21/09/2025
হিজামার মাধ্যমে ডিটক্স, ব্যায়াম করে ডিটক্স, ডিটক্স ড্রিংক, ডিটক্স ফুটপ্যাড, মেডিসিনে ডিটক্স! খাবারে ডিটক্স!!
চারদিকে শুধু ডিটক্স আর ডিটক্স?! কিন্তু, ইদানিং ডিটক্সের ওপর এতো জোর দেওয়ার কারনটা কি? এটা কি জাস্ট ধর্মীয় ইস্যু, নাকি অন্য কিছু?! চলুন, একটু জেনে নেই...
Dr. Linus Pauling একজন বিশ্ব বিখ্যাত আমেরিকান কেমিস্ট এবং প্রাকৃতিক চিকিৎসা বিজ্ঞানী ছিলেন। তিনি দুইবার এককভাবে নোবেল পুরস্কার পেয়েছেন এবং তার কিছু বিষয় নিয়ে এখনো গবেষণা চলছে। হয়তো সামনে প্রমাণিত হলে মরণোত্তর আরেকটা নোবেল পুরস্কার পেলেও পেতে পারেন!! Dr. Linus বলেন, হিউম্যান বডির ম্যাক্সিমাম ডিজিজের কারণ হচ্ছে টক্সিসিটি ইন দ্যা বডি! অর্থাৎ মানব শরীরের অর্গানের মধ্যে টক্সিসিটি হচ্ছে রোগের মূল কারণ!!
মূলত: হাইব্রিড খাবার, ভেজালযুক্ত খাবার, ফরমালিনযুক্ত খাবার ও ফল-মূল, নিম্ন মানের প্যাকেটজাত খাবার, তৈলাক্ত খাবার, পোড়া ভাজি, ধুলাবালি, ধুমপান প্রভৃতি কারণে আমাদের শরীরে প্রতিনিয়ত টক্সিন জমা হচ্ছে!!যে কারণে, হেলদি লাইফ লীড করতে চাইলে মাঝে মাঝেই আমাদের বডিকে ডিটক্স করা অতীব জরুরী! কিন্তু এত ডিটক্স ডিটক্স করার পরেও বর্তমানে সর্বোচ্চ 20% মানুষ ডিটক্স বুঝেছে এবং মাত্র 5-10% মানুষ নিয়মিত ডিটক্স থেরাপি নিচ্ছেন!!
আমরা জানি যে, আমাদের শরীর থেকে প্রধানত তিনটি পাথওয়েতে টক্সিন গুলো বের হয়ে যায়। যথা- মল, মূত্র ও ঘামের সাথে। ইদানিং আমরা শারীরিক পরিশ্রম করিনা অথবা ব্যায়ামও করি না, জাঙ্ক ফুড খাই এবং এসির মধ্যে থাকি। যে কারণে এখন আমাদের ঘাম হয় না, ফলে আমাদের বডি থেকে টক্সিন গুলো বের হতে পারছে না।
Maggie Panell নামক আরেকজন বিক্ষ্যাত লেখক তার বই ‘The Detox Cookbook and Health Plan' এ ব্যাক্ষ্যা করেন, হিউম্যান বডিতে Waste product গুলো বের করে দেয়ার জন্য হাজার বছরের প্রাচীন থেরাপি (কাপিং) বিশ্বাসের সাথে চর্চা হয়ে আসছে। তিনি তার বইয়ে কাপিং এর অনেক উপকারিতা তুলে ধরেছেন।
তাহলে বুঝতেই পারছেন, রোগমুক্ত থাকতে হলে আমাদের বডিকে যে মাঝে মাঝেই ডিটক্স করার প্রয়োজনীয়তা আছে, সেটা শুধুই ধর্মীয় ইস্যু বা অহেতুক কোনো গালগল্প নয়!!
আমরা ইতোমধ্যে ডিটক্সের অনেকগুলো পদ্ধতি আলোচনা করেছি। তবে এখনো কিছু বাকি আছে। যেমন- আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের আপার পার্টকে (স্টোমাক) ডিটক্সিফিকেশন করার জন্য বেস্ট ওয়ে হচ্ছে বমন এবং লোয়ার পার্টকে (বিশেষত রেক্টামকে) বিরেচনের (এনেমা) মাধ্যমে ডিটক্সিফিকেশন করা হয়। আবার আমাদের ন্যাজাল ক্যাভিটি ও ব্রেইনকে ডিটক্স করার জন্য রয়েছে নস্য! [এগুলো নিয়ে বিস্তারিত অন্য পোস্টে, ইনশা-আল্লাহ]।
ডিটক্সের অনেকগুলো উপায় থাকলেও সর্বোত্তম ওয়ে হচ্ছে হিজামা। কারণ হিজামার মাধ্যমে ওভারঅল এক্সটার্নাল ও ইন্টার্নাল বডি ডিটক্সিফিকেশন করা হয়। তবে সমস্যা বেশি হলে আগে অর্গান ওয়াইজ ডিটক্স করে তারপর ওভারঅল ডিটক্স করতে হয়। ডিটক্স স্পেসিফিকভাবে না হলে তেমন ইফেক্টিভ হয়না। সুতরাং ডিটক্সিফিকেশনের এই ভ্যারাইটিজ গুলো কোনটা, কোথায়, কিভাবে কার জন্য প্রযোজ্য হবে, সেটা অবশ্যই একজন এক্সপার্ট চিকিৎসকের কাছ থেকে কনসাল্ট করে নেওয়া উচিত। তবেই আপনি অপটিমাম বেনিফিটেড হবেন!
প্রথমে অন্য সেন্টার থেকে ডিটক্স থেরাপি নেয়া কিছু পেশেন্ট আমার কাছে কমপ্লেইন করেছে, কয়েকবার কাপিং থেরাপি নিয়েও তাদের তেমন কোনো উপকার হয়নি! কারণটা এখন নিশ্চয়ই বুঝতে পারছেন!!
✓Dr. Nazmul Islam Noman
Graduate Ayurvedic Physician, Nutritionist & Lifestyle Modifier
...