জীবনের আলো ব্লাড ব্যাংক - বাংলাদেশ

  • Home
  • Bangladesh
  • Sirajganj
  • জীবনের আলো ব্লাড ব্যাংক - বাংলাদেশ

জীবনের আলো ব্লাড ব্যাংক - বাংলাদেশ মানব সেবায় নিয়োজিত মন
আত্মতৃপ্তি সারাক্ষণ ��

┏━━━━ ﷽━━━━┓🕌   ঈদ   মোবারক  🕌┗━━━━ ﷽━━━━┛ত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে সকলের মাঝে গড়ে উঠুক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভাল...
16/06/2024

┏━━━━ ﷽━━━━┓
🕌 ঈদ মোবারক 🕌
┗━━━━ ﷽━━━━┛

ত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে
সকলের মাঝে গড়ে উঠুক সৌহার্দ্য,
সম্প্রীতি ও ভালোবাসার বন্ধন ।

পবিত্র ঈদুল-আযহা সবার জীবনে বয়ে আনুক
অনাবিল সুখ শান্তি ও সমৃদ্ধি ।

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে
সিরাজগঞ্জ বাসী সহ
সকল মুসলিম ভাইবোনদের জীবনের আলো ব্লাড ব্যাংক - বাংলাদেশ এর পক্ষ থেকে জানাই
আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ ।

সবাইকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা ...

┏━━━ ﷽━━━┓
🕌 ঈদ মোবারক 🕌
┗━━━ ﷽━━━┛

🔰 তাকাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকুম 🔰

পবিত্র ঈদ- উল-ফিতরের খুশি জাগিয়ে       তুলুক ভাতৃত্ববোধ ঐক্য বন্ধন  ।সুখ-সমৃদ্ধি ও শান্তিতে কাটুক সবার জীবন জীবনের আলো ...
10/04/2024

পবিত্র ঈদ- উল-ফিতরের খুশি জাগিয়ে
তুলুক ভাতৃত্ববোধ ঐক্য বন্ধন ।
সুখ-সমৃদ্ধি ও শান্তিতে কাটুক সবার জীবন
জীবনের আলো ব্লাড ব্যাংক - বাংলাদেশ
এর পক্ষ থেকে সবাইকে
পবিত্র ঈদ -উল- ফিতরের শুভেচ্ছা ।
🌙 ঈদ মোবারক 🌙

শুভেচ্ছান্তে :

মোঃ ইয়ামিন তালুকদার রনি
কেন্দ্রীয় সহ-সভাপতি
জীবনের আলো ব্লাড ব্যাংক - বাংলাদেশ

লাইলাতুল কদরের সৌভাগ্য হাসিল করতে  আমরা যেভাবে নামাজ আদায় করবো▬▬▬▬▬▬◄◖◉◗►▬▬▬▬▬▬➤ প্রথম কথা: লাইলাতুল কদরের প্রধান আমল হল...
06/04/2024

লাইলাতুল কদরের সৌভাগ্য হাসিল করতে
আমরা যেভাবে নামাজ আদায় করবো
▬▬▬▬▬▬◄◖◉◗►▬▬▬▬▬▬
➤ প্রথম কথা: লাইলাতুল কদরের প্রধান আমল হলো, কিয়াম তথা নামাজে দণ্ডায়মান হওয়া। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘‘যে ব্যক্তি ঈমানের সাথে, সওয়াবের আশায় কদরের রাতে (ইবাদতের জন্য) দণ্ডায়মান হবে, তার পূর্বের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে।’’ [বুখারি, আস-সহিহ: ১৯০১, মুসলিম, আস-সহিহ: ৭৬০]
➤ দ্বিতীয় কথা: এই রাতের সর্বোত্তম আমল হবে লম্বা সময় ধরে কিয়ামুল লাইল তথা তাহাজ্জুদের নামাজ ও নফল নামাজে দণ্ডায়মান থাকা। যাদের পক্ষে সম্ভব, নামাজে লম্বা কিরাত পড়বেন। কিরাত ও কিয়ামকে লম্বা করতে একই রাকাতে অনেকগুলো সুরা পড়তেও কোনো অসুবিধা নেই। ধরুন, কারো দশটি সূরা মুখস্থ আছে; তাহলে তিনি প্রথম রাকাতে পাঁচটি ও দ্বিতীয় রাকাতে পাঁচটি সুরা পড়তে পারেন।
➤ তৃতীয় কথা: যদি সম্ভব হয়, তাহলে লাইলাতুল কদরের তালাশে রাতে না ঘুমানো উত্তম। আয়িশা (রা.) বলেন, ‘রাসুলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বিশ দিন (রাতে) সালাত আদায় করতেন ও ঘুমাতেন। কিন্তু শেষ দশকে ঘুমাতেন না; বরং পরিধেয় বস্ত্রকে মজবুত করে বেঁধে নামাজে মনোনিবেশ করতেন।’ [আহমাদ, আল-মুসনাদ: ৬/৬৮, ১৪৬]
➤ কদরের আমল শুরু হবে মাগরিবের ওয়াক্ত থেকে এবং চলবে ফজরের ওয়াক্ত শুরু হওয়ার পূর্ব পর্যন্ত। সুতরাং, এই পুরো সময়টিই গুরুত্বপূর্ণ। তাই, এই সময়টুকুতে যথাসাধ্য আমলে লেগে থাকতে হবে। বিশেষ করে নফল নামাজে।
➤ ‘‘শবে কদরের নামাজ’’ বলতে বিশেষ নিয়মের, বিশেষ সুরা দিয়ে কোনো নামাজ আদায়ের কথা সহিহ হাদিসে সাব্যস্ত হয়নি। সুতরাং, কদর তালাশে সাধারণভাবেই নফল নামাজ পড়বেন। সর্বোচ্চ চেষ্টা করবেন, শেষ রাতে তাহাজ্জুদ পড়ার।
➤ মাগরিব থেকে ইশার মধ্যবর্তী সময়ে নফল নামাজ পড়া রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবাগণ ও সালাফে সালেহিনের অভ্যাস ছিলো। সুতরাং, এ সময় নফল নামাজ পড়া উত্তম। এই সময়ের নামাজকে হাসান আল বাসরি (রাহ.) ‘তাহাজ্জুদের সমতূল্য’ গণ্য করতেন। (বিস্তারিত আমরা আউয়াবিন নামাজ নিয়ে একটি পোস্টে আলোচনা করেছি। কমেন্টে লিংক পাবেন)
➤ কদরের রাতে তাওবাহর উদ্দেশ্যে দুই রাকাত নফল নামাজ পড়া যায়। সাধারণভাবে তাওবাহর উদ্দেশ্য অন্তরে জাগরূক রেখে নিয়ত করবেন। মুখে কিছু বলতে হবে না। এরপর দুই রাকাত নফল নামাজ পড়বেন, যেভাবে সাধারণ নফল পড়েন। অতঃপর, আন্তরিকতার সাথে নিজের গুনাহের জন্য ক্ষমা চাবেন।
আবু বকর (রা.) বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, “যখন কোনো বান্দা গুনাহ করার পর সুন্দরভাবে অজু করে দাঁড়িয়ে যায় এবং দুই রাকাত নামাজ আদায় করে, অতঃপর আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে, তখন আল্লাহ তাকে অবশ্যই ক্ষমা করে দেন।” [তিরমিযি, আস-সুনান: ৪০৮; হাদিসটি সহিহ]
নামাজের পর দু‘আ করবেন আন্তরিকভাবে। তবে, তাওবাহর নামাজের সিজদায় এবং সালাম ফেরানোর পূর্বে ইস্তিগফার (আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা) করা আরো চমৎকার কাজ হবে। কদরের আমলের পোস্টে আমরা ইস্তিগফারের বাক্য তুলে ধরেছি। লিংক কমেন্টে পাবেন।
➤ মনে রাখতে হবে, লাইলাতুল কদর নির্দিষ্ট বা নির্ধারিত (fixed) নয়। রাসুলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘‘তোমরা রামাদানের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করো।’’ [বুখারি, আস-সহিহ: ২০২০]
তবে, শেষ দশকের বেজোড় রাতে কদর হওয়ার সম্ভাবনা বেশি। হাদিসে এসেছে, ‘‘তোমরা শেষ দশকের বেজোড় রাতে লাইলাতুল কদর তালাশ করো।’’ [বুখারি, আস-সহিহ: ২০১৭]
সেই হিসেবে ২১, ২৩, ২৫, ২৭ ও ২৯ তম রাতে বিশেষভাবে কদর তালাশ করতে হবে (অন্যান্য দিনেও সাধ্যানুযায়ী করতে হবে)। আজ (বুধবার) ২৩ তম রাত শুরু হতে যাচ্ছে মাগরিব থেকে। সুতরাং আজকের রাতটি সম্ভাবনাময়।
মুহাদ্দিসগণ বলেন, লাইলাতুল কদরের রাতটি গোপন রাখার উদ্দেশ্য হলো, যাতে মানুষ শেষ দশকের প্রতিটি রাতকেই কদরের রাত মনে করে ইবাদত করে। তাছাড়া, তাঁরা এটাও বলেছেন যে, কদরের রাত প্রত্যেক বছর একই দিনে হয় না। বরং এটি পরিবর্তিত হয়। (আমরা এটি নিয়ে বিস্তারিত লিখেছি একটি পোস্টে। কমেন্টে লিংক দেওয়া হলো)
➤ আল্লাহ্ সুবহানাহু ওয়া তা‘আলা বলেন, ‘‘কদরের রাতটি (মর্যাদার দিক থেকে) হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ।’’ [সুরা আল ক্বাদর, আয়াত: ০৩]
হিসাব করলে দেখা যায়, এই রাতটির মর্যাদা ৮৩ বছরের সমান! সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং, যে-রাতটির মর্যাদা এত বেশি, সেটিকে খুঁজে পেতে রমাদানের শেষ দশটি রাতেই ইবাদতে লেগে থাকা উচিত; বিশেষত বেজোড় রাতগুলোতে। আর গ্লোবাল হিসাব করলে জোড়-বেজোরের ব্যাপার থাকে না। শেষ দশটি রাতই সমান গুরুত্বপূর্ণ। যদিও আমরা লোকাল হিসাবকেই অগ্রাধিকার দিয়ে থাকি।

আসসালামু আলাইকুম, পবিত্র মাহে রমজান উপলক্ষে সকল মুসলমান ভাই বোনদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। নিজেকে পরিশুদ্ধ করে নেওয...
11/03/2024

আসসালামু আলাইকুম,

পবিত্র মাহে রমজান উপলক্ষে সকল মুসলমান ভাই বোনদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।

নিজেকে পরিশুদ্ধ করে নেওয়ার মাস হচ্ছে রমজান মাস, সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকার মাস হচ্ছে রমজান মাস।

বছর ঘুরে রহমত, মাগফিরাত আর নাজাতের সওগাত নিয়ে আবারো এসেছে পবিত্র মাহে রমজান। শুরু হলো সংযম সাধনার মাস।
খোশ আমদেদ মাহে রমজান,
আল্লাহ তাআলার অধিক থেকে অধিকতর নৈকট্য লাভের সেরা সময়।

এই মাসের ফজিলত অনেক, আর এই ফজিলত পবিত্র কোরান শরীফ, হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে। এই ফজিলতের কিছু বাণী তুলে ধরা হলো।

‘হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। যেমন ফরজ করা হয়েছিলো তোমাদের পূর্ববর্তী লোকদের উপর। যেন তোমরা পরহেজগারি অর্জন করতে পার’: আল কুরআন। ‘রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকের চেয়ে বেশী ঘ্রানযুক্ত’: আল হাদিস

‘ইফতার পর্যন্ত রোজাদারের জন্য ফেরেশতারা দোয়া করেন’: আল হাদিস। ‘রোজাদারের জন্য প্রতিদিন জান্নাতকে সজ্জিত করা হয়’: আল হাদিস। ‘রমজানের শেষ রাতে সকল উম্মতকে মাফ করা হয়’: আল হাদিস। ‘রমজান জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার ঢাল’: আল হাদিস।

‘রমজান জান্নাতে যাওয়ার উৎকৃষ্টতম উপায় এবং রাইয়ান নামক বিশেষ দরজা দিয়ে জান্নাতে প্রবেশের সুযোগ’: আল হাদিস। ‘রমজান গুনাহ মোচনের অন্যতম মাধ্যম’: আল হাদিস। ‘রোজা কিয়ামতের দিন মুমিন ব্যক্তির জন্য শুপারিশকারী হবে’: আল হাদিস

‘রোজার পুরষ্কার আল্লাহ নিজ হাতে প্রদান করবেন’: আল হাদিস। ‘রোজার মাধ্যমে আচার-আচরণ ও চরিত্র সুন্দর হয়’: আল হাদিস। ‘রোজা মানুষকে আখেরাত মুখী করে’: আল হাদিস।

‘রমজান সামাজিক সহমর্মিতা ও ভ্রাতৃত্ব বোধ সৃষ্টি করে’: আল হাদিস। ‘রমজান আল্লাহ ও বান্দার মাঝে নিতান্ত গোপন ইবাদত তাই এর মাধ্যমে আল্লাহ ও বান্দার মাঝে সম্পর্ক দৃঢ়তর হয়’: আল হাদিস। ‘রমজান আল্লাহর ইবাদতের এক অভূতপূর্ব ট্রেনিং স্বরূপ’: আল হাদিস।

📿 সবাইকে রমজানুল মোবারক 📿

▪️ ২১ আমার চেতনা ▪️▪️ ২১ আমার অহংকার▪️         আমার ভাইয়ের        রক্তে রাঙানো      একুশে ফেব্রুয়ারি    আমি কি ভুলিতে পা...
20/02/2024

▪️ ২১ আমার চেতনা ▪️
▪️ ২১ আমার অহংকার▪️

আমার ভাইয়ের
রক্তে রাঙানো
একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি

আজ ২১ শে ফেব্রুয়ারী ।
মহান শহীদ দিবস ও
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

২১ শে ফেব্রুয়ারী
আমাদের বাঙ্গালিদের জন্য
একটি গৌরব উজ্জ্বল দিন ।

১৯৫২ সালের এই দিনে
মাতৃভাষা বাংলা'র দাবীতে
রফিক, বরকত,সালাম,জব্বার,
আরো নাম না জানা
অনেক তরুণদের
বুকের তাজা রক্তের
বিনিময়ে পেয়েছি
মাতৃভাষা বাংলা ,
সকল ভাষা শহীদদের প্রতি
বিনম্র শ্রদ্ধা ।

সেই সাথে বিশ্বের
সকল বাংলা ভাষাভাষীদের
জানাই মহান আন্তর্জাতিক
মাতৃভাষা দিবসের শুভেচ্ছা
ও অভিনন্দন 🌹
▪️জয় বাংলা ▪️

▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️

মোঃ ইয়ামিন তালুকদার রনি
সহ - সভাপতি
জীবনের আলো ব্লাড ব্যাংক - বাংলাদেশ
( সেচ্ছাসেবী সংগঠন )

▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️

29/01/2024

💁রোগীর সমস্যা: সিজার
🔴রক্তের গ্রুপ: A পজিটিভ
🌡️হিমোগ্লোবিন:
💉রক্তের পরিমাণঃ ১ ব্যাগ
📆রক্তদানের তারিখ: 29/02/2024
⌚রক্তদানের সময়: দুপুর ৩ টা
🏥রক্তদানের স্থান: খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে
☎যোগযোগ: ০১৯১৮৭৯১৭৬৩
👬রেফারেন্স: বাইজিদ

🥰🥰🥰
24/11/2023

🥰🥰🥰

রক্তদান  হোক❣️❣️আপনার জীবনের শ্রেষ্ঠ উপহার❣️         ❣️   একটি দেহ একটি প্রাণ  ❣️             ❣️স্বেচ্ছায় করি রক্তদান ❣...
18/10/2023

রক্তদান হোক❣️
❣️আপনার জীবনের শ্রেষ্ঠ উপহার❣️

❣️ একটি দেহ একটি প্রাণ ❣️
❣️স্বেচ্ছায় করি রক্তদান ❣️

❣️ আলহামদুলিল্লাহ্‌ ❣️

বি পজেটিভ লাল ভালোবাসা দিলেন
ডোনার নামঃ Robin Khan
ডোনার ম্যানেজঃ মমিনুল ইসলাম মমিন
সহযোগীতায়ঃ নাজমুল
ডোনার ও রোগীর জন্যে সবাই দোয়া করবেন ।

#আসুন_করি_রক্ত_দান_বাঁচবে_রোগী_হাসবে_প্রাণ ।
❣️ আসুন সবাই নিজে রক্ত দেই❣️
❣️ অন্যকে রক্তদানে উৎসাহিত করি ❣️

#মানব_সেবায়_নিয়োজিত_মন_আত্মতৃপ্তি_সারাক্ষণ❣️

ধন্যবাদান্তেঃ
জীবনের আলো ব্লাড ব্যাংক - বাংলাদেশ

🥰🥀
23/09/2023

🥰🥀

ধন্যবাদ জানাতে চাই এই সকল মানুষকে যারা আমাদেরকে আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করেছেন। এবং সাথে আরো ধন্যবাদ জানাতে চাই আমাদ...
23/09/2023

ধন্যবাদ জানাতে চাই এই সকল মানুষকে যারা আমাদেরকে আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করেছেন।
এবং সাথে আরো ধন্যবাদ জানাতে চাই
আমাদের এলাকার ক্ষুদ্র এবং বড় দোকানদার ভাইদের কে। কারণ তাদের সহযোগিতার কারণে আমরা কাজটা সঠিকভাবে সম্পন্ন করতে পেরেছি।
ধন্যবাদ সকলকেই।
মানবতার জয় হোক

Address

Belkuchi
Sirajganj

Alerts

Be the first to know and let us send you an email when জীবনের আলো ব্লাড ব্যাংক - বাংলাদেশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to জীবনের আলো ব্লাড ব্যাংক - বাংলাদেশ:

Share

Category