Deniz Poultry & Dairy Farm

Deniz Poultry & Dairy Farm Assalamualaikum !! Thank you so much for coming to my page. One-day chicks of golden chickens are so. Deniz Poultry & Dairy Farm

Agriculture, Dairy, Foultry, Treatmant, Medical Information, All of kinds Work handelling. One-day chicks of golden chickens are sold and shed construction work is advised.Stay with us, get in touch, get the right advise, get the right treatment InshaAllah, Thank you all.

গরুর জায়গা দখল করে নিচ্ছে উট দুধ উৎপাদনের জন্য স্থাপন করা হচ্ছে মেগাফার্ম পুষ্টিগুণের দিক থেকেও গরুর দুধের চেয়ে উটের দুধ...
14/04/2024

গরুর জায়গা দখল করে নিচ্ছে উট দুধ উৎপাদনের জন্য স্থাপন করা হচ্ছে মেগাফার্ম পুষ্টিগুণের দিক থেকেও গরুর দুধের চেয়ে উটের দুধ অনেক আলাদা। উটের দুধে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি-এর পরিমাণ অনেক বেশি এবং এতে চিনি ও স্যাচুরেটেড ফ্যাট কম থাকে।

ডেইরি ফার্মের কথা চিন্তা করলে আমাদের চোখে কী ভাসে? খামারে রাখা সারি সারি গরু কিংবা ভেড়া, খামারি হয়ত গরু থেকে দুধ দোয়াচ্ছেন বা তাদের দেখভাল করছেন। কিন্তু কখনও কি উটের খামারের কথা মাথায় এসেছে? বলা হচ্ছে ডেইরি ফার্মগুলোতে দুধের জোগানদাতা হিসেবে গরুর জায়গা আস্তে আস্তে দখল করে নিবে মরুভূমির উষ্ণ পরিবেশে বেঁচে থাকা এ প্রাণীটি। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এখন হাজার হাজার উট থেকে মেশিনের মাধ্যমে দুধ দোয়ানো হচ্ছে , আর সেই দুধ বাজারজাত হয়ে পৌঁছে যাচ্ছে গ্রাহকের কাছে। হাজার হাজার বছর ধরে প্রাচীন যাযাবর ও পশুপালক শ্রেণীর মানুষদের সংস্কৃতির একটি অংশ হয়ে আছে উটের দুধ। এমনকি দূর-দূরান্তের মরুভূমিতে পশু চরানোর সময় কয়েক সপ্তাহ শুধুমাত্র উটের দুধের ওপর ভরসা করে বেঁচে থাকত তারা। মরুভূমিতে দিনের প্রচন্ড গরম কিংবা ঠান্ডা রাতের সাথে খুব সহজেই মানিয়ে নিতে পারে উট, প্রতিকূল পরিবেশের সাথে তাদের জীবন হয়েছে আবর্তিত। অল্প কিছু জল বা গাছপালা দিয়ে টানা কয়েক দিন কাটিয়ে দিতে পারে। গরু, ভেড়া এবং অন্যান্য গবাদি পশুর চেয়ে মিথেনও অনেক কম মাত্রায় উৎপাদন করে।

এই বৈশিষ্ট্যগুলো উটকে জলবায়ু পরিবর্তনের মাঝে অনন্য ও মূল্যবান করে তোলে। এ কারণে, তারা পরিবর্তিত জলবায়ুর সাথে খাপ খাইয়ে, বিশেষত মরুভূমি এবং অন্যান্য শুষ্ক অঞ্চলে খাদ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

যাইহোক, এই একই গুণাবলী তাদের খামারিদের কাছেও আকর্ষণীয় করে তুলেছে। বড় কর্পোরেশনগুলো জলবায়ু উদ্বেগ মোকাবেলার সুযোগে উট চাষ করে মুনাফা অর্জন করছে এবং উট শিল্প প্রসারিত হচ্ছে। তবে উদ্বেগের ব্যাপার এই যে শিল্পায়িত উট পালনের এ পরিবর্তন কেবল পরিবেশের জন্যই ক্ষতিকর হবে না, গুরুত্বপূর্ণ ঐতিহ্যগত জ্ঞান এবং সাংস্কৃতিক ঐতিহ্যও হারিয়ে যাবে। 'মরুভূমির জাহাজ' নামে পরিচিত এ প্রাণীগুলোর জীবন যদি খামারের ছোট ছোট ঘেরেই শেষ হয় তাহলে তা আমাদের জন্য হবে লজ্জাজনক । গরু, ভেড়া এবং ছাগলের দুধের বিকল্প হিসেবে উটের দুধের চাহিদা দিন দিন বাড়ছে। বিশ্বের নানা প্রান্তে যেমন— মঙ্গোলিয়ার গোবি মরুভূমি বা ওমানের মরুভূমিতে উটের দুধ এবং এ দুধের চা খাওয়া হয়। এটি থেকে লাবান, মাঠা বা দইও তৈরি করা হয়। খামারিদের উৎপাদিত উটের দুধে একটি মৃদু স্বাদ রয়েছে, মৌসুম ভেদে কখনও এটি কিছুটা মিষ্টিও হয়। শুষ্ক অঞ্চলের পশুপালকরা সর্বদা উটের দুধ খেয়ে থাকে, তবে বাজারজাত করা দুধের ক্রমবর্ধমান জনপ্রিয়তা তার হালকা স্বাদ, নিম্ন ল্যাকটোজ এবং পুষ্টি মানের কারণে।

আর গরুর ডেইরি খামারের তুলনায় এটি পরিবেশবান্ধবও বটে। এছাড়া পুষ্টিগুণের দিক থেকেও গরুর দুধের চেয়ে উটের দুধ অনেক আলাদা। উটের দুধে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি-এর পরিমাণ অনেক বেশি এবং এতে চিনি ও স্যাচুরেটেড ফ্যাট কম থাকে। গরুর দুধের মিল্ক ফ্যাটের তুলনায় মহিষ, ভেড়ির দুধ ও উটের দুধে লিনেওলিক এসিড বেশি থাকে যা শরীরের জন্য বিভিন্নভাবে উপকারী। সেই সাথে উটের দুধে ল্যাক্টিক এসিড ব্যাক্টেরিয়ার ১২০ স্ট্রেইন উপস্থিত থাকে যা অন্ত্রের পরিপাকে সাহায্য করে। এছাড়া, উটের দুধের মধ্যে প্রোবায়োটিক উপাদানও থাকে প্রচুর।

তবে উটের দুধের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, এর মধ্যে ল্যাক্টোজ অসহিষ্ণু মানুষদের ক্ষতির কারণ হওয়ার মতো উপাদান, বি-ল্যাক্টোগ্লোবুলিন থাকে না। এই উপাদান না থাকার ফলে সব শ্রেণীর মানুষই উটের দুধ খেতে পারেন। তরল ও গুঁড়ো উটের দুধের চাহিদার কারণে বিভিন্ন জায়গায় ছোট ছোট উটের খামার গড়ে উঠছে। যেমন– অ্যামিশ এবং সৌদিরা মিলে যুক্তরাষ্ট্রেও অনেকগুলো উটের খামার গড়ে তুলেছে। উদ্যোক্তারা এখন দুগ্ধবতী গাভীর মতো বেশি দুধ উৎপাদন করে এমন উট পালনের দিকে বেশি ঝুঁকছেন।

﷽𝐀𝐬𝐬𝐚𝐥𝐚𝐦𝐮a𝐥𝐚𝐢𝐤𝐮𝐦﷽"তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম"     🌙🕋𝐄𝐢𝐝 𝐌𝐮𝐛𝐚𝐫𝐚𝐤🕋🌙
11/04/2024

﷽𝐀𝐬𝐬𝐚𝐥𝐚𝐦𝐮a𝐥𝐚𝐢𝐤𝐮𝐦﷽
"তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম"
🌙🕋𝐄𝐢𝐝 𝐌𝐮𝐛𝐚𝐫𝐚𝐤🕋🌙

10/04/2024

আল্লাহ হু আকবার আল্লাহ হু আকবার আল্লাহ হু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ হু আকবার আল্লাহ হু আকবার ওলিল্লা হিল হামদ্

জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সিদ্ধান্ত- বাংলাদেশের আকাশে আজ কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি আগামী ১১ এপ্রিল বৃহ...
09/04/2024

জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সিদ্ধান্ত- বাংলাদেশের আকাশে আজ কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি আগামী ১১ এপ্রিল বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে

সিলেটের লাক্কাতুরা বাগানের অরজিনাল গ্রীন টি যদি কেউর লাগে অবশ্যই যোগাযোগ করবেন। মোবাইল নাম্বার: ০১৭৩৭৩২৪৬৫৪ আম্বরখানা ষ,...
07/04/2024

সিলেটের লাক্কাতুরা বাগানের অরজিনাল গ্রীন টি যদি কেউর লাগে অবশ্যই যোগাযোগ করবেন। মোবাইল নাম্বার: ০১৭৩৭৩২৪৬৫৪
আম্বরখানা ষ, চৌকিদেখী সিলেট।

17/03/2024

এখানে ভালো মানের খেজুর, মধু, কাঁচা বাদাম, আলুয়া ইত্যাদি সকল ধরনের ভেষজ পাওয়া যায়। আম্বরখানা পয়েন্ট সিলেট। খালেদ ভাইয়ের খেজুরের দোকান।

05/03/2024

ফুলে ফুলে বরপুর আমার নার্সারি

28/02/2024

ফুলের গাছ ফ্লাওয়ার টাইট নার্সারি।

27/02/2024

আজ আপনাদেরকে আমি নিয়ে আসলাম ফলের নার্সারি ফ্লাওয়ার টাইট নার্সারি সিলেটের মধ্যে সবচাইতে বিখ্যাত নার্সারি।

বাহারী রংয়ের ফুলের গাছ দেখতে অনেক সুন্দর মনটা আসলে ভরে যায় এই ফুলের ঘ্রাণে। আসবেন কিন্তু এই ফুলের বাগানে। ফ্লাইওনারি ন...
26/02/2024

বাহারী রংয়ের ফুলের গাছ দেখতে অনেক সুন্দর মনটা আসলে ভরে যায় এই ফুলের ঘ্রাণে। আসবেন কিন্তু এই ফুলের বাগানে। ফ্লাইওনারি নার্সারি আম্বরখানা সিলেট।

22/02/2024

দিল্লির বিখ্যাত পাও ভাজি এখন সিলেট রিকাবিবাজার এ পাওয়া যায়।

20/02/2024

বড়ই, আঙ্গুর, কমলা সব জাতের ফল পাওয়া যায়, আম্বরখানা পয়েন্ট, মসজিদের সামনে।

Address

H/N, 13/3, Fazil Chist R/A, Subidbazar
Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when Deniz Poultry & Dairy Farm posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Deniz Poultry & Dairy Farm:

Share