Saaol Heart Center Sylhet

Saaol Heart Center Sylhet To change the complete lifestyle and reduce the risk of heart disease through diet modification, stress management & exercise.

Saaol Heart Program would update your health knowledge, flawlessly lead you through yogasana and meditation, train you for a more scientific food selection, practically modify your food behavior and teach you how to avoid stress, how to communicate better and manage your stresses in daily life. You would emerge as a new person with your cardiovascular system much more secured. The following persons would definitely benefit by joining SAAOL Heart Program.

বিশ্বের এক নম্বর খুনি রোগ হৃদরোগ। পৃথিবীতে সবচেয়ে বেশি লোক মারা যায় হৃদরোগে। হৃদরোগের প্রচলিত রিং বা বাইপাস অপারেশন সহ...
06/02/2024

বিশ্বের এক নম্বর খুনি রোগ হৃদরোগ। পৃথিবীতে সবচেয়ে বেশি লোক মারা যায় হৃদরোগে। হৃদরোগের প্রচলিত রিং বা বাইপাস অপারেশন সহজসাধ্য কিংবা স্থায়ী চিকিৎসা পদ্ধতি নয়।
বাংলাদেশে হৃদরোগের সহজসাধ্য এবং স্থায়ী চিকিৎসা নিয়ে এসেছে সাওল হার্ট সেন্টার (বিডি) লিঃ। বিশ্বে ১২৭টি শাখার ৩টি শাখা- ঢাকা-চট্টগ্রাম এবং সিলেটে।
হযরত শাহজালালের পূর্ণভূমি ১২ আউলিয়া, বহু মরমি সাধকের গৌরবোজ্জ্বল সিলেটের মীরবক্সটুলায় সাওলের ১০০তম শাখা।
আগামী ১১, ১২ ও ১৩ ফেব্রুয়ারি সেখানে রোগী দেখবেন-সাওল হার্ট সেন্টার, বাংলাদেশের সিনিয়র কনসালট্যান্ট, হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ ফারহান আহমেদ।

https://www.linkedin.com/company/66298400
https://www.youtube.com/c/SaaolHeartCenterBangaldesh

#ঢাকা: বাড়ি # ২৬, ইস্কাটন গার্ডেন রোড (নেভি হাউজের পেছনে) মোবাইল: ০১৭৪৪২৫১২২২, ০১৭৭৭৭৮০৮৫১

#চট্টগ্রাম : বাড়ি # ১০৫৪, সূবর্ণা আবাসিক এলাকা, গোলপাহাড় মোড়। মোবাইল: ০১৭৭৭৭৮০৮৬১, ০১৭৭৭৭৮০৮৬২

#সিলেট: বাড়ি # ০৩৭৯০০, খয়রুন ভবন (২য় তলা), মীরবক্সটুলা, সিলেট, মোবাইল: ০১৭৭৭৭৮০৮৫০, ০১৭৭৭৭৮০৮৬০

সিলেটের হৃদরোগীদের জন্য সুখবরসাওলের ঢাকা ব্রাঞ্চের সিনিয়র কনসালট্যান্ট হৃদরোগ ও লাইফস্টাইল বিশেষজ্ঞ ডাঃ ফারহান আহমেদ ইমন...
13/09/2023

সিলেটের হৃদরোগীদের জন্য সুখবর

সাওলের ঢাকা ব্রাঞ্চের সিনিয়র কনসালট্যান্ট হৃদরোগ ও লাইফস্টাইল বিশেষজ্ঞ ডাঃ ফারহান আহমেদ ইমন আগামী ১৭ সেপ্টেম্বর, রবিবার থেকে ২১ সেপ্টেম্বর, বৃহস্পতিবার পর্যন্ত রোগী দেখবেন।

সিরিয়ালের জন্য যোগাযোগ করুন- ০১৭৭৭৭৮০৮৫০, ০১৭৭৭৭৮০৮৬০

আপনি নিজেই আপনার হৃদরোগ বানিয়েছেন আপনি নিজেই তা সারাবেনরিনা রিং, বিনা অপারেশনে বিশ্বের সবচেয়ে খুনি এই রোগের সহযোগী ডায়াব...
01/09/2023

আপনি নিজেই আপনার হৃদরোগ বানিয়েছেন আপনি নিজেই তা সারাবেন

রিনা রিং, বিনা অপারেশনে বিশ্বের সবচেয়ে খুনি এই রোগের সহযোগী ডায়াবেটিস, ব্লাডপ্রেশার, মানসিক চাপসহ অধিকাংশ রোগ থেকে কীভাবে দূরে থাকবেন তা জানতে, বুঝতে, শিখতে, সঠিক দিকনির্দেশনা পেতে যোগ দিন আগামী ২ সেপ্টেম্বর, শনিবার, সকাল ১১টায় ৩৭১তম 'সাওল হার্ট এবং লাইফস্টাইল সেমিনার'- এ।
একবার এসেই প্রমাণ করুন। আসার আমন্ত্রণ রইলো।

সাওলের সেবাসমূহ-
 বিশেষভাবে প্রশিক্ষিত ডাক্তার, নার্স, ডায়েটিশিয়ান
 ডিজিটাল পদ্ধতিতে রোগ নির্ণয়
 অত্যাধুনিক ইইসিপি মেশিনের সাহায্যে নেচারাল বাইপাস ও সাওল ডেটক্স চিকিৎসা
 দূরের রোগীদের থাকার সুবন্দোবস্ত
 স্বাস্থ্যসম্মত ও সুস্বাদু খাবার ব্যবস্থা
 কার্ডিয়াক ইয়োগা-মেডিটেশন কোর্স

https://www.linkedin.com/company/66298400
https://www.youtube.com/c/SaaolHeartCenterBangaldesh

#ঢাকা: বাড়ি # ২৬, ইস্কাটন গার্ডেন রোড (নেভি হাউজের পেছনে) মোবাইল: ০১৭৪৪২৫১২২২, ০১৭৭৭৭৮০৮৫১

#চট্টগ্রাম : বাড়ি # ১০৫৪, সূবর্ণা আবাসিক এলাকা, গোলপাহাড় মোড়। মোবাইল: ০১৭৭৭৭৮০৮৬১, ০১৭৭৭৭৮০৮৬২

#সিলেট: বাড়ি # ০৩৭৯০০, খয়রুন ভবন (২য় তলা), মীরবক্সটুলা, সিলেট, মোবাইল: ০১৭৭৭৭৮০৮৫০, ০১৭৭৭৭৮০৮৬০

১৫ আগস্ট ২০২৩ মঙ্গলবার ‘জাতীয় শোক দিবস’ উপলক্ষে সাওল হার্ট সেন্টার (বিডি) লি.-এর সকল শাখার কার্যক্রম বন্ধ থাকবে। ১৬ আগস্...
14/08/2023

১৫ আগস্ট ২০২৩ মঙ্গলবার ‘জাতীয় শোক দিবস’ উপলক্ষে সাওল হার্ট সেন্টার (বিডি) লি.-এর সকল শাখার কার্যক্রম বন্ধ থাকবে। ১৬ আগস্ট ২০২৩ বুধবার কার্যক্রম শুরু হয়ে যথারীতি চলবে।

 #শরীরে_রোগ_প্রতিরোধ_ক্ষমতা_বাড়াতে_খাবারের_ভূমিকাশরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবারের ভূমিকা অনেক বেশি। নিচে কিছু খ...
02/08/2023

#শরীরে_রোগ_প্রতিরোধ_ক্ষমতা_বাড়াতে_খাবারের_ভূমিকা

শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবারের ভূমিকা অনেক বেশি। নিচে কিছু খাবার নিয়ে কথা বলছি যেগুলো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বিশেষভাবে কাজ করে।

১। সাইট্রাস ফল বা লেবু জাতীয় ফলঃ সাইট্রাস ফল বা লেবু জাতীয় ফলে প্রচুর ভিটামিন সি রয়েছে। আমরা বেশিরভাগ সময়ই ঠান্ডা জ্বরে আক্রান্ত হলে ভিটামিন সি যুক্ত খাবার খেয়ে থাকি কারণ এগুলো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কাজ করে। এছাড়াও এগুলো শরীরে সাদা রক্ত কণিকা বাড়াতে ভূমিকা রাখে। এজন্যই আঙুর, লেবু, কমলা ইত্যাদি লেবু জাতীয় ফল নিয়মিত খেতে হবে।

২। লাল ক্যাপসিকামঃ লাল ক্যাপসিকামে কমলার থেকেও তিনগুণ বেশি ভিটামিন সি রয়েছে। সাথে সাথে এতে অনেক বেশি বিটা ক্যারোটিন রয়েছে। ভিটামিন সি আমাদের ত্বকের জন্য অনেক ভালো। বিটা ক্যারোটিন শরীরের গিয়ে ভিটামিন এ তে রূপান্তরিত হয়। ভিটামিন এ চোখের ও ত্বকের স্বাস্থ্যের জন্য অনেক ভালো।

৩। ব্রকলিঃ ব্রকলিকে বলা হয় সুপারফুড। ব্রকলিতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি , ই এবং ফাইবার রয়েছে। সাথে রয়েছে আঁশ ও নানা রকমের এন্টিঅক্সিডেন্ট। তবে ব্রকলিকে বেশি রান্না না করে হালকা সিদ্ধ করে বা কম রান্না করে খাওয়া ভালো যা ব্রকলির পুষ্টিগুণ অটুট রাখতে সহায়তা করে।

৪। রসুনঃ রসুন রক্তে কোলেস্টেরল কমাতে খুব উপকারি। আর যাদের রক্তে কোলেস্টেরল কম থাকে তাদের হার্টের রোগ হওয়ার ঝুঁকিও কম থাকে।

৫। আদাঃ যাদের শরীরে জ্বালাপোড়া আছে তাদের জন্য আদা অনেক ভালো সাথে ঠান্ডা জনিত সমস্যা, গলা ব্যথা, বমি বমি ভাব দূর করতেও আদা খুবই উপকারি। আদা রক্তে কোলেস্টেরল কমাতেও কাজ করে থাকে।

৬। পালং শাকঃ পালং শাকে রয়েছে বিটা ক্যারোটিন, ভিটামিন সি ও নানা রকমের এন্টিঅক্সিডেন্ট। যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে ইনফেকশনের বিরুদ্ধে কাজ করতে সহায়তা করে। পালং শাকও ব্রকলির মত বেশি রান্না না করে হালকা সিদ্ধ করে বা কম রান্না করে খাওয়া ভালো যা পালং শাকের পুষ্টিগুণ অটুট রাখতে সহায়তা করে।

৭। আমন্ড বাদামঃ আমন্ড বাদামে অনেক বেশি ভিটামিন ই রয়েছে। বাদামে অনেক এন্টিঅক্সিডেন্ট রয়েছে যা রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে। ভিটামিন ই ফ্যাট সলিউবল আর বাদামে শরীরের জন্য ভালো ফ্যাট থাকায় বাদামে থাকা ভিটামিন ই শরীরে শোষিতও হয় দ্রুত।

৮। হলুদঃ হলুদে কারকিউমিন রয়েছে যা ক্যান্সার প্রতিরোধ করে। যা শরীরের জ্বালাপোড়া কমায় এবং বাতের ব্যথা দূর করে।

৯। গ্রীন টিঃ এতে অনেক এন্টিঅক্সিডেন্ট রয়েছে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

১০। পাকা পেঁপেঃ পেঁপেতে পেপিন এনজাইম রয়েছে যা খাবার হজম করতে সহায়তা করে। একটি ছোট পেঁপে খেলে ঐ দিন সারাদিনের ভিটামিন সি এর চাহিদা পূরণ হয়ে যায়। এছাড়াও পেঁপেতে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ও ফলেট রয়েছে যা সার্বিকভাবে শরীরকে সুস্থ রাখতে কাজ করে।

মিশু দাস
পুষ্টিবিদ
সাওল হার্ট সেন্টার (বিডি) লিঃ

https://www.youtube.com/c/SaaolHeartCenterBangaldesh

#ঢাকা: বাড়ি # ২৬, ইস্কাটন গার্ডেন রোড (নেভি হাউজের পেছনে) মোবাইল: ০১৭৪৪২৫১২২২, ০১৭৭৭৭৮০৮৫১

#চট্টগ্রাম : বাড়ি # ১০৫৪, সূবর্ণা আবাসিক এলাকা, গোলপাহাড় মোড়। মোবাইল: ০১৭৭৭৭৮০৮৬১, ০১৭৭৭৭৮০৮৬২

#সিলেট: বাড়ি # ০৩৭৯০০, খয়রুন ভবন (২য় তলা), মীরবক্সটুলা, সিলেট, মোবাইল: ০১৭৭৭৭৮০৮৫০, ০১৭৭৭৭৮০৮৬০

সাওল হার্ট সেন্টার (বিডি) লিঃ-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান কবি মোহন রায়হানের  জন্মদিন উপলক্ষে ১ আগস্ট থেকে  মাসব্যাপী ১০...
01/08/2023

সাওল হার্ট সেন্টার (বিডি) লিঃ-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান কবি মোহন রায়হানের জন্মদিন উপলক্ষে ১ আগস্ট থেকে মাসব্যাপী ১০% চিকিৎসা ছাড়। ফোনঃ ০১৭৪৪২৫১২২২

সাওলের সেবাসমূহ-
 বিশেষভাবে প্রশিক্ষিত ডাক্তার, নার্স, ডায়েটিশিয়ান
 ডিজিটাল পদ্ধতিতে রোগ নির্ণয়
 অত্যাধুনিক ইইসিপি মেশিনের সাহায্যে নেচারাল বাইপাস ও সাওল ডেটক্স চিকিৎসা
 দূরের রোগীদের থাকার সুবন্দোবস্ত
 স্বাস্থ্যসম্মত ও সুস্বাদু খাবার ব্যবস্থা
 কার্ডিয়াক ইয়োগা-মেডিটেশন কোর্স

https://www.linkedin.com/company/66298400
https://www.youtube.com/c/SaaolHeartCenterBangaldesh

#ঢাকা: বাড়ি # ২৬, ইস্কাটন গার্ডেন রোড (নেভি হাউজের পেছনে) মোবাইল: ০১৭৪৪২৫১২২২, ০১৭৭৭৭৮০৮৫১

#চট্টগ্রাম : বাড়ি # ১০৫৪, সূবর্ণা আবাসিক এলাকা, গোলপাহাড় মোড়। মোবাইল: ০১৭৭৭৭৮০৮৬১, ০১৭৭৭৭৮০৮৬২

#সিলেট: বাড়ি # ০৩৭৯০০, খয়রুন ভবন (২য় তলা), মীরবক্সটুলা, সিলেট, মোবাইল: ০১৭৭৭৭৮০৮৫০, ০১৭৭৭৭৮০৮৬০

সাওল হার্ট সেন্টার (বিডি) লিঃ-এর প্রতিষ্ঠাতা কবি মোহন রায়হানের  জন্মদিন উপলক্ষে ১ আগস্ট থেকে  মাসব্যাপী ১০% চিকিৎসা ছাড়...
31/07/2023

সাওল হার্ট সেন্টার (বিডি) লিঃ-এর প্রতিষ্ঠাতা কবি মোহন রায়হানের জন্মদিন উপলক্ষে ১ আগস্ট থেকে মাসব্যাপী ১০% চিকিৎসা ছাড়। ফোনঃ ০১৭৪৪২৫১২২২

#হার্টব্লকেজ #ডায়াবেটিস #হাইব্লাডপ্রেশার #মেন্টাল_স্ট্রেসসহ অধিকাংশ রোগের মূল কারণ এবং তা দূর করার উপায় জানতে, সঠিক চিকিৎসা ও জীবন ব্যবস্থার নির্দেশনা পেতে যোগ দিন প্রতি শনিবার, সকাল ১১টায় 'সাওল হার্ট ও লাইফস্টাইল সেমিনার'-এ।

বিনা রিং বিনা অপারেশন হৃদরোগের সর্বাধুনিক চিকিৎসা।
সাওল হার্টে সেন্টার (বিডি) লি:

প্রতিদিন সকাল ৮ টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ঢাকা প্রধান শাখায় এবং প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চট্টগ্রাম ও সিলেট শাখায় বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখেন। শুত্রুবার সাপ্তাহিক ছুটি।

সাওলের সেবাসমূহ-
 বিশেষভাবে প্রশিক্ষিত ডাক্তার, নার্স, ডায়েটিশিয়ান
 ডিজিটাল পদ্ধতিতে রোগ নির্ণয়
 অত্যাধুনিক ইইসিপি মেশিনের সাহায্যে নেচারাল বাইপাস ও সাওল ডেটক্স চিকিৎসা
 দূরের রোগীদের থাকার সুবন্দোবস্ত
 স্বাস্থ্যসম্মত ও সুস্বাদু খাবার ব্যবস্থা
 কার্ডিয়াক ইয়োগা-মেডিটেশন কোর্স

https://www.linkedin.com/company/66298400
https://www.youtube.com/c/SaaolHeartCenterBangaldesh

#ঢাকা: বাড়ি # ২৬, ইস্কাটন গার্ডেন রোড (নেভি হাউজের পেছনে) মোবাইল: ০১৭৪৪২৫১২২২, ০১৭৭৭৭৮০৮৫১

#চট্টগ্রাম : বাড়ি # ১০৫৪, সূবর্ণা আবাসিক এলাকা, গোলপাহাড় মোড়। মোবাইল: ০১৭৭৭৭৮০৮৬১, ০১৭৭৭৭৮০৮৬২

#সিলেট: বাড়ি # ০৩৭৯০০, খয়রুন ভবন (২য় তলা), মীরবক্সটুলা, সিলেট, মোবাইল: ০১৭৭৭৭৮০৮৫০, ০১৭৭৭৭৮০৮৬০

 #ভেষজ_মৌসুমী_উদ্ভিদ_মেথির_রয়েছে_নানা_রকম_উপকারি_দিক- #মেথির_পুষ্টিগুন-এক চামচ মেথির বীজে পুষ্টি গুণ:শক্তি ৩২৩ কিলোক্যাল...
31/07/2023

#ভেষজ_মৌসুমী_উদ্ভিদ_মেথির_রয়েছে_নানা_রকম_উপকারি_দিক-

#মেথির_পুষ্টিগুন-
এক চামচ মেথির বীজে পুষ্টি গুণ:
শক্তি ৩২৩ কিলোক্যালোরি, প্রোটিন ২৩ গ্রাম, কার্বোহাইড্রেট ৫৮. ৩৫ গ্রাম, ক্যালসিয়াম ১৭৬ মিলিগ্রাম, পটাসিয়াম ৭৭০ মিলিগ্রাম, থিয়ামিন ০. ৩২২ মিলিগ্রাম, ফ্যাট ৬.৪১ গ্রাম, তামা ১. ১১০ মিলিগ্রাম, লোহা ৩৩.৫৩ মিলিগ্রাম, জিঙ্ক ২.৫০ মিলিগ্রাম, ফাইবার ২৪.৬ গ্রাম, ম্যাগনেসিয়াম ১৯১ মিলিগ্রাম, ফসফরাস ২৯৬ মিলিগ্রাম, সোডিয়াম ৬৭ মিলিগ্রাম, ভিটামিন এ ৬০ IU, ভিটামিন সি ৩ মিলিগ্রাম, ফাইবার ২৪.৬ গ্রাম।

#মেথির_উপকারিতাঃ
১। ওজন কমাতে , রক্তে গ্লুকোজ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে।
২। রক্তে কোলেস্টেরল কমাতে সাহায্য করে।
৩। একজিমা প্রতিরোধ করে।
৪। চুল পড়া রোধে করে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ায়।
৫। ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে।
৬। মাংশপেশীর ব্যথা দূর করে এবং বুক জ্বালা-পোড়া কমায়।
৭। শরীর থেকে টক্সিন দূর করে।

#অপকারিতাঃ
১. মেথির তেঁতো দানা বা মেথির রস কারো মুখে গেলে বমি বমি ভাব হতে পারে। এছাড়াও মেথির অতিরিক্ত গন্ধের কারনে অনেকেই অপছন্দ করেন।
২. একটানা বেশ দীর্ঘদিন মেথি খেলে শরীরে দুর্গন্ধের সৃষ্টি হতে পারে।
৩. গর্ভবতী মহিলাদের মেথি এড়িয়ে যাওয়াই ভালো। গর্ভবতী মহিলারা বেশি মেথি খেলে বাচ্চা জন্মদানের সময়ের আগেই জন্ম হতে পারে বা গর্ভপাতও হতে পারে।
৪. মেথি ব্যবহারে ব্লাড সুগার কমে যায়। তবে বেশি খেলে বা একাধারে অনেকদিন খেলে ব্লাড সুগারের পরিমান বেশি কমে গেলে আরো ক্ষতির সম্মুখীন হতে পারে।

জারিন তাসনিম
পুষ্টিবিদ
সাওল হার্ট সেন্টার (বিডি) লিঃ

ঢাকা:
বাড়ি ২৬, ইস্কাটন গার্ডেন রোড, ঢাকা- ১০০০ (নেভি হাউজের। /পেছনে)।
মোবাইল: ০১৭৭৭৭৮০৮৫১/০১৭৭৭৭৮০৮৫৩/
০১৭৭৭৭৮০৮৫৭/০১৭৭৭৭৮০৮৫৮।

চট্টগ্রাম :
বাড়ি ১০৫৪, সূবর্ণা আবাসিক এলাকা, গোলপাহাড় মোড়, চট্টগ্রাম ৪০০০।
মোবাইল: ০১৭৭৭৭৮০৮৬১, ০১৭৭৭৭৮০৮৬২।

সিলেট:
বাড়ি ০৩৭৯০০, খয়রুন ভবন (২য় তলা), মীরবক্সটুলা, সিলেট, মোবাইল: ০১৭৭৭৭৮০৮৫০, ০১৭৭৭৭৮০৮৬০।

https://www.linkedin.com/company/66298400

https://www.youtube.com/c/SaaolHeartCenterBangaldesh

 #সুপার_ফুড_চিয়া_সিডের_পুষ্টিগুনঃ প্রতি ১০০ গ্রাম  চিয়া সিডে রয়েছে -৪৮৬ ক্যালোরি,  ৬% পানি,  ৪২.১ গ্রাম কার্বোহাইড্রেট, ...
22/07/2023

#সুপার_ফুড_চিয়া_সিডের_পুষ্টিগুনঃ

প্রতি ১০০ গ্রাম চিয়া সিডে রয়েছে -৪৮৬ ক্যালোরি, ৬% পানি, ৪২.১ গ্রাম কার্বোহাইড্রেট, ৩৪.৪ গ্রাম ফাইবার বা খাদ্যআঁশ, ১৬.৫ গ্রাম প্রোটিন,০ গ্রাম চিনি, ০% গ্লুটেন, ৩০.৭ গ্রাম ফ্যাট। এছাড়াও চিয়াসিডে দুধের চেয়ে ৫ গুণ বেশী ক্যালসিয়াম, কমলার চেয়ে ৭ গুণ বেশি ভিটামিন সি, পালং শাকের চেয়ে ৩ গুণ বেশী আয়রন (লোহা), কলার চেয়ে দ্বিগুণ পটাশিয়াম, স্যামন মাছের থেকে ৮ গুণ বেশী ওমেগা-৩ আছে।

#উপকারিতা--
১। চিয়া সিড রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে এবং কর্মক্ষমতা বৃদ্ধি করে।
২। চিয়া সিড ব্লাড সুগার (রক্তের চিনি) স্বাভাবিক রাখে, ফলে ডায়াবেটিসের ঝুঁকি কমায়।
৩। চিয়া সিড মলাশয় (colon) পরিষ্কার রাখে ফলে কোলন ক্যান্সারের ঝুঁকি কমায় এবং শরীর থেকে টক্সিন (বিষাক্ত পদার্থ) বের করে দেয়।
৪। চিয়া সিড ওজন কমাতে সহায়তা করে।
৫। চিয়া সিডে আছে ওমেগা-৩, যা হৃদরোগের ঝুঁকি ও ক্ষতিকর কোলেস্টেরল কমাতেও সাহায্য করে।
৬। চিয়া সীড প্রদাহজনিত সমস্যা দূর করে।
৭। চিয়া সিড হজমে সহায়তা করে।
৮। চিয়া বীজ হাঁটু ও জয়েন্টের ব্যথা দূর করে।

তবে, চিয়া সিড বেশি খেলে পেটের সমস্যা হতে পারে কারণ চিয়া বীজের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। তাই অল্প পরিমাণে চিয়া খাওয়া উচিত। আর স্বাস্থ্য সমস্যা মনে হলে সাথে সাথে এটি খাওয়া বন্ধ করা উচিত।

জারিন তাসনিম
পুষ্টিবিদ
সাওল হার্ট সেন্টার (বিডি) লিঃ

ঢাকা:
বাড়ি ২৬, ইস্কাটন গার্ডেন রোড, ঢাকা- ১০০০ (নেভি হাউজের। /পেছনে)।
মোবাইল: ০১৭৭৭৭৮০৮৫১/০১৭৭৭৭৮০৮৫৩/
০১৭৭৭৭৮০৮৫৭/০১৭৭৭৭৮০৮৫৮।

চট্টগ্রাম :
বাড়ি ১০৫৪, সূবর্ণা আবাসিক এলাকা, গোলপাহাড় মোড়, চট্টগ্রাম ৪০০০।
মোবাইল: ০১৭৭৭৭৮০৮৬১, ০১৭৭৭৭৮০৮৬২।

সিলেট:
বাড়ি ০৩৭৯০০, খয়রুন ভবন (২য় তলা), মীরবক্সটুলা, সিলেট, মোবাইল: ০১৭৭৭৭৮০৮৫০, ০১৭৭৭৭৮০৮৬০।

https://www.linkedin.com/company/66298400
https://twitter.com/kajol_kotha
https://www.youtube.com/c/SaaolHeartCenterBangaldesh

 #মানব_দেহে_আমিষের_অভাব_পূরণ_করতে_মুসুর_ডালের_ভূমিকা মসুর ডাল বাংলাদেশের অন্যতম প্রধান খাদ্যশস্য। মানব দেহে আমিষের অভাব ...
20/07/2023

#মানব_দেহে_আমিষের_অভাব_পূরণ_করতে_মুসুর_ডালের_ভূমিকা

মসুর ডাল বাংলাদেশের অন্যতম প্রধান খাদ্যশস্য। মানব দেহে আমিষের অভাব পূরণের ক্ষেত্রে মুসুরের ডালকে বলা হয় গরিবের মাংস। কারণ মুসুরের ডালে খুবই উচ্চ মানের প্রোটিন রয়েছে। যা মানব দেহে আমিষের অভাব পূরণ করার জন্য যথেষ্ট।
মসুর ডাল না হলে ভাত খেতে পারেন না, আমাদের দেশে এমন মানুষের সংখ্যা অনেক। শুধু আমাদের দেশেই নয়, গোটা পৃথিবীজুড়েই এটি খুব জনপ্রিয় একটি খাবার। মসুর ডাল দিয়ে তৈরি করা হয় নানা রকমের পুষ্টিকর ও মুখরোচক খাবার। যেমন- চালের সঙ্গে মিশিয়ে ভূনা খিচুড়ি, ডালের চচ্চড়ি, ডালনা, নিরামিষ, পিঁয়াজু, ডালপুরি, ডালের স্যুপ, আম ডাল, পুঁই ডাল, মসুর ডাল ভর্তা ইত্যাদি।

প্রতি ১০০ গ্রাম মসুর ডালের পুষ্টিমাণ নিম্নে দেওয়া হলো -
১। জলীয় অংশঃ ১২.৪ গ্রাম
২। খনিজ পদার্থঃ ২.১ গ্রাম
৩। আঁশঃ ০.৭ গ্রাম
৪। খাদ্য শক্তি ৩৪৩ কিলো ক্যালরি
৫। আমিষঃ ২৫.১ গ্রাম
৬। চর্বিঃ ০.৭ গ্রাম
৭। ক্যালসিয়াম ৬৯ মিলিগ্রাম
৮। লোহঃ ৪.৮ মিলিগ্রাম
৯। ক্যারোটিন ২৭০ মাইক্রোগ্রাম
১০। ভিটামিন বি-২ঃ ০ ৪৯ মিলিগ্রাম
১১। শর্করাঃ ৫৯.০ গ্রাম

#মসুর_ডালের_উপকারিতাঃ
১। মসুর ডাল ডায়াবেটিস রোগীদের ব্লাড সুগার নিয়ন্ত্রণ করতে সাহায্য করে । বিশেষত যাদের ব্লাড সুগার, খাবার গ্রহণ করার পরেই বেড়ে যায় তাদের ক্ষেত্রে মসুর ডাল খুবই উপকারী। এছাড়া নিয়মিত মসুর ডাল খেলে তা উচ্চ রক্তচাপ কমাতেও সাহায্য করে।
২। বিভিন্ন গবেষণায় দেখা গেছে উচ্চ ফাইবার সমৃদ্ধ মসুর ডাল নিয়মিত খেলে হার্টের রোগ হবার ঝুঁকি অনেকটাই কমে যায়।
৩। মসুর ডালে উচ্চ মাত্রার ফাইবার থকে যা রক্তের কোলেস্টেরল কমাতে সাহায্য করে।
৪। মসুর ডাল হজমে সহায়তা করে। এছাড়াও কোষ্ঠকাঠিন্য প্রতিরোধের জন্য এটি একটি আদর্শ খাবার।
৫। বাড়তি ওজন কমাতে চাইলে ভাতের পরিমাণ কমিয়ে তার বদলে নিয়মিত ডাল খেতে পারেন। এতে ক্ষুধা হ্রাস পাওয়াসহ ভরাপেটের অনুভূতি থাকবে দীর্ঘক্ষণ। এছাড়াও মসুর ডাল খারাপ কোলেস্টেরলকে কমিয়ে বাড়িয়ে দেয় ভালো কোলেস্টেরলের পরিমাণ।
৬। ডালে একসঙ্গে আয়রন ও ফলেট দুটিই পাওয়া যায়। গর্ভবতী মায়েদের জন্য এই দুটি উপাদান বেশ প্রয়োজনীয়। সেই সঙ্গে আয়রন রক্তশূন্যতা প্রতিরোধে কার্যকরী ভূমিকা পালন করে।
৭। মসুর ডাল পেষ্ট করে গায়ে মাখলে তা ত্বক থেকে ময়লা তুলে ত্বক আরও সুন্দর ও ফর্সা করে তুলে। ত্বক সতেজ করে, ত্বকের কাল দাগ তুলে ফেলে,বলিরেখা দূর করে, রোদে পোড়া দাগ দূর করে।

তাই ডালের উপকারিতার কথা বিবেচনা করে প্রতিবেলাতেই খাবার তালিকায় একবাটি করে ঘন ডাল রাখুন।

মিশু দাস
পুষ্টিবিদ
সাওল হার্ট সেন্টার (বিডি) লিঃ

ঢাকা:
বাড়ি ২৬, ইস্কাটন গার্ডেন রোড, ঢাকা- ১০০০ (নেভি হাউজের। /পেছনে)।
মোবাইল: ০১৭৭৭৭৮০৮৫১/০১৭৭৭৭৮০৮৫৩/
০১৭৭৭৭৮০৮৫৭/০১৭৭৭৭৮০৮৫৮।

চট্টগ্রাম :
বাড়ি ১০৫৪, সূবর্ণা আবাসিক এলাকা, গোলপাহাড় মোড়, চট্টগ্রাম ৪০০০।
মোবাইল: ০১৭৭৭৭৮০৮৬১, ০১৭৭৭৭৮০৮৬২।

সিলেট:
বাড়ি ০৩৭৯০০, খয়রুন ভবন (২য় তলা), মীরবক্সটুলা, সিলেট, মোবাইল: ০১৭৭৭৭৮০৮৫০, ০১৭৭৭৭৮০৮৬০।

https://www.linkedin.com/company/66298400
https://twitter.com/kajol_kotha
https://www.youtube.com/c/SaaolHeartCenterBangaldesh

 #ডেঙ্গু_জ্বরে_আক্রান্ত_রোগীদের_খাবার_হতে_হবে_পুষ্টিকর_ও_সহজপাচ্য _ডেঙ্গু হলে শরীর সুস্থ রাখতে চিকিৎসকের পরামর্শ নেওয়ার ...
12/07/2023

#ডেঙ্গু_জ্বরে_আক্রান্ত_রোগীদের_খাবার_হতে_হবে_পুষ্টিকর_ও_সহজপাচ্য _
ডেঙ্গু হলে শরীর সুস্থ রাখতে চিকিৎসকের পরামর্শ নেওয়ার পাশাপাশি পুষ্টিকর খাবার খাওয়া জরুরি। কারণ ডেঙ্গুতে শরীরের প্লাটিলেট কমে যেত শুরু করে। এ ছাড়াও শারীরিক বিভিন্ন সমস্যা বাড়তে পারে। তাই ডেঙ্গু জ্বর হলে পুষ্টিকর খাবারের মাধ্যমে শরীরে পুষ্টি গ্রহণ বাড়াতে হবে।

#খাবার_তালিকায়_রাখতে_হবে_যেসব_খাবার---
ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিদের জন্য সবচেয়ে প্রয়োজনীয় খাবার হলো প্রোটিন ও আয়রনসমৃদ্ধ খাবার। সয়ামিট, মাশরুম, বিভিন্ন ধরনের ডাল, মাছ, মুরগির মাংস, ডিম, দুধ ও দুগ্ধজাত খাদ্যে প্রোটিন বেশি থাকে।

পালংশাক, সামুদ্রিক মাছ, কলিজা, মিষ্টিকুমড়া, ডালিম, মটরশুঁটি, ছোলা, কচুশাক ইত্যাদিতে প্রচুর পরিমাণ আয়রণ রয়েছে। যা রোগীর শারীরিক দুর্বলতা কাটিয়ে উঠতে এবং রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
ডেঙ্গু রোগীদের পানিশূন্যতা দেখা দিতে পারে।শরীরে পানির পরিমাণ ঠিক রাখতে ডাবের পানি ও বিভিন্ন ধরনের ফলের রস উপকারী। এ ছাড়া নরম সেদ্ধ জাউ ভাত, খিচুড়ি, বিভিন্ন ধরনের স্যুপ খেতে দিতে হবে। প্রয়োজন বুঝে ডেঙ্গু রোগীকে ওরাল রিহাইড্রেশন সলিউশনও (ওআরসি) দেওয়া যেতে পারে।

ভিটামিন বি-১২–এর অন্যতম উৎস ডিম, দুধ, মাখন, পনির, কম চর্বিযুক্ত দই। ভিটামিন সি একটি কার্যকারী অ্যান্টিঅক্সিডেন্ট, যা কোলাজেন উৎপাদনে সহায়তা করে এবং রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

ভিটামিন সি জাতীয় খাবার রক্তে প্লাটিলেটের সংখ্যা স্বাভাবিক রাখতেও কার্যকর। কমলা, মাল্টা, আপেল, পেয়ারা, আমড়া, পেঁপে, আম, আনারস, আঙুর, জাম ইত্যাদি ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে।

রক্তক্ষরণ ঝুঁকি কমাতে ডেঙ্গু রোগীকে ভিটামিন কে জাতীয় খাবার, যেমন সবুজ শাকসবজি, বাঁধাকপি, ব্রকলি ইত্যাদি খাওয়াতে হবে। এসব খাবারে দরকারি খনিজ উপাদান ও অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণও বেশি থাকে।

জারিন তাসনিম
পুষ্টিবিদ
সাওল হার্ট সেন্টার (বিডি) লিঃ

https://www.youtube.com/c/SaaolHeartCenterBangaldesh
https://twitter.com/kajol_kotha
https://www.linkedin.com/company/66298400

#ঢাকা: বাড়ি # ২৬, ইস্কাটন গার্ডেন রোড (নেভি হাউজের পেছনে) মোবাইল: ০১৭৪৪২৫১২২২, ০১৭৭৭৭৮০৮৫১

#চট্টগ্রাম : বাড়ি # ১০৫৪, সূবর্ণা আবাসিক এলাকা, গোলপাহাড় মোড়। মোবাইল: ০১৭৭৭৭৮০৮৬১, ০১৭৭৭৭৮০৮৬২

#সিলেট: বাড়ি # ০৩৭৯০০, খয়রুন ভবন (২য় তলা), মীরবক্সটুলা, সিলেট, মোবাইল: ০১৭৭৭৭৮০৮৫০, ০১৭৭৭৭৮০৮৬০

 #কোরবানির_ঈদ_পরবর্তী_জীবনযাপনপবিত্র কোরবানি ঈদের পর আবার সবাই কাজে ফিরে আসতে শুরু করেছে। ঈদে সবার পরিবারের সাথে অনেক প্...
05/07/2023

#কোরবানির_ঈদ_পরবর্তী_জীবনযাপন

পবিত্র কোরবানি ঈদের পর আবার সবাই কাজে ফিরে আসতে শুরু করেছে। ঈদে সবার পরিবারের সাথে অনেক প্রিয় সময় কাটে এবং পরিবারের সবাই একত্রিত হওয়ায় খাবার তালিকায় থাকে বাহারি নানা পদ। তাই দেখা যায় ঈদে অনেক চেষ্টা করার পরও ডায়েট মানা সম্ভব হয় না। তাইতো ঈদের পর নিজেকে সুস্থ রাখতে, কাজে ফিরে আসার মতই নিজের সুস্থতার জন্য যে খাবার তালিকা ও জীবনযাপন নির্ধারণ করা আছে যেটিতে ফিরে আসতে হয়।

১। নতুনভাবে খাবার তালিকা সাজানোঃ কোরবানির ঈদে যেহেতু তেল ও চর্বিযুক্ত খাবারের আধিক্য থাকে তাই ঈদ পরবর্তী খাবার তালিকা সাজানোর সময় যে খাবারগুলোতে তেল ও চর্বি কম সে খাবারগুলোই খাবার তালিকায় রাখতে হবে। যেমনঃ খাবার তালিকায় নিয়মিত ওটস, লাল চাল বা আটা, বিভিন্ন রকম ডাল, সয়াসবজি, মাশরুম রাখতে হবে।

২। সালাদের ভূমিকাঃ শসা, গাজর, টমেটো, লেটুস, বাঁধাকপি, ক্যাপসিকাম, লেবু এগুলো দিয়ে প্রতি বেলার খাবারের সাথে একবাটি মিক্স সালাদ রাখতে হবে । সালাদে প্রচুর আশঁ থাকে যা চর্বি কমাতে সহায়তা করবে।

৩। খাবার তালিকায় ফল রাখুনঃ মিক্স সবজি সালাদের মতই খাবার তালিকায় যোগ করতে হবে নানা রকম মৌসুমি ফলের মিক্স সালাদ। যেমনঃ আম, লিচু, জাম, কলা, আনার, আপেল দিয়ে বানিয়ে নিতে পারেন নাস্তার জন্য মজাদার ফলের সালাদ। মৌসুমি ফলে প্রচুর এন্টিঅক্সিডেন্ট পাওয়া যায় যা বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা, দূর করে বার্ধক্যের ছাপ এবং কমায় শরীরে থাকা বাড়তি কোলেস্টেরল।

৪। পানীয় জাতীয় খাবার গ্রহণের পরিমাণ ঠিক রাখুনঃ যেহেতু এবারের ঈদ গরমের সময় হলো তাই ঈদে ঘোরাঘুরিতে এবং কাজের চাপে পর্যাপ্ত পানি পান করার বিষয়টা ভুলে যাওয়া খুবই স্বাভাবিক। নাস্তায় চিনি ছাড়া মৌসুমি ফলের রস, বা বিট, গাজর, শসা, লেবু ইত্যাদির রস নিয়ম করে খেতে পারেন এতে শরীর ফিরে পাবে তার সতেজটা এবং বাড়বে কাজ করার আগ্রহ।

৫। নাস্তার সময় সচেতন থাকাঃ কোরবানির ঈদে যেহেতু মাংসের তৈরী নানা পদ থাকে তাই ঈদ পরবর্তী সময়ে মাংসের তৈরী পদ্গুলো বাদ রাখাই শ্রেয়। বিশেষ করে নাস্তার সময় বেশিরভাগ ক্ষেত্রেই বার্গার, কাবাব, শর্মা এই জাতীয় খাবার খেতে ইচ্ছে করে যার বেশিরভাগ অংশই থাকে মাংসের তৈরী। তাই নাস্তায় ঘরে তৈরী খাবার যেমন চটপটি, ফুচকা, সবজি পাস্তা, চিড়ার পোলাও, সবজি চপ, মাশরুম স্যুপ, মাশরুম হালিম, সয়া হালিম, ছোলা ভুনা ইত্যাদি খাবার রাখতে পারেন।

৬। শারীরিক পরিশ্রমঃ ঈদে দেখা যায় নানা রকম মজাদার খাবার খাওয়ার ফলে অনেকেরই ওজন বেড়ে যায় তাই ঈদের পর নিয়ম করে হাঁটা, সাইক্লিং, সাঁতার, জগিং, ইয়োগা যার জন্য যেটি করতে সুবিধা হয় সেটি শুরু করে দিতে হবে। সুস্থ থাকতে প্রতিদিন অন্তত ৩০-৯০ মিনিট ব্যায়াম করা প্রয়োজন।

মিশু দাস
পুষ্টিবিদ
সাওল হার্ট সেন্টার (বিডি) লিঃ

https://www.youtube.com/c/SaaolHeartCenterBangaldesh
https://twitter.com/kajol_kotha
https://www.linkedin.com/company/66298400

#ঢাকা: বাড়ি # ২৬, ইস্কাটন গার্ডেন রোড (নেভি হাউজের পেছনে) মোবাইল: ০১৭৪৪২৫১২২২, ০১৭৭৭৭৮০৮৫১

#চট্টগ্রাম : বাড়ি # ১০৫৪, সূবর্ণা আবাসিক এলাকা, গোলপাহাড় মোড়। মোবাইল: ০১৭৭৭৭৮০৮৬১, ০১৭৭৭৭৮০৮৬২

#সিলেট: বাড়ি # ০৩৭৯০০, খয়রুন ভবন (২য় তলা), মীরবক্সটুলা, সিলেট, মোবাইল: ০১৭৭৭৭৮০৮৫০, ০১৭৭৭৭৮০৮৬০

কেউ ফেরে কেউ ফেরে না... ৭ ঘন্টার পথ ২৪ ঘন্টায় অতিক্রম করে অবশেষে ২৮ জুন সন্ধ্যা ৭,টায় পৌঁছলাম তিলকপুর। রাত সাড়ে ৮টায় কাজ...
28/06/2023

কেউ ফেরে কেউ ফেরে না...

৭ ঘন্টার পথ ২৪ ঘন্টায় অতিক্রম করে অবশেষে ২৮ জুন সন্ধ্যা ৭,টায় পৌঁছলাম তিলকপুর। রাত সাড়ে ৮টায় কাজলকে কবর দিয়ে রাত পৌনে ১০টায় রওনা হয়েছি ঢাকার উদ্দেশ্যে।
কাজল আর কোনদিনই ফিরবে না অপূর্ব নৈসর্গিক হাতির ঝিলের পাশে তাঁর এপার্টমেন্টে। ফিরবে না তাঁর ১৫ বছরের প্রিয় কর্মস্থল সাওল হার্ট সেন্টার (বিডি) লিঃ-এ। আর কোরদিন দেখা দেবে না সাওলের সেই সুহাসিনী মুখ..

'আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগেতবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগেআছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে।'
28/06/2023

'আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে
তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে
আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে।'

28/06/2023

Address

Khayrun Bhaban (2nd Floor), House/037900, Mirbox Tola, Kotowali
Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when Saaol Heart Center Sylhet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Saaol Heart Center Sylhet:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram