গ্রীন লাইফ ডায়াগনস্টিক সেন্টার

গ্রীন লাইফ ডায়াগনস্টিক সেন্টার উন্নত চিকিৎসা সেবায় প্রতিশ্রুতিবদ্ধ l
Committed to better medical services.

31/01/2025

ডাক্তারদের ধরণ ভেদে ভিজিট ফি:

১. MBBS পাসের পর অনেক ডাক্তার কিছু ট্রেনিং কোর্স করেন, ডিগ্রি নেন না।অনেকে কোনো কোর্স ছাড়াই চেম্বার করেন।তারা সব ধরনের রোগের ট্রিটমেন্ট দিতে সক্ষম।তারাই জিপি ডাক্তার। তাদের ভিজিট ফি স্থানভেদে ৩০০- ৫০০ টাকা হয়ে থাকে।

২.MBBS পাশের পর অনেকে FCPS,MD,MS, ডিগ্রি নেন ৫ বছর ধরে।তারা পাস করার পর বিশেষজ্ঞ ডাক্তার হন।তারা স্থানভেদে ৬০০-১০০০ টাকা ভিজিট রাখেন।
এখন আপনার শুধু ঠান্ডা জ্বর,এরজন্য আপনি ১০০০ টাকা ভিজিট দিয়ে বিশেষজ্ঞ ডাক্তার দেখান,তাইলে আপনাকে অপচয়কারী বলতে হবে।এরজন্য জিপি ডাক্তার মোর দ্যান এনাফ।

৩. নামের পাশে DMF,LMF লেখা কেউ ডাক্তার নয়।তারা ডাক্তারদের এসিস্ট্যান্ট হিসেবে পড়াশোনা করে।তাদের চেম্বার করা নিষিদ্ধ এবং অবৈধ। তারা প্রপার ট্রিটমেন্ট দিতে পারে না।

মনে রাখুন,ওষুধ দিতে পারাটাকে ডাক্তারি বলে না।ডাক্তাররাই শুধু রোগ, ওষুধ এবং ডোজ সম্পর্কে ভাল জানে এবং বোঝে।ফার্মেসির দোকানদাররা ৩-৬ মাসের কোর্স করে ফার্মেসির দোকান দেয়।আপনার শরীর, আপনার সম্পদ।আপনার অসুস্থ শরীরের ভরসার জায়গা ৬ মাসের কোর্স করা ফার্মেসি দোকানদার কিংবা DMF /LMF করা ডাক্তারের এসিস্ট্যান্টের হওয়া উচিত কি?বিবেক,বুদ্ধি নিজের কাছে।আপনার চিন্তাভাবনাই বলে দিবে, আপনি কতটা উন্নতি করতে পারবেন।
আপনি নিশ্চয় 5 Star রেস্টুরেন্টে গিয়ে বলতে পারবেন না,এই খাবারের মূল্য ১০০০ টাকা কেন হলো,৩০০ টাকা রাখেন।আপনি যদি আপনার ইকোনমিকাল সুবিধাজনক দৃষ্টিতে দেখতে চান,তাহলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাবেন,সদর হাসপাতাল কিংবা বিভাগীয় মেডিকেল হাসপাতালে যাবেন মাত্র ১০ টাকা ভিজিটে রোগী দেখা হয়, অথবা ডায়বেটিক সমিতি কিংবা অনেক চক্ষু হাসপাতাল আছে যেখানে ১৫০-২০০ টাকা ভিজিট রাখা হয় অথবা জিপি ডাক্তারকে দেখাবেন ৩০০ টাকা দিয়ে।

গ্রীন লাইফ ডায়াগনস্টিক সেন্টার

শুধুমাত্র ডাক্তারগণ দিয়ে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান।

Happy New Year to AllTake actual Health Services from Green Life Diagnostic Center
01/01/2025

Happy New Year to All
Take actual Health Services from Green Life Diagnostic Center

16/09/2024
শুক্রবার সহ সপ্তাহের ৭ দিন আমাদের সেবা চালু আছে।মানসম্মত সেবার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান।শ্যামলীপাড়া বাসস্ট্যান্ড, উল্লাপাড়...
12/09/2024

শুক্রবার সহ সপ্তাহের ৭ দিন আমাদের সেবা চালু আছে।
মানসম্মত সেবার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান।
শ্যামলীপাড়া বাসস্ট্যান্ড, উল্লাপাড়া।
01763175667

আগামীকাল শুক্রবার সারাদিন।মানসম্মত চিকিৎসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান।সিরিয়াল: 01763175667Rashed Vai Saikot Ahmed Farhan Mu...
05/09/2024

আগামীকাল শুক্রবার সারাদিন।
মানসম্মত চিকিৎসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান।
সিরিয়াল: 01763175667
Rashed Vai Saikot Ahmed Farhan Murshida Khatun

20/08/2024

MATS = Medical assistant training school.

তার মানে MATS থেকে মেডিকেল এসিস্ট্যান্ট এ তৈরি হবে! এটা না বুঝলে আপনার সাথে তর্ক না!
SSC পাস করে MATS এ পড়ে ডাক্তার হওয়ার খায়েশ মিটাতে যাবেন না।

ডাক্তার হইতে চাইলে HSC দেন। SSC + HSC তে মিনিমাম ৯ পয়েন্ট তুলেন। লক্ষাধিক পরিক্ষার্থীর মঝে কম্পিটিশন করে আসুন। তারপর ৬ বছর খেটে পাস করে আসুন।
কিছু ওষুদের নাম আর দু একটা সেলাই শিখে মানুষের সাথে প্রতারণা করবেন না।

আবারও ডেঙু:প্রচুর পরিমানে ডেঙ্গু রোগি পাওয়া যাচ্ছে।কীভাবে বুঝবেন ডেঙু: এই সময়ে জ্বরের সাথে নিচের যে কোন ২ টা থাকলে১) শরী...
04/08/2024

আবারও ডেঙু:

প্রচুর পরিমানে ডেঙ্গু রোগি পাওয়া যাচ্ছে।

কীভাবে বুঝবেন ডেঙু:
এই সময়ে জ্বরের সাথে নিচের যে কোন ২ টা থাকলে
১) শরীরে ব্যথা বা চোখে ব্যথা
২) শরীরে কোন লালচে রেশ উঠা
৩) বমি বমি ভাব হওয়া বা বমি হওয়া
৪) যে কোন একটা warning sign থাকা( নিচে দওয়া হলো)
৫) রক্তের CBC পরীক্ষায় WBC/ Leucocyte count 5000 বা তার কম হওয়া
৬) প্রেসার মেশিনে সিস্টলিক প্রেসারে( উপরের প্রেসার) ৪ মি: ধরে রাখলে হাতে লালচে ফোটা (petechiae) ভেসে উঠা ( ১০ এর বেশি)

কোন রুগী হাসপাতালে ভর্তি হবেঃ
কাউর যদি একটা Warning sign থাকে, যেমন:-
১) পেটে ব্যথা হওয়া।
২) বারবার বমি হওয়া (দিনে ৩ বারের বেশি)
৩) নাক/ দাঁত/ প্রস্রাব দিয়ে রক্ত যাওয়া
৪) অত্যাধিক দূর্বল ( lethargy) হওয়া
৪) Chest x-ray বা পেটে আল্ট্রাসোনোগ্রাফিতে পানি আসা, ইত্যাদি
রুগীর ক্যাটাগরিঃ
Group A:- উপরের কোন warning sign না থাকা। এই রুগী বাসায় চিকিৎসা নেবে।
Group B:- উপরের কোন একটা warning sign থাকলে বা যাদের প্রেসার/ ডায়াবেটিস/ কিডনি রোগ/ হার্টের রোগ/ গর্ভবতী মা/ obesity ( মোটা)/ বৃদ্ধ/ নবজাতক শিশু হলে হাসপাতালে চিকিৎসা নেবে, যথার্থ স্যালাইন ও পর্বেক্ষনে থাকবে, তাহলে Group C তে যাবে না।
Grroup C:- প্রেসার কমে শকে চলে গেছে, কিডনি, লিভার, হার্ট, ব্রেইন ধরে ফেলছে। ICU লাগবে।

এই লেখায় সবাই সতর্ক হলে ভয় কম, শুধু শুধু রক্তের platelet কমে যাওয়াতে ভয় পাবেন না। platelet কমে যাওয়াতে মৃত্যু কম, শকে মরে বেশি। মনে রাখবেন ডেঙু জ্বরের critical phase হচ্ছে ৪র্থ দিন হতে ৭ম দিন পর্যন্ত।

শুক্রবার সহ প্রতিদিন আমাদের ম্যাডাম রোগি দেখছেন ও আল্ট্রাসনোগ্রাম করছেন।গ্রীন লাইফ ডায়াগনস্টিক সেন্টার শ্যামলীপাড়া বাসস্...
07/06/2024

শুক্রবার সহ প্রতিদিন আমাদের ম্যাডাম রোগি দেখছেন ও আল্ট্রাসনোগ্রাম করছেন।

গ্রীন লাইফ ডায়াগনস্টিক সেন্টার
শ্যামলীপাড়া বাসস্ট্যান্ড , উল্লাপাড়া।
01763175667

বিএমডিসি ছাড়া ‘ভুল চিকিৎসা’ বলার অধিকার কারো নেই: স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্র...
01/05/2024

বিএমডিসি ছাড়া ‘ভুল চিকিৎসা’ বলার অধিকার কারো নেই: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, “ভুল চিকিৎসা বলার অধিকার কারো নেই, আমারও নেই। বাংলাদেশে একমাত্র ভুল চিকিৎসা বলার অধিকার রাখে বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)। ভুল চিকিৎসার অজুহাতে চিকিৎসকদের ওপর যে আক্রমণ হয় তা ন্যাক্কারজনক, খুবই বাজে।ভুল চিকিৎসার নাম করে চিকিৎসকদের মারধর, বিশেষ করে মেয়ে চিকিৎসকদের ওপর আক্রমণ মেনে নেয়া যায় না৷”

বুধবার সকালে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সে অনুষ্ঠিত ১২তম আন্তর্জাতিক এবং দ্বিতীয় এসিএনএস-বিএসএনএস হাইব্রিড কনফারেন্স ও ক্যাডাভেরিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।

বাংলাদেশের চিকিৎসকদের সক্ষমতা সম্পর্কে উল্লেখ করে ডা. সামন্ত লাল সেন বলেন, “আমি মনেপ্রাণে বিশ্বাস করি, আমাদের চিকিৎসকদের মেধা ও দক্ষতা বিশ্বের যেকোনো দেশের চিকিৎসকদের চেয়ে কম নয়৷ আমরা যে জোড়া মাথার জমজ শিশু রোকেয়া-রাবেয়ার অপারেশন করলাম, যদিও সেখানে হাঙ্গেরির চিকিৎসকরা ছিল, কিন্তু সেই অপারেশনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে আমাদের দেশের নিউরোসার্জনরা। প্রথম যখন ঢাকা মেডিকেল কলেজে বাচ্চা দুটির এন্ড্রোভাস্কুলার সেপারেশন হয়, সেই রাতের ৩টা-৪টা বাজে আমি নিজের চোখে দেখেছি আমাদের এনেস্থেটিক এবং নিউরোসার্জনদের ইচ্ছা, দক্ষতা এবং সামর্থ্য। যা আমাকে বিস্মিত করেছে।”

তরুণ চিকিৎসকদের প্রতি স্বাস্থ্যমন্ত্রী বলেন, “বাংলাদেশকে আমরা এমন এক জায়গায় নিয়ে যেতে চাই, যেখানে দেশের মানুষ চিকিৎসক সমাজকে সম্মান করে। আমরা যদি সকাল আটটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত মনোযোগ দিয়ে সার্ভিস দিই, রোগীদের সেবা দিই, মানুষ সম্মান করবে। আমাদের তো কোনো কিছুর অভাব নেই৷ আমাদের মেধা আছে। সেই মেধা দিয়ে তোমরা সর্বোচ্চ সেবা দাও, তোমাদের সুরক্ষা আমি দিব৷ ডাক্তার হিসেবে তোমাদের প্রতি এটাই আমার প্রতিশ্রুতি।”

বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জন্স এর প্রেসিডেন্ট অধ্যাপক ডা. মোহাম্মদ হোসাইনের সভাপতিত্বে আয়োজিত এই কর্মশালায় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী, নিনস্-এর যুগ্ম পরিচালক অধ্যাপক ডা. বদরুল আলম প্রমুখ।

প্রতিবেদনঃ Dhakatimes24.com

শুক্রবার সহ সপ্তাহের ৭ দিন আমাদের প্রতিষ্ঠানের কার্যক্রম চালু থাকে।শ্যামলীপাড়া বাসস্ট্যান্ড , উল্লাপাড়া। মোবাইল: 0176317...
26/04/2024

শুক্রবার সহ সপ্তাহের ৭ দিন আমাদের প্রতিষ্ঠানের কার্যক্রম চালু থাকে।
শ্যামলীপাড়া বাসস্ট্যান্ড , উল্লাপাড়া।
মোবাইল: 01763175667 , 01811305713

সতর্ক বার্তা।সঠিক সেবা নিন, সুস্থ থাকুন।"গ্রীন লাইফ ডায়াগনস্টিক সেন্টার , শ্যামলীপাড়া বাসস্ট্যান্ড , উল্লাপাড়া "" সবসময় ...
21/04/2024

সতর্ক বার্তা।
সঠিক সেবা নিন, সুস্থ থাকুন।
"গ্রীন লাইফ ডায়াগনস্টিক সেন্টার , শ্যামলীপাড়া বাসস্ট্যান্ড , উল্লাপাড়া "" সবসময় মানসম্মত চিকিৎসা সেবা প্রদান করে থাকে।
প্রয়োজনে: 01763175667, 01811305713

Address

Shyamolipara Bus Stand, Ullapara
Sirajganj
6760

Opening Hours

Monday 08:00 - 20:00
Tuesday 08:00 - 20:00
Wednesday 08:00 - 20:00
Thursday 08:00 - 20:00
Friday 08:00 - 20:00
Saturday 08:00 - 20:00
Sunday 08:00 - 20:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when গ্রীন লাইফ ডায়াগনস্টিক সেন্টার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram