Nusrat Hijama & Ruqyah Center Sylhet

Nusrat Hijama & Ruqyah Center Sylhet

এটাকেই বলে ধর্ম ব্যবসা লেবাস দারি হুজুর এর দেয়া,নাউজুবিল্লাহ,এদেরকে সমাজের কিছু মানুষ আল্লাহর অলি উপাধি দেয়।😭
11/10/2025

এটাকেই বলে ধর্ম ব্যবসা লেবাস দারি হুজুর এর দেয়া,
নাউজুবিল্লাহ,এদেরকে সমাজের কিছু মানুষ আল্লাহর অলি উপাধি দেয়।😭

09/10/2025

সুখবর সুখবর সুখবর।
এই মাসের সুন্নাহ ডেইট
আনাস ( রাঃ) থেকে বর্ণিত রাসুল (সাঃ) বলেছেন - কেউ হিজামা করাতে চাইলে সে যেন আরবী মাসের ১৭,১৯ বা ২১ তম দিনকে নিবার্চন করে। উচ্চ রক্তচাপের কারনে জিবননাশের আশংকা রয়েছে।
সুনানে ইবনে মাজাহ -৩৪৮৬ সহিহ।

লক্ষণীয় বিষয় আরবি তারিখ ডোকে কিন্তু বাদ মাগরিব থেকে তাই আগামীকাল বৃহস্পতিবার বাদ মাগরিব থেকে আগামী শুক্রবার মাগরিব পর্যন্ত থাকবে,আশাকরি বুঝাতে পারছি, আলহামদুলিল্লাহ।

ঠিকানাঃ সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল এর গেইটের বিপরীতে, আজাদী ৭৯/ মিরবক্সটুলা সিলেট।

যোগাযোগঃ 01718847810 - 01866-057536

মিলাদ ভাই এর বড় ভাই আলমগীর আহমদ লন্ডন প্রবাসী, আজকে হিজামা থেরাপি নিলেন সুস্থ থাকার জন্য আল্লাহ যেনো সুস্থ রাখুক আমিন।
06/10/2025

মিলাদ ভাই এর বড় ভাই আলমগীর আহমদ লন্ডন প্রবাসী, আজকে হিজামা থেরাপি নিলেন সুস্থ থাকার জন্য আল্লাহ যেনো সুস্থ রাখুক আমিন।

সৌদি প্রবাসী একজন ভাই এলার্জি সমস্যা জন্য হিজামা নিলেন আল্লাহ শেফা দান করুন আমিন।
04/10/2025

সৌদি প্রবাসী একজন ভাই এলার্জি সমস্যা জন্য হিজামা নিলেন আল্লাহ শেফা দান করুন আমিন।

03/10/2025

ডাঃ রেদওয়ানুল বারী বিভিন্ন সমস্যার জন্য হিজামা দিচ্ছেন।

গোলাপগঞ্জ থেকে এসে একজন হিজামা নিলেন মাইগ্রেন ব্যথার জন্য আল্লাহ যেনো শেফা দান করুন আমিন।
02/10/2025

গোলাপগঞ্জ থেকে এসে একজন হিজামা নিলেন মাইগ্রেন ব্যথার জন্য আল্লাহ যেনো শেফা দান করুন আমিন।

✅আপনি জ্বীন, যাদু, বদনজর, হাসাদ ইত্যাদিতে আক্রান্ত কিনা কিভাবে বুঝবেন❓**রুক্বইয়াহ কেন করবেন❓🔷জিনের আসর🔷বদনজর🔷কালো যাদু🔷ব...
01/10/2025

✅আপনি জ্বীন, যাদু, বদনজর, হাসাদ ইত্যাদিতে আক্রান্ত কিনা কিভাবে বুঝবেন❓**

রুক্বইয়াহ কেন করবেন❓

🔷জিনের আসর
🔷বদনজর
🔷কালো যাদু
🔷বান মারা
🔷দাম্পত্য কলহ
🔷পারিবারিক অশান্তি
🔷বিয়ে না হওয়া
🔷বিয়ের প্রস্তাব না আসা
🔷বিয়ের আলাপ বাধাগ্রস্থ হওয়া
🔷ওয়াসওয়াসা
🔷ইবাদতে অনাগ্রহী
🔷ডিপ্রেশন
🔷ব্যবসায় বা চাকুরিতে জটিলতা
🔷মেডিকেল চিকিৎসার পরও রোগ না ছাড়া

ইত্যাদি শারীরিক ও মানসিক সমস্যায় শারইয়্যাহ সম্মত একমাত্র চিকিৎসা রুক্বইয়াহ করাতে পারেন।

রুক্বইয়াহ কিভাবে করা হয়❓

কোরআনের আয়াত, আল্লাহর নামের যিকর, হাদিসে রাসূল ﷺ সাহাবাদের আমল এবং সালাফে সালেহীন থেকে বর্ণিত দোয়া পাঠ করার মাধ্যমে সম্পূর্ণ শারইয়্যাহ মেনে রুক্বইয়াহ করা হ

👉যদি আপনার সাথে নিম্নোক্ত লক্ষণসমূহ মিলে যায় তাহলে বুঝবেন আপনার জ্বীন, যাদু, বদনজর ইত্যাদি প্যারানরমাল সমস্যা রয়েছেঃ
🔷ঘাড়ে, পিঠের উপরের অংশে ব্যথা।
🔷মেরুদন্ডের নিচের দিকে ব্যথা।
🔷চোখের অবস্থার অস্বাভাবিকতা।
🔷পেটে বিভিন্ন সমস্যা লেগেই থাকে।
🔷ঋতুস্রাবের অস্বাভাবিকতা (কম/বেশি, প্রচন্ড যন্ত্রণা ইত্যাদি)।
🔷পুরুষদের প্রস্রাবে সমস্যা (Infection)।
🔷তীব্র মাথা যন্ত্রণা, ঔষধে তেমন কাজ হয় না।
🔷শরীরের বিভিন্ন স্থানে ব্যথা।
🔷রুচি ও ক্ষুধা কমে যাওয়া, সর্বদা পেট ভরাভরা অনুভব।
🔷পেটে কোনো সমস্যা/অসুখ আছে, টেস্টে ধরা পড়ে না।
🔷স্বামী/স্ত্রী/পরিবার/সমাজের প্রতি প্রচন্ড বিতৃষ্ণা/বিরক্তি অনুভব।
🔷 বিকেলে/সন্ধ্যার দিকে প্রচন্ড বিষন্নতা, মেজাজ খারাপ থাকা।
🔷মাথা সবসময় ভারী হয়ে থাকা।
🔷মাথায় প্রচন্ড উত্তাপ অনুভব।
🔷প্রচন্ডভাবে ওয়াসওয়াসা বেড়ে যাওয়া।
🔷ইবাদত বন্দেগীতে প্রচন্ড অনীহা, অস্বস্তি।
🔷ইবাদত বন্দেগীতে সমস্যার বৃদ্ধি।
🔷কোনো রোগ দীর্ঘ্য-চিকিৎসায় ভালো না হওয়া।
🔷শরীরে (ঘামে) পোড়া-পোড়া গন্ধ।
🔷ঠিকভাবে ঘুম না হওয়া।
🔷ভয়ঙ্কর স্বপ্ন দেখা।
🔷স্বপ্নে কোনো কিছু খাওয়া।স্বপ্নে কোনো কিছুতে ধাওয়া করা (হিংস্র প্রাণী, সরীসৃপ ইত্যাদি)।
🔷স্বপ্নে গোরস্থান বা কোনো নির্জন স্থানে নিজেকে বারবার দেখা।
🔷স্বপ্নে নিজেকে পুকুর, খাল, নদী, সমুদ্র ইত্যাদিতে নামতে দেখা।

☎️অভিজ্ঞ রাক্বির মাধ্যম রুক্বইয়াহ সেবা নিতে কল/হোয়াটসঅ্যাপ করুন 01866057536

🚩নুসরাত হিজামা এন্ড রুকিয়াহ সেন্টার সিলেট,
ঠিকানাঃ সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল এর গেইটের বিপরীতে আজাদী ৭৯/ মিরবক্সটুলা,সিলেট
☎️হেল্পলাইনঃ 01866057536-01718847810

আল্লাহ সুবহানা-আল্লাহু তা'আলা আমাদের সবাইকে বদনজর, জ্বিন, যাদু ও যাদুকরদের হাত থেকে বাঁচার তৌফিক দান করুন, আমিন।

একজন ভাই হিজামা নিলেন জীবনের প্রথম, নিয়ে খুবই  খুশি, আলহামদুলিল্লাহ।
29/09/2025

একজন ভাই হিজামা নিলেন জীবনের প্রথম, নিয়ে খুবই খুশি, আলহামদুলিল্লাহ।

পর্তুগাল প্রবাসী এক ভাই হিজামা নিলেন সুস্থ থাকার জন্য আল্লাহ যেনো সুস্থ রাখুক আমিন।
28/09/2025

পর্তুগাল প্রবাসী এক ভাই হিজামা নিলেন সুস্থ থাকার জন্য আল্লাহ যেনো সুস্থ রাখুক আমিন।

পূর্ব চৌহাট্রা নিলয় থেকে এসে মাসুক ভাই হিজামা নিলেন সুস্থ থাকার জন্য আল্লাহ যেনো সুস্থ রাখুক আমিন।
27/09/2025

পূর্ব চৌহাট্রা নিলয় থেকে এসে মাসুক ভাই হিজামা নিলেন সুস্থ থাকার জন্য আল্লাহ যেনো সুস্থ রাখুক আমিন।

26/09/2025

। হাজিরা দেখা বলতে কী বোঝানো হয়?
বাংলাদেশি-ভারতীয় প্রেক্ষাপটে “হাজিরা দেখা” মানে হলো —
কারো নাম, মায়ের নাম, জন্মতারিখ, ফটো বা অন্য কিছু লিখে তার বর্তমান অবস্থা, অবস্থান বা মনের খবর বের করা।
অনেক সময় বলা হয়: “ফলানা লোক হাজির হয়ে গেছে”, অর্থাৎ সে সামনে নেই, তবুও তাকে আনা হলো বা তার খবর বের করা হলো।
অর্থাৎ, এর মধ্যে একটা অদৃশ্য খবর জানা বা দূরে থাকা ব্যক্তির খবর বের করার দাবি থাকে।
২। ইসলামী দৃষ্টিতে গায়েব কাকে বলে?
গায়েব (অদৃশ্য) মানে হলো এমন বিষয়, যা মানুষের সাধ্যের বাইরে।
👉 যেমন: কারো ভবিষ্যৎ, দূরে কী হচ্ছে, কারো অন্তরের অবস্থা, অদৃশ্য জগত (জ্বীন, ফেরেশতা ইত্যাদি)।
আল্লাহ বলেন:
“তিনি গায়েবের জ্ঞানী; তিনি কাউকেই তাঁর গায়েব অবহিত করেন না, তবে যাকে রাসূল হিসেবে মনোনীত করেন তাকেই জানিয়ে দেন।”
(সূরা আল-জিন 72:26-27)
৩। কেন হাজিরা দেখা গায়েব খবরের তালাশ?
হাজিরা দেখা মানে হলো মানুষের সাধ্য বহির্ভূত তথ্য (অদৃশ্য অবস্থা) জানার চেষ্টা করা।
বাস্তবে এটি হয় দুইভাবে:
1. জ্বীনের সাহায্য নিয়ে — জাদুকর, কবিরাজ, কাহিনরা এভাবে তথ্য বের করে।
2. ধোঁকা বা মনস্তাত্ত্বিক কৌশল — কিন্তু দাবি থাকে, সে “অদৃশ্য জানছে”।
➡️ তাই ইসলামি ফিকহবিদরা এটিকে গায়েব খবরের অনুসন্ধান (তালাশ) বলেছেন।
৪। রাসূল ﷺ এর সতর্কবাণী
তিনি বলেছেন:
‎«مَنْ أَتَى كَاهِنًا أَوْ عَرَّافًا…»
“যে ব্যক্তি কাহিন (অদৃশ্য খবরদাতা) বা জ্যোতিষীর কাছে যাবে এবং তাকে বিশ্বাস করবে, সে মুহাম্মদের ওপর যা নাযিল হয়েছে তা অস্বীকার করল।”
(সহিহ, আবু দাউদ 3904)
এখানে কাহিন বলতে সেইসব লোককে বোঝানো হয়েছে যারা “হাজিরা দেখা”র মতো পদ্ধতিতে মানুষের গায়েব খোঁজে।
✅ তাই, “হাজিরা দেখা” আসলে গায়েব খবর জানার চেষ্টা করা।
👉 যদিও যারা করে তারা বলে “আমরা শুধু হাজির করি”, বাস্তবে সেটা গায়েব অনুসন্ধানেরই আরেক নাম।
আল্লাহ কাছে এসব কর্মকাণ্ড হতে আশ্রয় প্রার্থনা করি।
…………………………….
যোগাযোগ 01866057536-01718847810

Address

সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল এর গেইটের বিপরীতে। আজাদী ৭৯/মিরবক্সটুলা, সিলেট
Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when Nusrat Hijama & Ruqyah Center Sylhet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Nusrat Hijama & Ruqyah Center Sylhet:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram