Salvage Medical Consultation Centre

Salvage Medical Consultation Centre ★Quality healthcare with maximum patient satisfaction★

18/09/2021

স্যালভেজ মেডিক্যাল সেন্টারে চলছে দিন ব্যাপী বিনামূল্যে চিকিৎসা ও সকল পরীক্ষা নিরীক্ষার উপর ২৫% ছাড়।
সেবা নিন সুস্থ থাকুন।

15/09/2021

# রিসেপশন পরিচালনা করা
# বিলিং ও রিপোর্টিং
# মার্কেটিং
# শিক্ষাগত যোগ্যতা এসএসসি/এইচএসসি
# কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞ
# পূর্বে হাসপাতাল বা ক্লিনিকে কাজে অভিজ্ঞতা সম্পন্ন হলে অগ্রাধিকার
বেতন আলোচনা সাপেক্ষ

খুব বেশি দেরি হয়ে যাওয়ার আগেই চিকিৎসকের স্মরণাপন্ন হোন। চিকিৎসা একটি মহৎ পেশা। আপনার সুচিকিৎসার অনেকটাই নির্ভর করে চিকিৎ...
10/09/2021

খুব বেশি দেরি হয়ে যাওয়ার আগেই চিকিৎসকের স্মরণাপন্ন হোন। চিকিৎসা একটি মহৎ পেশা। আপনার সুচিকিৎসার অনেকটাই নির্ভর করে চিকিৎসক ও চিকিৎসা ব্যবস্থার প্রতি আপনার আস্থার ওপর। ব্যয়বহুল আধুনিক চিকিৎসায় আস্থা হারিয়ে অপেক্ষাকৃত সুলভ কিন্তু অবৈজ্ঞানিক চিকিৎসাপদ্ধতির আশ্রয় নিচ্ছেন না তো? আপনার সামান্য সচেতনতাই পারে আপনার ও আপনার পরিবারের সকলের সুচিকিৎসার ব্যবস্থা করতে। আর খরচ নিয়ে ভাববেন না। স্যালভেজ আপনার পাশে আছে।

22/08/2021

1. Create plan and execute ideas to develop our business.
2. Create good relationship with our patients and stakeholder.
3. Organize campaign and connect with patient to make it successful.
4. Experienced in Hospital or Diagnostic Centre marketing.
5. Sound knowledge in computer, internet and online marketing.
6. Attitude should be smart and enthusiastic.
7. Well mannered, gentle and laborious.
8. Minimum HSC ( we believe in skill)

22/08/2021

শিশুর আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট/ শিশুর প্রাথমিক বিকাশ

Dr. Robiul Karim
NeuroSpine Physician
Salvage Pain Centre

আমাদের বাচ্চাদের ব্রেইনের ৯৫% গঠন হয় প্রথম ৫ বছরে। বাকি ৫% গঠন হয় পরের ৩ বছরে। তাই আপনার শিশুর প্রথম ৮ বছর তার সারা জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়।

ব্রেইনের এই গঠন বলতে বুঝায় - ব্রেইনের বিভিন্ন অংশের ভিতর connection তৈরী হওয়া।যার যত connection তৈরী হবে, সে তত বুদ্ধিমান হবে!

এই connection তৈরীতে রঙিন খেলনা, পুষ্টিকর খাবার, বাচ্চার সাথে খেলা করা, গল্প বলা - এমনই অনেক কিছু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে!

কিন্তু আমরা বাচ্চা ঠিকমতো কথা বলা শেখার আগেই ঠিকমত পড়ালেখা শিখছে কিনা তা নিয়ে ব্যস্ত হয়ে পড়ি

জাপান সহ বিশ্বের উন্নত দেশে প্রাইমারি স্কুলে কোন পরীক্ষা নেয় না! ওরা বরং বাচ্চার প্রাথমিক বিকাশের উপর গুরুত্ব দিয়ে থাকে।

আর তাই সেরা ব্রিলিয়ান্ট ঐসব দেশগুলোতে তৈরী হয়। আমাদের দেশে হয়না।

আপনার সন্তানের আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট যদি ঠিকমতো হয় তাহলে সে যাই হোক সেরা টাই হবে।

*****শোকাবহ আগষ্ট মাসজুড়ে ২০% ছাড়******হটাৎ করে অথবা দীর্ঘদিন ধরে কোমড় ব্যাথা, হাটু ব্যাথা, ঘাড় ব্যাথাসহ যেকোনো ব্যাথার ...
16/08/2021

*****শোকাবহ আগষ্ট মাসজুড়ে ২০% ছাড়******

হটাৎ করে অথবা দীর্ঘদিন ধরে
কোমড় ব্যাথা, হাটু ব্যাথা, ঘাড় ব্যাথাসহ যেকোনো ব্যাথার জন্য
অনেক ডাক্তার দেখিয়েছেন? কিন্তু ব্যাথা কমেনি………

স্যালভেজ মেডিকেল সেন্টার আছে আপনার পাশে।

আমাদের পেইন কেয়ার সার্ভিসে ওষধ, পেইন ইন্টারভেনশন ও ফিজিওথেরাপীর মাধ্যমে চিকিৎসা করে থাকে যা আপনাকে ব্যথামুক্ত জীবন দিতে সহায়তা করবে।

আমাদের পেইন ম্যানেজমেন্ট টিম
ডাঃ এস এম রাজিবুল হাসান
এমবিবিএস, বিসিএস, ডিএ, এমআরসিপি (ইউকে, পেসেস)
বিএসএমএমইউ
পেইন মেডিসিন বিশেষজ্ঞ

ডাঃ মোঃ রবিউল করিম
এমবিবিএস, বিসিএস, এমএস (নিউরোসার্জারি, ইন কোর্স)
কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল
পেইন ফিজিশিয়ান

সানজিদা শারমিন
বিএসসি (ফিজিওথেরাপি), এমপিএইচ, পিজিটি (ডিএমসিএইচ)
সিনিয়র চিফ ফিজিওথেরাপিস্ট

যেসমস্থ ব্যাথার চিকিৎসা করা হয়......
 মাথা ব্যথা
 কোমড় ও পিঠ ব্যাথা
 ঘাড় ব্যথা
 পা ব্যথা
 হাত ব্যথা
 মাংসপেশীতে ব্যথা
 জ়োড়ায় জোড়ায় ব্যথা
 ক্যান্সারের রোগীর ব্যথা
 আঘাতজনিত ব্যথা
 নার্ভের ব্যথা যেমন-
• ট্রাইজেমিনাল নিউরালজিয়া
• হারপেটিক এন্ড পোস্ট হারপেটিক নিউরালজিয়া
• নার্ভে আঘাতজনিত ব্যথা

সময়ঃ
বিকাল ৪ টা থেকে রাত ৯ টা ( প্রতিদিন)

স্যালভেজ মেডিকেল সেন্টার
৫৪, মেইন রোড ( ডাচ বাংলা ব্যাংকের বুথের উপরে), ঢাকা উদ্যান, মোহাম্মদপুর, ঢাকা।

এপয়েন্টমেন্ট ও যেকোনো তথ্যের জন্য.........
০১৭৩২০৮৯৮৮৬

আমাদের বিশেষত্ত্বঃ
১। দক্ষ ও অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসক
২। বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্ট
৩। আধুনিক ফিজিওথেরাপি যন্ত্রপাতি।
৪। সেবা প্রদানে আন্তরিক।
৫। পরিষ্কার ও পরিচ্ছন্ন পরিবেশ।

প্রতিদিন ই ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। তাই সচেতন হোনবাড়ির পাশে জমানো পানি বা টবের পানি পরিষ্কার রাখুন, ডেঙ্গু থেকে নিজে ব...
15/08/2021

প্রতিদিন ই ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। তাই সচেতন হোন
বাড়ির পাশে জমানো পানি বা টবের পানি পরিষ্কার রাখুন, ডেঙ্গু থেকে নিজে বাচুন ও পরিবারের সবাইকে বাচান

ডাঃ এস এস রাজিবুল হাসান
এমবিবিএস, বিসিএস, ডিএ, এমআরসিপি ( ইউকে, পেসেস)
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়
পেইন, মেডিসিন ও কোভিড-১৯ বিশেষজ্ঞ

চেম্বারঃ স্যালভেজ মেডিকেল সেন্টার
৫৪, মেইন রোড,(DBBL বুথের উপরে) ঢাকা উদ্যান, মোহাম্মদপুর, ঢাকা
সময়ঃ বিকাল ৪ টা থেকে রাত ৯ টা
এপয়েন্টমেন্টঃ 01732089886

বিঃদ্রঃ অনলাইনে ও রোগী দেখা হয়

উচ্চ রক্তচাপ ও কিছু ভুল ধারণাDr. Robiul Karim
01/08/2021

উচ্চ রক্তচাপ ও কিছু ভুল ধারণা
Dr. Robiul Karim

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস। এবারের প্রতিপাদ্য - হেপাটাইটিস এ মোটেও দেরি নয়!বিশ্বে প্রতি ৩০ সেকেন্ডে একজন মানুষ মারা যায় হে...
28/07/2021

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস। এবারের প্রতিপাদ্য - হেপাটাইটিস এ মোটেও দেরি নয়!

বিশ্বে প্রতি ৩০ সেকেন্ডে একজন মানুষ মারা যায় হেপাটাইটিস বা এর জটিলতার কারণে।

হেপাটাইটিস নানা কারণে হতে পারে তবে হেপাটাইটিস এ, বি, সি, ডি ও ই ভাইরাসের দরুন ভাইরাল হেপাটাইটিস হয় তন্মধ্যে হেপাটাইটিস বি ও সি আক্রান্ত ব্যক্তিদের পরবর্তীতে দীর্ঘমেয়াদী লিভার রোগ/ ক্রনিক লিভার ডিজিস হতে পারে।

যেকোন হেপাটাইটিস এই জন্ডিস হয়, সাথে জ্বর ও পেটের উপরদিকের ডান পাশ ব্যাথা হতে পারে।

হেপাটাইটিস আক্রান্তগণ সাধারণতঃ পর্যাপ্ত পানীয় খেলে ও বিশ্রাম নিলে জন্ডিস কমে যায়। তবে কিছুক্ষেত্রে এই ভাইরাস গুলো সারাজীবনের জন্য লিভারে বাসা বাঁধে। দিন দিন নষ্ট হতে থাকে লিভার, যার পরিণতি প্রাণঘাতী ক্রনিক লিভার ডিজিস।

কাজেই জন্ডিস হলে চিকিৎসকের পরামর্শ নিন, ভাইরাল মার্কার টেস্ট গুলো অবশ্যই করে দেখুন কোন ভাইরাসে আপনি আক্রান্ত ও সে অনুযায়ী চিকিৎসা নিন।

দেশেই বর্তমানে হেপাটাইটিস বি ও সি এর আন্তর্জাতিক মানের ঔষধ উৎপন্ন হচ্ছে ও চিকিৎসা হচ্ছে। পিছিয়ে থাকবেন না। কবিরাজের নিকট ঘোরাফেরা করে মুল্যবান সময় নষ্ট করা থেকে বিরত থাকুন।

25/07/2021

পেটের ব্যাথা মানেই আমরা অনেকেই গ্যাসের ব্যাথা বলে ধরে নিই। গ্যাসের ব্যাথা আমাদের সমাজে প্রচলিত ভুল নামগুলোর একটি।

আসলে ল্যাটিন গ্যাস্ট্রো শব্দের অর্থ স্টোমাক বা পাকস্থলী।গ্যাস্ট্রিক মানে হল পাকস্থলী সম্পর্কিত । কাজেই গ্যাস্ট্রিক এর ব্যাথা মানে হল পাকস্থলীর যেকোন সমস্যায় যে ব্যাথা হয় সেটা।

পাকস্থলীতে কিছু বাতাস বা গ্যাস সবসময় ই থাকে, খাবার গ্রহণের সময় সেটা বেড়ে যেতে পারে। আর খাদ্যনালির অন্যন্য অংশগুলোতে পেটে থাকা নানাবিধ ব্যাক্টেরিয়া খাবারকে হজম করতে গিয়ে কিছু গ্যাস তৈরি করে। সাধারণতঃ অনেকেই মনে করেন যে এই গ্যাসের পরিমান বেড়ে গেলেই পেটে ব্যাথা হয়।

কোন কোন ক্ষেত্রে এমন ব্যাথা হয় বটে তবে এছাড়াও রয়েছে পেটব্যাথার মারাত্মক নানান সব কারণ। পেটের কোথায় ব্যাথা, ব্যাথার বিশেষ কোন স্থানে ছড়িয়ে পড়া, কী ধরণের ব্যাথা (কামড়/ Colicky pain, ভোঁতা/Dull Aching pain, ঘা মারা/ Stabbing pain), ব্যাথার স্থায়িত্ব, ব্যাথার সাথে বমি, ডায়েরিয়া বা জ্বরের উপস্থিতি ইত্যাদির উপর নির্ভর করে আপনার চিকিৎসক আপনাকে ব্যাথার সম্ভাব্য কারণ বলে দিতে পারেন এবং তা নিশ্চিত হবার জন্য প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার উপদেশ দিবেন।

মনে রাখতে হবে পেট একটি ম্যাজিক বক্স। কাজেই সব ব্যাথা গ্যাসের ব্যাথা মনে করা রোগীর জন্য মারাত্মক পরিণতি বয়ে আনতে পারে।

পেট ব্যাথার কয়েকটি কমন জটিলতা নিয়ে রোগীরা প্রায়ই আমাদের নিকট আসেন তা হল খাদ্য নালি ছিদ্র হয়ে, পেটের নাড়ি পেচিয়ে গিয়ে অথবা এপেন্ডিক্স ফেটে গিয়ে ইনফেকশন পুরো পেটে ছড়িয়ে পড়া যা জীবনের জন্য মারত্মক হুমকি।

কাজেই পেট ব্যাথা হলে খুব দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

Dr. Robiul Karim
Specialized GP
Salvage Medical Centre

Address

Bonbaria, Salanga
Sirajganj
6721

Opening Hours

Monday 10:00 - 21:00
Tuesday 10:00 - 21:00
Wednesday 10:00 - 21:00
Thursday 10:00 - 21:00
Friday 10:00 - 21:00
Saturday 10:00 - 21:00
Sunday 10:00 - 21:00

Telephone

+8801811305151

Alerts

Be the first to know and let us send you an email when Salvage Medical Consultation Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Salvage Medical Consultation Centre:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram