Arafath Hospital

Arafath Hospital Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Arafath Hospital, Hospital, Heliport Road, Sirajganj.

12/01/2025

আরাফাত হসপিটালে নিয়মিত রুগী দেখছেন গাইনী রোগ বিশেষজ্ঞ ডাঃ তাহমিনা আক্তার। বিস্তারিত তথ্য ও রুগীর সিরিয়ালের জন্য আজই যোগাযোগ করুন।
মোবাইলঃ ০১৭৪৭-৬৭৯৬৫৪ ও ০১৩০৭-০৪৬৫৬৯

আলহামদুলিল্লাহ আরাফাত হসপিটালের ভবিষ্যৎ কর্ণধার আমাদের সকলের প্রিয় ডাক্তার আব্দুর রশীদ স্যারের একমাত্র ছেলে ফাহিম রশীদ ...
05/11/2024

আলহামদুলিল্লাহ আরাফাত হসপিটালের ভবিষ্যৎ কর্ণধার আমাদের সকলের প্রিয় ডাক্তার আব্দুর রশীদ স্যারের একমাত্র ছেলে ফাহিম রশীদ আরাফ যশোর আর্মি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আরাফাত হসপিটাল এর পক্ষ থেকে তাকে তাৎক্ষণিক ফুলেল শুভেচ্ছা দেন আরাফাত হসপিটালের সম্মানিত ম্যানেজার ও কর্মকর্তাবৃন্দ।
প্রিয় আরাফের জন্য আরাফাত হসপিটালের পক্ষ থেকে অনেক অনেক দোয়া ও ভালবাসা রইল। তিনি যেনো তার অর্জিত জ্ঞানকে সিরাজগঞ্জবাসীর সেবায় নিয়োজিত করতে পারেন আল্লাহ পাকের কাছে সেই তৌফিক কামনা করছি।

Cornea- কর্ণিয়া নার্সিং ভর্তি কোচিং,সিরাজগঞ্জ  শাখার উদ্যোগে আয়োজিত ২০২৪-২৫ সেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব...
17/09/2024

Cornea- কর্ণিয়া নার্সিং ভর্তি কোচিং,সিরাজগঞ্জ শাখার উদ্যোগে আয়োজিত ২০২৪-২৫ সেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরাফাত হসপিটালের সম্মানিত ম্যানেজার মোঃ হাফিজুল ইসলাম। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি দেশ ও জাতির কল্যাণে কাজ করতে নার্সিংয়ে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের আহবান জানান সেই সাথে তিনি তাদের আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে আহবান জানান। সর্বোপরি তিনি কর্ণিয়া পরিবারকে ধন্যবাদ জানান তাকে মেহমান হিসেবে আমন্ত্রণ জানানোর জন্য।

09/09/2024

আলহামদুলিল্লাহ আরাফাত হসপিটাল উন্নত চিকিৎসার পথে একধাপ এগিয়ে রুচিশীল নিরিবিলি ঘরোয়া পরিবেশে নিয়ে এসেছে দুই রুম বিশিষ্ট ভিআইপি কেবিন।

🟥আমাদের কেবিনে যেসকল সুবিধা পাবেন:
✅ উন্নতমানের দুটি পেশেন্ট বেড
✅এসি টিভি ফ্রিজের সুবিধা
✅একটি বড় ডাইনিং রুম
✅গ্যাসের চুলা সংবলিত একটি রান্না ঘর
✅সোফা আলমারি এবং কমোটসহ বাথরুম
✅পর্দানশীল মা-বোনদের জন্য উপযুক্ত কেবিন

তাই আর দেরি না করে আজই চলে আসুন আরাফাত হসপিটালে আমরা আছি আপনার পাশে।
যোগাযোগ 01720-548337, 01318-431912

আরাফাত হসপিটালের পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক।
15/06/2024

আরাফাত হসপিটালের পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক।

✅বন্ধ্যাত্ববন্ধ্যাত্ব এমন একটি অবস্থা যখন মহিলা সঙ্গী একাধিক প্রচেষ্টা সত্ত্বেও গর্ভবতী হতে পারে না। শুধুমাত্র মার্কিন য...
08/05/2024

✅বন্ধ্যাত্ব

বন্ধ্যাত্ব এমন একটি অবস্থা যখন মহিলা সঙ্গী একাধিক প্রচেষ্টা সত্ত্বেও গর্ভবতী হতে পারে না। শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রে, প্রায় দশ থেকে পনের শতাংশ দম্পতি বন্ধ্যা বলে পরিচিত।

বন্ধ্যাত্ব আপনার বা আপনার সঙ্গীর সাথে একটি সমস্যার কারণে হতে পারে, অথবা এটি গর্ভাবস্থা প্রতিরোধকারী কারণগুলির সংমিশ্রণের কারণেও হতে পারে। যাইহোক, বেশ কিছু নিরাপদ এবং সেইসাথে কার্যকর থেরাপি রয়েছে যা আপনার বা আপনার সঙ্গীর গর্ভবতী হওয়ার সম্ভাবনাকে উন্নত করতে সক্ষম।

✅লক্ষণ

গর্ভধারণ না হওয়া বন্ধ্যাত্বের প্রধান লক্ষণ। যদিও সাধারণত অন্য কোন সুস্পষ্ট উপসর্গ থাকে না, এই অবস্থায় আক্রান্ত একজন মহিলার অনিয়মিত বা অনুপস্থিত মাসিক হতে পারে। বন্ধ্যাত্বে ভুগছেন এমন পুরুষরাও কিছু লক্ষণ দেখাতে পারে যেমন হরমোনজনিত সমস্যা, চুলের বৃদ্ধিতে পরিবর্তনের পাশাপাশি যৌন ফাংশন।

বেশিরভাগ ক্ষেত্রে, দম্পতিরা কোনও চিকিৎসা ছাড়াই গর্ভধারণ করতে সক্ষম হয়।

✅মহিলাদের জন্য, আপনি যদি এক বছরেরও বেশি সময় ধরে গর্ভবতী হওয়ার ব্যর্থ চেষ্টা করে থাকেন তবে বন্ধ্যাত্বের সমস্যা সম্পর্কে আপনার ডাক্তারের সাথে দেখা করা উচিত। আপনি আগে আপনার ডাক্তারের সাথে দেখা করার কথা বিবেচনা করতে পারেন যদি আপনি:

➡️বয়স 35 বা তার বেশি এবং ছয় মাস বা তার বেশি সময় ধরে গর্ভধারণের চেষ্টা করছেন৷
➡️বয়স 40 এর বেশি
➡️খুব বেদনাদায়ক পিরিয়ড আছে
➡️উর্বরতা সমস্যা জানেন
➡️অনিয়মিত বা অনুপস্থিত মাসিক আছে
➡️এন্ডোমেট্রিওসিস বা পেলভিক প্রদাহজনিত রোগের মতো অবস্থার সাথে নির্ণয় করা হয়েছে
➡️ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন
➡️একাধিক গর্ভপাত হয়েছে

✅পুরুষদের জন্য, আপনার যদি থাকে বা অভিজ্ঞতা থাকে তবে আপনার ডাক্তারের সাথে দেখা করা উচিত:

➡️শুক্রাণুর সংখ্যা কম বা শুক্রাণুর সঙ্গে অন্য কোনো সমস্যা
➡️টেস্টিকুলার, প্রোস্টেট বা যৌন সমস্যার ইতিহাস
➡️আপনার পরিবারের অন্যান্য সদস্যদের বন্ধ্যাত্ব সমস্যা আছে
➡️ক্যান্সারের চিকিৎসা করাচ্ছেন
➡️আপনার অণ্ডকোষে ছোট অণ্ডকোষ বা ফোলাভাব

✅পুরুষ বন্ধ্যাত্বের কারণ

সাধারণভাবে বলতে গেলে, পুরুষদের মধ্যে, বন্ধ্যাত্ব নিম্নলিখিতগুলির সাথে সম্পর্কিত:

➡️শুক্রাণুর কার্যকর উত্পাদন
➡️শুক্রাণুর সংখ্যা বা শুক্রাণুর সংখ্যা
➡️শুক্রাণুর আকৃতি
➡️শুক্রাণুর নড়াচড়া

✅পুরুষদের বন্ধ্যাত্বের সাথে সম্পর্কিত বিভিন্ন ঝুঁকির কারণও রয়েছে, যার মধ্যে রয়েছে:

➡️বয়স্ক বয়স
➡️স্থূলতা
➡️ধূমপান করছে
➡️অ্যালকোহলের অত্যধিক ব্যবহার
➡️ভারী ধাতু, কীটনাশক এবং হার্বিসাইডের মতো বিষের এক্সপোজার

✅নারী বন্ধ্যাত্বের কারণ

বিভিন্ন কারণ নারী বন্ধ্যাত্বের দিকে পরিচালিত করতে পারে, যা নিম্নলিখিত জৈবিক প্রক্রিয়াগুলিকে প্রভাবিত বা হস্তক্ষেপ করতে পারে:

➡️ডিম্বস্ফোটন, যা ডিম্বাশয় থেকে পরিপক্ক ডিম্বাণু বের হলে ঘটে
➡️নিষিক্তকরণ, যা ঘটে যখন শুক্রাণু জরায়ু এবং জরায়ুর মধ্য দিয়ে যাওয়ার পরে ফ্যালোপিয়ান টিউবে ডিম্বাণুর সাথে মিলিত হয়
➡️ইমপ্লান্টেশন, যা একটি নিষিক্ত ডিম্বাণু জরায়ুর আস্তরণের সাথে সংযুক্ত হওয়ার পরে ঘটে যেখানে এটি তারপরে বেড়ে উঠতে এবং একটি শিশুতে বিকশিত হতে সক্ষম হয়

✅মহিলাদের বন্ধ্যাত্বের ঝুঁকির কারণগুলির মধ্যে রয়েছে:

➡️বয়স বাড়ছে
➡️অ্যালকোহলের অত্যধিক ব্যবহার
➡️ধূমপান করছে
➡️স্থূল, অতিরিক্ত ওজন বা উল্লেখযোগ্যভাবে কম ওজন হওয়া
➡️যৌনবাহিত সংক্রমণ

আলহামদুলিল্লাহ সঠিক চিকিৎসার মাধ্যমে এই জটিল রোগ থেকে মুক্তি পাওয়া যায় তাই আর দেরি না করে আজই চলে আরাফাত হসপিটালে আমাদের আছে বন্ধ্যাত্ব রোগ বিশেষজ্ঞ গাইনী চিকিৎসক ও সার্জন

ডাঃ তাহমিনা আক্তার
এমবিবিএস, বিসিএস(স্বাস্থ্য)
এফসিপিএস (গাইনী এন্ড অবস্)
কনসালটেন্ট (ইনচার্জ)
২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল সিরাজগঞ্জ।

যোগাযোগঃ 01720548337, 01318431912

✅ইউরিন ইনফেকশন কী?আমাদের শরীর থেকে বর্জ্য ও অতিরিক্ত পানি প্রস্রাব হিসেবে বেরিয়ে যায়। প্রস্রাব বেরিয়ে যাওয়ার এই ব্যবস্থা...
08/05/2024

✅ইউরিন ইনফেকশন কী?

আমাদের শরীর থেকে বর্জ্য ও অতিরিক্ত পানি প্রস্রাব হিসেবে বেরিয়ে যায়। প্রস্রাব বেরিয়ে যাওয়ার এই ব্যবস্থার সাথে সম্পর্কিত অঙ্গগুলো নিয়ে আমাদের মূত্রতন্ত্র গঠিত। মূত্রতন্ত্রের মধ্যে থাকে দুটি কিডনি, দুটি ইউরেটার, একটি মূত্রথলি বা ব্লাডার ও একটি মূত্রনালী।

মূত্রতন্ত্রের কোনো অংশে জীবাণুর সংক্ৰমণ হলে সেটিকে ইউরিন ইনফেকশন বা প্রস্রাবের সংক্ৰমণ বলে। ডাক্তারি ভাষায় একে ‘ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন’ বা ‘ইউটিআই’ বলা হয়।

✅ইউরিন ইনফেকশনের লক্ষণ

ইউরিন ইনফেকশনের সবচেয়ে কমন লক্ষণগুলোর মধ্যে রয়েছে—
➡️প্রস্রাবের সময়ে ব্যথা অথবা জ্বালাপোড়া হওয়া
➡️স্বাভাবিকের চেয়ে ঘন ঘন প্রস্রাব হওয়া
➡️রাতে বারবার প্রস্রাবের বেগ আসা
➡️অস্বাভাবিক গন্ধযুক্ত অথবা ঘোলাটে প্রস্রাব হওয়া
➡️হঠাৎ প্রস্রাবের বেগ আসা অথবা বেগ ধরে রাখতে সমস্যা হওয়া
➡️তলপেটে ব্যথা হওয়া
➡️প্রস্রাবের সাথে রক্ত যাওয়া
➡️কোমরের পেছনে পাঁজরের ঠিক নিচের অংশে ব্যথা হওয়া
➡️জ্বর আসা কিংবা গা গরম লাগা এবং শরীরে কাঁপুনি হওয়া
➡️শরীরের তাপমাত্রা ৩৬° সেলসিয়াস বা ৯৬.৮° ফারেনহাইট এর চেয়ে কমে যাওয়া
➡️ক্লান্তি ও বমি বমি লাগা
ওপরের লক্ষণগুলোর পাশাপাশি বয়সভেদে প্রস্রাবের ইনফেকশনের লক্ষণগুলোতে কিছুটা ভিন্নতা দেখা দিতে পারে।

✅বয়স্ক ও প্রস্রাবের নল (ক্যাথেটার) দেওয়া ব্যক্তিদের ক্ষেত্রে লক্ষণীয় পরিবর্তনগুলো হলো—
➡️অস্বাভাবিক আচরণ
➡️মানসিক বিভ্রান্তি অথবা ক্ষোভ
➡️নতুন করে শরীরে কাঁপুনি অথবা ঝাঁকুনি হওয়া
➡️প্রস্রাব করে জামাকাপড় নষ্ট করে ফেলা

✅আবার বাচ্চাদের ক্ষেত্রে সাধারণ লক্ষণগুলোর পাশাপাশি ভিন্ন ধরনের কিছু লক্ষণ দেখা দেয়। যেমন—
➡️মেজাজ খিটখিটে হয়ে যাওয়া
➡️ঠিকমতো খাওয়া-দাওয়া করা বন্ধ করে দেওয়া
➡️জ্বর আসা বা শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়া
➡️ঘন ঘন প্রস্রাব করা কিংবা হঠাৎ বিছানায় প্ৰস্রাব করতে শুরু করা
➡️বমি হওয়া

প্রস্রাবে সংক্রমণের লক্ষণ দেখা দিলে ডাক্তারের পরামর্শ নিতে হবে।
✅ওপরের লক্ষণগুলোর পাশাপাশি নিচের কোনো লক্ষণ দেখা দিলে দেরি না করে ডাক্তার দেখাতে হবে—
➡️শরীরের তাপমাত্রা অনেক বেড়ে যাওয়া কিংবা জ্বর জ্বর লাগার সাথে শরীরে কাঁপুনি হওয়া
শরীরের তাপমাত্রা ৩৬° সেলসিয়াস বা ৯৬.৮° ফারেনহাইট এর নিচে নেমে যাওয়া
➡️মানসিক বিভ্রান্তি অথবা ঝিমুনি হওয়া কিংবা কথা জড়িয়ে আসা
➡️সারাদিন ধরে প্রস্রাব বন্ধ থাকা
➡️তলপেটে অথবা কোমরের পেছনে পাঁজরের ঠিক নিচের অংশে ব্যথা হওয়া
➡️প্রস্রাবে রক্ত যাওয়া
এগুলো কিডনির ইনফেকশনের লক্ষণ হতে পারে। দ্রুত চিকিৎসা শুরু না করলে এটি মারাত্মক রূপ ধারণ করতে পারে।

✅ইউরিন ইনফেকশনের কারণ

সাধারণত পায়খানায় থাকা বিভিন্ন জীবাণু মূত্রতন্ত্রে প্রবেশ করে ইউরিন ইনফেকশন ঘটায়। প্রস্রাবের রাস্তা বা মূত্রনালী দিয়ে এসব জীবাণু মূত্রতন্ত্রে প্রবেশ করে।

আলহামদুলিল্লাহ আরাফাত হসপিটালের সম্মানিত গাইনী চিকিৎসক ডাঃ তাহমিনা আক্তার ম্যাডামের সুনিপুণ হাতে সিজারের মাধ্যমে সারে পা...
19/04/2024

আলহামদুলিল্লাহ আরাফাত হসপিটালের সম্মানিত গাইনী চিকিৎসক ডাঃ তাহমিনা আক্তার ম্যাডামের সুনিপুণ হাতে সিজারের মাধ্যমে সারে পাঁচ কেজি ওজনের এক ফুটফুটে ছেলে বাচ্চার মা হয়েছেন মোছাঃ শারমিন আক্তার। ডাক্তার, নার্স ওটি টিমের অক্লান্ত পরিশ্রমের ফলশ্রুতিতে এই সিজার সুন্দর সুচারু ভাবে সম্পন্ন হয়েছে। আলহামদুলিল্লাহ মা ও ছেলে উভয়ই সুস্থ আছেন। 💖💖💖💖💖

জরুরী ভিত্তিতে আরাফাত হসপিটালে একজন মেডিকেল অফিসার নিয়োগ দেওয়া হবে। যোগ্যতাঃ যে কোন সনামধন্য মেডিকেল কলেজ থেকে MBBS পাশ ...
16/03/2024

জরুরী ভিত্তিতে আরাফাত হসপিটালে একজন মেডিকেল অফিসার নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতাঃ যে কোন সনামধন্য মেডিকেল কলেজ থেকে MBBS পাশ হতে হবে।
যোগাযোগঃ আরাফাত হসপিটাল, সিরাজগঞ্জ
মোবাইল নাম্বারঃ ০১৩১৮-৪৩১৯১২

একটি সুন্দর শিশু আর সুস্থ মায়ের জন্য গর্ভকালীন সময়ে ৪ বার চেক-আপ অনেক বেশি গুরুত্বপূর্ণ আর সেই চেকআপ যদি হয় একজন বিশেষজ্...
18/02/2024

একটি সুন্দর শিশু আর সুস্থ মায়ের জন্য গর্ভকালীন সময়ে ৪ বার চেক-আপ অনেক বেশি গুরুত্বপূর্ণ আর সেই চেকআপ যদি হয় একজন বিশেষজ্ঞ গাইনী ডাক্তারের তত্ত্বাবধানে তাহলেতো চিন্তাই নেই। তাইতো গর্ভবতী মায়েদের কথা চিন্তা করে আমরা নিয়েছি বিশেষজ্ঞ গাইনী ডাক্তারের তত্ত্বাবধানে "স্পেশাল মাতৃকালীন সেবা" নামে একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি যা আমাদের সিরাজগঞ্জের গর্ভবতী মায়েদেরকে দিবে স্বল্প খরচে আধুনিক সেবার নিশ্চয়তা।

🟥আমাদের সেবা সমূহঃ
✅ সার্বক্ষণিক বিশেষজ্ঞ গাইনী ডাক্তার।
✅ স্বল্প খরচে আধুনিক চিকিৎসা সেবা।
✅ গর্ভবতী মায়েদের জন্য স্পেশাল হেলথ্ কার্ড।
✅ দিনরাত ২৪ ঘন্টা নিরাপদ প্রসব/সিজারের ব্যবস্থা করা।
✅ ধার্মিক মায়েদের পর্দার সহিত চিকিৎসা সেবা নিশ্চিত করা।
✅ দিনরাত ২৪ ঘন্টা গর্ভবতী মায়েদের জন্য স্বাস্থ্যসেবা বিষয়ে পরামর্শের জন্য হটলাইনের সুব্যবস্থা।
✅ অভিজ্ঞ স্বাস্থ্যকর্মী দ্বারা গর্ভবতী মায়ের প্রতিমাসে সার্বিক খোঁজ খবর নেওয়া প্রয়োজনে বাসায় গিয়ে স্বাস্থ্য সেবা নিশ্চিত করা।

তাই আর দেরি কেনো আজই চলে আসুন আরাফাত হসপিটালে। আপনার সেবায় আমরা প্রতিজ্ঞাবদ্ধ।

🟥আমাদের বিশেষজ্ঞ ডাক্তার

স্ত্রী, প্রসূতি ও বন্ধ্যাত্ব রোগ বিশেষজ্ঞ ও সার্জন
ডাঃ তাহমিনা আক্তার
এমবিবিএস, বিসিএস(স্বাস্থ্য)
এফসিপিএস(গাইনী এন্ড অবস্)
কনসালটেন্ট (ইনচার্জ)
সদর হাসপাতাল সিরাজগঞ্জ।

🟥যোগাযোগঃ
০১৭২০-৫৪৮৩৩৭, ০১৩১৮৪৩১৯১২

আলহামদুলিল্লাহ প্রতিবছরের ন্যায় এবছরও আরাফাত হসপিটালের সম্মানিত সকল কর্মকর্তা কর্মচারী ও ডাক্তারদের নিয়ে আনন্দ ভ্রমণের আ...
22/01/2024

আলহামদুলিল্লাহ প্রতিবছরের ন্যায় এবছরও আরাফাত হসপিটালের সম্মানিত সকল কর্মকর্তা কর্মচারী ও ডাক্তারদের নিয়ে আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়েছে। আগামী ৩রা ফেব্রুয়ারী রোজ শনিবার নরসিংদী ড্রিম হলিডে পার্কে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আরাফাত হসপিটালের সম্মানিত সকল শুভাকাঙ্ক্ষীদের নিকট দোয়ার দরখাস্ত রইল।

আপনি কি চিন্তিত!! পরিবর্তিত আবহাওয়ার কারনে আপনার পরিবারের সদস্যরা সর্দি-জ্বর সহ নানান জটিল রোগে আক্রান্ত হচ্ছে..?? তাহলে...
04/01/2024

আপনি কি চিন্তিত!! পরিবর্তিত আবহাওয়ার কারনে আপনার পরিবারের সদস্যরা সর্দি-জ্বর সহ নানান জটিল রোগে আক্রান্ত হচ্ছে..?? তাহলে আর দেরি কেনো আজই চলে আসুন সিরাজগঞ্জ শহরের প্রাণকেন্দ্র হেলিপোর্ট রোডে অবস্থিত আরাফাত হসপিটালে। আমাদের আছে মেডিসিন, হৃদরোগ, বাতজ্বর ও পরিপাকতন্ত্র বিষয়ে অভিজ্ঞ চিকিৎসক

ডাঃ এরফান আহমেদ
এমবিবিএস. বিসিএস(স্বাস্থ্য).
এফসিপিএস (মেডিসিন- এফপি)
কোর্স- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়
রেসিডেন্ট ফিজিশিয়ান(আরপি) মেডিসিন
শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ সিরাজগঞ্জ

তিনি রুগী দেখেন প্রতিদিন দুপুর ২.০০ টা থেকে রাত্রি ৮.০০ টা পর্যন্ত (সোমবার ব্যতিত)

যোগাযোগঃ আরাফাত হসপিটাল, সিরাজগঞ্জ
মোবাইলঃ ০১৭২০৫৪৮৩৩৭, ০১৩১৮৪৩১৯১২

Address

Heliport Road
Sirajganj
6700

Telephone

+8801720548337

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arafath Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Arafath Hospital:

Share

Category