamnagar Upazila
Shyamnagar

Telephone

+8801914703500

Website

Alerts

Be the first to know and let us send you an email when রহমান ফার্মেসী - হোমিও posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram