Ebondhu

Ebondhu EBONDHU is your virtual assistant through which we can provide you with as many services as possible

আলহামদুলিল্লাহ!আজ একটি নতুন অর্ডার পেয়েছি।আল্লাহর অশেষ রহমতে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছি।সবাই দোয়া করবেন যেন আরও সুন্দরভাব...
25/07/2025

আলহামদুলিল্লাহ!
আজ একটি নতুন অর্ডার পেয়েছি।
আল্লাহর অশেষ রহমতে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছি।
সবাই দোয়া করবেন যেন আরও সুন্দরভাবে কাজ চালিয়ে যেতে পারি।

আল্লাহ তায়ালার শুকরিয়া, তিনি সবকিছুর উত্তম ব্যবস্থা করেন। Ebhandar - ইভান্ডার

22/05/2025

🏥 আপনার হাসপাতালকে আরও অ্যাডভান্স করুন!
সময় এখন ম্যানুয়াল পদ্ধতি ছেড়ে ডিজিটাল হেলথ ম্যানেজমেন্ট-এ যাওয়ার।

💡 আমাদের Hospital Management Software দিয়ে পাচ্ছেন:
🔹 রোগী রেজিস্ট্রেশন ও হিস্ট্রি সংরক্ষণ
🔹 অ্যাপয়েন্টমেন্ট ও শিডিউল ম্যানেজমেন্ট
🔹 ফার্মেসি, স্টোর ও বিলিং সিস্টেম
🔹 রিপোর্ট ও ইনভেন্টরি কন্ট্রোল
🔹 মোবাইল ও কম্পিউটার থেকে সহজ নিয়ন্ত্রণ

🚀 আপনার হাসপাতালের কার্যক্ষমতা বাড়ান,
👨‍⚕️ রোগীদের সেবা আরও দ্রুত ও নির্ভরযোগ্য করুন!

📞 এখনই যোগাযোগ করুন: ০9606116000
🌐 ওয়েবসাইট: www.ebondhu.com.bd

e-Bondhu Limited – আপনার হাসপাতালের ডিজিটাল সহযাত্রী।

🌐 আলহামদুলিল্লাহ! আরও একটি সফল প্রজেক্ট সম্পন্ন — SNR MART 🎉আলহামদুলিল্লাহ! আমরা সফলভাবে একটি ওয়েব ডেভেলপমেন্ট প্রজেক্ট ...
14/05/2025

🌐 আলহামদুলিল্লাহ! আরও একটি সফল প্রজেক্ট সম্পন্ন — SNR MART 🎉

আলহামদুলিল্লাহ! আমরা সফলভাবে একটি ওয়েব ডেভেলপমেন্ট প্রজেক্ট - SNR MART সম্পন্ন করেছি এবং আমাদের সম্মানিত ক্লায়েন্ট আমাদের পরিশ্রমের যথাযথ মূল্যায়ন করেছেন।

💻✨ বিশ্বাস, পেশাদারিত্ব ও সহযোগিতার মাধ্যমে আমরা তৈরি করেছি একটি আধুনিক ও ইউজার-ফ্রেন্ডলি ই-কমার্স ওয়েবসাইট — SNR MART।

আমরা কৃতজ্ঞ আমাদের ক্লায়েন্টের প্রতি — যারা আমাদের ওপর আস্থা রেখেছেন এবং আমাদের কাজকে সম্মান জানিয়েছেন।

🚀 এভাবেই আমরা এগিয়ে যেতে চাই — প্রযুক্তির পথে, পেশাদারিত্ব ও মানের নিশ্চয়তার সাথে।

আপনার প্রতিষ্ঠান বা ব্যক্তিগত ওয়েবসাইট বানাতে চান?
📞 যোগাযোগ করুন আজই!
Ebondhu Bangla Soft
আমরা আপনার প্রয়োজন অনুযায়ী ডিজিটাল সেবা দিতে প্রস্তুত।
সিরাজগঞ্জ, বাংলাদেশ
📞 ফোন: +880 9606-116000
📧 ইমেইল: support@ebondhu.com.bd
🌐 ওয়েবসাইট: ebondhu.com.bd

রেণ্য লোকসংগীতশিল্পী, লেখক ও গবেষক মুস্তাফা জামান আব্বাসী আজ, ১০ মে ২০২৫, শনিবার সকালে রাজধানীর বনানীর একটি হাসপাতালে ইন...
10/05/2025

রেণ্য লোকসংগীতশিল্পী, লেখক ও গবেষক মুস্তাফা জামান আব্বাসী আজ, ১০ মে ২০২৫, শনিবার সকালে রাজধানীর বনানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি উপমহাদেশের প্রখ্যাত সংগীত পরিবার আব্বাসউদ্দীন আহমদের পুত্র। মুস্তাফা জামান আব্বাসী ছিলেন লোকসংগীতের একজন খ্যাতিমান গবেষক ও শিল্পী। তার মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
Log in or sign up to view

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলাদেশ সংগীত ও নৃত্যকলা একাডেমি এবং বাংলাদেশ লোকসংগীত পরিষদের কর্মকর্তারা। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তারা।

মুস্তাফা জামান আব্বাসীর মৃত্যুতে সংগীতাঙ্গনে এক অপূরণীয় ক্ষতি হয়েছে। তার অবদান চিরকাল স্মরণীয় হয়ে

30/04/2025
🌐 আলহামদুলিল্লাহ! আরও একটি সফল প্রজেক্ট সম্পন্ন! 🎉আলহামদুলিল্লাহ! আমরা সফলভাবে একটি ওয়েব ডেভেলপমেন্ট প্রজেক্ট সম্পন্ন কর...
29/04/2025

🌐 আলহামদুলিল্লাহ! আরও একটি সফল প্রজেক্ট সম্পন্ন! 🎉

আলহামদুলিল্লাহ! আমরা সফলভাবে একটি ওয়েব ডেভেলপমেন্ট প্রজেক্ট সম্পন্ন করেছি এবং সেবা গ্রহণকারী আমাদের পরিশ্রমের যথাযথ মূল্য দিয়েছেন।
বিশ্বাস, পেশাদারিত্ব ও সহযোগিতার মাধ্যমে আমরা একসাথে গড়ে তুলেছি কিছু অসাধারণ ডিজিটাল সম্ভাবনা। 💻✨

আমরা কৃতজ্ঞ আমাদের ক্লায়েন্টের প্রতি, যারা আমাদের কাজকে মূল্য দিয়েছেন এবং আমাদের ওপর আস্থা রেখেছেন। এভাবেই আমরা এগিয়ে যেতে চাই — প্রযুক্তির পথে, পেশাদারিত্বের সাথে। 🚀

আপনার প্রতিষ্ঠান/ব্যক্তিগত ওয়েবসাইটের জন্য যোগাযোগ করুন আজই!

17/01/2024

আলহামদুলিল্লাহ স্কুল ম্যনেজম্যন্ট সফটওয়্যার সফল ভাবে শেষ করলাম

12/01/2024

ওয়েবসাইট, সফটওয়্যার ও মোবাইল এ্যাপস এর কথা ভাবছেন? ভালো কোন সফটওয়্যার কোম্পানী খুজতেছেন, যারা কিনা দক্ষ, বিশ্বত ও কথা কাজে মিল রাখে!!! আমাদের রয়েছে নিজস্ব টেকনিক্যাল সার্ভিস এবং দক্ষ ইঞ্জিনিয়ার টিম।
বতর্মান বিশ্বে ওয়েবসাইট, সফটওয়্যার বা এ্যাপস ছাড়া কোন ব্যবসা চিন্তা করা যায় না। একটি ব্যবসার মূল লক্ষ্য হল তার তথ্য। সবাই যেন সহজেই তার তথ্য জানতে পারে, সে জন্যই দরকার ওয়েবসাইট ও মোবাইল এ্যাপস , আর ব্যবসা সহজেই পরিচালনা করার জন্য দরকার সফটওয়্যার। এ জন্য স্বল্পমূল্যে নেক্সট পেইজ টেকনোলজি লিঃ ওয়েবসাইট, সফটওয়্যার ও মোবাইল এ্যাপস তৈরি করে দিচ্ছে।

☮ বিস্তারিত জানতে ইনবক্স করুন অথবা কল করুন +8801511205150 ☮ করুন।
আমরা যে সকল ওয়েবসাইট ও এপস করে থাকিঃ
🌐ই-কমার্স
🌐কোম্পানী ওয়েবসাইট
🌐নিউজ পেপার
🌐স্কুল/কলেজ ওয়েবসাইট
🌐 রিয়েল ইস্টেট ওয়েবসাইট
🌐 ট্যুর/ভিসা ফার্ম/হোটেল ওয়েবসাইট
🌐 ইভেন্ট ম্যানেজমেন্ট ওয়েবসাইট
🌐 ফার্নিচার কোম্পানী ওয়েবসাইট
🌐 ব্লগ ওয়েবসাইট
🌐ইঞ্জিনিয়ারিং/ইন্টেরিয়র/কন্সট্রাকশন ওয়েবসাইট
🌐এনজিও ওয়েবসাইট
🌐 ল-ফার্ম ওয়েবসাইট
🌐 ট্রেইনিং/কোর্স/কোচিং ওয়েবসাইট
🌐 ব্যাক্তিগত ওয়েবসাইট
🌐হাসপাতাল/ ক্লিনিক ওয়েবসাইট
🌐 বায়িং হাউজ/গার্মেন্টস ওয়েবসাইট
🌐 যে কোনো ধরনের ওয়েবসাইট🌐

আমরা যে সকল সফটওয়্যার করে থাকিঃ
✅ স্কুল/কলেজ/মাদ্রাসা সফটওয়ার
✅কুরিয়ার সফটওয়্যার
✅হিসাব-নিকাশের সফটওয়্যার
✅একাউন্টিং সফটওয়্যার
✅ফার্মেসী সফটওয়্যার
✅টেইলর সফটওয়্যার
✅রিয়েল এস্টেট সফটওয়্যার
✅ POS সফটওয়্যার
✅লার্নিং ম্যানেজমেন্ট সফটওয়্যার
✅যে কোনো ধরনের সফটওয়্যার ✅

27/11/2023

New product

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী আর নেই। রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন ...
11/04/2023

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী আর নেই। রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ আগে তিনি মারা গেছেন। 🥺😭

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মহান আল্লাহ ওনাকে জান্নাত বাসী করুক আমীন।

19/12/2022

🔥🔥 প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করুন ৫০% ছাড়ে!!🔥🔥
আপনি কি ওয়েবসাইট তৈরীর কথা ভাবছেন ?
বাজেটের মধ্যে ওয়েবসাইট দরকার?
Bondhu IT Service বর্তমান সময়ে ওয়েবসাইট তৈরির জন্য একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান।
খুব সহজ প্রক্রিয়ায় পাবেন আপনার কাঙ্খিত ওয়েবসাইট।
ডিজাইন পছন্দ করবেন, আপনার ডোমেইন নেম দিবেন, অর্ডার করবেন। ৭ দিনের মধ্যে পেয়ে যাবেন আপনার ওয়েবসাইট।
📌📌 আমাদের ওয়েব সার্ভিস সমূহ :-
✅ নিউজ পোর্টল ওয়েব সাইট।
✅ ই-কমার্স ওয়েবসাইট
✅ ই-পেপার ওয়েবসাইট
✅ ই-পেপার স্ক্রিপ্ট।
✅ শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট
✅ ব্যক্তিগত ওয়েবসাইট
✅ অনলাইন টিভি।
✅ ব্লগ ওয়েবসাইট
✅ বিজনেস ওয়েবসাইট
✅ সকল ধরনের কোম্পানী ওয়েবসাইট।
✅হাসপাতাল/ ক্লিনিক ওয়েবসাইট।
✅এনজিও এবং সামাজিক কার্যক্রম সম্বলিত ওয়েবসাইট।
🔔 সাইটের Demo দেখতে ইনবক্স করুন।
📌📌 আমাদের অন্যান্য সেবা সমূহ :-
➡️ ডোমেইন এবং হোস্টিং

➡️ গ্রাফিক্স ডিজাইন।

🔰 🔰 কেনো Bondhu IT Service সেরা ?
👉 দেশব্যাপি ওয়েবসাইট বানানোর ৫ বছরের অধিক সময়ের
অভিজ্ঞতা।
👉 ২৪/৭ সর্বোচ্চ কাস্টমার সার্ভিস।
👉 ভিডিও কনভারসেশন কাস্টমার সার্ভিস।
👉 দ্রুত সমাধান।
👉 সল্প খরচ।
👉 উন্নত সেবা।
👉 ৩০০ এর অধিক ই-কমার্স তৈরির অভিজ্ঞতা।
👉 কেনো লুকানো খরচ দিতে হবে না।
👉 বিশ্বস্ততা ও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতকরণ।
👉 মোবাইল ফ্রেন্ডলি ওয়েব ডিজাইন।
📌📌 পেমেন্ট সিস্টেম -
৫০% অগ্রীম পেমেন্ট করতে হবে বাকি টাকা সাইট বুঝে নেওয়ার পর পরিশোধ করতে হবে।
📌📌 পেমেন্ট মেথড -
- bKash, Nagad, Rocket, any BD Bank Account.
🔰 🔰 বিস্তারিত জানতে ইনবক্স করুন অথবা আমাদের মুঠোফোনে

যোগাযোগ করুন ।
01618041020

হোয়াটসঅ্যাপ মার্কেটিং সফটওয়্যার কিBondhu  WhatsApp Marketing software হচ্ছে একটি WhatsApp Bulk Message Sending মার্কেটিং...
15/10/2022

হোয়াটসঅ্যাপ মার্কেটিং সফটওয়্যার কি

Bondhu WhatsApp Marketing software হচ্ছে একটি WhatsApp Bulk Message Sending মার্কেটিং টুল বা সফটওয়্যার। যার মাধ্যমে খুব সহজে এবং বিনা খরচে আমাদের পণ্য বা সেবার প্রচারণার উদ্যেশ্যে অসংখ্য WhatsApp Number এ এক ক্লিকে সবার কাছে Text Message, Video, Photo, Document পাঠাতে পারি। যেই কাজটি আমাদের Android Phone এর Default WhatsApp Apps থেকে করা যায় না। ঠিক এই সমস্যার পারফেক্ট সমাধান হচ্ছে এই JHINUK WhatsApp Marketing software. হোয়াটসঅ্যাপ বর্তমানে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর মধ্যে অন্যতম। হোয়াটসঅ্যাপ খুবই ইউজার ফ্রেন্ডলি এবং নিরাপদ।
হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার অপ্রয়োজনীয় ও অযৌক্তিক মেসেজ পাঠানোকে ভালোভাবে দেখে না। তাই আপনাকে হোয়াটসঅ্যাপ এর নিয়মসমূহ মেনে নির্দিষ্ট গ্রাহককের কাছে পণ্য বা সেবার প্রচারণা পৌঁছানোর জন্য সৃজনশীল হতে হবে এবং বিজ্ঞাপনের নৈতিক পদ্ধতি ব্যবহার করতে হবে।
আমাদের এই হোয়াটসঅ্যাপ মার্কেটিং সফটওয়্যার এর মূল্য ৯৯৯ টাকা এককালীন পেমেন্ট করে আনলিমিটেড মেসেজ পাঠাতে পারবেন । আমি ব্যক্তিগতভাবে খুব ভালো ফলাফল পাচ্ছি। আশাকরি আপনিও ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ।

হোয়াটসঅ্যাপ মার্কেটিং সফটওয়্যার এর প্রধান ১৩ টি সুবিধা সমূহঃ
1. সম্পূর্ণ বিনামূল্যে এবং সহজে ১ ক্লিকে হাজার হাজার WhatsApp নম্বরে Bulk Message পাঠাতে পারবেন (শুধুমাত্র Computer বা Laptop থেকে)।
2. আপনার যদি কম্পিউটার বা ল্যাপটপ না থাকে তাতেও সমস্যা নেই, আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনার হোয়াটসঅ্যাপ মার্কেটিং করে নিতে পারবেন। এক্ষেত্রে অবশ্যই সামান্য কিছু চার্জ নেওয়া হবে।
3. আপনার কাছে WhatsApp Number না থাকলেও সমস্যা নেই, অটোমেটিক্যালি যতইচ্ছা WhatsApp Number জেনারেট করে ওই নম্বরে মেসেজ পাঠাতে পারবেন।
4. মেসেজে টেক্সট এর সাথে একাধিক ছবি, ভিডিও ও ফাইল যুক্ত করতে পারবেন।
5. নম্বর সেভ না করেও মেসেজ পাঠাতে পারবেন।
6. প্রত্যেকটি মেসেজে গ্রাহকের আলাদা আলাদা নাম উল্লেখ করতে পারবেন Automation পদ্ধতিতে (নাম সহ Message পাঠালে Customer বেশি খুশি হয় এবং আপনার ব্র্যান্ড / কোম্পানি সম্পর্কে আরও ভালো ধারণা তৈরি হয়)
7. আপনার নিজস্ব WhatsApp নম্বর / বিজনেস WhatsApp নম্বর থেকে Message পাঠাতে পারবেন।
8. আরও বড় সুবিধা হচ্ছে Number Filtering এর সুব্যবস্থা রয়েছে। অর্থাৎ আপনার সংগ্রহে থাকা বিশাল Customer Number List এর ভেতরে কোন কোন নম্বরে WhatsApp Account আছে এবং কোন কোন নম্বরে WhatsApp Account নেই, তা আগে থেকেই দেখতে পারবেন এবং বাচাই করে শুধুমাত্র WhatsApp Number গুলোতেই মেসেজ পাঠাতে পারবেন।
9. বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে সকল নম্বর সংগ্রহ করতে পারবেন।
10. অটো রিপ্লাই ও রেসপন্স ট্র্যাক করতে পারবেন।
11. এক্সেল বা গুগল শিট থেকে ফাইল আকারে যত ইচ্ছা নম্বর একসাথে ইম্পোর্ট করতে পারবেন বা কপি পেস্ট করে নম্বর ইম্পোর্ট করতে পারবেন।
12. বাল্ক মোবাইল SMS এ ক্যারেক্টার লিমিটেশন থাকে এবং যে কোন মিডিয়া ফাইল পাঠানো যায় না, কিন্তু হোয়াটসঅ্যাপ মার্কেটিং সফটওয়্যারটি ব্যবহার করে ছবি, ভিডিও, লিঙ্ক, এটাচম্যান্ট সহ যেকোন মিডিয়া বা ফাইল পাঠাতে পারবেন।
13. ইনস্ট্যান্ট ও শিডিউল মেসেজ ডেলিভারি সুবিধা পাবেন। অর্থাৎ আপনি প্রয়োজনে সকল মেসেজ একবারে পাঠাতে পারবেন আবার প্রয়োজন নির্দিষ্ট সময় পর পর মেসেজ পাঠাতে পারবেন। নির্দিষ্ট সময় পর পর মেসেজ পাঠালে গ্রাহকরা একসাথে মেসেজ পেয়ে রিপ্লাই করবে না। আপনিও তখন সময় নিয়ে গ্রাহকদের সাথে কথা বলতে পারবেন। যেমন- এক ক্লিক করে মেসেজ পাঠাবেন কিন্তু ১ মিনিট পর পর সারাদিন মেসেজ যেতে থাকবে। উল্লেখ্য, দুটি মেসেজের মধ্যে কত সময়ের বিরতি রাখবেন তা আপনি প্রয়োজন মত সেট করে দিতে পারবেন।
বিশেষ দ্রষ্টব্যঃ এছাড়া আরও নানারকম সুবিধা নিয়ে তৈরি করা হয়েছে আমাদের এই JHINUK WhatsApp Marketing Software টি।

01618041020

Address

Sirajganj
6720

Alerts

Be the first to know and let us send you an email when Ebondhu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Ebondhu:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram