Sadia Medicine Corner

Sadia Medicine Corner hello, wellcome to my page Sadia Medicine Corner.

12/07/2022
জ্বর হল শরীরের তাপমাত্রার সাময়িক বৃদ্ধি। এটি শরীরের ইমিউন সিস্টেম থেকে সামগ্রিক প্রতিক্রিয়ার একটি অংশ। জ্বর সাধারণত সং...
23/06/2022

জ্বর হল শরীরের তাপমাত্রার সাময়িক বৃদ্ধি। এটি শরীরের ইমিউন সিস্টেম থেকে সামগ্রিক প্রতিক্রিয়ার একটি অংশ। জ্বর সাধারণত সংক্রমণের কারণে হয়।

বেশিরভাগ শিশু এবং প্রাপ্তবয়স্কদের জন্য, জ্বর অস্বস্তিকর হতে পারে। কিন্তু এটি সাধারণত উদ্বেগের কারণ নয়। শিশুদের জন্য, তবে, এমনকি কম জ্বর মানে একটি গুরুতর সংক্রমণ হতে পারে।

জ্বর সাধারণত কয়েক দিনের মধ্যে চলে যায়। অনেকগুলো ওভার-দ্য-কাউন্টার ওষুধ জ্বর কমায়। কিন্তু অস্বস্তির কারণ না হলে আপনার জ্বরের চিকিৎসা করার দরকার নেই।

20/06/2022

একজন ব্যক্তির মঙ্গল তার সম্পদের চেয়ে অনেক বেশি। লোকেরা অল্প বয়সে 'স্বাস্থ্যই সম্পদ' বাক্যটি বোঝে না যখন তারা তাদের ইচ্ছামতো তাদের শরীরকে নির্যাতন করে এবং আশা করে যে এর কোনও পরিণতি হবে না। আপনার বয়স বাড়ার সাথে সাথে স্বাস্থ্যের প্রভাবগুলি আপনাকে বিরক্ত করতে শুরু করে। শরীরে বেশ কিছু সমস্যা দেখা দিতে শুরু করে এবং একজনকে তখন অনেক ব্যথায় ভুগতে হয়। এই যন্ত্রণা এবং অস্বাস্থ্যকরতার বিরূপ প্রভাব টাকা দিয়ে সারানো যায় না; সুতরাং, এটি প্রমাণিত যে একজন ব্যক্তির প্রকৃত সম্পদ একটি সুস্থ শরীর এবং মন, যা একটি স্বাস্থ্যকর জীবনধারা অনুসরণ করে অর্জন করতে হয়।

সুস্থ থাকার জন্য শুধু মেডিসিন নয় হাসি-খুশি থাকাও আবশ্যক
26/05/2022

সুস্থ থাকার জন্য শুধু মেডিসিন নয় হাসি-খুশি থাকাও আবশ্যক

Sadia Medicine CornerMograpara, Chowrasta, Sonargaon, Narayangonj
19/05/2022

Sadia Medicine Corner
Mograpara, Chowrasta, Sonargaon, Narayangonj

19/05/2022

সুস্থ থাকতে চান???

প্রতিদিন একটি আপেল খান।

কলা বিশ্বব্যাপী অন্যতম জনপ্রিয় ফল। এগুলিতে প্রয়োজনীয় পুষ্টি রয়েছে যা স্বাস্থ্যের উপর প্রতিরক্ষামূলক প্রভাব ফেলতে পার...
17/04/2022

কলা বিশ্বব্যাপী অন্যতম জনপ্রিয় ফল। এগুলিতে প্রয়োজনীয় পুষ্টি রয়েছে যা স্বাস্থ্যের উপর প্রতিরক্ষামূলক প্রভাব ফেলতে পারে।

14/04/2022

মাথাব্যথা মানেই মাথার অসুখ নয়

আমাদের অনেকের ধারণা, প্রচণ্ড মাথাব্যথা মানেই মাথার বাজে কোনো অসুখ। কিন্তু ধারণাটি ঠিক নয়। মাথাব্যথার অনেক কারণের মধ্যে উল্লেখযোগ্যগুলো কয়েকটি বিষয় জেনে নেওয়া যাক।

গভীর রাত পর্যন্ত জেগে থাকা, সঠিক সময়ে না খাওয়া ও অতিরিক্ত দুশ্চিন্তা করা।

পারিবারিক অশান্তি ও মানসিক কষ্ট।

সাইনোসাইটিস (ঠান্ডাজনিত অসুখ)। এই অসুখে নাকের ভেতরে শ্লেষ্মাগুলো জমে ব্যথা হয়।

অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ থেকে অনেকের এই সমস্যা হতে পারে। অনেকের আবার মাথাব্যথার সঙ্গে মাথা ঘোরানোর মতো সমস্যাও দেখা যায়।

মাথার কোনো অসুখ; যেমন মাইগ্রেন, টিউমার, সিস্ট থাকলে ব্যথা হয়। মাথায় জোর আঘাত লেগে কোনো স্নায়ু ছিঁড়ে গেলে মাথাব্যথাসহ প্যারালাইসিস পর্যন্ত হতে পারে।

চোখের সমস্যায়ও মাথাব্যথা হয়। নতুন চশমা নেওয়ার পরেও চোখ এবং মাথাব্যথা হতে পারে। পরে চশমা ব্যবহারে অভ্যস্ত হয়ে গেলে সেটা সেরে যায়।

হার্টের সমস্যায়ও মাথাব্যথা হয়। তবে সবার ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়। খুবই কম ক্ষেত্রে এই সমস্যা দেখা যায়। হার্টের বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে। এর মধ্যে শিরা-উপশিরায় চর্বি জমে রক্তনালি সরু বা বন্ধ হয়ে যাওয়াটা অন্যতম। এই সমস্যায় হৃৎপিণ্ড সঠিকভাবে কাজ করতে পারে না। মস্তিষ্কে সুষ্ঠুভাবে রক্ত সরবরাহ করতে না পারার জন্য মস্তিষ্কে অক্সিজেন কমে যায়। এ অবস্থায় অনেকেরই মাথাব্যথা করে।

হরমোনের তারতম্য ও জটিলতার জন্য অনেকের মাথাব্যথা করে। মেয়েদের ঋতুস্রাবজনিত কারণেও মাথাব্যথা হয়।

চিকিৎসকের পরামর্শ ছাড়া কয়েক বছর ধরে রক্তচাপ, ডায়াবেটিস ও জন্মনিয়ন্ত্রণক ওষুধ খেলে মাথাব্যথা হয়। তবে সবার যে হবেই, এমনটি নয়।

নাকের হাড় বাঁকা (ডেভিয়েটেড ন্যাজাল সেপটাম) থাকলে নাকের ছিদ্র দিয়ে সমানভাবে অক্সিজেন ঢুকতে পারে না। প্রায়ই ঠান্ডা লেগে যায়। এমন অবস্থায়ও অনেকের মাথাব্যথা হয়।

Prothom Alo.....

14/04/2022

স্বাস্থ্যসেবা বা স্বাস্থ্যসেবা হ'ল মানুষের মধ্যে রোগ, অসুস্থতা, আঘাত এবং অন্যান্য শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতা প্রতিরোধ, নির্ণয়, চিকিত্সা, উন্নতি বা নিরাময়ের মাধ্যমে স্বাস্থ্যের রক্ষণাবেক্ষণ বা উন্নতি।

Address

Sonargaon
1441

Alerts

Be the first to know and let us send you an email when Sadia Medicine Corner posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram