 
                                                                                                    06/08/2025
                                            দীর্ঘ মেয়াদি বৃষ্টি, স্যাতস্যাতে আবহাওয়ায় দেশব্যাপী কমবেশি সবারই জ্বর/ জ্বর- ঠান্ডা কাশি হচ্ছে। 
প্রায় সব জ্বরই ভাইরাস জনিত। সাধারনভাবে জ্বরগুলোকে তিনভাগে ভাগ করা যায়।
১. ডেঙ্গু জ্বরঃ এডিস মশা বাহিত।
* প্রথম ১ - ২ দিন তীব্র জ্বর(১০৩ এর বেশি), তীব্র মাথা ব্যথা, চোখের পিছনে ব্যথা, খাবার অরুচি, গায়ে Rash হতে পারে।
* অনেক সময় জ্বর কমে গিয়ে আবার আসতে পারে
* দ্বিতীয় বারের জ্বর ২ - ৩ দিন থাকতে পারে।
* জ্বরের সময়, জ্বর চলে গেলে গায়ে Rash দেখা দিতে পারে।
* নাক, দাঁত, পায়খানার রাস্তায় রক্ত যেতে পারে। 
২. ডেঙ্গুর সাথে সাথে চিকুনগুনিয়া ( ল্যাঙড়া জ্বর) :
* মশাবাহিত রোগ।
* তীব্র জ্বর, জয়েন্টে ব্যথা, Rash প্রধান উপসর্গ (সাথে অন্যান্য উপসর্গ থাকবে)
৩. Influenza like illness( ILI)/ Flu like synptom/ ফ্লুঃ
* জ্বর( নরমালি ১০১ এর নিচে আসেনা), কাপুনি হতে পারে, শুকনা কাশি, নাক দিয়ে পানি, হাচি, সারা শরীর ব্যথা, ক্ষুধামন্দা, বমি বমি ভাব হবে।
* ক্ষুধামন্দার জন্য ৩ - ৪ দিন পর ব্লাড প্রেসার কমে যায়।
★ যেকোন জ্বর ভালো হতে ৩ দিন, ৫ দিন, ৭ দিন লাগতে পারে।
★ এবারের জ্বর ৭ দিনের নিচে কমছেনা।
★ জ্বর কমে গেলেও শরীর দূর্বল লাগে যাকে Post viral fatigue syndrome বলে।
পরীক্ষাঃ
* ২৪ ঘন্টা পর / তৃতীয় দিন CBC করে রাখা ভালো।
CBC থেকে অনেক information পাওয়া যায়।
* ৩ দিনের মধ্যে NS1
* ৫ দিন পর Dengue IgM, Chikungunya IgM করা যেতে পারে।
* অন্যান্য পরীক্ষা রোগীর উপসর্গ, ডাক্তারের পরামর্শ অনুযায়ী। 
চিকিৎসাঃ 
★ জ্বর হলে Paracetamol ৬ ঘন্টা পরপর ডোজ অনুযায়ী, আহারের পর।
★ Tepid Sponging
★ কাশির জন্যঃ Cough suppressant, antitussive, antihistamin.
★ পর্যাপ্ত পরিমান পানি পান করতে হবে। নরম, তরল খাবার খেতে হবে।
★ অতিরিক্ত পরিমান ডাবের পানি, জুস পান করা যাবেনা।
★ ORS প্রেসার মেপে তারপর খাওয়া যাবে। 
★ যেকোন সমস্যায় বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে।
★ কোনো ভাবেই ব্যথার ঔষধ, স্টরয়েড, ইচ্ছে মতো এন্টিবায়োটিক ডাক্তারের পরামর্শ ব্যতীত খাওয়া যাবেনা।
★ মনে রাখতে হবে জ্বরের ঔষধ এন্টিবায়োটিক নয়।
                  সেবা নিন, সুস্থ থাকুন                                        
 
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                         
   
   
   
   
     
   
   
  