18/08/2023
👓 সঠিক পাওয়ারের "চশমা" মাথা ব্যাথার উত্তম সমাধান 👇
👉বেশীর ভাগ মানুষই মনে করেন শুধুমাত্র ব্রেনের সমস্যার কারণেই মাথা ব্যথা হয়, কিন্তু এ ধারনা সঠিক নয়, চোখের সমস্যার কারনেও মাথা ব্যাথা হতে পারে। আমাদের দেশের বেশিরভাগ রোগীরা মাথা ব্যথা হলেই নিউরোলজিস্ট এর কাছে ছুটে যান। কিন্তু চোখের সমস্যার কারণে যে মাথা ব্যথা হতে পারে তার কোন চিন্তাও অনেকে করেন না। ফলে এসব রোগীর সময় এবং অর্থ দু’ই নষ্ট হয়। মাথা ব্যথা হলে চোখের সমস্যার কথা অবশ্যই মাথায় রাখা উচিত। মায়োপিয়া বা হ্রস্ব দৃষ্টি খুব পরিচিত। এ কারণে কিন্তু সচরাচরই মাথা ব্যথা হয়।
সঠিক পাওয়ারের চশমা ব্যবহার করলেই এই মাথা ব্যথা ভাল হয়ে যায়। কিন্তু অনেক সময় চশমা না নিয়ে বা চোখের দৃষ্টি ত্রুটি সংশোধন না করে রোগীরা প্যারাসিটামল, প্রপানলল, এমিট্রিপটাইলিন, টাফনিল ইত্যাদি খেয়ে যান। এর ফলে রোগী সামায়িক আরাম পেলেও কষ্ট কিন্তু চলতেই থাকে। আর প্রত্যেক ওষুধেরই কিছু না কিছু পার্শ্বপ্রতিক্রিয়া থাকে। তাই রোগ নির্ণয়ের জন্য সঠিক ডায়াগনসিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। মাথাব্যথার অন্যতম প্রধান কারণ চোখের দৃষ্টি ত্রুটি, তাই মাথাব্যথা হলে অবশ্যই চোখের কথাই প্রথমে মনে রাখতে হবে এবং একজন চক্ষু ডাক্তারের পরামর্শ নিতে হবে।
👉ইনসাফ আই কেয়ার, এখানে প্রতিদিন চক্ষু ডাক্তার বসেন, কম্পিউটারে চক্ষু পরীক্ষা করে চশমা দেওয়া হয়।
👉যোগাযোগ- ইনসাফ আই কেয়ার, ইনসাফ ল্যাব এন্ড হসপিটাল (২য় তলায়), মোগরাপাড়া চৌরাস্তা, থানা রোড, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
মোবাইল:- ০১৯১৯-২৬৯৬১৭
০১৯১৭-০০৯৪১৯
০১৮৮৮-০১৮২৮৮.