19/11/2024
আমার নানা গরু পালত । আমার নানার মোট ৪ টা গরু ছিল। আমার নানা অবসরপ্রাপ্ত স্কুল টিচার। অবসর এর পর তিনি সময় কাটানোর জন্য মূলত গরু কিনেন।। তো আমার নানা প্রতিদিন সকালে গরু গুলো মাঠে দিয়ে আসতেন। দুপুরে যেয়ে নিয়ে আসতেন। বিকেলের দিকে গোয়ালে রাখতেন। প্রতিদিন এর মতো সেদিনও নানা গরু নিয়ে মাঠে গেলেন সকালে তো নানা এক এক দিন এক এক জায়গায় গরু দিয়ে আসতেন। ঘটনা যেদিন ঘটে সেদিন আমার নানা তার গরু নিয়ে বাড়ি থেকে প্রায় ১০-১৫মিনিট দূরে এক মাঠে দিয়ে আসে। (আমি মাঠের বর্ননা দিয়ে নেই। মাঠ এ যেতে একটা বিশাল বাগান পার হয়ে দিঘির পাড় পেরিয়ে তারপর যেতে হয় সরু রাস্তা দিয়ে। নানা গরু দিয়ে আসার সময় সমস্যা হয়নি। দুপুরে গরু আনতে নানার মনে ছিল না সেদিন। হঠাৎ নানার আসর নামাজ এর পরে খেয়াল হয় সন্ধ্যা নেমে আসছে গরু এখনও গোয়াল এ নেওয়া হয়নি। নানা তাড়াহুড়ো করে যায় গরু আনতে। বলে রাখি তখন শীত কাল। শীতে দিন ছোট থাকে। নানা যেতে যেতে প্রায় সন্ধ্যা নামতে শুরু করে। নানা গরু নিয়ে যখন দিঘির পাড় এ আসে তখন নানা দেখে নানা কে কেউ পিছন থেকে "ও দাদা ও দাদা" বলে ডাকছে। নানা পিছনে তাকালে দেখে কালো হনুমানের সাইজের একটা প্রানী খুব বড় বড় লোম আর খুবই অদ্ভুত ভয়ানক দেখতে ছিল। তারপর আমার নানা তাকে এড়িয়ে গেলে সেটি আমার নানার সামনে এসে বলে " কিরে দাদা গরু নিয়ে কই যাস বললি না যে, একটা গরু দিবি একটা গরু দিবি "। তারপর আমার নানা বলে যে ভালো চাস তো দূরে যা। তারপর মাগরিব আযান এর ধ্বনি আসতে শুরু হলে সেটা আমার নানা কে বলে "দাদা আমি গরু নিতে আমু রাইতে"। আমার নানা দোয়া পড়তে পড়তে চলে আসে। সেদিন রাতে আমার নানা ঘুমিয়ে ছিল। আমার নানা সবসময় বারান্দার ঘরে চৌকি পেতে ঘুমাতেন। শীতের রাত চারদিকে কুয়াশা ঝি ঝি পোকা ডাকছে গভীর রাত নানা গভীর ঘুমে আচ্ছন্ন। এমন সময় সেই ডাক " ও দাদা ও দাদা, আমারে গরু দে নাইলে আমারে বিয়া কর" নানা তখন ঘুম চোখে তাকালে দেখেন সেই প্রাণী টি লাল শাড়ি পড়ে ভনভন করে ঘুরছে..
বাকী অংশ কমেন্ট এ...?