Sultana Phaco Center

  • Home
  • Sultana Phaco Center

Sultana Phaco Center Wellcome to Sultana Phaco Center

06/05/2025

আমি কখনো কোন জেনেরিক নামে প্রেসক্রিপশন করব না কারন আমার এমবিবিএস সার্টিফিকেট + বিএমডিসি রেজিষ্ট্রেশন কোথায় উল্লেখ নাই আমাকে মেডিকেশন জেনেরিক নামে লিখতে হবে।

কারণ আমি যখন জেনেরিক নাম লিখব তখন ফার্মেসী কোম্পানি গুলো ইচ্ছেমত নিম্নমানের মেডিসিন বেশি লাভের জন্য রোগীদের দিয়ে দিবে,সেটা খাওয়ার পরে রোগিদের সাইড ইফেক্ট বেশি হবে, ফলে রোগীর অবস্থা অনেক খারাপ হবে।
যেমন মিটফোর্ড বা চকবাজারের আটা, ময়দার তৈরি সব কোম্পানির হুবহু নকল মেডিসিন পাওয়া যায়।
কারণ আমাদের দেশের ব্যবসায়ীদের লোভ -লালসা বেশি।

আমার চেম্বারে সকল মেডিসিন কোম্পানি ভিজিটে আসতে পারবে তাতে আমার কোন নিষেধ নাই।
কারণ MPO দের কাছ থেকে প্রতিনিয়ত আপডেট মেডিকেশনগুলোর তথ্য পাচ্ছি।
সেগুলো কি আমাকে সরকার থেকে জানাবে?
মোটেও না,আপডেট চিকিৎসার নলেজ মেডিকেশন এদেশের সরকার করতে পারবে না।

যেদেশের হাজার হাজার রোগী কোয়াক,ডিএফএফ,মেডিক্যাল এ্যাসিস্ট্যান্ট, ফার্মেসীর থেকে ঔষধ খেয়ে ডাগ্রস রেজিস্টেন্স হচ্ছে, সেটার কোন প্রতিরোধী ব্যবস্থা নিতে পারে নাই।

সেখানে সংস্কারের নামে রোগীদের পাছায় বাঁশ দেওয়ার চিন্তা করা হচ্ছে।

আগে নিম্নমানের কোম্পানির মেডিসিন উৎপাদন বন্ধ করেন,
নকল মেডিসিন আমদানি নিরুৎসাহিত করুন,
তারপর জেনেরিক নামে প্রেসক্রিপশন লেখার চিন্তা করব।

কার্টেসী: ডা.লিখন

05/04/2025

সিগারেট না সুপারি—হার্টের রোগীর জন্য কোনটা বেশি ক্ষতিকর?

অনেকেই ভাবেন সুপারি খাওয়া ক্ষতিকর, আবার কেউ বলেন সিগারেটই বেশি খারাপ। কিন্তু হার্টের রোগীর দৃষ্টিকোণ থেকে সিগারেট সুপারির চেয়ে অনেক বেশি বিপজ্জনক। কেন?

সিগারেটের ক্ষতি:

নিকোটিন ও কার্বন মনোক্সাইড রক্তনালিকে সংকুচিত করে

হৃদপিণ্ডে রক্ত চলাচল কমে যায়

ধমনীতে চর্বি জমে (Atherosclerosis)

হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি দ্বিগুণ হয়

[রেফারেন্স: WHO, American Heart Association]

সুপারির ক্ষতি:

উচ্চ রক্তচাপ ও হার্টবিট অনিয়ম হতে পারে

ক্যানসারের ঝুঁকি বাড়ায় (বিশেষ করে মুখগহ্বর)

তবে সরাসরি হার্ট অ্যাটাকের ঝুঁকিতে সিগারেটের মতো শক্ত প্রমাণ নেই

শেষ কথা:

হার্টের রোগীদের জন্য সিগারেট একেবারেই এড়ানো উচিত। সুপারি খাওয়া ভালো না, কিন্তু সিগারেটের ক্ষতির তুলনায় তা অনেকটাই কম।

স্বাস্থ্য আগে, অভ্যাস পরে—সচেতন হই, সুস্থ থাকি।

22/02/2025

ফেসবুকে অনেক ফ্রেন্ড ইনবক্সে বলে ঠান্ডা লাগছে মোনাস ১০ খেয়েছে আর কি খাবে? জিজ্ঞেস করি মোনাস কেন ? উত্তর আসে ঠান্ডাতে একবার ডাক্তার খেতে দিয়েছেন তারপর থেকে ঠান্ডা লাগলে এটা খায়.. এটা ছাড়া নাকি তার ভালো হয় না। 😑😑

Stop irrational use of monteleukast....
মিসেস এক্স বয়স 55 বছর, হাইপারটেনশন ও ডায়াবেটিস এর রোগী। নিয়মিত প্রেসার ও ডায়াবেটিস এর ঔষধ খান। প্রেসার ও ডায়াবেটিস দুটোই কন্ট্রোল এ আছে। রোগীর নিজের কোন সমস্যা নেই, কিন্তু উনার বাসার লোকজন উনাকে নিয়ে আসছেন। উনার মেয়ে জানান- গত 5 মাস থেকে উনার মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করছেন, উনি কারো সাথে কথা বলেন না, শুধু কেউ কিছু বললে উত্তর দেন, সব সময় চুপচাপ থাকেন, বাসায় কোন আত্নীয় এমনকি উনার বোন বাসায় আসলেও বসতে বলেন না, খেতে বলেন না ইত্যাদি।
উনারা ইতিমধ্যে কয়েক জায়গায় কনসালটেশন নিয়েছেন। কিন্তু কোন চেঞ্জ নেই।

আমি উনাকে জিজ্ঞাসা করলাম কি অসুবিধা, উনার উত্তর কোন সমস্যা নেই। ক্লিনিক্যাল এক্সাম এ সব কিছু নরমাল। তবে উনার ফেস দেখে মনে হয় টিপিক্যাল ডিপ্রেসড ফেস। আমি রুটিন টেস্ট, FBS, 2ABF, থাইরয়েড টেস্ট করতে দিলাম।

সব রিপোর্ট নরমাল। এবার আমি রোগীর সাথে একা কথা বলতে চাইলাম। রোগীর এক ছেলে ও এক মেয়ে ভার্সিটিতে পড়ে। রোগীর সাথে একান্ত কথা বলায় কোন ধরনের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক কনফ্লিক্ট নেই।

আমি রোগীর মেয়েকে ডেকে উনার সার্বিক অবস্থা জানালাম- রোগী ডিপ্রেশনে ভুগছেন, কিন্তু ডিপ্রেশনের কোন কারন পাওয়া যাচ্ছে না। আমি বললাম হয়ত উনার মেয়ে বড় হচ্ছে তার বিয়ে নিয়ে উনি চিন্তিত থাকেন, টেনশন করেন ইত্যাদি।

এবার রোগীর মেয়ে জানাল যে রোগী বিগত 5 বছর ধরে Monteleukast খান, একজন ডাক্তার এটি বন্ধ করে দেন। এরপর একদিন উনি এসি ছেড়ে রেস্ট নিচ্ছিলেন, সেই সময় উনার দম বন্ধ হয়ে আসে। উনি মনে করেন কে monteleukast বন্ধ করার কারনে এমন হয়, উনি আবারও এটি খাওয়া শুরু করেন। এরপর থেকেই তার সমস্যাগুলো শুরু হয়।

Monteleukast এর জন্য FDA black box warning দিয়েছে যে এটি ব্যবহারের পর রোগীর suicidal thought, agitation, anxiety, depression, behavioral change হতে পারে। এইজন্য যাদেরকে monteleukast দেয়া হবে তাদেরকে এগুলো মনিটর করতে হবে। কোন ধরনের চেঞ্জ পেলে বন্ধ করে দিতে হবে।

Take home message:
1. Use monteleukast only if it is absolutely indicated. Indications are asthma (as preventer), allergic rhinitis, allergic dermatitis.
2. Monitor the patient for any change of behavior and stop immediately if any.

ডাঃ রতীন্দ্র নাথ মন্ডল
মেডিসিন বিশেষজ্ঞ
রংপুর স্পেশালাইজড হাসপাতাল

চোখের ডাক্তারের জন্যডিজিটাল প্রেশক্রিপশন সফটওয়্যার লাগবে।কেউ দিতে পারলে,what's app করুন 01705-314717
09/12/2024

চোখের ডাক্তারের জন্য
ডিজিটাল প্রেশক্রিপশন সফটওয়্যার লাগবে।

কেউ দিতে পারলে,
what's app করুন 01705-314717

A-Scan (Biometry)need (Recondition)Contact: 01705-314717
05/12/2024

A-Scan (Biometry)need (Recondition)

Contact: 01705-314717

আলহামদুলিল্লাহ ❤️ Successfully Installed TAKAGI OM-9 LEDBrand New ❤️
12/11/2024

আলহামদুলিল্লাহ ❤️

Successfully Installed TAKAGI OM-9 LED
Brand New ❤️

Sell PostTakagi OM-8 Operation Microscope (used & running)  Contact : Sultana Phaco CenterI.I. College Road, Sirajganj S...
10/11/2024

Sell Post

Takagi OM-8 Operation Microscope (used & running)


Contact : Sultana Phaco Center
I.I. College Road, Sirajganj Sador, Sirajganj
# 01705-314717

21/10/2024

ইমাম হাসান (রাঃ) কে জিজ্ঞেস করা হয়েছিলো-
মানুষ আপনাকে কতো কিছু বলে,অথচ আপনি এভাবে নির্লিপ্ত থাকেন কেনো?

ইমাম হাসান (রাঃ) জবাব দিলেন-
আমি দুনিয়াতে জন্মেছিলাম একা, যেদিন আমি মারা যাবো সেদিনও আমি একাকী থাকবো, কবরে আমি একাই শায়িত হবো, যেদিন আল্লাহ্কে সামনে রেখে সব কাজের জবাব দিবো সেদিনও আমাকে একাই দাঁড়াতে হবে। এরপর যদি আমার জন্য জাহান্নাম ফায়সালা হয় সেখানেও একাই পুড়তে হবে। আর যদি জান্নাতের ফায়সালা হয় সেখানেও আমি একাই প্রবেশ করবো। তাই মানুষ কি বললো না বললো,তাতে আমার কি ই বা আসে যায়, মানুষের সাথে আমার কি!

আল্লাহ জানেন,আমরা কে কেমন।তিনি জানলেই যথেষ্ট।

21/10/2024
❤️ YOUR EYES
10/10/2024

❤️ YOUR EYES

04/07/2024

আসসালামু আলাইকুম সবাইক

একটি শোক সংবাদ 😭😭
সুলতানা ফ্যাকো সেন্টারে কর্মরত আশরাফুল আলম (রাঙ্গা) ভাইয়ের মা আজ সকালে ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রজিউন
আল্লাহ মরহুমা কে জান্নাত দান করুন, আমিন।

Is it Corneal scar?Other doctors prescriptions say so!
22/06/2024

Is it Corneal scar?
Other doctors prescriptions say so!

Address

I. I. College Road

6700

Opening Hours

Monday 09:00 - 20:00
Tuesday 09:00 - 20:00
Wednesday 09:00 - 20:00
Thursday 09:00 - 20:00
Saturday 09:00 - 20:00
Sunday 09:00 - 20:00

Telephone

+8801705314717

Alerts

Be the first to know and let us send you an email when Sultana Phaco Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Sultana Phaco Center:

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram