সেবা ফার্মেসী

সেবা ফার্মেসী ★প্রয়োজনীয় ঔষধ
★মোবাইল ব্যাংকিং সুবিধা
★সকল প্রকার মোবাইল রিচার্জ

12/03/2023

আদর্শ রক্তদাতার বৈশিষ্ট্যঃ
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
১।বয়সঃ ১৮-৬০ বছর।
(যারা নিয়মিত বিরতিতে রক্তদান করেন তারা ৬৫ বছর পর্যন্ত রক্ত দান করতে পারেন)
২। সুস্থ্য সবল রক্ত দাতা।
৩।ওজনঃন্যূনতম ৪৮ কেজি
(এফেরেসিস প্লেটিলেট এর ক্ষেত্রে ন্যুনতম ৫৮ কেজি)
৪।শিরার গতিঃ ৬০-১০০/মিনিট।
৫।তাপমাত্রাঃস্বাভাবিক।
(৯৭-৯৮.৬° ফারেনহাইট)
৬।রক্তচাপঃ ১০০-১৪০/৬০-৯০ মি মি মার্কারি।
৭।হিমোগ্লোবিনঃ পুরুষ‌ঃ > ১২.৯ গ্রাম/ডিএল
নারীঃ >১১.৯গ্রাম/ডিএল
৮।দুই রক্তদানের মধ্যে ব্যবধানঃ
পুরুষঃ ১২ সপ্তাহ(৩মাস)
নারীঃ ১৬ সপ্তাহ (৪মাস)
(প্লেটিলেটের ক্ষেত্রেঃ ২ সপ্তাহ/১৫ দিন প্লাজমার ক্ষেত্রেঃ৪ সপ্তাহ/১মাস)
-------------------------------------------------------------------

কোন শারিরীক অবস্থায় কতদিন রক্ত দেয়া যাবে না
____________________________________________________________________________________

জন্ডিস/হেপাটাইটিস
-------------------------
(সুস্থ্য হওয়ার ১২ মাস পর পর্যন্ত)

একিউট নেফ্রাইটিস(কিডনি প্রদাহ)।
------------------------------------------
(সুস্থ্য হওয়ার ০৬ মাস পর পর্যন্ত)।

ম্যালেরিয়া
-------------
ম্যালেরিয়া প্রবন এলাকা/এন্ডেমিক জোমঃ (সুস্থ্য হওয়ার ০৩ মাস পর পর্যন্ত।অন্যান্য এলাকা:সুস্থ্য হওয়ার ০৬ মাস পর পর্যন্ত)।

মিজেলস,মাম্পস,চিকেন পক্স
------------------------------------
(সুস্থ্য হওয়ার ০২ মাস পর পর্যন্ত)।

টাইফয়েড জ্বর
-------------------
(সুস্থ্য হওয়ার ১২ মাস পর পর্যন্ত)।

কোভিড-১৯ ইনফেকশন
------------------------------
(সুস্থ্য হওয়ার ১৪ দিন পর পর্যন্ত)।

এবরশন করালে/হলে
--------------------------
(সুস্থ্য হওয়ার ০৬ মাস পর পর্যন্ত)।

প্রেগন্যান্সি ও দুগ্ধদায়ী মা
-------------------------------
(সুস্থ্য হওয়ার ১২ মাস পর পর্যন্ত)।

ছোট অপারেশন
--------------------
(সুস্থ্য হওয়ার ০৩ মাস পর পর্যন্ত)।

বড় অপারেশন
------------------
(সুস্থ্য হওয়ার ১২ মাস পর পর্যন্ত)।

দাঁতের চিকিৎসা (ছোট)
-----------------------------
(সুস্থ্য হওয়ার ০১ দিন পর পর্যন্ত)।

দাঁতের চিকিৎসা (বড়- রুট ক্যানাল,দাত তোলা)
---------------------------------------------------------
(সুস্থ্য হওয়ার ০৭ দিন পর পর্যন্ত)।

ঔষধঃ
=====

এসপিরিন (শেষ ঔষধ সেবনের ৫ দিন পর)

অন্য ব্যাথার ঔষধ (NSAIDS) -(২দিন)

এন্টিবায়োটিক (১৪ দিন)

এসিট্রেটিন (ভিটা এ ডেরিভেটিভ)-(৩বছর)

আইসোট্রেটিনয়ন (২৮দিন পর)

ডুটাস্টেরয়ড (প্রোস্টেটের জন্য ব্যবহৃত)-(৬মাস পর)

ফিনাস্টেরাইড (প্রোস্টেটের জন্য ব্যবহৃত)-(২৮দিন পর)

ভ্যাক্সিনঃ
________

১। বিসিজি,মিজেলস,মাম্পস, রুবেলা,ইয়েলো ফিভার,ওরাল পোলিও,ইনফ্লুয়েঞ্জা,টাইফয়েড ভ্যাক্সিন।(২৮দিন/১মাস)

২। টিটেনাস,কলেরা,প্লেগ,হুপিং কাশি, নিউমোকক্কাস, মেনিঙ্গোকক্কাস, ভ্যাক্সিন (১৫ দিন/২ সপ্তাহ)

৩। হেপাটাইটিস বি, র‍্যাবিস ভ্যাক্সিন(১বছর)

৪। কোভিড-১৯ ভ্যাক্সিন (২৮দিন/১মাস)

যে সব রোগের কারনে কখনোই রক্ত দেয়া যাবে নাঃ
=======================================
১।ক্যান্সার।
২।হেপাটাইটিস বি,সি।
৩।দীর্ঘমেয়াদী লিভার রোগ।
৪।দীর্ঘমেয়াদী কিডনি রোগ।
৫।অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ।
৬।অনিয়ন্ত্রিত ডায়াবেটিস।

Address

Tarsh
Sirajganj
6721

Telephone

+8801911044730

Website

Alerts

Be the first to know and let us send you an email when সেবা ফার্মেসী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share