06/05/2025
                                            আমি কখনো কোন জেনেরিক নামে প্রেসক্রিপশন করব না কারন আমার এমবিবিএস সার্টিফিকেট + বিএমডিসি রেজিষ্ট্রেশন কোথায় উল্লেখ নাই আমাকে মেডিকেশন জেনেরিক নামে লিখতে হবে।
কারণ আমি যখন জেনেরিক নাম লিখব তখন ফার্মেসী কোম্পানি গুলো ইচ্ছেমত নিম্নমানের মেডিসিন বেশি লাভের জন্য রোগীদের দিয়ে দিবে,সেটা খাওয়ার পরে রোগিদের সাইড ইফেক্ট বেশি হবে, ফলে রোগীর অবস্থা অনেক খারাপ হবে।
যেমন মিটফোর্ড বা চকবাজারের আটা, ময়দার তৈরি সব কোম্পানির হুবহু নকল মেডিসিন পাওয়া যায়।
কারণ আমাদের দেশের ব্যবসায়ীদের লোভ -লালসা বেশি। 
আমার চেম্বারে সকল মেডিসিন কোম্পানি ভিজিটে আসতে পারবে তাতে আমার কোন নিষেধ নাই।
কারণ MPO দের কাছ থেকে প্রতিনিয়ত আপডেট মেডিকেশনগুলোর তথ্য পাচ্ছি।
সেগুলো কি আমাকে সরকার থেকে জানাবে? 
মোটেও না,আপডেট চিকিৎসার নলেজ মেডিকেশন এদেশের সরকার করতে পারবে না।
যেদেশের হাজার হাজার রোগী কোয়াক,ডিএফএফ,মেডিক্যাল এ্যাসিস্ট্যান্ট, ফার্মেসীর থেকে ঔষধ খেয়ে ডাগ্রস রেজিস্টেন্স হচ্ছে, সেটার কোন প্রতিরোধী ব্যবস্থা নিতে পারে নাই।
সেখানে সংস্কারের নামে রোগীদের পাছায় বাঁশ দেওয়ার চিন্তা করা হচ্ছে।
আগে নিম্নমানের কোম্পানির মেডিসিন উৎপাদন বন্ধ করেন,
নকল মেডিসিন আমদানি নিরুৎসাহিত করুন,
তারপর জেনেরিক নামে প্রেসক্রিপশন লেখার চিন্তা করব।
কার্টেসী: ডা.লিখন                                        
 
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                         
   
   
   
   
     
   
   
  