
30/08/2024
আমার ফেসবুকে হঠাৎ করে সমস্যা হইতেছে।
কেউ মেচেজ দিলে উত্তর দিবেন না।
আমি যখন কল দিব কথা বলবেন।
দুই সাপ্তাহের বেশি ফেসবুক ডুকতে পারি নাই।
আমার আইডিটা ভালো করে রিকভারি করে নিতে হবে।
রিকভারি হয়ে গেলে আবার ফেসবুকে পোস্ট করে বলে দিব।
ইন শা আল্লাহ।
এখন এক ভাইয়ের সহায়তায় আজকে ফেসবুকে আসা।
ইন শা আল্লাহ। খুবই শ্রীঘ্রই প্রতিনিয়ত আসব।