18/09/2025
প্রাইভেসির কারনে রোগীর ছবি পোস্ট করলাম না । আজ একটা চমৎকার ঘটনার সাক্ষী হলাম !!
আমার এক ছোট ভাই - বন্ধুর মা অসুস্থ, হাসপাতালে ভর্তি তাই দেখতে গেছিলাম । দেখলাম একটা অসুস্থ রোগীর পাশে একটা বিড়াল অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে । ওনার পাশে এক বৃদ্ধার কাছে জানতে পারলাম ওনার তিন ছেলে দুই মেয়ে কিন্তু অসুস্থ হয়ে চারদিন হাসপাতালে ভর্তি, কেউ কেউ দেখতে এসেছে ক্ষনিকের জন্য কিন্তু এসে কয়েক ঘন্টা পাশে থাকেনি । হয়তো তারা অনেক ব্যাস্ত। বাড়িতে তার একটা পোষা বিড়াল ছিলো " মিনু " । মিনুকে বাড়িতে খেতে দেওয়ার মতো অনেক মানুষ আছে কিন্তু মিনু পুরা দুইদিন কিচ্ছু খাইনি আর কান্না করেছে মানে দিনরাত ডেকেছে । পরে তার একটা নাতি হাসপাতালে দেওয়ার পরে মিনু শান্ত হয় , আর এই দুই দিন এক রাত মিনু তার পাশেই আছে ।
হাসপাতালে মিনু প্রথম দিন আসলেও বাইরে গিয়ে আবার গন্ধ শুঁকে চলে আসে । আর মিনু কে দেখে চান মিয়া বেশ ভালোই মনোবল দেখাচ্ছেন হাসিখুশি আছেন । এজন্যই হয়তো কেউ বলেছিলেন ," বিশ্বাসঘাতক মানুষের থেকে অবলা প্রাণীকে ভালোবাসা উত্তম । বিপদের দিনে পাশে থাকে "
Copy post