 
                                                                                                    05/08/2025
                                            শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ প্রাঙ্গনে "জুলাই পুনঃজাগরণ অনুষ্ঠানমালা,২০২৫ "এর অংশ হিসেবে আজ ৫ই আগস্ট 'জুলাই গণঅভ্যুত্থান দিবস ' পালিত হয়। উক্ত দিবস উপলক্ষ্যে বিজয় র্যালী,শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন, জুলাই অভ্যুত্থান নিয়ে দেয়ালিকা ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত কলেজের মাননীয় অধ্যক্ষ মহোদয় প্রফেসর ডা: এস.এম. কামরুল হাসান পারভেজ স্যার।
বিজয় যে শুধু উল্লাস নয়,বরং হাজারো ত্যাগের বিনিময়ে যে বিপ্লব সংঘটিত হয়েছিলো,সেই বিপ্লবী চেতনাকে ধারন করে নতুন সোনার বাংলাদেশ গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ হওয়া,যা নিয়েই ছিলো আজকের এ আয়োজন।                                        
 
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                         
   
   
   
   
     
   
   
  