22/08/2024
আসুন, দল-মত নির্বিশেষে যে যার অবস্থান থেকে বন্যার্ত মানুষের পাশে দাঁড়াই
'আমার কাছে দেশ মানে―
এক লোকের পাশে অন্য লোক... '
ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ— এই নয়টি জেলার প্রায় ৩০ লক্ষ বানভাসী মানুষ ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়েছে। ঘরে-ঘরে পানি-বন্দী হয়ে আছে অসহায় মানুষ, গবাদী-পশুসহ অন্যান্য প্রাণী, বানের জলে ভেসে যাচ্ছে কত কত প্রাণ!
পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থানরত মূলত প্রবাসী বাংলাদেশি মানবিক-বন্ধুদের সহযোগিতায় Initiatives- Solidarity Team for Bangladesh-এর উদ্যোগে দেশে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
আসুন, দল-মত নির্বিশেষে যে যার অবস্থান থেকে বন্যার্ত মানুষের পাশে দাঁড়াই।
নিচের বিকাশ কিংবা ব্যাংক একাউন্ট নাম্বারে সহযোগিতা পাঠানো যাবে। আগামী ৩০ আগস্ট ২০২৪ আমাদের কাছে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সহযোগিতা পাঠানোর শেষ তারিখ।
বিকাশ নাম্বার:
সুবর্ণগ্রাম সংস্কৃতি অঙ্গন: 01780 095 021
শংকর প্রকাশ: 01819 829 351
ইমন শাহ: 01675 329 327
মো. মিঠু মিয়া: 0193 595 0533
লতা মাহমুদ: 01840 226 397
Bank Account:
Account Name: Subornogram Foundation
A/C No. 3618633003743
Sonali Bank Limited
Sonargaon branch, Narayanganj, Bangladesh.
Swift Code: BSONBDDHWEB
যারা দেশের বাইরে আছেন তাঁরা নিচের কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করে সহযোগিতা পাঠাতে পারবেন।
Md Mustafijur Rahman, USA
Cell Phone: +1 (646) 934-6019
Salma Bani, Canada
Cell Phone: +1-647-215-2278
Shamim Shahan, UK
Cell Phone: +44-07916809935
Soumitra Kumar Kundu, South Korea
Cell Phone: +82-010-3040-5100
Chandan Shuvro, Australia
Cell Phone: +61-0435733999
এটা সত্য যে রাষ্ট্রীয় পলিসি নাগরিক-বান্ধব না হলে মানুষের অনেক সমস্যার-ই স্থায়ী সমাধান সম্ভব না। রাষ্ট্রীয় পলিসি পরিবর্তনে সু-শাসনের জন্য আন্দোলনের পাশাপাশি আসুন নিজেরাও বিভিন্ন মানবিক-উদ্যোগে সাধ্যমত অংশগ্রহণ করি। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় কিছু মানুষও যদি উপকৃত হন, তাই বা কম কিসে?
হ্যালেন কেলারের অসাধারণ একটি উক্তি আছে: "I am only one, but still I am one. I cannot do everything, but still, I can do something; and because I cannot do everything I will not refuse to do the something that I can do.”
সংহতি
শাহেদ কায়েস
সমন্বয়ক, Initiatives- Solidarity Team for Bangladesh