31/01/2025
                                            ডাক্তারদের ধরণ ভেদে ভিজিট ফি:
১. MBBS পাসের পর অনেক ডাক্তার কিছু ট্রেনিং কোর্স করেন, ডিগ্রি নেন না।অনেকে কোনো কোর্স ছাড়াই চেম্বার করেন।তারা সব ধরনের রোগের ট্রিটমেন্ট দিতে সক্ষম।তারাই জিপি ডাক্তার। তাদের ভিজিট ফি স্থানভেদে ৩০০- ৫০০ টাকা হয়ে থাকে।
২.MBBS পাশের পর অনেকে FCPS,MD,MS, ডিগ্রি নেন ৫ বছর ধরে।তারা পাস করার পর বিশেষজ্ঞ ডাক্তার হন।তারা স্থানভেদে ৬০০-১০০০ টাকা ভিজিট রাখেন।
এখন আপনার শুধু ঠান্ডা জ্বর,এরজন্য আপনি ১০০০ টাকা ভিজিট দিয়ে বিশেষজ্ঞ ডাক্তার দেখান,তাইলে আপনাকে অপচয়কারী বলতে হবে।এরজন্য জিপি ডাক্তার মোর দ্যান এনাফ। 
৩. নামের পাশে DMF,LMF লেখা কেউ ডাক্তার নয়।তারা ডাক্তারদের এসিস্ট্যান্ট হিসেবে পড়াশোনা করে।তাদের চেম্বার করা নিষিদ্ধ এবং অবৈধ। তারা প্রপার ট্রিটমেন্ট দিতে পারে না।
মনে রাখুন,ওষুধ দিতে পারাটাকে ডাক্তারি বলে না।ডাক্তাররাই শুধু রোগ, ওষুধ  এবং ডোজ সম্পর্কে ভাল জানে এবং বোঝে।ফার্মেসির দোকানদাররা ৩-৬ মাসের কোর্স করে ফার্মেসির দোকান দেয়।আপনার শরীর, আপনার সম্পদ।আপনার অসুস্থ শরীরের  ভরসার জায়গা ৬  মাসের কোর্স করা ফার্মেসি দোকানদার কিংবা DMF /LMF করা ডাক্তারের এসিস্ট্যান্টের হওয়া উচিত কি?বিবেক,বুদ্ধি নিজের কাছে।আপনার চিন্তাভাবনাই বলে দিবে, আপনি কতটা উন্নতি করতে পারবেন।
আপনি নিশ্চয় 5 Star রেস্টুরেন্টে গিয়ে বলতে পারবেন না,এই খাবারের মূল্য ১০০০ টাকা কেন হলো,৩০০ টাকা রাখেন।আপনি যদি আপনার ইকোনমিকাল সুবিধাজনক দৃষ্টিতে দেখতে চান,তাহলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাবেন,সদর হাসপাতাল কিংবা বিভাগীয় মেডিকেল হাসপাতালে যাবেন  মাত্র ১০ টাকা ভিজিটে রোগী দেখা হয়, অথবা ডায়বেটিক সমিতি কিংবা অনেক চক্ষু হাসপাতাল আছে যেখানে ১৫০-২০০ টাকা ভিজিট রাখা হয় অথবা জিপি ডাক্তারকে দেখাবেন ৩০০ টাকা দিয়ে।
গ্রীন লাইফ ডায়াগনস্টিক সেন্টার
শুধুমাত্র ডাক্তারগণ দিয়ে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান।                                        
 
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                         
   
   
   
   
     
   
   
  