
07/01/2025
জনসচেতনা মূলক পোষ্ট :
শীতকালে যানবাহন চলাচলের সময় বাড়তি সতর্কতা অবলম্বন করুন। এই সময় গাড়িতে উঠলে গাড়ীর জানালা যথাসম্ভব বন্ধ রাখার চেষ্টা করুন। আর যদি খোলা বাহন হয় তবে মাফলার, চাদর বা অতিরিক্ত কাপড় ব্যবহার করে আপনার কান, মুখ ঢেকে রাখার চেষ্টা করুন; যাতে করে ঠান্ডা বাতাস আপনার মুখমন্ডলের না লাগে।
কেননা অতিরিক্ত ঠান্ডা বাতাসে আপনার মুখমন্ডলে অবস্থিত ফেসিয়াল নার্ভ ইনফ্লাম্ড হয়ে Facial Palsy / Bell’s Palsy বা মুখমন্ডল এক দিকে বাঁকা হয়ে যেতে পারে এবং এক চোখ বন্ধ করতে অসুবিধা সৃষ্টি হতে পারে।
তাই যানবাহন চলাচলের সময় অবশ্যই ঠান্ডা বাতাস এড়িয়ে চলার চেষ্টা করবেন। স্বাভাবিক ভাবে মুখমন্ডলের চারপাশ উষ্ম রাখার চেষ্টা করবেন।
আর এই জাতীয় সমস্যার সমাধান পেতে যত দ্রুত সম্ভব একজন নিউরোমেডিসিন ডাক্তার দেখিয়ে কিংবা একজন ফিজিওথেরাপিষ্টের স্মরনাপন্ন হবেন।
ধন্যবাদ॥
জনসচেতনায়:
ডক্টর’স ল্যাব ফিজিওথেরাপি এন্ড হিজামা সেন্টার,হাসপাতাল রোড, হাছন নগর, সুনামগঞ্জ
হট লাইন : 01737015305