Doctor's Hijama & Health

Doctor's Hijama & Health "Doctor's Hijama & Health"
একটি অনলাইন চিকিৎসা সেবা বিষয়ক প্লাটফর্ম।

18/05/2025

পাবনা থেকে
এসে এক ভাই হিজামা নিলেন✓

17/05/2025

#হিজামা

✓হিজামা বিষয়ক কতিপয় প্রশ্নের জবাব ও সংশয় নিরসন।

17/05/2025

দূরের রোগীরা
অবশ্যই ফোন করে আসবেন।

16/05/2025

এক বোন
মাইগ্রেনের জন্য হিজামা নিলেন।

হিজামার এই রোগীটাকে দেখেন, এখানে ব্লিস্টার ও স্ট্যাগনেশন দুইটাই হয়েছে। হ্যা, দীর্ঘ সময় কাপ লাগিয়ে রাখা ও অধিক সাকশন দ...
16/05/2025

হিজামার এই রোগীটাকে দেখেন, এখানে ব্লিস্টার ও স্ট্যাগনেশন দুইটাই হয়েছে।

হ্যা, দীর্ঘ সময় কাপ লাগিয়ে রাখা ও অধিক সাকশন দেয়ার কারণে ব্লিস্টার পরতে পারে। তবে এছাড়াও এখানে আরো অনেক কারণ আছে। যেমন- সম্ভবত এখানে প্রপারলি কোনো ওয়েল ইউজ করা হয় নাই এবং রোগীর সেনসিটিভিটি টেস্ট‌ও করা হয় নাই (আমি নিজেও অধিকাংশ ক্ষেত্রে টেস্ট করি না, কিন্তু কিছুক্ষণ কাপ লাগিয়ে রাখলেই সেনসিটিভিটি বোঝা যায়, এটা একটা অভিজ্ঞতার বিষয়)। এজন্যই অলওয়েজ অবজার্ভ করতে হয়।

যাহোক, আরো অনেক বিষয় আছে, কিন্তু কথা হচ্ছে আপনারা কিভাবে অনভিজ্ঞ এবং নন মেডিকেল পার্সনদের কাছ থেকে রোগের জন্য হিজামা থেরাপি নেন? আমার বুঝে আসেনা! অশিক্ষিত কেউ এমন ভুল করলে সেটা নিয়ে ভাবি না! কিন্তু অনলাইনে তো প্রতিনিয়তই দেখছি শিক্ষিত লোকজনও হাতুড়েদের কাছ থেকে থেরাপি নিয়ে বীর দর্পে পোজ দিয়ে ছবি তুলে পোস্ট করে! এদের কমনসেন্স লেভেল কেমন? বুঝিনি!!

 ...অনেকেই নাকি খুঁজে পাচ্ছেন না, তাই রিপোস্ট করলাম✓✓
16/05/2025

...
অনেকেই নাকি খুঁজে পাচ্ছেন না, তাই রিপোস্ট করলাম✓✓

✓✓একের পর এক ক*রোনা টি-কার ভয়াবহতা প্রকাশ পাচ্ছে! ফাইজারের পর এবার Astra-zeneka স্বীকার করে নিল টি-কার সমস্যার কথা! এখন অনেকেই দুশ্চিন্তায় আছেন! ভাবছেন, সলিউশন তাহলে কি?! আমার ফাইন্ডিংসে অনেকগুলো সলিউশন নিচে দিয়েছি! যদি বিশ্বাস করেন তাহলে এগুলো ফলো করতে পারেন। বিশ্বাস না হলে দয়া করে দূরে থাকুন, অহেতুক তর্ক করবেন না! আমি আপনাকে বাধ্য করছি না...

✓বিভিন্ন ধরনের মডিফাইড খাদ্য পানীয় ও ঐষধ গ্রহণের ফলে এবং আমাদের শরীরে পরিকল্পিতভাবে কিছু ফরেন বডি (টি-কা) প্রবেশ করিয়ে আমাদের দূরদর্শিতা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে দেওয়া হয়েছে! এখন সবারই প্রশ্ন হল, আমাদের বডি থেকে এই টক্সিন আমরা কিভাবে দূর করব?!

হা আসল কথায় আসি, আল্লাহ তায়ালার হাজার হাজার শুকরিয়া যে তিনি আমার মাথায় এই সমাধান গুলো ঢেলেছেন। আমি আপনাদেরকে সমাধান গুলো বলছি, সবগুলোই আপনার শরীরকে জীবাণুমুক্ত/ টক্সিনমুক্ত বা শয়*তানি চক্রান্ত মুক্ত করবে...
আমি যেভাবে বলছি সেভাবেই পালন করবেন এবং আপনার অর্জিত দূরদর্শিতা ধরে রাখার জন্য কিছু বিষয় আছে সেগুলোও মেনে চলবেন। লেখা অনেক বড় হয়ে যায় তাই খুবই সংক্ষেপে আলোচনা করছি...

✓✓✓চার মাসের ডিটক্স প্রোগ্রাম!!

১. হিজামা থেরাপি!
আপনার শরীরে চার মাসের মধ্যে তিনটা হিজামা সেশন নিবেন। হিজামার ৯/১১ টি সুন্নাহ পয়েন্ট গুলো সহ ডিটক্সের কিছু পয়েন্ট কাভার করে ১৫ থেকে ২০ টা পয়েন্টে থেরাপি নিবেন।
হিজামার পয়েন্ট গুলো হল...
১,৫৫,২০,২১,৩২,৪৩,৪৪,১১,১২,১৩, ১০৪,১০৫,১২৯(২), ৫৩,৫৪ সহ ১৫-২০ টা পয়েন্ট, ৩৬ নং পয়েন্টে হিজামা নিবেন না।
আসলে সব থেরাপিস্ট এটা ভালোভাবে বোঝে না, এজন্য আপনি একজন অভিজ্ঞ ধার্মিক চিকিৎসকের কাছ থেকে থেরাপি নিবেন।
প্রতি চার মাসে আমাদের শরীরের সকল রক্ত পরিবর্তন হয়ে যায়। সুতরাং চার মাসের মধ্যে আপনি তিনটা থেরাপি নিলে আশা করছি আপনার রক্ত বিশুদ্ধ হয়ে যাবে।
✓নবীজি সা. বলেছেন, "হিজামাকারী কতইনা উত্তম লোক, সে দূষিত রক্ত বের করে দিয়ে মেরুদন্ড শক্ত করে এবং দৃষ্টিশক্তি প্রখর করে "।
[সুনানে তিরমিজিঃ হাদিস নং 2053 ]

২.আজওয়া খেজুর ।
প্রতিদিন সাতটি করে আজওয়া খেজুর একটানা সাত দিন খাবেন। তারপরে মাঝে মাঝে খাবেন, এভাবে প্রায় ৪ মাস খাবেন। কমপক্ষে ৭ দিন খাবেন, বেশি দিন হলে আরো ভালো।
আজওয়া সম্পর্কে জানেন, এই খেজুর খেলে মৃত্যু ব্যতীত সকল প্রকার বিশ শরীর থেকে দূর হয়ে যাবে।
অবশ্যই প্রতিদিন সকালে খালি পেটে খাবেন। আর শিশুদের সাতটি ভিন্ন খেজুর থেকে অল্প অল্প করে নিয়ে খাওয়াবেন। মনে রাখবেন, প্রথম সাতদিন ৭ টা করে খেজুর খাওয়াটা খুব জরুরী, তা না হলে রেজাল্টের বিষয়ে আমার নিশ্চয়তা নেই। এক্ষেত্রে কার্পণ্য করা চলবে না, ইনভেস্ট করতেই হবে।
আজওয়া খেজুর খাওয়া অবশ্যই হিজামার এক সেশন নেয়ার পর থেকে শুরু করবেন।
✓নবীজি সা. বলেন, যে ব্যক্তি প্রত্যেকদিন সকালবেলা সাতটি আজওয়া খেজুর খাবে সেদিন কোনো বিশ ও জাদু তার কোনো ক্ষতি করবে না।
[সহীহ বুখারী, হাদিস-৫৪৪৫]

৩. মধু ও কালোজিরা।
বড়দের জন্য প্রতিদিন এক চামচ মধু, হাফ চামচ কালোজিরা তেল অথবা এক চামচ কালোজিরা
প্রতিদিন খাবেন। এটাও সকালে খালি পেটে অথবা রাত্রে ঘুমানোর আগে খেতে পারেন।
মধু কালোজিরা শীতের দিন হলে দুইবার খাবেন, গরমের দিনে একবার খেলেই হবে। তবে রাত্রে খাওয়াই ভালো হয়, যেহেতু সকালে আজ‌ওয়া খাবেন।
✓আল্লাহ তাআলা বলেন...
“তার পেট থেকে বিভিন্ন রঙে পানীয় নির্গত হয়। তাতে মানুষের জন্যে রয়েছে রোগের প্রতিকার। নিশ্চয় এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্যে নিদর্শন রয়েছে।”
(সূরা আন-নাহল, আয়াতঃ ৬৯)
আল কুরআনের ১৬তম সূরার নাম সূরা আন-নাহল। নাহল শব্দটির অর্থ মৌমাছি।
✓আবু হুরায়রাহ (রা.), থেকে বর্ণিত রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছেনঃ "কালোজিরায় মৃত্যু ব্যতীত সব রোগের নিরাময় আছে"। ‘আস-সাম’ অর্থ মৃত্যু, হাব্বাতুস সাওদা অর্থ কালিজিরা। (ইবন মাজাহ, হাদীস নং ৩৪৪৮)

৪. প্রতিদিন ব্যায়াম করা।
হিজামার পর ন্যাচারালি বডিকে টক্সিন মুক্ত করার জন্য ব্যায়াম হল সবচেয়ে উত্তম। শারীরিক ও মানসিক ফিটনেস ও সুস্থতার জন্য নিয়মিত ব্যায়াম করতেই হবে। সকাল ভোরে অথবা বিকেল বেলা এবং কমপক্ষে ৩০ মিনিট।
শুরুতে ১০-১৫ মিনিট দিয়ে শুরু করুন, ধীরে ধীরে সময় বাড়াবেন। অবশ্যই এই সময়টাকে সময় নষ্ট মনে করবেন না। সুস্থ না থাকলে আপনি কোনো কাজই করতে পারবেন না। সবচেয়ে উৎকৃষ্ট ব্যায়াম হচ্ছে সাঁতার কাটা। এছাড়াও আছে হালকা জগিং এবং শরীরের কন্ডিশন অনুযায়ী ব্যায়াম। যাদের পেট বড় হয়ে গেছে তাদের পেটের ব্যায়াম। অনেক ধরনের ব্যায়াম করতে পারেন। অবশ্যই ঘাম ঝরানো ব্যায়াম করতে হবে।
✓হাদিসে আছে, সবল মুমিন দুর্বল মুমিন অপেক্ষা উত্তম।

৫. সাইয়েদুল ইস্তেগফার ও দোয়া।
এই কার্যক্রমের শুরুতে অবশ্যই দুই রাকাত নফল নামাজ পড়ে নিবেন। এরপর আল্লাহতালার কাছে দোয়া করবেন যে, আমরা চক্রান্তের শিকার, ভ্যাকসহ অন্যান্য বিষয়গুলো আগে বুঝতে পারি নাই। আল্লাহতায়ালা যেন আমাদের ক্ষমা করেন এবং এই আমলগুলো কবুল করে আমাদের সুস্থতা ও দুরদর্শিতা দান করেন।
শুরুতে অবশ্যই এ কাজটি করবেন এবং সম্ভব হলে প্রতিদিন দু চার রাকাত নফল নামাজ পড়বেন। আর এই চিকিৎসার আগে অবশ্যই নিয়ত করে নিবেন, মনে রাখবেন নিয়ত অনেক পাওয়ারফুল একটি আমল।
সাথে এই নিয়েতে কিছু সদগাও করবেন, সামর্থ্য অনুযায়ী যা পারেন। সবচেয়ে ভালো হয় কোনো প্রাণী সদকা করা। ‌সদগা কিভাবে করলে, কোথায় দান করলে ভালো হয় সেটা বিজ্ঞ আলমের কাছ থেকে জেনে নিবেন।

✓✓কতিপয় খাবার যেমন- রসুন, মাশরুম, কিসমিস, খেজুর, সিরকা, জয়তুন, শতমূলী, সাজনা পাতা, সোনা পাতা (কোষ্ঠকাঠিন্য থাকলে বা জাদুর সমস্যা থাকলে) সহ কিছু খাবার নিয়মিত খাওয়ার চেষ্টা করবেন। নিয়মিত মেস‌ওয়াক করুন।
সমস্যা বেশি হলে অথবা বয়স্ক হলে ডিটক্স ফুটপ্যাড‌ও কিছুদিন ব্যবহার করতে পারেন (জরুরী নয়)। এটা অবশ্য চার মাসের কোর্সের শেষের দিকে করবেন।

✓আপনার শরীর বিষমুক্ত করার পর এগুলো ধরে রাখা জরুরি। এজন্য খাঁটি সরিষার তেল খাবেন, হাইব্রিড ফুড, ফাস্ট ফুড, সাদা চিনি এগুলো খাবেন না। অতি ঝালও খাবেন না। সন্দেহজনক কোনো কিছু শরীরে প্রবেশ করাবেন না। অসুস্থ হলে প্রথমে প্রাকৃতিক চিকিৎসা গ্রহণ করবেন, খুব জরুরী না হলে আধুনিক চিকিৎসা নিবেন না। সঠিক ইসলামিক জ্ঞান রাখে এমন আলেমদের সাথে সম্পর্ক রাখুন এবং ধার্মিক ও প্রাকৃতিক চিকিৎসা করে এরকম ডাক্তারদের সাথে যোগাযোগ রাখুন।
আর অবশ্যই এই লেখাটি কপি করে বা যেকোন ভাবে ছড়িয়ে দিন।

✓✓বিশেষ নোট:
আল্লাহর কসম করে বলছি, আমি বিশ্বাস করি এটা শতভাগ কার্যকরী চিকিৎসা।
তাই অবশ্যই বিশ্বাস রাখবেন যে চার মাসের এই প্রোগ্রামটি করলে আপনার এসকল সমস্যা দূর হয়ে যাবে। উল্লেখ্য, চার মাস পরেও যদি আপনার সমস্যার সমাধান না হয় তাহলে অবশ্যই রুকিয়া করে নিতে হবে, খুব সম্ভাবনা যে আপনি ওয়াসওয়াসায় আক্রান্ত। সেক্ষেত্রে শুরুতে বদ নজরের রুকিয়া, রুকিয়া গোসল, সাত দিনের ডিটক্স রুকিয়া প্রোগ্রাম এবং সর্বশেষ ওয়াস‌ওয়াসার রুকিয়া করবেন।

√চার মাসের এই চিকিৎসায় আপনি এছাড়াও আরো অনেকগুলো উপকার বোনাস পাবেন, যেমন- দুশ্চিন্তা মুক্ত হওয়া, ভালো ঘুম হওয়া, এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স দূর হয়ে যাওয়া, মাথাব্যথা/ মাইগ্রেন দূর হওয়া, স্মৃতিশক্তি প্রখর হওয়া, শারীরিক ব্যথাগুলো দূর হয়ে যাওয়া, চিন্তার স্থিরতা, উচ্চ রক্তচাপ স্বাভাবিক হওয়া প্রভৃতি।
সর্বোপরি সকল প্রকার দা*জ্জালি চক্রান্ত থেকে মুক্ত হয়ে পরিপূর্ণ সুস্থ হবেন, ইনশা-আল্লাহ।

07/05/2025

আপনি বা আপনার পরিবারের কেউ যদি মাইগ্রেনের (প্রচন্ড মাথাব্যথার) রোগী হয়ে থাকেন, তাহলে একটু এদিকে আসুন...




✓Dr. Nazmul Islam Noman

ভাই/বোন! মাইগ্রেনের জন্য হিজামার চেয়ে ভালো কোনো চিকিৎসা আমি দেখি নাই! ইভেন, আমার নিজের মাইগ্রেন‌ও ভালো হয়েছে হিজামায়,...
20/04/2025

ভাই/বোন! মাইগ্রেনের জন্য হিজামার চেয়ে ভালো কোনো চিকিৎসা আমি দেখি নাই! ইভেন, আমার নিজের মাইগ্রেন‌ও ভালো হয়েছে হিজামায়, আলহামদুলিল্লাহ।

তবে হিজামার পাশাপাশি আপনার মাইগ্রেন ট্রিগার করার মূল কারণটা বের করতে হবে। যে কারণে আপনার মাইগ্রেন হচ্ছে, সেটা থেকে দূরে থাকতে হবে। যেমন- অনেকের আছে টেনশনে মাইগ্রেন হয়, কারো আছে পানি স্বল্পতায় মানে পানি কম খেলে হয়, কারো ক্ষেত্রে কন্সটিপেশনের জন্য হয়, কোনো কোনো ক্ষেত্রে লো ব্লাড প্রেসারের জন্য‌ও হতে পারে, অনেক সময় সূর্যোদয়ের পরে ঘুমালেও মাইগ্রেন হতে পারে, এছাড়াও মাইগ্রেনের আরো অনেক কারণ আছে। তাই মাইগ্রেন ট্রিগার করার সাথে সাথেই ব্লাড প্রেসারটা আগে মেপে নিতে হবে, প্রেশার ঠিক থাকলে অন্য চিন্তা।

সুতরাং মাইগ্রেনের মূল কারণটা খুঁজে বের করে সেটা রিকভার করতে হবে, পাশাপাশি কিছু ন্যাচারাল রিমেডিও মাইগ্রেনের জন্য ভাল কাজ করতে পারে। যেমন- আপনি যদি সুস্ক মেজাজের হন তাহলে দুই চামচ আদার রস এক গ্লাস ঠান্ডা পানিতে মিশিয়ে খেয়ে নিলে কিছুক্ষণের মধ্যেই মাইগ্রেন ভালো হয়ে যায়। লো প্রেসারের জন্য মাইগ্রেন হলে লাল চিনি/আখের গুড়/ তাল মিশ্রি প্রভৃতির সাথে হালকা পিং সল্ট দিয়ে শরবত বানিয়ে খেলেই মাইগ্রেন ঠিক হয়ে যায়। পাশাপাশি দুইটা ডিম অথবা এক গ্লাস দুধ পান করে নিতে পারেন।

যাহোক, আমার কাছে মাইগ্রেনের আরো অনেক প্রাকৃতিক সল্যুশন আছে। যেগুলো মাইগ্রেনের জন্য খুবই ইফেক্টিভ, ইনস্ট্যান্ট কাজ করে। সত্য বলতে কি, গ্যারান্টি দেওয়া জায়েজ হলে আমি মাইগ্রেন ভালো হওয়ার গ্যারান্টি দিয়ে চিকিৎসা করতাম।

✓আমার ইউটিউব চ্যানেল...
https://youtube.com/.nazmulnoman?feature=shared

✓ডক্টর'স হিজামা সেন্টারে অনেক আগে থেকেই রোগীদের সুবিধার্থে রুম হিটার আছে। সুতরাং শীতের দিনে হিজামা নিতে কোনো সমস্যা নাই।...
01/01/2025

✓ডক্টর'স হিজামা সেন্টারে অনেক আগে থেকেই রোগীদের সুবিধার্থে রুম হিটার আছে।

সুতরাং শীতের দিনে হিজামা নিতে কোনো সমস্যা নাই। ছবির এ রোগী হিজামার তৃতীয় সেশন নিলেন এবং ওনার শারীরিক যে ইমপ্রুভমেন্ট, সত্যি অসাধারণ!

সামনে আসলে ওনার ফিডব্যাক ভিডিও নেওয়ার ইচ্ছা করেছি।

✓ডক্টর'স হিজামা সেন্টার,
মাসুমপুর, সিরাজগঞ্জ।
যোগাযোগ: ০১৯৭০-৭৯৯৪৬৭

✓কুষ্টিয়ার এক রোগী হিজামা নিলেন!
11/10/2024

✓কুষ্টিয়ার এক রোগী হিজামা নিলেন!

✓ফিরোজ আহমেদ ভাই! তিনি মাইগ্রেন, হেয়ার লস এবং স্ট্রেস দূর করে মেমোরি পাওয়ার বাড়ানোর জন্য হিজামার ২য় সেশন নিলেন।🔥 উল্...
06/10/2024

✓ফিরোজ আহমেদ ভাই!
তিনি মাইগ্রেন, হেয়ার লস এবং স্ট্রেস দূর করে মেমোরি পাওয়ার বাড়ানোর জন্য হিজামার ২য় সেশন নিলেন।🔥
উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর তিনি প্রথম সেশন নিয়েছিলেন। তার মাথা দেখে মনে হলো, নতুন চুল গজাচ্ছে, পরবর্তী সেশনে আরো ভালোভাবে বিষয়টা বোঝা যাবে।✅

✓ডক্টর'স হিজামা, সিরাজগঞ্জ সদর।
সিরিয়ালের জন্য: ০১৯৭০-৭৯৯৪৬৭

07/09/2024

বিশেষ ঘোষণা:
কিছুদিন বন্ধ থাকার পর ডক্টর'স হিজামা সেন্টারে আবার মহিলাদের জন্য থেরাপি শুরু হয়েছে।

Address

Sirajganj

Opening Hours

Monday 08:30 - 21:00
Tuesday 08:30 - 21:00
Wednesday 08:30 - 21:00
Thursday 08:00 - 19:00
Friday 09:00 - 21:00
Saturday 20:30 - 21:00
Sunday 08:30 - 21:00

Telephone

+8801970799467

Website

Alerts

Be the first to know and let us send you an email when Doctor's Hijama & Health posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Doctor's Hijama & Health:

Share