31/12/2025
গত সপ্তাহে Dr. Eric Berg এর একটা অবিশ্বাস্য ভিডিও আমার সামনে আসে! আমি গ্রামে ছিলাম, তাই সময় পাইনি এটা নিয়ে কথা বলার।
সত্য বলতে কি, এই ভিডিও নিয়ে কোনো আলোচনাই দেখলাম না!! তবে অবশ্যই ধন্যবাদ এবং ক্রেডিট দিতে চাই ডক্টর এরিক সাহেবকে! কেননা এ ধরনের দুঃসাহস এখন পর্যন্ত কাউকে করতে দেখি নাই!!
যাহোক, আগে নিচের লেখাটুকু ভালোভাবে পড়বেন, তারপরে ভিডিওটা দেখবেন। তার ভিডিওটি অনেক বড়। আমি মূল অংশ গুলো অনুবাদ করার চেষ্টা করেছি। [মাঝে মধ্যে অল্প কিছু তথ্য যোগ করেছি।]
তিনি বলেন...
বিগ ফা'র্মা এবং বিগ'ফুড কোম্পানি আপনাদের যেগুলো (খাবার এবং ঔষধ) হেলদি হিসেবে দেখায় প্রকৃত অর্থে সেগুলো হেলদি নয়!
এজন্য তারা মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ভাড়া করে। বিগ ফা'র্মার সাথে হেল্থ ইনফ্লুয়েস্যারদের মধ্যে যে সিক্রেট ডিল হয়, সেটা নিয়ে কথা বলেনা। আসলে এ প্রকৃত সত্যটা জানার পর আমি খুবই দুঃখিত হয়েছিলাম!
বিগ ফার্মা এবং বিগফুড সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সদের ভাড়া করে কেন? কারণ তাদের ট্রাস্ট এর ঘাটতি রয়েছে। কিন্তু তারা তাদের ট্রাস্ট কেন হারাইছে?! এরপর তিনি একটি ওয়েবসাইট থেকে দেখান যে, ২০০০ সাল পর্যন্ত ভায়োলেন্সের জন্য বিগ ফার্মা এবং বিগ ফুড কোম্পানিগুলোকে ১২৬ বিলিয়ন ডলার জরিমানা দিতে হয়েছে!!
এরমধ্যে ২৬ বিলিয়ন ডলার হচ্ছে রোগীকে সরাসরি ক্ষতি করার কারণে। শুধু জনসন এন্ড জনসন কম্পানি ৮০ টা অকারেন্সের কারণে ২৫ বিলিয়ন ডলার জরিমানা দেয় (সাম্প্রতিক ঘটনাটা বাদে, এটা যোগ করলে আরো বেশি হবে)।
ভ্যা:কসিন কোম্পানি ফা'ইজাকে ১০৭ টা ভায়োলেন্সের কারণে ১১ বিলিয়ন ডলার জরিমানা করা হয়েছে, এ পর্যন্ত। আসলে এগুলো মিডিয়ায় এসেছে। প্রকৃত অর্থে তাদের অকারেন্স এর চেয়েও অনেক বেশি। আরেকটি ফার্মাসিটিক্যালস কোম্পানি মার্ককে ৯০ টা ভায়োলেন্সের জন্য দশ বিলিয়ন ডলারের জরিমানা করা হয়েছে। [আরো অনেকগুলো রেফারেন্স তিনি দেখিয়েছেন, ভিডিওতে দেখে নিবেন।]
প্রকৃত অর্থে বিগ ফার্মা হেলথ সাপোর্ট থেকে টোটালি বিজনেসে ফোকাস করেছে। সত্য বলতে কি, এদেশের ৮০ ভাগেরও বেশি মানুষ মনে করে ফার্মা কোম্পানিগুলো তাদের সেবা করছে! কিন্তু দুঃখজনক হলো, তারা আসলে ব্যবসা করছে! আপনি জাস্ট তাদের পণ্য কিনছেন, সেবা নয়!
আপনি জানেন কি, ৯০% মিডিয়া বিগ ফার্মার অধীনে, একইভাবে ৯০ পার্সেন্ট ডিজিটাল মার্কেটিং বিগ ফার্মার জন্যই হয়ে থাকে।
প্রত্যেক হেলথ ইনফ্লুয়েঞ্জার প্রতি ১০০০ ভিউয়ের জন্য ২০ থেকে ২৫ ডলার পায় । আর আপনারা তাদের অন্ধের মত বিশ্বাস করেন। তাদের ফলো করেন ভালো কথা কিন্তু তারা যেগুলো প্রমোশনালি করে সেগুলোকেও যখন আপনারা অন্ধের মত ফলো করেন, তখন খুবই অবাক লাগে!
যে ইনফ্লুয়েন্সার যত বেশি ট্রাস্টি (বিশ্বাসযোগ্য) এবং জনপ্রিয় তাকে তত বেশি টাকা দেওয়া হয়। এক্ষেত্রে উপরের তথ্য থেকেও ৮ থেকে সর্বোচ্চ ১২ গুণ পর্যন্ত বেশি টাকা দেওয়া হয়। তার মানে প্রতি ১০০০ ভিউয়ের পরিবর্তে সর্বোচ্চ ২৫০ ডলার পর্যন্ত দেওয়া হয়!! কি পরিমাণ টাকা এখানে ঢালা হচ্ছে, আপনার কোনো আইডিয়া আছে?! তাহলে ফার্মা এবং ফুড কোম্পানি গুলো কি পরিমান টাকা কামাচ্ছে বুঝেন এবার!
তারপরে তিনি দেখান যে, আমি যদি সোশ্যাল ইনফ্লুয়েন্সার হতাম তাহলে কি পরিমান টাকা ইনকাম করতে পারতাম! কিন্তু আমি করছি না, কারণ আমি আসলে আপনাদের হেল্প করছি।
আরেকটা গোপন তথ্য হলো, বিগ ফার্মা সরাসরি ইনফ্লুয়েন্সারদের ভাড়া করেনা বরং তারা পিআর (Public Relation) ফার্মের মাধ্যমে এ কাজটা করে। এজন্য আমরা সরাসরি তাদের কানেকশন বুঝতে পারিনা।
যাহোক, প্রায় ৪০% ইন্সুরেন্সার এটা স্বীকার করে না বা প্রকাশ করে না যে তারা বিগ ফার্মার প্রোডাক্টকে প্রমোশনের জন্য টাকা নেন।
তিনি ডক্টর মাইকের উদাহরণ তুলে ধরেন, [তার প্রায় ১৫ মিলিয়ন ফলোয়ার ইউটিউবে] সে ভ্যা:কসিন সহ বিগ ফার্মার অনেকগুলো বিষয়ে ক্যাম্পেইন করে দেয় এবং সে বলেছে কোনো পেমেন্ট নেয় না! তবে একটা পোস্টে সে স্বীকার করে ফেলছে, বিগ ফার্মার পক্ষ থেকে সে একটা ফ্লাট পেয়েছে। এছাড়াও একটা ওয়েবসাইট থেকে দেখা যায়, তিনি বিগ ফার্মার পক্ষ থেকে রেকর্ড পরিমাণ অর্থ নিয়েছেন। এজন্য অবশ্য তাকে FTC (Federal Trade Commission) of USA থেকে সতর্ক করা হয়!
এফটিসি দুইটা অ্যাসোসিয়েশন এবং ১১ জন হেলথ ইনফ্লুয়েঞ্চার (মূলত নিউট্রিশনিস্ট) কে স্পার্টেম এবং সুগার প্রমোট করার জন্য সতর্ক করেন। সেখানে বলা হয় ইনফ্লুয়েন্সারা এটা প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন যে তারা কোনো ধরনের পেমেন্ট নেয়নি।
আরেকজন রেজিস্টার ডায়েটিশিয়ান কেও সতর্ক লেটার পাঠানো হয়েছে। সুতরাং আপনি যাকে অন্ধের মত ফলো করছেন, তিনি কি আসলেও হেল্প করছেন নাকি কোনো ফার্মার এজেন্ট হয়ে কাজ করছেন?!
সুতরাং কাকে পেমেন্ট করা হচ্ছে আর কাকে হচ্ছে না এটা খুব সহজেই বোঝা যায়। বিশেষ করে যারা প্রসেস এবং আলট্রা প্রসেস ফুডের প্রমোশন করছে! আপনারা তাদেরকে ফলো করছেন, এর চেয়ে বোকামির আর কি হতে পারে! প্যাকেটের গায়ে যে নিউটিশন ভ্যালু লেখা থাকে এগুলো টোটালি মিথ্যা এবং এই মরা খাদ্যের মধ্যে কোনো খাদ্যপ্রাণ নেই! তারপরেও আপনারা ইনফ্লুয়েন্সারদের কথায় এগুলো খাচ্ছেন! কিন্তু কেন?!
তিনি আরো দেখান যে, কোকাকোলা একইভাবে হেলথ ইনফ্লুয়েন্সারদের ভাড়া করে, যেখানে ওবেসিটির অন্যতম একটি কারণ হলো এইসব কমল পানীয়! অথচ অ্যাড এ দেখানো হয় এক্সারসাইজ করার পর এনার্জি ব্যালেন্সের জন্য কোকাকোলা পান করুন! কি অদ্ভুত ব্যাপার?!
তিনি বলেন, আমার মতে সবচেয়ে করাপটেড অর্গানিজেশন হচ্ছে একাডেমি অফ নিউটিশন এন্ড ডায়েটেটিক্স! তারা লক্ষাধিক ডায়েটেশিয়ান তৈরি করেছে এবং তারাই পলিসি তৈরি করে।
তারা বিগ ফার্মার পক্ষে প্রায় 80 হাজার পেইজের ডকুমেন্ট শেয়ার করে রেখেছে! তারা টোটালি আল্ট্রা প্রসেস ফুড এবং ফার্ম কোম্পানিকে সাপোর্ট করছে।
বিগ ফার্মা এবং বিগ ফুড কোম্পানিগুলো এই অর্গানাইজেশন কে বাৎসরিক কে কত ডলার সহায়তা করে সেখানে সেটার একটা ডেটা তিনি দেখান... সুতরাং এই সংস্থা কেন বিগ ফরমান পক্ষে কাজ করবে না?!
প্রতিনিয়ত সিডস ওয়েলকে গুড হিসেবে প্রচার করা হচ্ছে! আমাদের দেশেও!! মনে করে দেখুন, একসময় এদেশের ডাক্তাররা সয়াবিন তেলকে প্রমোট করেছিল এবং তাদের কথাই আপনারা গ্যাস্ট্রিকের ঔষধ কিনে খান! এগুলো প্রকৃত অর্থেই আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
আমেরিকান হার্ট এবং স্ট্রোক অ্যাসোসিয়েশন, ট্রান্সফ্যাটকে খাইতে উৎসাহিত করছে, চিন্তা করেন! কেন করছে তারা? কারণ তারা তাদের ফান্ডিং করছে। আপনি একটু চিন্তা করলেই মূল কানেকশন খুঁজে পাবেন।
ফুড এর বিপক্ষে কথা বলায় অনেককেই অ্যাটাক করা হচ্ছে! তিনি Robert F. Kennedy Jr এর উদাহরণ দিয়ে বলেন, তাকে এজন্য অনেকবার থ্রেট দেওয়া হয়েছে। [আপনি নিউজ ঘাটলে পাবেন, অনেক চিকিৎসক এবং গবেষককে সত্য বলার কারনে গুম করে ফেলা হয়েছে। ] সুতরাং তাদের বিপক্ষে সরাসরি কথা বলা এত সহজ নয়।
শেষের দিকে তিনি বলেন, প্রায় ৯৫% ডক্টর আপনাকে কখনোই লো কার্ব ডায়েটের কথা বলবেনা। তারা বলবে, কিটোজেনিক ডায়েট খুবই ডেঞ্জেরাস! আসলে মিথ্যা তথ্য, ভয় এবং কনফিউশন দিয়ে তারা ব্যবসা করে যাচ্ছে? [এজন্যই হাদিসে বলা হয়েছে, শেষ জামানায় মানুষ মিথ্যাবাদীকে বিশ্বাস করবে এবং সত্যবাদীকে সন্দেহ করবে।]
এমনকি তারা আমাকে সহ আরো অনেককেই যারা প্রকৃত অর্থেই সত্য বলছে এবং অন্যদের হেল্প করছে তাদের বিষয়ে বলবে যে, তারা (আমরা) মিথ্যা তথ্য ছড়াচ্ছে, ভুল বলছে! অবৈজ্ঞানিক কথা বলছে!!
আসলে দুঃখজনক হলো, আমাদের বর্তমান জেনারেশন প্রকৃত অর্থে রিসার্চ করে না! তারা তথ্য নেয় টিভি এ্যড থেকে! মিডিয়া থেকে, ইনফ্লুয়েন্সসারদের থেকে। কিন্তু এটা সঠিক নয়। তাই ডটগুলো কানেকশন করে বোঝার চেষ্টা করুন, কে আপনাদের প্রকৃত সত্য তথ্য সরবরাহ করছে! আর কে আপনাদের গিনি পিগ বানিয়ে ব্যবসা করছে।
ফাইনালি তিনি বলেন, বিগ ফার্মা এমন সাতটি বিষয় গোপন করছে, সেগুলো নিয়ে আমি পরবর্তীতে ভিডিও করব।
[ভিডিওটি আমার কাছে ডাউনলোড করা আছে। কিন্তু সরাসরি পোস্ট দিয়ে সাহস পেলাম না, পেইজে সমস্যা হতে পারে! তাই নিচে লিঙ্ক দিলাম, দেখে নিয়েন।]
https://www.facebook.com/share/v/1BctfPkDrD/