28/11/2020
সিলেট জেলার,ওসমানী নগর উপজেলার ঐতিহ্য বাহী,পীর অাউলিয়ার স্মৃতি বিজরিত,হজরত শাহ জালালের ৩ জন সফর সঙ্গী যে গ্রামে শায়িত অাছেন,তাদের মধ্যে অন্যতম হজরত শাহ সিকন্দর রঃ।সেই অলির নামে বিশাল এক গ্রামের নাম সিকন্দর পুর।সেই সিকন্দরপুর গ্রামের অালো বাতাশে বড় হয়ে উটা একজন মানুষ,উমরপুর ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান মরহুম সিরাজুল ইসলাম ময়না মিয়ার ভাতিজা,যুব সমাজের অাইকন,বর্তমান ওসমানী নগর উপজেলা অাওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, সবার প্রিয় ব্যক্তিত্ব মোঃ মুকিদ মিয়া।তিনি অাগামী ইউ,পি নির্বাচনে ১নং উমরপুর ইউনিয়ন থেকে বাংলাদেশ অাওয়ামীলীগের মনোনয়নের প্রত্যাশা নিয়ে,নৌকা প্রতিক পাবার অাশা ব্যক্ত করে ইতিমধ্যে নিজেকে একজন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসাবে ঘোষনা দিয়ে দিন রাত সারা ইউনিয়ন চষে বেরাচ্ছেন।তারই ধারাবাহিকতার অালোকে অাজ তাহার নিজ গ্রাম সিকন্দরপুরের একাংশ সিকন্দরপুর রংবরন,সিকন্দরপুর পুর্বগাও এর ময়মুরব্বি,যুব সমাজের সবাইকে নিয়ে এক নির্বাচনী মত বিনিময় সভায় মিলিত হন।উক্ত সভায় তিনি নিজেকে সিকন্দরপুরের একজন সন্তান হিসাবে সিকন্দরপুরের অথিত ইতিহাস,ঐতিহ্য ধরে রাখতে দল মত নির্বিশেষে গ্রামবাসীর সবার সাহায্য,সহযোগিতা এবং ভোট প্রত্যাশা কামনা করেন।সবায় গ্রামবাসীর সবাই তাকে সার্বিক সহযোগীতা করার অাশ্বস্থ প্রদান করেন।পরে অাপ্যায়নের মাধ্যমে সবার সমাপ্তি ঘোষনা করা হয়।