14/06/2021
বডি ফার্ম মূলত গবেষণাগার যেখানে মৃত ব্যক্তির দেহের পঁচন সংশ্লিষ্ট গবেষণা প্রক্রিয়া চালানো হয়। Dr. William Bass সর্বপ্রথম ১৯৭১ সালে University of Tennessee Forensic Anthropology Facility তে বডি ফার্ম বিষয়ক গবেষণা চালু করেন। এর পেছনে রয়েছে একটি ঘটনা।পুলিশ দেখতে পায়, আমেরিকার গৃহযুদ্ধের সময়কার কর্নেল উইলিয়াম শাইয়ের কবরটি বেশ ক্ষতিগ্রস্ত এবং সেখানে একটি তাজা লাশ রাখা। তখন তারা মনে করে, কেউ একজন তার অপরাধ লুকানোর জন্য কাউকে খুন করে সেই পুরাতন কবরে রেখে দিয়েছে, যাতে করে কেউ তার ওপর সন্দেহ না করে। সেই লাশটি যাচাই করার জন্য বেসের কাছে পাঠানো হয়। বেসও ধারণা করেন লাশটি নতুন এবং সেটি এক বছরের বেশি পুরনো নয়। তবে লাশটির নখ এবং কাপড়ের নমুনা নিয়ে পরীক্ষা করে দেখা যায়, লাশটি উইলিয়াম শাইয়েরই। তার মৃতদেহ একটি শক্ত করে আটকানো লোহার কফিনের ভেতর সংরক্ষিত ছিল।এই ঘটনার পর থেকেই বেস উপলব্ধি করতে পারেন, মানুষের মৃতদেহের পচন নিয়ে বিস্তর গবেষণা দরকার। এই দরকারকে বাস্তবায়িত করার জন্য তিনি টেনেসি বিশ্ববিদ্যালয়ের ১.৩ একর জমির ওপর প্রথম বডি ফার্ম গড়ে তোলেন।
পরবর্তীতে বিভিন্ন ক্রিমিনাল কেইসে পুলিশ এই ফার্মের সহায়তা নিতে থাকেন।বর্তমানে যা খুন, নিরুদ্দিষ্ট ব্যক্তির হত্যাকান্ডে পুলিশ তদন্তে সহায়ক হিসেবে কাজ করছে।এ বডি ফার্মের উপর ভিত্তি করেই প্যাট্রিসিয়া কর্নওয়েলস ১৯৯৫ সালে 'The Body Farm' উপন্যাস রচনা করেছিলেন।
Dr. Bass প্রথমে মৃতদেহ নিয়ে আসতেন মেডিক্যাল পরীক্ষণের বিভিন্ন বেওয়ারিশ লাশ গুলো, তবে পরবর্তীতে ফরেনসিক শিক্ষার জন্য লোকজন ফার্মে লাশ দান করা শুরু করেন।আমেরিকায় এটির গবেষণা শুরু হলেও অস্ট্রেলিয়া ও বৃটেনেও বডি ফার্মে গবেষণা শুরু হয়েছে।প্রথমে মৃতদেহ ফার্মে নিয়ে এসে উন্মুক্ত স্থানে ফেলে রাখা হয় এবং মানুষের পঁচন প্রক্রিয়ার বিভিন্ন সময়কাল ও অবস্থান নির্ণয়ের তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়।কোন ব্যক্তি মারা যাওয়ার পর তার দেহ বহিরঙ্গন গবেষণাগারে ফেলা হয়, মৃতের পর তার দেহের কি হয় বা কিভাবে পঁচন শুরু হয়, বিভিন্ন পরিস্থিতেতে পোকামাকড়, জখম, আঘাত, পীড়ায় মৃতদেহের অবস্থান বিজ্ঞানীরা পর্যবেক্ষন করে থাকেন।যেমন ধরুন - মৃতদেহ গাড়ির ভিতরে থাকলে কিভাবে পঁচন ধরে, পানিতে ডুবে মারা গেলে কিভাবে পঁচন ধরে অথবা এটি নগ্ন অবস্থায় থাকলে কিভাবে পঁচন ধরে, আবার অনগ্ন অবস্থায় থাকলে কিভাবে পঁচন ধরে বা পুরু কাপড়ে আচ্ছাদিত থাকলে কিভাবেই বা পঁচন ধরে এসব পরীক্ষা করে দেখা হয়।এটি ফরেনসিক নৃবিদ্যার একটি গবেষণালব্ধ বিষয় এবং এটির অন্যতম ক্ষেত্র হচ্ছে আইন বলবৎকরণ বা প্রয়োগ। বর্তমানে সমগ্র বিশ্ব জুড়ে মোট ৮টি বডি ফার্ম রয়েছে। এর মধ্যে ৭টি আমেরিকায় এবং ১টি অস্ট্রেলিয়ার সিডনিতে। আমেরিকায় যথাক্রমে ক্যারোলাইনা, টেক্সাস, ইলিনয় ও কলোরাডোতে রয়েছে ৬টি বডি ফার্ম, যার মধ্যে ২টির অবস্থান টেক্সাসে।