15/10/2022
হোয়াটসঅ্যাপ মার্কেটিং সফটওয়্যার কি
Bondhu WhatsApp Marketing software হচ্ছে একটি WhatsApp Bulk Message Sending মার্কেটিং টুল বা সফটওয়্যার। যার মাধ্যমে খুব সহজে এবং বিনা খরচে আমাদের পণ্য বা সেবার প্রচারণার উদ্যেশ্যে অসংখ্য WhatsApp Number এ এক ক্লিকে সবার কাছে Text Message, Video, Photo, Document পাঠাতে পারি। যেই কাজটি আমাদের Android Phone এর Default WhatsApp Apps থেকে করা যায় না। ঠিক এই সমস্যার পারফেক্ট সমাধান হচ্ছে এই JHINUK WhatsApp Marketing software. হোয়াটসঅ্যাপ বর্তমানে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর মধ্যে অন্যতম। হোয়াটসঅ্যাপ খুবই ইউজার ফ্রেন্ডলি এবং নিরাপদ।
হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার অপ্রয়োজনীয় ও অযৌক্তিক মেসেজ পাঠানোকে ভালোভাবে দেখে না। তাই আপনাকে হোয়াটসঅ্যাপ এর নিয়মসমূহ মেনে নির্দিষ্ট গ্রাহককের কাছে পণ্য বা সেবার প্রচারণা পৌঁছানোর জন্য সৃজনশীল হতে হবে এবং বিজ্ঞাপনের নৈতিক পদ্ধতি ব্যবহার করতে হবে।
আমাদের এই হোয়াটসঅ্যাপ মার্কেটিং সফটওয়্যার এর মূল্য ৯৯৯ টাকা এককালীন পেমেন্ট করে আনলিমিটেড মেসেজ পাঠাতে পারবেন । আমি ব্যক্তিগতভাবে খুব ভালো ফলাফল পাচ্ছি। আশাকরি আপনিও ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ।
হোয়াটসঅ্যাপ মার্কেটিং সফটওয়্যার এর প্রধান ১৩ টি সুবিধা সমূহঃ
1. সম্পূর্ণ বিনামূল্যে এবং সহজে ১ ক্লিকে হাজার হাজার WhatsApp নম্বরে Bulk Message পাঠাতে পারবেন (শুধুমাত্র Computer বা Laptop থেকে)।
2. আপনার যদি কম্পিউটার বা ল্যাপটপ না থাকে তাতেও সমস্যা নেই, আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনার হোয়াটসঅ্যাপ মার্কেটিং করে নিতে পারবেন। এক্ষেত্রে অবশ্যই সামান্য কিছু চার্জ নেওয়া হবে।
3. আপনার কাছে WhatsApp Number না থাকলেও সমস্যা নেই, অটোমেটিক্যালি যতইচ্ছা WhatsApp Number জেনারেট করে ওই নম্বরে মেসেজ পাঠাতে পারবেন।
4. মেসেজে টেক্সট এর সাথে একাধিক ছবি, ভিডিও ও ফাইল যুক্ত করতে পারবেন।
5. নম্বর সেভ না করেও মেসেজ পাঠাতে পারবেন।
6. প্রত্যেকটি মেসেজে গ্রাহকের আলাদা আলাদা নাম উল্লেখ করতে পারবেন Automation পদ্ধতিতে (নাম সহ Message পাঠালে Customer বেশি খুশি হয় এবং আপনার ব্র্যান্ড / কোম্পানি সম্পর্কে আরও ভালো ধারণা তৈরি হয়)
7. আপনার নিজস্ব WhatsApp নম্বর / বিজনেস WhatsApp নম্বর থেকে Message পাঠাতে পারবেন।
8. আরও বড় সুবিধা হচ্ছে Number Filtering এর সুব্যবস্থা রয়েছে। অর্থাৎ আপনার সংগ্রহে থাকা বিশাল Customer Number List এর ভেতরে কোন কোন নম্বরে WhatsApp Account আছে এবং কোন কোন নম্বরে WhatsApp Account নেই, তা আগে থেকেই দেখতে পারবেন এবং বাচাই করে শুধুমাত্র WhatsApp Number গুলোতেই মেসেজ পাঠাতে পারবেন।
9. বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে সকল নম্বর সংগ্রহ করতে পারবেন।
10. অটো রিপ্লাই ও রেসপন্স ট্র্যাক করতে পারবেন।
11. এক্সেল বা গুগল শিট থেকে ফাইল আকারে যত ইচ্ছা নম্বর একসাথে ইম্পোর্ট করতে পারবেন বা কপি পেস্ট করে নম্বর ইম্পোর্ট করতে পারবেন।
12. বাল্ক মোবাইল SMS এ ক্যারেক্টার লিমিটেশন থাকে এবং যে কোন মিডিয়া ফাইল পাঠানো যায় না, কিন্তু হোয়াটসঅ্যাপ মার্কেটিং সফটওয়্যারটি ব্যবহার করে ছবি, ভিডিও, লিঙ্ক, এটাচম্যান্ট সহ যেকোন মিডিয়া বা ফাইল পাঠাতে পারবেন।
13. ইনস্ট্যান্ট ও শিডিউল মেসেজ ডেলিভারি সুবিধা পাবেন। অর্থাৎ আপনি প্রয়োজনে সকল মেসেজ একবারে পাঠাতে পারবেন আবার প্রয়োজন নির্দিষ্ট সময় পর পর মেসেজ পাঠাতে পারবেন। নির্দিষ্ট সময় পর পর মেসেজ পাঠালে গ্রাহকরা একসাথে মেসেজ পেয়ে রিপ্লাই করবে না। আপনিও তখন সময় নিয়ে গ্রাহকদের সাথে কথা বলতে পারবেন। যেমন- এক ক্লিক করে মেসেজ পাঠাবেন কিন্তু ১ মিনিট পর পর সারাদিন মেসেজ যেতে থাকবে। উল্লেখ্য, দুটি মেসেজের মধ্যে কত সময়ের বিরতি রাখবেন তা আপনি প্রয়োজন মত সেট করে দিতে পারবেন।
বিশেষ দ্রষ্টব্যঃ এছাড়া আরও নানারকম সুবিধা নিয়ে তৈরি করা হয়েছে আমাদের এই JHINUK WhatsApp Marketing Software টি।
01618041020