
15/03/2025
সেইভ লাইফ ব্লাড ডোনেট সোসাইটি এর সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক জনাব মোঃ হাবিবুর রহমান মুরাদ সাহেবের স্রব্ধেয় চাচা জনাব মোঃ মক্তল হোসেন সাহেব আজ ১৫ মার্চ (শনিবার) সন্ধা ৬ ঘটিকায় উনার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রজেউন)। উনার মৃত্যুতে আমরা #সেইভ_লাইফ_ব্লাড_ডোনেট_সোসাইটি পরিবারের সকলে মর্মাহত ও গভীরভাবে শোকাহত।
আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি ও আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউস কামনা করছি এবং তার শোক-সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীরভাবে সহমর্মিতা ও সমবেদনা জ্ঞাপন করছি যাতে তাঁর শোকাহত পরিবার যেন এই অপূরনীয় ক্ষতি কাটিয়ে উঠতে পারে।