24/11/2025
জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে পারফরম্যান্সে গাইবান্ধা জেলা প্রাথমিকভাবে রংপুর বিভাগে #১ম ও সারাদেশে #২য় স্থানে অবস্থান করেছে যার প্রেক্ষিতে আজকের এই সম্মাননা স্মারক।সুন্দরগঞ্জ হেলথ কমপ্লেক্স এর সবাই যারা নিরলসভাবে পরিশ্রম করে এই সাফল্য আনতে ভূমিকা রেখেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা।