Ideal Homoeo Hall

Ideal Homoeo Hall Homoeopathic Treatment & Medicine supplier Giving treatment through video call. Only Friday from 10AM to5.0PM.

09/05/2024

আগামীকাল এবং পরশু সারাদিন খামার শানিলা চেম্বারে রোগী দেখবো ইনশাআল্লাহ্। সিরিয়ালের জন্য যোগাযোগ করতে পারেন: ০১৭১৬৯৭০২৯০/০১৯১১৩৬৯৪৩৪
দুরের রোগীরা অবশ্যই ফোন দিয়ে আসবেন।

আলফা নামের দেড় বছর বয়সি এই বাচ্চাটিকে আমার কাছে নিয়ে আসা হয় গত ০১/০৭/২০২৩ তারিখে। এর সমস্যা হলো জন্মগত বাঁকা পা, যা পুর্...
02/02/2024

আলফা নামের দেড় বছর বয়সি এই বাচ্চাটিকে আমার কাছে নিয়ে আসা হয় গত ০১/০৭/২০২৩ তারিখে। এর সমস্যা হলো জন্মগত বাঁকা পা, যা পুর্বের ছবিতে দেখতে পাচ্ছেন। আমি বলেছিলাম, প্রতি মাসে আমি একটা করে ডোজ দিব, তবে দীর্ঘদিন চিকিৎসা করতে হবে। আজ ৬ মাসের মাথায় রিভিউ দিলাম। আলহামদুলিল্লাহ্ অনেক উন্নতি হয়েছে। আমি আশাকরি আর কিছুদিন চিকিৎসা করলে বাচ্চাটি পুরোপুরি সুস্হ হবে। ধৈয্য সহকারে আর সঠিক পথে চিকিৎসা করতে পারলে হোমিওপ্যাথিতে অনেক সময় অসম্ভকে সম্ভব করা যায়।

রাস টকসএটি একটি গুল্ম জাতীয় গাছ। এর চলতি নাম - পয়জন আইভি।  ১৬৩৫ সালে করনুটাস নামের এক উদ্ভিদ বিজ্ঞানী এই গুল্মটি প্রথম ...
21/12/2023

রাস টকস

এটি একটি গুল্ম জাতীয় গাছ।
এর চলতি নাম - পয়জন আইভি। ১৬৩৫ সালে করনুটাস নামের এক উদ্ভিদ বিজ্ঞানী এই গুল্মটি প্রথম আবিষ্কার করেন, কিন্তু গুল্মটি খুব একটা ব্যবহার হত না। ১৭৯৮ সালে ডাফরেনয় নামের একজন চিকিৎসক লক্ষ্য করেন এই গুল্মের রস চামড়ার উপরে হওয়া হার্পেটিক জাতীয় উদ্ভেদ সারাতে পারে। সেই থেকে এই গুল্ম চিকিৎসা জগতে একটি জায়গা করে নিয়েছিল। এই বিষাক্ত গুল্মটি উত্তর আমেরিকা ও কানাডাতে বেশি জন্মায়।

হ্যানিম্যান ১৮১৩ সাল থেকে রাস টকস গুল্মের পাতা থেকে ঔষধ তৈরি করে পরীক্ষা করতে থাকেন এবং ১৮১৬ সালে ৯৭৬ টি লক্ষন সহ ঔষধটিকে তার মেটিরিয়া মেডিকা পিউরার দ্বিতীয় ভলিউমে জায়গা দেন।

এই ঔষধের প্রধান প্রধান লক্ষণ ---

১) হ্যানিম্যান বলেছেন --- আমি দীর্ঘদিন ধরে পরীক্ষা করে বুঝলাম এই ঔষধটি মাংসপেশিতে টান বা খিঁচুনি লাগার একটি উৎকৃষ্ট ও স্পেসিফিক ঔষধ ,

( Of late years multiplied experience has taught me that Rhus is the most efficacious and the specific remedy for the frequently fatal effects of overlifting of the muscles and contusions ".

১০০০ শক্তি ৪ ঘন্টা অন্তর
১০/১২ বার,

২) রাস টকস গাছটির ভীষণভাবে বৃদ্ধি বা বাড়বাড়ন্ত হয় জুন বা জুলাই মাসে, অর্থাৎ বর্ষাকালে, আর এই সময়ে গাছটির ফুলও ফোটে। কোন গাছের যখন ফুল ফোটে বুঝতে হবে সেই সময় তার সর্বাত্মক বৃদ্ধি হয়েছে এবং তার ভিতরের সবরকম গুণগত উৎকর্ষতা বৃদ্ধি পেয়েছে। এই জন্য বর্ষাকালীন বৃদ্ধিযুক্ত রোগে রাস টকস অত্যন্ত কার্যকরী হয়। রাতে বিশেষ করে মাঝ রাতে এই গুল্মের মধ্যে পয়জনাস অর্থাৎ বিষাক্ত ভাব বাড়ে, সেই জন্য রাস টকসের অনেক বৃদ্ধি রাতে, বিশেষ করে মাঝ রাতের পরে হয়।

৩) অত্যন্ত শারীরিক ছটফটানি, কোন এক জায়গায় চুপ করে বসে বা শুয়ে থাকতে পারে না, সব সময় শারীরিক অস্থিরতা প্রকাশ করা রাস টকসের একটি প্রধান লক্ষণ, কারণ তাতে সে ভাল থাকে, ( এ্যাকোনাইট, আর্সেনিক, ফসফরাস,)

৪) ঠান্ডা স্যাঁতস্যাঁতে আবহাওয়াতে থাকার জন্য, বা ভিজে বা আদ্র আবহাওয়ায় থাকার জন্য, বা বৃষ্টিতে অনেকক্ষণ ভেজার পরে, বা অনেকক্ষণ ধরে স্নান করার পরে, যে কোন রোগের সূত্রপাত হলে, এবং তার সাথে গা হাত পা খুব ব্যথা থাকলে, এবং শারীরিক ছটফটানি প্রকাশ পেলে রাস টকসই প্রথম এবং প্রধান ঔষধ,

৫) অত্যন্ত শীত কাতুরে, শীত খুব বেশি, ঠান্ডাতে সব কষ্ট বাড়ে , এবং গরমে সব কষ্ট কমে, ( হিপার, নাকস, সোরিনাম, সালফার, কেলি কার্ব)

৬) সব রকম বাতের ব্যথায় এই ঔষধ অত্যন্ত কার্যকরী -- ঘাড়ে ব্যথা, পিঠে ব্যথা, কোমরে ব্যথা, হাতের বা পায়ের জয়েন্টে ব্যথা, কানের পিছনে অর্থাৎ টেম্পারো ম্যান্ডিবুলার জয়েন্টে ব্যথা, ইত্যাদি সকল ব্যথায় এই ঔষধ একটি ধন্বন্তরি ঔষধ, তবে দুইটি লক্ষণ অবশ্যই দেখতে হবে,

i) স্থির বা শান্তভাবে থাকলে ব্যথা বাড়ে, কিন্তু চলাফেরা বা নড়াচড়ায় ব্যথা কমে, এবং

ii) সবরকম ঠান্ডাতে ব্যথা বাড়ে, এবং সব রকম গরমে, বা গরম সেঁকে ব্যথা কমে। পিঠের ব্যাথা চাপলে কমে।

একভাবে শুয়ে থাকলে ব্যথা বাড়ে, তাই বিছানায় সমানে ছটফট করতে থাকে, কিন্তু নিজের শরীরের দোষ মনে করে না, ভাবে বিছানাটা খুব শক্ত, ( আর্নিকা, ব্যাপটিসিয়া, পাইরোজেন৷) ,

৭) এটি তরুন চর্ম রোগের একটি অত্যন্ত ভালো ঔষধ, তবে চর্ম রোগের বৈশিষ্ট্য হলো --ফোসকা পড়ার মতন, অর্থাৎ ভিতরে কিছু জল থাকার মতন উদ্ভেদ। অর্থাৎ, রাস টকসের চুলকানি একেবারে শুকনো নয়, উদ্ভেদগুলির ভিতরে কিছু রস থাকবে। অসহ্য চুলকানি , চুলকানি রাত্রে বাড়ে,এবং গরম সেঁকে বা উত্তাপ প্রয়োগে ভালো থাকে। এইজন্যে যেসব উদ্ভেদের ভিতরে একটু জল থাকে, যেমন -- হাম, পকস, হার্পেটিক, ঠোটের উপরে হওয়া জ্বরঠুঁটো, ইত্যাদি উদ্ভেদজনিত চর্মরোগে রাস টকস অদ্বিতীয় ঔষধ । আর্টিকেরিয়া বা আমবাতেও এটি অত্যন্ত কার্যকরী ঔষধ, গরম সেঁক দিলে আমবাত কমে।

৮) বহু ক্ষেত্রে জিভের আগার দিকে লালচে ভাব থাকে, কখনও বা ত্রিভুজের মতন তিন কোনাযুক্ত লাল রংয়ের আভা দেখতে পাওয়া যায় ,

৯) যে সকল জ্বর, বা টাইফয়েডের শুরুতে ডায়েরিয়া বা পাতলা পায়খানা থাকবে, রাস টকস একমাত্র নির্দেশক ঔষধ, অবশ্য অন্য কিছু সিমপটমস দেখা দরকার , যেমন শীত বেশী লাগবে, গরমে আরাম পাবে, নড়াচড়াতে আরাম পাবে, ইত্যাদি ।
( জ্বরের শুরু থেকে সাংঘাতিক কোষ্ঠবদ্ধতা --- ব্রাইওনিয়া ),

১০) ঠান্ডা দুধ খেতে ভালোবাসে,

১১) স্বপ্ন দেখে খুব ভারী কাজ করছে -- মালপত্র বহন করা, গাড়ী বা নৌকা চালানো, ইত্যাদি,

১২) শরীরের যে কোন জায়গায়, বিশেষ করে হাতে বা পায়ে, ঝিনঝিন করা, বা অবস হওয়া, বা মাংসপেশী কেঁপে ওঠা ---
এটিও এই ঔষধের একটি উল্লেখযোগ্য লক্ষণ।

( a sensation of tingling and twitching in the affected limb),

১৩) এই ঔষধের কয়েকটি মানসিক লক্ষনও খু্বই উল্লেখযোগ্য,
খুব উৎকণ্ঠা, উদ্বেগ, ও মানসিক অস্থিরতা, সব সময় মন মেজাজ খারাপ থাকে, আর থাকে সন্দেহপ্রবনতা, সহজে সবকিছু বিশ্বাস করতে চায় না।

★ব্রাইওনিয়ার সাথে এই ওষুধের খুব ভালো সম্পর্ক । হ্যানিম্যান একসময় একটি মাত্র ঔষধ প্রয়োগ করতে বললেও নিজে কিন্তু ব্রাইওনিয়া ও রাস টকস ঔষধ দুইটি অল্টারনেট বা পালটাপালটি করে টাইফয়েড জ্বরে প্রয়োগ করছেন। এ ব্যাপারে হ্যানিম্যান নিজে লিখেছেন,

" Rhus alterations with Bryonia could cure all case of the disease in the hands of careful practitioners ".

★ হ্যানিম্যানের মতে রাস টকস একটি এ্যান্টি সোরিক ঔষধ,
তবে শুধু রাস টকস নয়, কোন ঔষধের মায়াজম নিয়ে বেশি ভাবার দরকার নেই, বেশি কচকচানি করারও দরকার নেই।

★ রাস টকস ১০০০ শক্তি ভাল কাজ করে।

রাস টকস ব্যবহার করে আমরা এ্যালোপ্যাথদের যথেচ্ছ পেন কিলার ব্যবহার করে মানুষদেরকে কিডনি নষ্ট করার হাত থেকে বাঁচাতে পারি!

নিচে রাস টকস বা পয়জন আইভি নামের গুল্ম জাতীয় গাছটির একটি ছবি দিলাম।

############xxc###############x
Copy from Dr. Robin Barmon's post.

06/12/2023

যারা শারিরীক বিভিন্ন সমস্যার কারণে যৌন দুর্বলতা অনুভব করেন এবং বিভিন্ন সময় নানা চটকদারী বিজ্ঞাপন দেখে ওয়ান টাইম ঔষধ সেবন করেন, মনে রাখবেন আপনার মুল সমস্যা দুরীভুত না হওয়া পর্যন্ত এসব ওষুধে হয় কোন কাজ করবেনা, আর না হয় বিপরীত ফল বয়ে আনবে। যৌন দুর্বলতা বিচ্ছিন্ন কোন বিষয় নয় এটা আপনার শারিরীক অসুস্হতার বহিঃপ্রকাশ মাত্র।
ইদানিং লক্ষ্য করছি, কিছু প্রতারক চক্র ৩দিন/৭দিন/১ মাসে ডায়াবেটিস নির্মুল করার হার্বাল ঔষধ বিক্রি করে এবং অনেকে এসব ফাঁদে পা ও দেন। সাবধান হন, এরা আপনাকে শারিরীক এবং আর্থিক ভাবে পংগু করে দেবে। অবশ্যই ডায়াবেটিস একটি দূরারোগ্য রোগ। এত সহজেই যদি ডায়াবেটিস সারানো যেত, তাহলে বিশেষজ্ঞ ডাক্তাররা বসে আংগুল চুষতো না।

09/11/2023

আলহামদুলিল্লাহ
দীর্ঘদিনের প্রতিক্ষিত হোমিওপ্যাথি চিকিৎসা আইন - ২০২৩ মন্ত্রীপরিষদে চূড়ান্ত অনুমোদন। প্রিয় চিকিৎসক, শিক্ষক ও ছাত্র ছাত্রী বৃন্দ,আজ ১৯/০৬/২০২৩ ইং তারিখে হোমিওপ্যাথি চিকিৎসক শিক্ষক ও ছাত্র ছাত্রীদের দীর্ঘদিনের প্রতিক্ষিত হোমিওপ্যাথি চিকিৎসা আইন ২০২৩ ( বি এইচ এম এস ও ডি এইচ এম এস দের নামের পূর্বে ডাঃ এবং উচ্চ শিক্ষার সূযোগ সহ) জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রী পরিষদ সভায় চূড়ান্ত অনুমোদন হয়েছে। আশা করছি অনতিবিলম্বে এই আইনটি সংসদে পাস হবে।এজন্য মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, মাননীয় স্বাস্থ্য মন্ত্রী, মাননীয় আইন মন্ত্রী, স্বাস্থ্য শিক্ষা সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব সহ মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের মাননীয় সফল চেয়ারম্যান হোমিওরত্ন ডাঃ দিলীপ কুমার রায় স্যারকে , সন্মানিত রেজিস্ট্রার কাম সেক্রেটারি ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম স্যারকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি ও হোমিওপ্যাথি বোর্ডের সদস্যবৃন্দ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং হোমিওপ্যাথি সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ সহ সকল হোমিওপ্যাথিক চিকিৎসক শিক্ষক ও ছাত্র ছাত্রীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
মহান সৃষ্টিকর্তা আমাদের সহায় হন।
জয় হোক হোমিওপ্যাথির।

26/09/2023

পাইলস এর একটি ভালো ঔষধ।

18/09/2023
বাচ্চার নামঃ জান্নাত আলী মোল্লাওজনঃ ১.৫ কেজি।বয়সঃ  ৩ দিন।(০৭-০৯-২০২৩)পিতাঃ মোঃ শফিকুল ইসলাম।মাতাঃ মোছাঃ জালেকা খাতুন।গ্র...
12/09/2023

বাচ্চার নামঃ জান্নাত আলী মোল্লা
ওজনঃ ১.৫ কেজি।
বয়সঃ ৩ দিন।(০৭-০৯-২০২৩)
পিতাঃ মোঃ শফিকুল ইসলাম।
মাতাঃ মোছাঃ জালেকা খাতুন।
গ্রামঃ জয়গুনপুর, ফরিদপুর, পাবনা।
বাচ্চাটির সমস্যা হলোঃ জন্ম থেকে সে প্রস্রাব করে নাই (০৭/০৯/২০২৩ পর্যন্ত ৩ দিন।) জন্মগত হার্নিয়া এবং হাইড্রোসিল। (রিপোর্ট এবং ছবি সংযুক্ত করা হলো), বাম পা সোজা হয় না, টান দিলে শক্ত এবং কান্না করে। জন্মের পর থেকে অনবরতঃ কান্না, ঘুমায় না, খায় না।
শাহজাদপুর শিশু হাসপাতালে নিয়ে আসলে তারা নিম্নে দেওয়া আল্ট্রাসনোগ্রাম করে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার উপদেশ দেয়। এরপর বাচ্চাটির অভিভাবক বগুড়া না গিয়ে আমার শাহজাদপুর চেম্বারে নিয়ে আসে। আমি একডোজ ঔষধ খাইয়ে একঘন্টা চেম্বারে বসিয়ে রাখি। এই একঘন্টার মধ্যে বাচ্চাটির কান্না বন্ধ হয় এবং ঘুমিয়ে পড়ে এরমধ্যে সে একবার প্রস্রাব ও করে। লক্ষ্মণ ভালো দেখে আমি তাকে ১৫ দিনের ঔষধ দিয়ে বাড়ি পাঠিয়ে দেই এবং মাঝে মাঝে ফোনে আপডেট দিতে বলি। এরপর থেকে বাচ্চার খাওয়া, ঘুম স্বাভাবিক এবং নিয়মিত প্রস্রাব পায়খানা করছে। হার্নিয়া এবং হাইড্রোসিল এর ফোলাও কমেছে (১০/০৯/২০২৩ এর ছবি সংযুক্ত করা হয়েছে)। বাচ্চাটি আর একটু সুস্হ্য হলে একটা ভিডিও সংযুক্ত করব ইনশাআল্লাহ। জন্মগত যে কোন ধরণের প্রতিবন্ধী বাচ্চার চিকিৎসার জন্য আমাদের সংগে যোগাযোগ করতে পারেন। আমাদের ঠিকানাঃ
আইডিয়াল হোমিও হল
বঙ্গবন্ধু মহিলা কলেজের ১০০ গজ দক্ষিণে,
শেরখালি, শাহজাদপুর, সিরাজগঞ্জ।
মোবাইল নাম্বারঃ ০১৭১৬৯৭০২৯০, ০১৯১১৩৬৯৪৩৪

Address

House: 12, Near Bongobondhu Mohila College, Sherkhali. Shahjadpur
Sirajganj
6770

Alerts

Be the first to know and let us send you an email when Ideal Homoeo Hall posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Ideal Homoeo Hall:

Share