Blood Donation Sirajganj-BDS

Blood Donation Sirajganj-BDS রক্ত দান করলে কিন্তু রক্ত কমে যায় না, বরং বেড়ে যায় বিশ্বাস, মানবতা আর জীবন বাঁচানোর সাহস।��

ক্রমিক নং:১৬আলহামদুলিল্লাহ  এর পক্ষ থেকে  রক্তদান করলেনMI S TI Blood Group:O+ধন্যবাদ19-10-2025🩸
20/10/2025

ক্রমিক নং:১৬
আলহামদুলিল্লাহ

এর পক্ষ থেকে রক্তদান করলেন
MI S TI
Blood Group:O+
ধন্যবাদ
19-10-2025🩸

আপনার Blood গ্রুপ কি???
07/10/2025

আপনার Blood গ্রুপ কি???

ক্রমিক নং:১৫আলহামদুলিল্লাহ  এর পক্ষ থেকে  রক্তদান করলেনMd Asadullah Shake Sujon Blood Group:A+ধন্যবাদ06-10-2025🩸
06/10/2025

ক্রমিক নং:১৫
আলহামদুলিল্লাহ

এর পক্ষ থেকে রক্তদান করলেন
Md Asadullah Shake Sujon
Blood Group:A+
ধন্যবাদ
06-10-2025🩸

29/09/2025

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Rakib Khan, Atik Khan, Rifat Shake, MD Kamrul Islam, Md Alom Gir Hossen, Rahiyat Islam Rahi, Abdul Alim Khan

আজ ২৯ সেপ্টেম্বর বিশ্ব হার্ট দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য, ‘একটা স্পন্দনও যাতে মিস না হয়’। অর্থাৎ যত্ন নিতে হবে প্রতি...
29/09/2025

আজ ২৯ সেপ্টেম্বর বিশ্ব হার্ট দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য, ‘একটা স্পন্দনও যাতে মিস না হয়’। অর্থাৎ যত্ন নিতে হবে প্রতিটা হৃৎস্পন্দনের। সেজন্য এ দিবসটি ঘটা করেই উদযাপন করা হয়, যেন মানুষ সচেতন হতে পারে, নিজেদের যত্ন নিতে পারে।

হঠাৎ কারও হার্ট অ্যাটাক হলে আতঙ্কিত হয়ে পড়েন। কিছু বুঝে ওঠার আগেই বড় ধরনের বিপদের সম্মুখীন হন। তবে এমন সমস্যা থেকে মোকাবেলারও উপায় রয়েছে। এসব বিষয়ে পরামর্শ দিয়েছেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সিনিয়র কনসালট্যান্ট অধ্যাপক ডা. অশোক দত্ত।

ডা. অশোক দত্ত বলেন, হঠাৎ হার্ট অ্যাটাক হলে বুঝতে অসুবিধা হয়—আসলেই কি হার্ট অ্যাটাক হয়েছে কি না। আবার কারও বয়স বেশি থাকায় ডায়াবেটিস বা প্রেসার থাকে কিংবা বংশগতভাবে হার্টের সমস্যা থাকে। আবার বুকে ব্যথা হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, ঘাম হচ্ছে ও প্রেসার কমে যাচ্ছে। এমন অবস্থায় অনেকেই ধরেই নেন যে হার্ট অ্যাটাক অথবা কনফিউশন হতে পারে যে গ্যাসের ব্যথা বা অন্য কোনো সমস্যা।

তিনি আরও বলেন, এখানে দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। হার্ট অ্যাটাক প্রতিরোধ ও বাড়তে না পারে সেজন্য ব্লাড থিনার হিসেবে অ্যাসপিরিন বা ক্লোপিডগ্রেল গ্রুপের ওষুধ অনেকেই সেবন করেন। এমনকি অলরেডি যাদের হার্টের অসুখ আছে তারাও সেটা খান। সঙ্গে সঙ্গে একটা বা দুইটা এই ট্যাবলেট খেয়ে নিতে পারেন। ডাক্তাররা সাধারণত চারটাও খেতে দেন।

ডা. অশোক দত্ত বলেন, আরেকটা ওষুধ আছে যেটা রক্তের কোলেস্টেরল কমানোর জন্য অ্যাটোরভাস্ট্যাটিন বা রোসুভাস্ট্যাটিন। এটা দেখা যাচ্ছে যে শুধু কোলেস্টেরল কমানো নয়, এটা হার্ট অ্যাটাক যখন হয় তখন অ্যাটোরভাস্ট্যাটিন বা রোসুভাস্ট্যাটিন খেলে অ্যাটাক না বাড়িয়ে আরও কমিয়ে দিতে পারে।

সুতরাং গ্যাসের ব্যথা হলেও এই দুইটা ওষুধ খাওয়া যায়। সেক্ষেত্রে গ্যাস হয়তো একটু বাড়বে, কিন্তু সেটা জীবননাশের কারণ হবে না। ওই গ্যাসের জন্য কেউ মারা যাবে না। সঙ্গে যদি একটু গ্যাস্ট্রিকের ওষুধ বা এন্টাসিড খেলে কিংবা গ্যাসের অন্য কোনো ট্যাবলেট নিলে তাতেও সমস্যা নেই। কিন্তু এই ওষুধটা জীবন রক্ষা করতে পারে।

তিনি আরও বলেন, আরেকটা বিষয় হলো—যদি মনে হয় কারও হার্ট অ্যাটাক হয় তাহলে হাঁটাহাঁটি করে বা পরিশ্রম করে প্রমাণ করতে যাওয়া উচিত না যে সত্যিই হার্ট অ্যাটাক হয়েছে কি না। তাড়াহুড়ো না করে বরং বিশ্রাম নিতে হবে এবং নিকটস্থ কোনো ডাক্তারের পরামর্শ নিতে হবে।

এ ছাড়াও অনেকেই হয়তো তাৎক্ষণিকভাবে ঢাকায় গিয়ে চিকিৎসা নেয়ার কথা ভাবেন যেটা ঠিক নয়। নিকটস্থ পাশে যে ডাক্তার আছেন, তিনিই সবচেয়ে ভালো চিকিৎসা দিতে পারেন। ঢাকায় যাওয়ার পথে আপনার মৃত্যুর ঝুঁকি থেকে যায়, হার্ট দুর্বল হয়ে যেতে পারে, হার্ট ফেইলিওর হতে পারে।

সুতরাং, আপনার পাশে যে ডাক্তার আছেন—তিনি এমবিবিএস হোন বা কার্ডিওলজিস্ট—যারাই থাকুন না কেন, তার কাছেই যাওয়ার পরামর্শ দেন তিনি।
Blood Donation Sirajganj-BDS

প্রথমবার রক্ত দিতে গেলে ভয় পাওয়া স্বাভাবিক ব্যাপার। ইনজেকশন নেওয়ার সময় যেমন সামান্য ভয় লাগে, রক্ত দেওয়ার সময়ও ঠিক তেমনি ...
28/09/2025

প্রথমবার রক্ত দিতে গেলে ভয় পাওয়া স্বাভাবিক ব্যাপার।
ইনজেকশন নেওয়ার সময় যেমন সামান্য ভয় লাগে, রক্ত দেওয়ার সময়ও ঠিক তেমনি ভয় লাগে।
কিন্তু আসলে রক্ত দেওয়ার পুরো প্রক্রিয়ায় ব্যথা বা কষ্ট প্রায় নেই বললেই চলে।

🩸 কেন ভয় লাগে?

1. সুচ ঢুকবে ভেবে অনেকে ভয় পান।

2. শরীর দুর্বল হয়ে যাবে মনে করেন।

3. কিছু অজানা কল্পনা ভয় তৈরি করে—যেমন রক্ত কমে যাবে, অসুস্থ হয়ে পড়বেন ইত্যাদি।

🩸 আসল সত্যি কী?

1. রক্ত দেওয়ার সময় কেবল হালকা একটা সুচ ফোটার মতো অনুভূতি হয়।

2. শরীরের ৪-৫ লিটার রক্তের মধ্যে মাত্র ৪৫০ মিলি দেওয়া হয় যেটা শরীর দ্রুত পূরণ করে ফেলে।

3. ডাক্তার/নার্স সবসময় আপনার স্বাস্থ্য চেক করে তারপরই রক্ত নেয়, তাই কোনো ঝুঁকি নেই।

🩸 ভয় কাটানোর উপায়:

1. রক্ত দেওয়ার আগে ভালোভাবে পানি পান করুন।

2. পেট ভরে হালকা খাবার খেয়ে যান।

3. নার্স/ডাক্তারের সঙ্গে কথা বলুন—তারা আপনাকে সব বুঝিয়ে বলবে।

4. মনে রাখুন, আপনার কয়েক মিনিট ভয় জয় মানে কারো পুরো জীবন পাওয়া।

রক্ত দেওয়ার পর বেশিরভাগ মানুষ বলেন
আরে, এত সহজ কাজটাকে আমি এতদিন ভয় পাচ্ছিলাম কেন? বরং বুক ভরে যায় তৃপ্তি আর গর্বে, কারণ আপনার দেওয়া রক্ত অন্য কারো জীবনের শেষ আশা হয়ে উঠতে পারে। ভয়টা কয়েক মিনিটের, কিন্তু আপনার সাহস কারো সারাজীবনের হাসি ফিরিয়ে দিতে পারে।

আসুন, ভয়কে জয় করি
প্রথমবার রক্ত দিয়ে জীবন বাঁচানোর আনন্দটা অনুভব করি।

Blood Donation Sirajganj-BDS

ক্রমিক নং:১৪আলহামদুলিল্লাহ  BLOOD DONATION SIRAJGANJ-BDS এর পক্ষ থেকে  রক্তদান করলেনBlood Group:B-ধন্যবাদ26-09-2025🩸
27/09/2025

ক্রমিক নং:১৪
আলহামদুলিল্লাহ
BLOOD DONATION SIRAJGANJ-BDS
এর পক্ষ থেকে রক্তদান করলেন
Blood Group:B-
ধন্যবাদ
26-09-2025🩸

ক্রমিক নং:১৩আলহামদুলিল্লাহ  BLOOD DONATION SIRAJGANJ-BDS এর পক্ষ থেকে  রক্তদান করলেনBlood Group:B-ধন্যবাদ26-09-2025🩸
27/09/2025

ক্রমিক নং:১৩
আলহামদুলিল্লাহ
BLOOD DONATION SIRAJGANJ-BDS
এর পক্ষ থেকে রক্তদান করলেন
Blood Group:B-
ধন্যবাদ
26-09-2025🩸

ক্রমিক নং:১২আলহামদুলিল্লাহ  BLOOD DONATION SIRAJGANJ-BDS এর পক্ষ থেকে  রক্তদান করলেনBlood Group:B+প্রোপাইটার সাকিব ধন্যব...
27/09/2025

ক্রমিক নং:১২
আলহামদুলিল্লাহ
BLOOD DONATION SIRAJGANJ-BDS
এর পক্ষ থেকে রক্তদান করলেন
Blood Group:B+
প্রোপাইটার সাকিব
ধন্যবাদ
26-09-2025🩸

ক্রমিক নং:১১আলহামদুলিল্লাহ  BLOOD DONATION SIRAJGANJ-BDS এর পক্ষ থেকে  রক্তদান করলেনBlood Group:B+কবিরাজ মোঃ রিপন মন্ডল ...
25/09/2025

ক্রমিক নং:১১
আলহামদুলিল্লাহ
BLOOD DONATION SIRAJGANJ-BDS
এর পক্ষ থেকে রক্তদান করলেন
Blood Group:B+
কবিরাজ মোঃ রিপন মন্ডল
ধন্যবাদ
25-09-2025🩸

24/09/2025

O নেগেটিভ রক্ত দরকার কেও থাকলে কষ্ট করে একটু নক করেন.

13/10/2024

তুমি পরের জ'ন্মে আমার হয়ে এসো আমি ছে'ড়ে গিয়ে দেখিয়ে দেবো ছে'ড়ে যাওয়ার য'ন্ত্র'ণা কাকে বলে..!💔🥲

Address

Sirajganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Blood Donation Sirajganj-BDS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Blood Donation Sirajganj-BDS:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram