23/06/2022
বন্যার পানি খুবই ঠান্ডা এবং মারাত্মক জীবাণুবাহী! বন্যার পানিতে নেমে যারা কাজ করছেন তারা একটু নিজের দিকেও খেয়াল রাখবেন। বেশিক্ষণ ঠান্ডা কাপড়ে নিজেকে রাখবেন না, শার্ট ভিজে সেটা শরিরে শুকিয়ে গেলে নিউমোনিয়া হতে পারে। গ্যাস্টিক, ডায়রিয়া হবার সম্ভাবনাও আছে পাশাপাশি পানিতে টাইফয়েড জীবাণু বিদ্যমান। তাই পানি বাহিত রোগে নিজেরা আক্রান্ত হতে পারেন। স্বাস্থ্যের দিকে নজর দিয়ে ত্রাণ বিতরণে নামুন আর যেসব ঘর পর্যন্ত নৌকা যায় সেখানে নৌকা দিয়েই ত্রাণ দিন। পানিতে যত কম পারবেন নামুন।
গ্যাস্টিক (প্যান্টোপ্রাজল), জ্বর (নাপা এক্সটেন্ড), ওরাল স্যালাইন, ডমপেরিডন (বমির ওষুধ) পাশে রাখবেন। কাজে নামার আগে খেয়ে নিতে পারেন। একদম খালি পেটে কাজ করবেন না, মাথা ঘুরাবে, গ্যাস্টিক হবে।
সবার সুস্থতা কামনা করছি ❤️
#স্বেচ্ছাসেবকের_জন্য_স্বাস্থ্য_সচেতনতা
#জ২১জেনন