Alif Pharmacy

Alif Pharmacy আলিফ ফার্মেসী আপনাদের সন্তুষ্টি আমাদ

B A B Y    D I A P E E   O F F E R A L I F     P H A R M A C Y  C H O W G H O R Y    B A Z A R
09/01/2021

B A B Y D I A P E E O F F E R
A L I F P H A R M A C Y
C H O W G H O R Y B A Z A R

08/01/2021
শীতের সময় যত্ন নিন আপনার শিশুটির। নিউমনিয়া থেকে আপনার শিশুকে রক্ষা করতে উষ্ণ পোষাক পরিধান করুন ও উন্নতমানের ডাইপার ব্যবহ...
04/01/2021

শীতের সময় যত্ন নিন আপনার শিশুটির। নিউমনিয়া থেকে আপনার শিশুকে রক্ষা করতে উষ্ণ পোষাক পরিধান করুন ও উন্নতমানের ডাইপার ব্যবহার করবেন। আপনার শিশুর সুরক্ষায় আমরা দিচ্ছি Chu.Chu ডাইপারে ২৫% ছাড়! এই অফারটি চলবে ২৫-০৫-২০২১ পর্যত।
স্থানঃ আলিফ ফার্মেসী।
চকরিয়া বাজার।

⚠️  #করোনাভাইরাস সংক্রমণ রোধে বাইরে চলাচলের ক্ষেত্রে মাস্ক পরা বর্তমানে আইননুযায়ী বাধ্যতামূলক। আইন অমান্যকারীদের বিরুদ্ধ...
25/12/2020

⚠️ #করোনাভাইরাস সংক্রমণ রোধে বাইরে চলাচলের ক্ষেত্রে মাস্ক পরা বর্তমানে আইননুযায়ী বাধ্যতামূলক। আইন অমান্যকারীদের বিরুদ্ধে সরকার কঠিন ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে।

✅ তাই সবসময় সতর্ক থাকুন এবং সঠিক নিয়মে মাস্ক ব্যবহার করে নিজেকে ও অন্যদের নিরাপদ রাখুন।

25/12/2020

#কিছু গুরুত্বপূর্ণ কথা, 😊

#জেনে রাখা ভালো""
১. আপনি যখন মোবাইলে কোন নাম্বার ডায়াল করেন, তখন কানেকশন পাওয়ার আগ পর্যন্ত মোবাইল তার সর্বোচ্চ শক্তি ব্যাবহার করে। এসময় মোবাইল থেকে সর্বোচ্চ রেডিয়েশন বের হয়, যা মানব দেহের জন্য মারাত্বক ক্ষতিকর।
তাই এই রেডিয়েশন থেকে বাঁচতে এসময় মোবাইল কানের কাছে না ধরে রাখাই ভালো।
২. চা পানের পরেই পানি পান করা উচিত নয়। এতে দাতেঁর মধ্যকার ফাঁক বেড়ে যায়।
৩. দরজার পাশে দাঁড়িয়ে কান খুঁচাবেন না।
অপরপাশ থেকে যে কারো ধাক্কা লেগে বিপদ হতে পারে৷
৪. একই টুথব্রাশ তিন মাসের বেশি ব্যবহার করা উচিত নয়৷
প্রতি তিন মাস অন্তর টুথব্রাশ বদলানো দরকার।
তাছাড়া মাঝে মধ্যে গরম পানি দিয়ে টুথব্রাশ ভালো করে ধুয়ে রাখা উচিৎ।
৫. খালি পেটে কলা খাওয়া উচিত নয়৷ এটি গ্যাসের জন্য ক্ষতিকর৷
৬. টি.ভি দেখার সময় লাইট বন্ধ করা উচিৎ নয়।
লাইট বন্ধ থাকলে টি.ভি হতে নিক্ষিপ্ত ইলেকট্রন সোজা-সুজি চোখে আঘাত করে, যা চোখের জন্য মারাত্বক ক্ষতিকর।
৭. ঔষধ নয়,
মুখের দাগ দূর করতে শশা অথবা আলু চাক, চাক করে কেটে আক্রান্ত স্থানে লাগিয়ে রাখুন ৩০ মিনিট। ধীরে ধীরে দাগ দুর হবে।
৮. গবেষণায় দেখা গেছে, আদা ক্যান্সার কোষের অনিয়ন্ত্রিত বৃদ্ধি কমাতে সাহায্য করে।
তাইতো প্রতিদিন কিছুটা হলেও আদা খাওয়া উচিত।
৯. একটি সাদা চুল তুললে, সেখান থেকে দুটি সাদা চুল গজায়।
এমন ধারনা একেবারেই ভুল।
১০. কানে তেল দেওয়া,
খুঁচাখুঁচি করা,একেবারেই অনুচিত।
এতে উপকার তো হয়-ই না, বরং ক্ষতির সম্ভাবনা প্রচুর।
আমাদের মনে রাখা উচিৎ,
কান এমনই একটা জায়গা,যেখানে পরিস্কার করার কোন প্রয়োজন নাই। নিজের থেকেই তা পরিস্কার হয়ে যায়।

এ বছর  #করোনাভাইরাস সংকটের মধ্যে ঘূর্ণিঝড় আম্পান প্রায় ৫ লাখ পরিবারকে ঝুঁকির মুখে ফেলেছে। ঘরবাড়ি হারিয়ে, নিরাপদ পানি ও স...
25/12/2020

এ বছর #করোনাভাইরাস সংকটের মধ্যে ঘূর্ণিঝড় আম্পান প্রায় ৫ লাখ পরিবারকে ঝুঁকির মুখে ফেলেছে। ঘরবাড়ি হারিয়ে, নিরাপদ পানি ও সঠিক পুষ্টির অভাবে হাজার হাজার শিশুর দিন কেটেছে হতাশায়।

সময় ঘনিয়ে আসছে⌛️ ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি থেকে রক্ষায় আমাদের এখনই উপযুক্ত পদক্ষেপ নিতে হবে 🙏

এভাবেই অমলিন হাসি নিয়ে বেঁচে থাকুক পৃথিবীর প্রতিটি শিশু 💕
25/12/2020

এভাবেই অমলিন হাসি নিয়ে বেঁচে থাকুক পৃথিবীর প্রতিটি শিশু 💕

স্কুল শিশুদের জন্য কেবল একটি শিক্ষাকেন্দ্র নয়। শিক্ষক ও বন্ধুদের সাথে স্কুলে কাটানো প্রিয় মুহূর্তগুলো প্রতিটি শিশুকে নতু...
25/12/2020

স্কুল শিশুদের জন্য কেবল একটি শিক্ষাকেন্দ্র নয়। শিক্ষক ও বন্ধুদের সাথে স্কুলে কাটানো প্রিয় মুহূর্তগুলো প্রতিটি শিশুকে নতুন করে বাঁচতে শেখায় ✨

আসুন আমরা নিশ্চিত করি করোনা পরবর্তী সময়ে প্রতিটি শিশু যেন নিরাপদে স্কুলে ফিরে যাওয়ার সুযোগ পায় 💙

⚠️জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশে ঘন ঘন প্রতিকূল আবহাওয়ার সৃষ্টি হয় যা অনেক শিশুকে ঘর বা স্কুল ছাড়তে বাধ্য করে।  তাই জলবা...
25/12/2020

⚠️জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশে ঘন ঘন প্রতিকূল আবহাওয়ার সৃষ্টি হয় যা অনেক শিশুকে ঘর বা স্কুল ছাড়তে বাধ্য করে।

তাই জলবায়ুর প্রভাবে ক্ষতিগ্রস্ত শিশুদের জন্য আমাদের শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ অন্যান্য মৌলিক সেবাগুলো নিশ্চিত করতে হবে 💙

⏳হাম- রুবেলা টিকাদান ক্যাম্পেইন শেষ হতে আর মাত্র ৪ সপ্তাহ বাকি! এ সময়ের মধ্যেই আপনার সোনামণিকে টিকা দিয়ে সুরক্ষিত করুন 💙...
25/12/2020

⏳হাম- রুবেলা টিকাদান ক্যাম্পেইন শেষ হতে আর মাত্র ৪ সপ্তাহ বাকি! এ সময়ের মধ্যেই আপনার সোনামণিকে টিকা দিয়ে সুরক্ষিত করুন 💙

W/ EPI Bangladesh, Ministry of Health and Family Welfare, World Health Organization Bangladesh

এই মহামারিতেও থেমে নেই শিশুদের টিকাদান 💉তাই সময়মত শিশুর টিকা নিশ্চিত করুন এবং  #করোনাভাইরাস থেকে সুরক্ষায় টিকাকেন্দ্রে ন...
19/12/2020

এই মহামারিতেও থেমে নেই শিশুদের টিকাদান 💉

তাই সময়মত শিশুর টিকা নিশ্চিত করুন এবং #করোনাভাইরাস থেকে সুরক্ষায় টিকাকেন্দ্রে নিচের নিয়মগুলো মেনে চলুনঃ
🚺 কমপক্ষে ৩ ফিট শারীরিক দূরত্ব বজায় রাখুন,
😷 মাস্ক ব্যবহার করুন এবং
👏 টিকাকেন্দ্রে যাওয়ায় আগে এবং বাসায় ফিরে অবশ্যই সাবান ও পানি দিয়ে হাত ধুয়ে নিন।

আপনার বাচ্চাকে কি সঠিক সময় টিকাদান করেছেন?
19/12/2020

আপনার বাচ্চাকে কি সঠিক সময় টিকাদান করেছেন?

শীতের সময় যত্ন দিন আপনার শিশুটির। নিউমনিয়া থেকে আপনার শিশুকে রক্ষা করতে উষ্ণ পোষাক পরিধান করুন ও উন্নতমানের ডাইপার ব্যবহ...
19/12/2020

শীতের সময় যত্ন দিন আপনার শিশুটির। নিউমনিয়া থেকে আপনার শিশুকে রক্ষা করতে উষ্ণ পোষাক পরিধান করুন ও উন্নতমানের ডাইপার ব্যবহার করবেন। আপনার শিশুর সুরক্ষায় আমরা দিচ্ছি Chu.Chu ডাইপারে ২৫% ছাড়! এই অফারটি চলবে ২৫-১২-২০২০ পর্যত।
স্থানঃ আলিফ ফার্মেসী।
চৌঘরি বাজার।

" আয় আয় সোনামণি,  টিকা নিয়ে যা" শ্লোগানে আগামী ১৯ ডিসেম্বর ২০২০ থেকে ৩১জানুয়ারী ২০২১ পর্যন্ত ৬সপ্তাহব্যাপী কমিউনিটি পর্য...
19/12/2020

" আয় আয় সোনামণি, টিকা নিয়ে যা" শ্লোগানে আগামী ১৯ ডিসেম্বর ২০২০ থেকে ৩১জানুয়ারী ২০২১ পর্যন্ত ৬সপ্তাহব্যাপী কমিউনিটি পর্যায়ে জাতীয় হাম-রুবেলা ক্যাম্পেইনের অধীনে হাম রুবেলার টিকা দেওয়া হবে।

* কাদের টিকা দেয়া হবে?
-৯ মাসের বেশি ও ১০বছরের কম বয়স্ক সকল শিশুকে এক ডোজ ক্যাম্পেইন এর টিকা দেয়া হবে।

* পূর্বে হাম রুবেলার দুই ডোজ টিকা নেয়া থাকলে কি এই টিকা দেয়া যাবে?
- উদ্দিষ্ট বয়সের যে কোন শিশু, হাম রুবেলার টিকা পূর্বে নেয়া থাকলে ও ক্যাম্পেইনে টিকা নিবেন।

* এই টিকা নেবার পর রুটিন ইপিআই টিকা (হাম-রুবেলার) নেয়া যাবে কি?
- এই টিকা একটি অতিরিক্ত ডোজ হিসেবে দেয়া হচ্ছে। ক্যাম্পেইনে টিকা নেয়ার ২৮ দিন পর হাম রুবেলার রুটিন টিকা দেয়া যাবে।

বাংলাদেশ থেকে হাম-রুবেলা দূরীকরণের লক্ষ্যে ও আপনার শিশু তথা বাংলাদেশের সমাজকে হাম-রুবেলার সংক্রমণ থেকে মুক্ত রাখতে ক্যাম্পেইন চলাকালে এক ডোজ হাম রুবেলার অতিরিক্ত টিকা দিয়ে আপনার নাগরিক দায়িত্ব পালন করুন। সকল প্রকার গুজব থেকে দূরে থাকুন।

স্বাস্থ্যবিধি মেনে, মাস্ক ব্যবহার করে, সামাজিক দূরত্ব মেনে টিকা কেন্দ্রে আসুন।

Address

Chowghory Bazar
Sylhet
3163

Telephone

+8801766700423

Website

Alerts

Be the first to know and let us send you an email when Alif Pharmacy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram