Shaheed M. Monsur Ali Medical College, Sirajganj

Shaheed M. Monsur Ali Medical College, Sirajganj Shaheed M. Monsur Ali Medical College, Sirajganj, established in 2014, is a government-owned public medical institution. Phone : 0751-64466 (Office)

শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ প্রাঙ্গনে "জুলাই পুনঃজাগরণ অনুষ্ঠানমালা,২০২৫ "এর অংশ হিসেবে আজ ৫ই আগস্ট 'জুলাই গণঅভ্যুত্...
05/08/2025

শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ প্রাঙ্গনে "জুলাই পুনঃজাগরণ অনুষ্ঠানমালা,২০২৫ "এর অংশ হিসেবে আজ ৫ই আগস্ট 'জুলাই গণঅভ্যুত্থান দিবস ' পালিত হয়। উক্ত দিবস উপলক্ষ্যে বিজয় র‍্যালী,শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন, জুলাই অভ্যুত্থান নিয়ে দেয়ালিকা ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত কলেজের মাননীয় অধ্যক্ষ মহোদয় প্রফেসর ডা: এস.এম. কামরুল হাসান পারভেজ স্যার।

বিজয় যে শুধু উল্লাস নয়,বরং হাজারো ত্যাগের বিনিময়ে যে বিপ্লব সংঘটিত হয়েছিলো,সেই বিপ্লবী চেতনাকে ধারন করে নতুন সোনার বাংলাদেশ গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ হওয়া,যা নিয়েই ছিলো আজকের এ আয়োজন।

🎊⚽ জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ ⚽🎊ক্লিনিক্যাল ফেইজ বনাম নন-ক্লিনিক্যাল ফেইজ 🧨দুর্দান্ত ফুল টাইমে নন-ক্লিনিক্...
04/08/2025

🎊⚽ জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ ⚽🎊

ক্লিনিক্যাল ফেইজ বনাম নন-ক্লিনিক্যাল ফেইজ 🧨
দুর্দান্ত ফুল টাইমে নন-ক্লিনিক্যাল ফেইজ টিম ১-০ স্কোর এ বিজয় অর্জন করে 🏆

উভয় দলকে খেলায় অংশগ্রহণে প্রাণঢালা অভিনন্দন 🎊

শহীদ এম.মনসুর আলী মেডিকেল কলেজ,সিরাজগঞ্জ এর নাম পরিবর্তন এবং পরিবর্তন হলে যেসব ঝামেলা পোহাতে হবে:১.প্রথমত তৎকালীন আওয়ামী...
24/07/2025

শহীদ এম.মনসুর আলী মেডিকেল কলেজ,সিরাজগঞ্জ এর নাম পরিবর্তন এবং পরিবর্তন হলে যেসব ঝামেলা পোহাতে হবে:
১.প্রথমত তৎকালীন আওয়ামীলীগ সরকার সিরাজগঞ্জে মেডিকেল কলেজ করার পক্ষপাতি ছিলেন না।জনাব নাসিম সাহেবের একান্ত প্রচেষ্টায় এ জেলায় মেডিকেল কলেজ স্থাপিত হয়।
২.নাম করণ তো আর নাসিম সাহেবের নাম হয় নি।হয়েছে জাতীয় চার নেতার অন্যতম একজন মহান নেতা ক্যাপ্টেন শহীদ এম মনসুর আলীর নামে।এ দেশ এ মার্তৃকার জন্য জাতীয় চার নেতার অবদান কি অস্বীকার করতে পারবেন?
৩.জাতীয় চার নেতার আরও অন্যতম ২ নেতা শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ কিশোরগঞ্জ এবং শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ,গাজীপুর নামে দুটি জেলায় দুটি মেডিকেল কলেজ আছে।সুতরাং সিরাজগঞ্জে মানসুর আলী মেডিকেল কলেজ থাকলে সমস্যা কোথায়?
৪.এবার আসি মূল সমস্যায়।এই মেডিকেল কলেজের নাম আন্তর্জাতিক জার্নালে লিপিবদ্ধ।এখন আবার নতুন করে নাম চেঞ্জ করলে পরিবর্তিত নাম জার্নালে পুনরায় প্রতিস্থাপন করা এবং সে নাম অনুযায়ী সার্টিফিকেট তৈরি করা অনেক ঝামেলার ব্যাপার পাশাপাশি আর্থিক অপচয় তো আছেই।
৫.সর্বশেষ সিরাজগঞ্জ বাসীর প্রতি বিনীত আহ্বান,আপনারা দয়া করে এই মেডিকেলের নাম পরিবর্তন প্রতিহত করুন।আওয়ামীলীগ এবং শেখ পরিবারের প্রতি এ জাতির ক্ষোভ থাকতে পারে,কিন্তু জাতীয় চার নেতাকে এ সমালোচনার উর্ধ্বে রাখা যায় না?এই ২৫০ সয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের নাম পরিবর্তন করা হয়েছিল আমরা খুশি হয়েছিলাম।সবকিছু শেখ হাসিনা ও তার পরিবারের নামে এমনভাবে নাম করণ করা হয়েছিল আমরা তো ভেবেছিলাম কোন এদেশের নাম মুজিবল্যান্ড হয়ে যায়।।।
জুলাই,২৪ আন্দোলনে মনসুর আলী মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরাও পিছিয়ে ছিল না।ওরাও আন্দোলন করেছে,রক্তাক্ত হয়েছে,মামলা হয়রানির স্বীকার হয়েছে।
তবুও আমরা চাচ্ছি না প্রিয় SMMAMC এর নাম পরিবর্তন হউক।।।

"Here is our SMMAMC, standing strong, carrying our struggles & our dreams with pride under the heavy July sky"🇧🇩📷Monisha...
18/07/2025

"Here is our SMMAMC, standing strong, carrying our struggles & our dreams with pride under the heavy July sky"🇧🇩

📷Monisha Tabassum(S8)

05/07/2025
শহীদ এস, মনসুর আলী মেডিকেল কলেজের ২০২৪-২০২৫ ইং শিক্ষাবর্ষ, ১ম বর্ষ এমবিবিএস (১১ম ব্যাচ) কোর্সে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের ...
13/06/2025

শহীদ এস, মনসুর আলী মেডিকেল কলেজের ২০২৪-২০২৫ ইং শিক্ষাবর্ষ, ১ম বর্ষ এমবিবিএস (১১ম ব্যাচ) কোর্সে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের পরিচিতি সভা ও উদ্বোধনী ক্লাশ আগামী ১৭/০৬/২০২৫ খ্রিঃ তারিখ রোজ: মঙ্গলবার, সকাল ১০:০০ ঘটিকায় অত্র প্রতিষ্ঠানের "ভায় মোঃ রেজওয়ানুল বারী গ্যালারী” (৩য় তলা)-তে অনুষ্ঠিত হবে। ছাত্রদের ফুল হাতা শার্ট, ফরমাল প্যান্ট, জুতা (সু) ও এপ্রোন এবং ছাত্রীদের শোভন/মার্জিত পোশাক, সু ও এপ্রোন পরিধান পূর্বক উক্ত শিক্ষাবর্ষের নবাগত সকল ছাত্র-ছাত্রীকে তাদের ০১ (এক) জন অভিভাবক সহ সকাল ০৯:৩০ ঘটিকায় আবশ্যিকভাবে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ হলো।

আলহামদুলিল্লাহ। পর্দানশীন বোনদের সুবিধার্থে শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ (সিরাজগঞ্জ) – এর ক্যান্টিনে ফিমেল কর্ণার স্থ...
28/02/2025

আলহামদুলিল্লাহ।

পর্দানশীন বোনদের সুবিধার্থে শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ (সিরাজগঞ্জ) – এর ক্যান্টিনে ফিমেল কর্ণার স্থাপিত হয়েছে।

সারা দেশে প্রথমবারের মতো শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ, সিরাজগঞ্জ এ প্রতিষ্ঠিত হলো "জুলাই কর্নার"। জুলাই বিপ্লবে যারা শ...
26/02/2025

সারা দেশে প্রথমবারের মতো শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ, সিরাজগঞ্জ এ প্রতিষ্ঠিত হলো "জুলাই কর্নার"। জুলাই বিপ্লবে যারা শাহাদাত ও পঙ্গুত্ব বরণ করেছে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপনার্থে শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীদের মিলিত সিদ্ধান্তে প্রতিষ্ঠিত হয়েছে কর্নারটি।

জুলাই কর্নার প্রতিষ্ঠায় যারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ।

Glimpse of 5th SMMAMC Day 2025৫ম এস এম এম এ এম সি ডে- ২০২৫ উদযাপনে আমাদের মাঝে প্রধান অতিথি ও কি-নোট স্পিকার হিসেবে উপস্...
25/02/2025

Glimpse of 5th SMMAMC Day 2025

৫ম এস এম এম এ এম সি ডে- ২০২৫ উদযাপনে আমাদের মাঝে প্রধান অতিথি ও কি-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন

অধ্যাপক ডাঃ ময়নুল হক সরকার স্যার
(সাবেক অধ্যাপক ও বিভাগীয় প্রধান, নিউরোসার্জারি বিভাগ, ঢামেক)

সংবর্ধিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
অধ্যাপক ডাঃ গোলাম হায়দার স্যার
বিভাগীয় প্রধান, অরবিট ও অকুলোপ্লাস্টিক বিভাগ, বাংলাদেশ আই হসপিটাল ও ইন্সটিটিউট, বাংলাদেশ

বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন
ডাঃ এ টি এম নুরুজ্জামান স্যার
পরিচালক, শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল, সিরাজগঞ্জ

এবং সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন
অধ্যাপক ডাঃ এম এম কামরুল হাসান স্যার
অধ্যক্ষ, শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ, সিরাজগঞ্জ।

৫ম এস এম এম এ এম সি - ডে উপলক্ষে মুখরিত ক্যাম্পাসের কিছু মূহুর্ত....

21/02/2025

We are ready, are you?

Video credit: Abrar Faiaz

Address

মেডিকেল রোড (Medical Road)
Sirajganj
6700

Alerts

Be the first to know and let us send you an email when Shaheed M. Monsur Ali Medical College, Sirajganj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Shaheed M. Monsur Ali Medical College, Sirajganj:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram